PDA

View Full Version : কেন ইমোশনাল হয়ে ট্রেড করা উচিৎ নয় ।



sayem11
2015-12-15, 06:07 PM
আপনি অনেক আনাল্যসিস করে দেখলেন মার্কেট ডাউন হবে কিন্তু মার্কেট আপনার বিপরীতে গেল এখন কি করবেন। রেগে মেগে আরেকটা ট্রেড, সেক্ষেত্রে বেশির ভাগ সময় আপনি লস করবেন। কেন জানেন? কারন পরের ট্রেডে আপনি অপেক্ষাকৃত কম আনাল্যসিস করে ট্রেড দিয়েছে এই ট্রেড ছিল Revenge (প্রতিশোধ) । কোন ট্রেড লসে গেলে সেটাকে Business Cost হিসেবে দেখার চেষ্টা করবেন। প্রতিটা বিজনেসে কিছু খরচ থাকে ফরেক্সে লস গুলো আপনার খরচ। আপনার কাজ হল রিস্ক নিয়ন্ত্রন করা বরং আপনার টাকা গুলোকে রিস্কে ফেলা নয়। একজন Professional এবং একজন Amateur এর মধ্যে মুল পার্থক্য দেখা যায় কে psychologically লস কে কিভাবে দেখছে। প্রফেশনাল ট্রেডার লস হলে শুধু Better Luck Next Time বলে লস কে মেনে নেয়। কিন্তু নতুন রা উঠে পরে লাগে লস তোলার জন্য আর অবশিষ্ট টুকু হারায়। অনেকে বলেন পর পর তিনটা ট্রেড লস করলে মার্কেটে এক সপ্তাহ নতুন ট্রেড না দিয়ে শুধু মার্কেট দেখা উচিত । :yahoo:

yasir arafat
2015-12-15, 07:28 PM
আমি যখন লস করি তখন মনে মনে লাভ করার জন্য ভবিষ্যত্* এর উপর ইচ্ছা পোষন করি যে আমার পরবর্তীতে অবশ্যই লাভ হবে ।কারণ লস থেকে তো আমি আরো ভালভাবে শাখছি।কাজেই এই সব লস আমার জন্য আর্শিবাদ সরুপ।তাই ইমোশনাল হয়ে ট্রেড করা থেকে বিরত থাকি।এতে আমার কাজগুলো আমার জন্য অনেক সহজ হয়।

RUBEL MIAH
2015-12-15, 10:26 PM
প্রবাদে আছে , যে জাতি যত বেশী ধৈর্য্যশীল সে জাতি তত বেশী উন্নতি । ঠিক তেমনি কোন ব্যক্তি যদি ধৈর্য্য ধারণ করে এই ব্যবসা করে অবশ্যই সফলকাম হবে আর যদি কোন ব্যক্তি ইমোশনাল হয়ে ট্রেড করে অবশ্যই সে ক্ষতিগ্রস্থ হবে । সুতরাং আমরা যখনই ট্রেড করব এ্যানালাইসিস করে তারপর ট্রেড করব ।

AbuRaihan
2015-12-15, 10:56 PM
আমি একজন নতুন ট্রেডার হিসেবে নিজের মধ্য ঠিক আপনার লেখারই বহিঃপ্রকাশ পেয়েছি ৤ আমি ডেমোতে ট্রেড করে মুটামুটিভাবে রিয়েল ট্রেড করছি এখন তবে আমার একটা দোষ হল যখনই লস করি তখন মনটা খারাপ হয়ে যায় এবং পরবর্তীতে অধৈর্য্য হয়ে সেই লস রিকভার করতে গিয়ে অোরো বেশি লস করি ৤ তাই নিজের মধ্য নিজেকে নিয়ন্ত্রনের গুণটা সৃষ্টি করতে হবে যদি ভালো একজন ট্রেডার হতে হয় ৤ বিশেষ করে লস করলেও অস্থির না হয়ে পরবর্তী সময়ের জন্য আরো ভালোভাবে প্রস্তুতি নিতে হবে ৤

shakil302
2015-12-16, 01:20 AM
মার্কেট আপনার বিপরীতে গেল এখন কি করবেন। রেগে মেগে আরেকটা ট্রেড, না এটা কখনই করা জাবে না,এটা হচ্ছে এমোশনাল অর্থাৎ আবেগ। ফরেক্স এ আবেগের কোন যায়গা নেই। রেগে মেগে জেদ করে ভুল ট্রেড করলে আপনার ই লস আর কি।

Mdalam
2015-12-16, 11:25 AM
আমার মতে ইমোশনাল হয়ে ট্রেড করা ঠিক না। ট্রেড করতে হলে মাথা ঠাণ্ডা রেখে ট্রেড করতে হবে। তুমাকে মনে রাখতে হবে তুমি ট্রেড করে তুমার জীবনে সফলতা বয়ে আনবে। তুমি একবার না পারলে বার বার চেষ্টা করে দেখতে হবে। তুমাকে ধৈর্য সহকারে ট্রেড করতে হবে। তাই কোন ইমোশনাল ভাবে ট্রেড না করে শান্ত ভাবে বুঝে শুনে ট্রেড করতে হবে।

HKProduction
2015-12-18, 05:33 PM
ইমোশন খুবই ভাল একটি জিনিস। যার ইমোশন যত বেশি প্রকাশ পায় সেই তত বড় শিল্পী। আমাদের চলচ্চিত্র অঙ্গনে ইমোশনকে খাওয়ানো যায়। কিন্তু ফরেক্স মার্কেটে এমোশন বেচাতো যায়ই না বরং যাদের ইমোশন বেশি তারা মার্কেট ফেলে পলায়ন করে। আমাদেরকে প্রাকটিক্যাল হয়ে এখানে ট্রেড করতে হয়।

