PDA

View Full Version : মেটা ট্রেডার চার ডাউনলোডে উইন্ডো সেট আপ।



HKProduction
2015-12-15, 11:38 AM
আমি মেটা ট্রেডার চার কোন মতেই আমার উইন্ডো আটে ডাউনলোড করতে পারিনি। অবশেষে উইন্ডো আট ডিলেট করে নতুন করে উইন্ডো সাত সেট আপ করি। এখানে খুব সহজেই ডাউনলোড হয়ে যা্য়। আমি বড় ভাইদের কাছে জানতে চাই আপনারা কেউ উইন্ডো আটে ইনস্টার মেটা চার ট্রেডিং টার্মিনাল ডাউনলোড করেছেন কিনা। কেননা আমি উইন্ডো আটে আমার অফিসিয়াল কাজে স্বস্তি বোধ করি। কিন্তু ট্রেডিং টার্মিনালের জন্য আমাকে উইন্ডো সাত ব্যবহার করতে হচ্ছে।

HKProduction
2015-12-30, 08:55 PM
আমার এ বিষয়টি জানা ছিল না। সে মাসে আমার অনেক এম. বি. কেটেছিল। আমি বুঝতে পারি নি। আপনি ইনস্টল করতে পেরেছেন জেনে খুব খুশি হলাম। আশা করি যারা এ ধরনের সমস্যায় পড়েছেন তারা এসব বিষয়গুলি দেখে শুনে ঠিক করে নেবেন। তাহলে আর সমস্যা হবে না।

yasir arafat
2016-04-02, 05:10 PM
এটা সাধারণত আপনার উইনডোজ আপডেট এবং অন্যান্য আপডেট ওপেন রাখেছেন ।যার কারণে আপনার নেট স্লো হয়ে গিয়েছিল।তাই হয়তো স্লো নেট কানেকশনে মেটাট্রেডার ইনস্টল নেয় নি।আমি আমার উইনডোজ ৮ এ মেটা ট্রেডার ইনস্টল করতে পেরেছি।

Momen
2017-07-24, 11:10 PM
আপনি জেনোইন ভার্সন ব্যবহার করে দেখুন উইন্ডোজ ৮ এর। কেননা, অনেক সময় দেখা যায় উইন্ডোজ থেকে অনেক ধরনের আপডেট নিতে দেখা যায়। তখন আমাদের ইন্টারনেট কানেকশন অনেক স্লো কাজ করে। সেই সময় হয়তো মেটা ট্রেডার ইন্সটল করার মতো স্পীড পাই নি। তাই, আমি বলবো উইন্ডোজ এর যাতীয় আপডেট বন্ধ করুন তারপর ট্রাই করুন। অন্যথায়, উইন্ডীজ এর জেনোইন ফাইল ব্যবহার করুন।