Realifat
2015-12-18, 06:00 PM
ফরেক্স মার্কেটে কখনই ইমোশনাল হয়ে ট্রেডিং করা যাবে না। কারন ইমোশনাল হয়ে ট্রেড করলে ট্রেডে লস হওয়ার সম্ভবনাই বেশি। কারন ইমোশন বা আবেগ মার্কেটের আসল মুভমেন্ট বুঝতে বাধা প্রদান করে। এজন্য সম্পূর্ণ বুদ্ধি খাটিয়ে ট্রেড করা যায় না বলে ইমোশনাল ট্রেডিং না করাই ভালো বলে মনে করি।

sharifulbaf
2016-01-12, 12:51 AM
ফরেক্স মার্কেট এ ট্রেডিং করতে গিয়ে অনেক ফরেক্স ট্রেডার আছে যারা ফরেক্স ট্রেডিং করার সময় অনেক লস করে ফেলে কিন্তু তাদের এই লস থেকে লসে পরে যায় কারন তারা ইমোশনাল হয়ে ফরেক্স ট্রেডিং করে থাকে,তাই আমি মনে করি ইমোশনাল হয়ে ফরেএক্স ট্রেডিং করা ঠিক না।

Marufa
2016-02-14, 11:21 AM
সহজভাবে বলতে গেলে আপনি যদি ইমোশনাল ট্রেড করেন তাহলে নিশ্চিত লস খাবেন । তাই আমার মনে হয় কেউই এখানে লস করতে আসিনি । সবারেই মূল্য লক্ষ্য হচ্ছে মার্কেট থেকে লাভ বের করে আনা । আপনি যদি ইমোশনাল ট্রেড করেন তাহলে আপনি লাভ করতে পারবেন না এটাই স্বাভাবিক । তাই সবাই ইমোশনাল ট্রেড থেকে দূরে থাকবেন ।

real80
2016-03-17, 01:28 PM
ফরেক্স মার্কেটে একজন ট্রেডারের সবচেয়ে বড় শত্রু হচ্ছে নিজের মনের আবেগ বা ইমোশন। এই আবেগের কারনে ফরেক্স বিজনেসে অনেক ট্রেডারের লস হয়ে থাকে। ফরেক্স মার্কেটে আবেগের কোন স্থান নেই। এই মার্কেটে ট্রেডিং করতে আসার আগে আবেগ নামের বস্তুটিকে পরিহার করা উচিত। আবেগের কারনে মানসম্মত ট্রেডিং করা যায় না।

fatemaakhter
2016-03-17, 01:53 PM
ফরেক্স মার্কেট এ টিকে থাকতে হলে আমাদের সবাই কে নিজেদের ইমোশন কে ভাল করে কন্ট্রোল করতে হবে। আমরা যে কোনো ব্যবসা করি না কেন প্রতিটি ব্যবসায় লস বা লাভ হই। এটি ব্যবসায়ের একটি অংশ। তাই আমাদের সবাই কে সব সময় এই মার্কেট ভাল করে জ্ঞান অর্জন করে আমাদের কে এই মার্কেটে কাজ করতে হবে। আমরা আমাদের ডিপোজিট যে কোন সময় হারিয়ে ফেলতে পারি তাই আমাদের কে সব সময় সতর্ক হয়ে থাকতে হবে বলে আমি মনে করি । তাই আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে ইমশনাল ত্যাগ করে ট্রেড করতে পারি ।

Sahed
2016-03-17, 02:35 PM
হ্যা ফরেক্স মার্কেটে ইমোশনালটা খুব বেশি কাজ করে । সত্যি কথা বলতে কি আমরা কেউই কিন্ত মার্কেটে লস করতে আসিনি । তাই মার্কেট এ্যানালাইসিস করার পরও ভেবে চিন্তে একটি ট্রেড নেওয়ার পরে যদি আমাদের এই ট্রেডটি লসের সম্মূখীন হয় তাহলে আমরা ইমোশনাল হয়ে গিয়ে লস রিকভারি করার অন্য আরেকটি ট্রেড ওপেন করি । যার ফলাফল খুবই ভয়াবহ হয় । আমি নিজেই এর শিকার ।

MOHAMMAD SHADAT HOSSEN
2016-03-17, 03:04 PM
আমি মনে করি ইমসনাল হয়ে টেড করা ভাল নয় ।কারন যে কোন সময় একাউন জির হয়ে জেতে পারে।

rahmot255
2016-03-17, 05:03 PM
আমার মতে ফরেক্স মার্কেটে কখনই ইমোশনাল হয়ে ট্রেডিং করা যাবে না। কারন ইমোশনাল হয়ে ট্রেড করলে ট্রেডে লস হওয়ার সম্ভবনাই বেশি। কারন ইমোশন বা আবেগ মার্কেটের আসল মুভমেন্ট বুঝতে বাধা প্রদান করে। এজন্য সম্পূর্ণ বুদ্ধি খাটিয়ে ট্রেড করা যায় না বলে ইমোশনাল ট্রেডিং না করাই ভালো বলে মনে করি।

basaki
2016-05-01, 12:00 PM
কারন ফরেক্স ব্যবসাটা ইমোশনাল হলে আপনি লস করবে আর লস হবে না যদি ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আগে আমি মনে করি অবিজ্ঞতা অর্জন করেই তবে আপনি ফরেক্স মার্কেটে ইনভেস্ট করতে পারেন।আর তাই আপনাকে ফরেক্স মার্কেট নিয়ে অনেক পড়া শুনা করতে হবে।

Moon
2016-05-19, 08:00 PM
ইমোশনাল কিংবা অতি উত্তেজিত কোন অবস্থায় ট্রেড করা উচিত নয় । কেননা উভয় অবস্থায় আমরা স্বাভাবিকভাবে নিজের নিয়ন্ত্রনে থাকি না । যার কারণে অামাদেরকে অনেক সময় লস গ্রহণ করতে হয় ওই সময়টাতে ঠিকভাবে সঠিক সিদ্ধান্ত না নেওয়ার ফলেই । তবে জেনে রাখতে হবে যে ফরেক্স এর ট্রেডের প্রতিট সিদ্ধান্ত অতি আবেগ অথবা অতি উত্তেজিন কোন অবস্থায় না নিয়ে ঠান্ডা মাথায় নিতে হবে ।

MdRiazulIslam1991
2016-05-19, 11:57 PM
অধিকাংশ ফরেক্স ট্রেডারের ফরেক্সে লস করার পেছনের ইতিহাস ভার ভাবে বিশ্লেষন করা হলে দেখা যাবে লসের প্রধান এবং অন্যতম কারনের মধ্যে রয়েছে ইমোমনাল ট্রেডিং যা একজন ট্রেডারকে তার ট্রেডিং সম্পর্কিত অর্জিত দক্ষতা,অভিজ্ঞতা,কেৌশল ইত্যাদির আলোকে ট্রেড করতে নিরুতসাহিত করে।

md samsul huq
2016-05-20, 12:56 AM
আমি বলবো ইমোশনাল হয়ে ট্রেড করা ঠিক না। ট্রেড করতে হলে মাথা ঠাণ্ডা রেখে ট্রেড করতে হবে। তুমাকে মনে রাখতে হবে তুমি ট্রেড করে তুমার জীবনে সফলতা বয়ে আনবে। তুমি একবার না পারলে বার বার চেষ্টা করে দেখতে হবে। তুমাকে ধৈর্য সহকারে ট্রেড করতে হবে। তাই কোন ইমোশনাল ভাবে ট্রেড না করে শান্ত ভাবে বুঝে শুনে ট্রেড করতে হবে।

uzzal05
2016-05-20, 07:20 AM
ফরেক্স সবসময় মারকেতের মতো চলে। ফরেক্স মার্কেট আপনার কথা শুনবে না। আপনি ইচ্ছা করলেই ফরেক্স মার্কেট কে আপনর অনুকুলে নিয়ে যেতে পারেন না। তাই একবার লস হলে আপনি লস রিকভার করার জন্য বড় লটে ট্রেড দিলে ধরা খেতে পারেন। তাই ইমোশনাল হয়ে ট্রেড দিতে যাবে না।

KAMIRUN NESA
2016-05-20, 09:36 AM
ইমশন্স নিয়ে কাজ করলে কখনোই কাজে সফলতা আসে না। কারণ ইমশন্স নিয়ে কাজ করতে গেলে কাজের প্রতি মনোযোগ দেয়া যায় না, ফলে কাজও ভালোভাবে সম্পন্ন করা যায় না। আর এর ফলে কাজে বেরথতা আসে। তাই ইমসন্সকে বাদ দিয়ে বাস্তবমুখী হয়ে কাজ করা অত্যন্ত জরুরী।

dwipFX
2016-05-20, 05:19 PM
আমরা নতুন ট্রেডার তারা ফরেক্স মার্কেটে ইমোশনাল ট্রেড করে বেশি কারন আমরা একটা বা দুইটা ট্রেড লস হয়ে গেলে এর পর বেশি ভলিউমে ট্রেড করি আর লস করি এইভাবে আমরা ট্রেড করতে থাকি। এক সময় আমাদের একাউন্ট জিরো হয়ে যায় তাই আমাদের কে ইমোশান কন্ট্রোল করতে হবে।

amin rabby
2016-05-20, 10:21 PM
ব্যবসায় লাভ লস হতেই পারে। তাই ইমোশনাল হয়ে ভুল পথে যাওয়া ঠিক নয়। ফরেক্স এ কোন ট্রেড এ লস হলে ইমোশনাল হয়ে মার্কেট এনালাইসিস না করে নতুন ট্রেড করা যাবে না। ব্যবসায় লসকে মেনে নিয়ে পরবর্তীতে ভাল কৌশল অবলম্বন করে ট্রেড করতে হবে। চেষ্টা করতে কম রিস্ক নিয়ে ট্রেড করা । ট্রেডে ধৈর্য ধারন করতে হবে।

sujon30
2016-08-27, 08:26 AM
ইমোশনাল আমাদের সবারই আছে। কারো বেশী আবার কারো কম। তবে ফরেক্স এ বেশী ইমোশনাল থাকলে হবে না। কিছুটা নিয়ন্ত্রন করে ফরেক্স এ কাজ করতে হবে। ইমোশনাল আমাদেরকে ধৈয্য হারা করে দেয় যা কিনা আমাদের এটা করাতে বা ওটা করাতে আকৃষ্ট করে। তাই ফরেক্স এ আমাদের অনেক টা্ লোভে পরে নিজেকে ধৈয্য হারা করে ট্টেড করতে বাধ্য্ করে যা আমাদের লসে মুখে পরতে হয়। তবে যাই হোক আমাদের এই ইমোশনালটাকে নিয়ন্ত্রন করে ফরেক্স করলে ভাল সুফল পাওয়া যাবে।

uzzal05
2016-08-27, 08:26 AM
ইমোশনাল ফরেক্স একাউন্ট জিরো হবার অন্যতম কারন। কেননা আমরা বেশীরভাগ সময় ট্রেড করার আগে এনালাইসিস করে ট্রেড এ ঢুকি। ট্রেড করার পর অনেক সময় আমাদের ট্রেড লসে যায়। কিন্তু যখন লস হয় তখন আমরা বড় লটে ট্রেড ওপেন করে আমরা আমাদের লস রিকভার করতে চাই। দেখা পরের ট্রেড টি ও লসে যায়।

kholil
2016-09-24, 06:40 PM
ফরেক্সে কাজ করার হলে ফরেক্সের কাজ শিখে কাজ করতে হবে । ফরেক্সে সবাই কাজ করতে পারে কিন্তু ফরেক্স থেকে টাকা আয় করতে পারে না । ফরেক্সে টাকা আয় করার হলে ফরেক্সের ট্রেডিং দক্ষতা ভাল থাকা লাগে । ফরেক্সে যে যত বেশি দক্ষতার সাথে কাজ করতে পারবে সে তত বেশি ভাল লাভ করতে পারবে । ফরেক্সে ট্রেডিং দক্ষতাই সব । তাই ফরেক্সের ট্রেডিং ভাল করে করতে হবে ।

jamal191khan
2016-09-24, 08:17 PM
আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি ইমোশনাল হয়ে ট্রেড করা ঠিক না। ট্রেড করতে হলে মাথা ঠাণ্ডা রেখে ট্রেড করতে হবে। তুমাকে মনে রাখতে হবে তুমি ট্রেড করে তুমার জীবনে সফলতা বয়ে আনবে। তুমি একবার না পারলে বার বার চেষ্টা করে দেখতে হবে। তুমাকে ধৈর্য সহকারে ট্রেড করতে হবে। তাই কোন ইমোশনাল ভাবে ট্রেড না করে শান্ত ভাবে বুঝে শুনে ট্রেড করতে হবে।

shukumar8099
2016-09-24, 08:25 PM
আমি মনে করি ফরেক্স ইমোশনাল হবার কোন দরকার নাই | ফরেক্স করতে হলে আপনার লাভ লস আসবে কিন্তু আপনি নিয়মিত ফরেক্স মাকেটে ধরয ধারন করে থাকলে আপনার লাভ হতে পারে | আপনি যত ইমোশনাল হয়ে পরবেন তত লস করবেন|

Forex Boy
2016-09-24, 10:14 PM
ইমশনাল হোয়ে ট্রেড করা উচিৎ নয় কারন আমরা যকন ইমশনাল হোয়ে পরি তখন ভুরের পরিমান বেড়ে যায়। একবার লাভ হোরেই ইমশনাল হোয়ে দ্বিতীয়বার লাভের জন্য আমরা ট্রেড দেই ফলে লস করে তাকি। অপরদিকে সেই লসের সাথে সাথেই রিভেন্জ নেবার চেষ্টা করি ফলে আবারো লস। তাই আমাদের সকরেরি উচিৎ আমাদের ইমশন কে কন্ট্রোল করার।

lotaus
2016-09-24, 11:23 PM
হ্যা কিছুদিন আগে আমিও ইমোশনাল হয়ে পড়েছিলাম।আমি অনেক সময় নিয়ে ভালোকরে মার্কেট এনালাইসিস করে একটা ট্রেড করি কিন্তু সেই সময় মার্কেট আমার বিপরীতে যেতে শুরু করে।আমি শুধু ভেবেই চলেছিলাম যে মার্কেট কখন আমার পক্ষে আসবে যে কারনে কোন স্টপ লস সেট করি নি আর যখন বুঝলাম মার্কেট হয়তোবা ঘুরবে তখন লস রিকোভারি করার জন্য আরো দুইটা ট্রেড ওপেন করলাম কিন্তু আবার মার্কেট বিপক্ষে গেল এবং ব্যালেন্স জিরো হয়ে গেল যার দ্বারা আমার কিছু ভুল বুঝতে পারলাম।

Tazul Islam
2016-09-25, 07:07 AM
আমার মতে ফরেক্স মার্কেটে কখনই ইমোশনাল হয়ে ট্রেডিং করা উচিৎ নয়। কারন ইমোশনাল হয়ে ট্রেড করলে ট্রেডে ভলিয়ম বেরে যায় এবং লস হওয়ার সম্ভবনাই বেশি থাকে। কারন ইমোশন বা আবেগ মার্কেটের আসল মুভমেন্ট বুঝতে বাধা প্রদান করে। এজন্য ইমোশনাল ট্রেডিং না করাই ভালো বলে মনে করি।

sheam
2016-10-24, 05:09 PM
ফরেক্স মার্কেটে একজন ট্রেডারের সবচেয়ে বড় শত্রু হচ্ছে নিজের মনের আবেগ বা ইমোশন। এই আবেগের কারনে ফরেক্স বিজনেসে অনেক ট্রেডারের লস হয়ে থাকে। ফরেক্স মার্কেটে আবেগের কোন স্থান নেই। এই মার্কেটে ট্রেডিং করতে আসার আগে আবেগ নামের বস্তুটিকে পরিহার করা উচিত। আবেগের কারনে মানসম্মত ট্রেডিং করা যায় না।

eshahid
2016-10-24, 05:20 PM
ফরেক্স মার্কেটে ইমোশন বা আবেগই হল ধংশের মুল কারন। ইমোশনাল হয়ে ট্রেড করা ঠিক নয়। এখন মার্কেট বাই এর দিকে আছে এক কথাই উপরে উঠছে তাহলে একটা বাই এ ট্রেড করে দেই এমন কখনও করা যাবে না। ভাবতে হবে এখন মার্কেট উপরে উঠছে তাহলে আর কতখন উপরে উঠবে নাকি নিচে নামবে সব কিছু ভেবে যে টা আপনার অনুকুল এ যায় তাই করবেন।

JOY33665577
2016-10-26, 11:20 PM
ভাল প্রফিট ফরেক্স থেকে লাভের স্বার্থে সেই সময়কেই আমাদের ট্রেড করার জন্য বেছে নেওয়া প্রয়োজন যখন মার্কেট মুভমেন্ট অনেক ভার থাকে আর এটি ট্রেড করার পূর্বে বুঝার জন্য ফরেক্স ট্রেডিং জ্ঞান থাকা একান্ত ভাবে প্রয়োজন।সময় মত ট্রেড করতে পারলে বেশ ভাল আয় করা সম্ভাব।

nisho5533
2016-10-27, 09:27 PM
ফরেক্স বিজনেস আমি মনে করি বৈদেশিক মূদ্রা ক্রয় বিক্রয়ের বিজনেস।আর এই বিজনেস করতে হলে আমি মনে করি আপানাকে ফরেক্স জানতে হবে শিখতে হবে জ্ঞ্যান অভিজ্ঞতা কোশলী হতে হবে তাহলে আপনি ফরেক্স বিজনেস করে ভাল আয় করতে পারেন বলে আমি মনে করি।তাই আমাদের সবার উচিত ডেমোতে ভাল করে ট্রেডিং করতে হবে আর ডেমোই পারে আমাদের অভিজ্ঞ জ্ঞ্যানী কোশলী ট্রেডার হিসেবে গড়ে তুলতে।

soniaakter
2016-10-31, 03:01 PM
ফরেক্স মার্কেটে ট্রেডিং করে প্রফিট করতে চাইলে আমাদের ইমোশনাল হয়ে ট্রেডিং না করা অনেক ভাল,কারন ফরেক্স মার্কেটে ট্রেডিং করতে গেলে আমরা অনেক সময় ইমোশনাল হয়ে ট্রেড করে থাকি যাতে আমাদের ইমোশনাল থাকা অবস্থায় ট্রেডিং করা যাবেনা ফরেক্স মার্কেটে আমাদের ভাল ট্রেডার হতে পারি।

janasa
2016-10-31, 04:04 PM
কখনো ইমোশনাল হয়ে ট্রেড করা উচিৎ নয় । কারন ইমোশনাল হয়ে ট্রেড করলে লস খুব সহজে হয় । ইমোশনাল হয়ে ট্রেড করলে ট্রেডিং স্টাটেজি নষ্ট হয়, মাথায় রাগ উঠে যায়, ধৈর্য থাকে না । তাই আমি মনে করি আমাদের ইমোশনাল হয়ে ট্রেড করা উচিৎ নয় । আমি কখনো ইমোশনাল হয়ে ট্রেড করি না ।

Competitor
2016-11-08, 11:26 PM
আসলে মানুষ হিসেবে আমাদের মধ্য আবেগ থাকাটাই অনেকটা স্বাভাবিক । আমরা যদি নিজেদেরকে প্রতিষ্টিত ও একজন সফল ট্রেডার হিসেবে দেখতে চাই তবে ইমোশন বিষয়টাকে নিয়ন্ত্র্রনে রাখার কোন বিকল্প নেই । কেননা আবেগ এমন একটা জিনিস যেটার মাধ্যমে আমরা অনেক বেশি পরিমাণে প্রভাবিত হয় , এবং এটার নেতিবাচক প্রভাব ট্রেডিং এর উপরও পড়তে পারে । তাই ট্রেডিং করার ক্ষেত্রে আবেগের বশবর্তী না হওয়াটাই ভাল ।

uzzal05
2017-06-14, 05:42 AM
ইমোশন হচ্ছে ফরেক্স এ একাউন্ট ধংসের কারন। আমরা লাভের ট্রেড অনেক সময় বেশী লাভের আশায় থাকি। পরে শেষে দেখা আর ও আমাদের উলটো লস হয়ে যায়। তখন আবার বড় লট সাইজ দিয়ে সেই লস পূরন করতে যাই। পরিনামে আবার বড় লস।

Mamun13
2018-01-23, 11:00 PM
আপনি অনেক আনাল্যসিস করে দেখলেন মার্কেট ডাউন হবে কিন্তু মার্কেট আপনার বিপরীতে গেল এখন কি করবেন। রেগে মেগে আরেকটা ট্রেড, সেক্ষেত্রে বেশির ভাগ সময় আপনি লস করবেন। কেন জানেন? কারন পরের ট্রেডে আপনি অপেক্ষাকৃত কম আনাল্যসিস করে ট্রেড দিয়েছে এই ট্রেড ছিল Revenge (প্রতিশোধ) । কোন ট্রেড লসে গেলে সেটাকে Business Cost হিসেবে দেখার চেষ্টা করবেন। প্রতিটা বিজনেসে কিছু খরচ থাকে ফরেক্সে লস গুলো আপনার খরচ। আপনার কাজ হল রিস্ক নিয়ন্ত্রন করা বরং আপনার টাকা গুলোকে রিস্কে ফেলা নয়। একজন Professional এবং একজন Amateur এর মধ্যে মুল পার্থক্য দেখা যায় কে psychologically লস কে কিভাবে দেখছে। প্রফেশনাল ট্রেডার লস হলে শুধু Better Luck Next Time বলে লস কে মেনে নেয়। কিন্তু নতুন রা উঠে পরে লাগে লস তোলার জন্য আর অবশিষ্ট টুকু হারায়। অনেকে বলেন পর পর তিনটা ট্রেড লস করলে মার্কেটে এক সপ্তাহ নতুন ট্রেড না দিয়ে শুধু মার্কেট দেখা উচিত । :yahoo:
ফরেক্স ট্রেড এমনিতেই আমাদের কাছে কঠিন লাগে৷তারপরে কিছু নগদ লস হয়ে গেলে তো আমাদের মাথাটাই নষ্ট হয়ে যায়৷তখন এই নষ্ট মাথা নিয়ে কী ঐ মূহূর্তে আবার ট্রেড করা ভালো হবে ? কখোনোই না৷ভূল ট্রেডের ফলে কিছু লস হয়ে গেলে তৎক্ষনাত ট্রেন্ড বন্ধ করা উচিৎ৷ পরবর্তীতে মাথা ঠান্ডা হলে আস্তে ধীরে বসে মার্কেট দেখা উচিৎ এবং সুযোগ হলে এন্ট্রী করলেন৷ইমোশনাল ট্রেড কখোনোই উচিৎ নয়৷

01797733223
2018-01-24, 11:46 AM
ইমোশোনাল হয়ে ট্রেড করা আর ট্রেডিং মার্কেটে প্রবেশ না করা এ দুটোই সমান কাজ। কারন ফরেক্স মার্কেটে ইমোশোনের কোন জায়গা নেই। কারন এই মার্কেটটা কারও নিয়ন্ত্রণে নেই। তাই এখানে আবেগ প্রবনভাবে কোন কাজ করা বোকামু ছাড়া আর কিছুই নয়। সুতরাং এখানে ব্যবসা করে নিজের অবস্থার পরিবর্তন করতে চাইলে মার্কেটের চাহিদা মোতাবেক আপনাকে সবকিছু করতে হবে সবসময়।

expkhaled
2018-01-24, 07:00 PM
ফরেক্স ট্রেডিং এ কারও কখনও ১০০ ভাগ ট্রেড সঠিক হয় না। ফরেক্স পুরোটা হচ্ছে আইডিয়া করার মার্কেট এখানে আপনি যদি ধৈর্য্য ধারন করতে পারেন তাহলে আপনি লাভবান হতে পারবেন। আপনি যদি একটা লস করার সঙ্গে সঙ্গে রিকভার করার জন্য আরেকটি ট্রেড করেন তাহলে সেখানে লস হওয়ার সম্ভাবনা বেশী সুতরাং ইমোশনাল হওয়া যাবে না কখনও। লস হলে ট্রেডটিকে কেটে দিন এবং ঠান্ডা মাথায় নতুন করে শুরু করুন এনলাইসিস অথবা কিছুক্ষনের জন্য ট্রেড বন্ধ করুন প্রয়োজনে ডেমো ট্রেড করুন।

maziz6989
2018-01-24, 09:07 PM
আমরা সাধারণত আবেগের বশে যখনই কোন সিদ্ধান্ত নেই তার শতকরা ৯৯% ভূল হয়ে থাকে। তাই এখানেও যখন আমরা ইমোশনাল বা আবেগের বশে ট্রেড নেই ফলাফল একই থাকে। এটা একটা ব্যবসা - এখানে আবেগের কোন জায়গা থাকা উচিত বলে আমি মনে করি না। তাই সফল হতে হলে ইমোশনকে দূরে রাখুন।

Grimm
2018-01-24, 09:24 PM
আমার জানামতে ফরেক্স বাজারে আবেগের কোন স্থান নেই। কারণ মানুষ আবেগের সহিত কোন ভাল কাজ করতে পারে না। তাছাড়া এটা একটা ব্যবসা আর এখানে যদি আপনি আপনার আবেগ প্রয়োগ করেন তাহলে কোনদিনই সফল হতে পারবেন না। আপনি যদি এই ব্যবসায় সফল হতে চান তাহলে অবশ্যই আপনার আবেগককে নিয়ন্ত্রণ করতে হবে। যদি সেটি না পারেন তাহলে আপনি কোন প্রকার উন্নতি করতে পারবেন না।

yasir
2018-08-23, 02:44 PM
ফরেক্স মার্কেট এ টিকে থাকতে হলে আমাদের সবাই কে নিজেদের ইমোশন কে ভাল করে কন্ট্রোল করতে হবে। আমরা যে কোনো ব্যবসা করি না কেন প্রতিটি ব্যবসায় লস বা লাভ হই। এটি ব্যবসায়ের একটি অংশ। তাই আমাদের সবাই কে সব সময় এই মার্কেট ভাল করে জ্ঞান অর্জন করে আমাদের কে এই মার্কেটে কাজ করতে হবে। আমরা আমাদের ডিপোজিট যে কোন সময় হারিয়ে ফেলতে পারি তাই আমাদের কে সব সময় সতর্ক হয়ে থাকতে হবে বলে আমি মনে করি । তাই আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে ইমশনাল ত্যাগ করে ট্রেড করতে পারি ।

iloveyou
2018-08-23, 10:02 PM
ভাই ফরেক্সে ইমোশোন কিংবা আবেগ যাই বলেন না কেন এর কোন স্থান নেই এখানে । কেননা এটা অন্যরকম একটা জগৎ*। এখানে কোন প্রকার খাম-খেয়ালী করা যাবে না, এখানে আপনাকে একটা ডিসিপ্লিন এর মধ্য থেকে সব কাজ করতে হবে। কাজেই এখানে উন্নতি করতে চাইলে আপনাকে অত্যন্ত ধৈর্য সহকারে দক্ষতা ও অভিজ্ঞতার মাধ্যমে ট্রেড করা জানতে হবে। আর এ কারনেই ইমোশোনাল হয়ে ট্রেড করা যাবে না।

lanzuu
2018-08-24, 12:30 PM
ইমোশনটা আমাদের নিজেদের রোগ। ইমোশন ছাড়া কেউ নেই। বেশি প্রফিট হলে যেমন ভালো ইমোশন কাজ করে তেমনি বেশি লস হলেও নেগেটিভ ইমোশন কাজ করবে। যে কোন মানসিক চাপ নিয়ে ট্রেড না করাই বেটার। আর একটা ব্যাপার লক্ষ্যনীয়, আমাকে প্রফিট করতেই হবে এমনটা চাপ নিয়েও ট্রেড করা ঠিক না। সবথেকে ভালো হয় ফরেক্সকে যদি ২য় ইনকাম হিসেবে নিতে পারেন। তাহলে মানসিক চাপ টেনশন অনেকখানি কম থাকবে।

Md_MhorroM
2018-09-10, 10:09 PM
আমরা জানি ব্যবসায় লাভ লস হতেই পারে। তাই ইমোশনাল হয়ে ভুল পথে যাওয়া ঠিক নয়। ফরেক্স এ কোন ট্রেড এ লস হলে ইমোশনাল হয়ে মার্কেট এনালাইসিস না করে নতুন ট্রেড করা যাবে না। ব্যবসায় লসকে মেনে নিয়ে পরবর্তীতে ভাল কৌশল অবলম্বন করে ট্রেড করতে হবে। চেষ্টা করতে কম রিস্ক নিয়ে ট্রেড করা । ট্রেডে ধৈর্য ধারন করতে হবে।

al amin
2018-09-10, 11:27 PM
আপনি যদি ইমোশনাল ট্রেড করেন তাহলে নিশ্চিত লস খাবেন । তাই আমার মনে হয় কেউই এখানে লস করতে আসিনি । সবারেই মূল্য লক্ষ্য হচ্ছে মার্কেট থেকে লাভ বের করে আনা । আপনি যদি ইমোশনাল ট্রেড করেন তাহলে আপনি লাভ করতে পারবেন না এটাই স্বাভাবিক । তাই সবাই ইমোশনাল ট্রেড থেকে দূরে থাকবেন ।

sr ritu
2018-09-13, 01:19 AM
অধিকাংশ ফরেক্স ট্রেডারের ফরেক্সে লস করার পেছনের ইতিহাস ভার ভাবে বিশ্লেষন করা হলে দেখা যাবে লসের প্রধান এবং অন্যতম কারনের মধ্যে রয়েছে ইমোমনাল ট্রেডিং যা একজন ট্রেডারকে তার ট্রেডিং সম্পর্কিত অর্জিত দক্ষতা,অভিজ্ঞতা,কে ৌশল ইত্যাদির আলোকে ট্রেড করতে নিরুতসাহিত করে।

Mahidul84
2018-09-13, 12:39 PM
ইমোশনাল হয়ে ট্রেড করলে আপনি অধিকাংশ সময়েই লস করবেন। কারণ আপনি ইতিহাস ঘাটালে দেখতে পারবেন ইমোশনাল হলে বা লোভী হয়ে কেউ ট্রেড করে সফলতা অর্জন করতে পারেনি বরং খুব দ্রুত এই মার্কেট থেকে চলে যেতে বাধ্য হয়েছে। অতএব বুঝতেই পারছেন আপনার আবেগকে যদি নিয়ন্ত্রণে না রাখতে পারেন তাহলে আপনি কখনই সফলতা লাভ করতে পারবেন না। তাই আমি মনে করি আপনি যদি ফরেক্স মার্কেটে সফলতা লাভ করতে চান তাহলে আপনাকে অবশ্যই নিজের আবেগকে আগে নিয়ন্ত্রণে আনতে হবে।

marjahan
2018-11-13, 09:41 PM
ফরেক্স মার্কেট এ টিকে থাকতে হলে আমাদের সবাই কে নিজেদের ইমোশন কে ভাল করে কন্ট্রোল করতে হবে। আমরা যে কোনো ব্যবসা করি না কেন প্রতিটি ব্যবসায় লস বা লাভ হই। এটি ব্যবসায়ের একটি অংশ। তাই আমাদের সবাই কে সব সময় এই মার্কেট ভাল করে জ্ঞান অর্জন করে আমাদের কে এই মার্কেটে কাজ করতে হবে। আমরা আমাদের ডিপোজিট যে কোন সময় হারিয়ে ফেলতে পারি তাই আমাদের কে সব সময় সতর্ক হয়ে থাকতে হবে বলে আমি মনে করি । তাই আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে ইমশনাল ত্যাগ করে ট্রেড করতে পারি ।

samirarman
2019-10-21, 10:37 PM
আমি মনে করি, ট্রেড করতে হলে মাথা ঠাণ্ডা রেখে ট্রেড করতে হবে। তুমাকে মনে রাখতে হবে তুমি ট্রেড করে তুমার জীবনে সফলতা বয়ে আনবে। তুমি একবার না পারলে বার বার চেষ্টা করে দেখতে হবে। তুমাকে ধৈর্য সহকারে ট্রেড করতে হবে। তাই কোন ইমোশনাল ভাবে ট্রেড না করে শান্ত ভাবে বুঝে শুনে ট্রেড করতে হবে।

KaziBayzid162
2019-10-23, 08:46 PM
ফরেক্স মার্কেটে কখনো ইমোশনাল হয়ে ট্রেডিং করা উচিত নয়, কেননা যখন একজন ট্রেডার ইমোশনাল হয়ে ট্রেড ওপেন করবে বেশিরভাগ ক্ষেত্রেই ট্রেডটি ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। আর যদি তার ওপেন করা ট্রেডটি ভুল হয়ে যায় তাহলে সে লাভ করতে পারবে না বরং লস হতে থাকবে,তাছাড়া ফরেক্স মার্কেটে ইমোশনের কোন জায়গা নেই, তাই ফরেক্স মার্কেটে টিকে থেকে ব্যবসা করতে চাইলে অবশ্যই আমাদের ইমোশনকে নিয়ন্ত্রণে রেখে সঠিকভাবে মার্কেট এনালাইসিস করে মানি ম্যানেজমেন্টে মেনে ট্রেডিং করা উচিত।

IFXmehedi
2019-10-24, 11:39 PM
ভাই যেকোনো বিজনেস এ ইমোশান খুবই খারাপ একটা জিনিস । ইমোশান দিয়ে কোন বিজনেস করা যায় না । তাই ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রেও এটা প্রযোজ্য । কিন্তু বাস্তবে আমরা যখন ট্রেড করি তখন যদি আমাদের লস হয়ে সেক্ষেত্রে আমরা আমাদের ইমোশান নিয়ন্ত্রন করতে পারি না । সেই সময়টা আমার ট্রেডিং জীবনে অনেকবার এসেছে এবং এর মূল্য আমাকে দিতে হয়েছে । তাই আপনাদের যদি কোন ট্রেড এ লস হয় তাহলে ইমোশনাল না হয়ে আপনাদের উচিত কয়েকটা দিন ট্রেডিং থেকে বিরত থাকা ।

KAZIMAJHARULISLAM
2019-10-25, 09:05 AM
ফরেক্স মার্কেটে ইমোশনের কোন স্থান নেই কেননা ফরেক্স একটি ঝুঁকিপূর্ণ ব্যবসা,তাই ফরেক্স মার্কেটে একজন ট্রেডার কে ব্যবসা করতে হলে তাকে যেমন ফরেক্স ট্রেডিং সম্পর্কে দক্ষ ও অভিজ্ঞ হওয়ার প্রয়োজন হয় তেমনি তার বিবেক বুদ্ধি কে কাজে লাগিয়ে ট্রেডিং করতে হয়, অন্যথায় লাভের থেকে লস হওয়ার সম্ভাবনাই বেশি থাকে, কিন্তু যখন একজন ট্রেডার ইমোশনাল হয়ে পড়ে তখন স্বাভাবিকভাবেই তার বিবেক বুদ্ধি লোপ পেতে থাকে, যার ফলে সে কোন প্রকার মার্কেট এনালাইসিস ও মানি ম্যানেজমেন্ট ছাড়াই ট্রেড ওপেন করে বসে, যেটা তার জন্য বড় ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, তাই আমার মতে কোন ট্রেডারেরই ইমোশনাল হয়ে ট্রেডিং করা উচিত না,এমনকি যতক্ষণ না পর্যন্ত সে নিজেকে স্বাভাবিক করে তুলতে পারবে ততক্ষণ পর্যন্ত ট্রেডিং থেকে বিরত থাকাই লাভজনক।

abilkis7
2019-10-25, 09:56 AM
শুধু ফরেক্স নয়, যে কোন কাজেই ইমোশনাল হওয়া মানে জীবনে সফলতার থেকে দূরে যাওয়া। আর ফরেক্স মার্কেট হলেত কথাই নাই, কারন ফরেক্স মার্কেট হচ্ছে একটি সমুদ্র। সমুদ্রের যেমন তলা খুঁজে পাওয়া কঠিন, ঠিক তেমনি ফরেক্স জগতটাও একই রকম। তাই ফরেক্স ট্রেড করার সময় কখনও ইমোশনাল হতে পারবে না। সবাইকে অনুরোধ অবশ্যই ইমোশনাল ট্রেড থেকে দূরে থাকুন।

TanjirKhandokar1994
2019-10-25, 10:41 AM
আমি মনে করি শুধু মাত্র ফরেক্স ট্রেডিং নয় কোন কাজেই ইমোশনাল হয়ে কাজ করা উচিত নয়। কেননা এতে কখনোই সফল হওয়া সম্ভব নয়। আর ফরেক্সে তো একেবারেই না। এখানে কাজ করতে হলে অবশ্যই ধৈর্যের সঙ্গে পরিশ্রমের মাধ্যমে দক্ষতা ও অবিজ্ঞতা অর্জন করে কাজ করতে হবে তাহলেই কেবল চুড়ান্ত লক্ষ্য পৌঁছানো সম্ভব। যেহেতু ফরেক্স একটি আন্তর্জাতিক অনলাইন বিজনেস এবং এটি একটি স্বাধীন ব্যাবসা তাই এখানে যদি প্রথম অবস্থায় একটু কষ্ট করে দক্ষতা অর্জন করা যায় তাহলে পরবর্তীতে এখানে ভালো প্রফিট পাওয়া সম্ভব। তাই আমাদের সকলের উচিত ইমোশনাল না হয়ে দক্ষতার সাথে ট্রেড করা। ধন্যবাদ

shahalertpay
2019-10-25, 11:08 AM
শুধু ফরেক্স ট্রেডিং নয়, যে কোন কাজেই ইমোশার হয়ে কাজ করা উচিত নয়। কেননা এতে আপনি কখনোই সফল হতে পারবেন না। আর ফরেক্স এর কথা তো একেবারেই নয়। এখানে কাজ করতে হলে অবশ্যই ঠান্ডা মাথায় ধৈর্যের সঙ্গে পরিশ্রমের মাধ্যমে দক্ষতা ও অবিজ্ঞতা অর্জন করে কাজ করতে হবে।

PK_SHIKDER
2019-10-25, 11:24 AM
ব্যবসা বা পেশা কোন ক্ষেত্রেই ইমোশনাল হয়ে কোন কিছু করা উচিত নয় সে ক্ষেত্রে আপনার ব্যবসা বা পেশায় অনেক বড় ধরনের ইফেক্ট পড়বে এবং আপনি লঞ্চের সম্মুখীন হবে। প্রত্যেকটি মানুষ তার কাজের মাধ্যমে আয়ের উৎস কে বাড়াতে চায় সে ক্ষেত্রে ব্যবসা একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং ফরেক্স ট্রেডে একটি অতি লাভজনক ব্যবসা হিসেবে পরিচিত তাই এখানে কোনোরকম ইমোশন করে আপনি আপনার ক্যারিয়ার ব্যবসাকে ক্ষতিগ্রস্ত করবেন না আশা করি। প্রত্যেকটি মানুষ যে যার নিজের মতো করে এগিয়ে যাচ্ছে উক্ত ক্ষেত্রে ইমোশনের কোন দাম নেই।

KF84
2019-10-25, 11:30 AM
ইমোশনাল ট্রেডিং করা উচিত নয় কেননা এর প্রভাব আমাদের ক্যাপিটাল এর উপর অনেক ভয়াবহ । গত মাসেই আমি ইমোশনালি ট্রেডিং করে মার্জিন কল পেয়েছি । আমার একটি ট্রেড লস যাওয়ার পর আমি সেই লস রিকভার করার জন্য পর পর আরও কয়েকটি ট্রেড করেছিলাম । যদিও সবগুলো ট্রেডেই স্টপ লস ব্যবহার করছিলাম এবং লস করছিলাম কিন্তু লাস্ট ট্রেডটিতে স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহার না করার কারনে ১৮$ লাভ থাকা সত্তেও পরবর্তীতে আমার ট্রেডটি মার্জিন কল এ কেটে যায় । আসলে ইমোশনাল ট্রেডিং করে কোন কিছু ভাল করা সম্ভব নয় কারণ ওই সময় কোন স্ট্রেটেজি এবং এনালাইসিস না করেই আমরা অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে ট্রেড করে থাকি । তাই প্রত্যেকটি ট্রেড করার পূর্বে ব্যবসায়িক মন মানসিকতা থাকা অনেক জরুরী ।

zihad999
2019-10-25, 05:47 PM
কোনো ব্যবসায় ইমোশনাল হয়ে করা ঠিক নয়।আর ফরেক্স এর ক্ষেত্রে তো কোনো ভাবেই ইমোশনাল হয়া যাবেনা,কারণ ফরেক্স মার্কেট সমুদ্রের মত।সমুদ্রে যেমন তলা খোজে বের করা যায়না তদ্রুপ ফরেক্স ও একুই রকম।তাই ফরেক্স ট্রেড করতে হলে এনালাইসিস ভালোভাবে করে ট্রেন্ড বুজে ট্রেড দিতে হবে।

KGF
2019-10-25, 10:14 PM
ফরেক্স সবসময় মারকেতের মতো চলে। ফরেক্স মার্কেট আপনার কথা শুনবে না। আপনি ইচ্ছা করলেই ফরেক্স মার্কেট কে আপনর অনুকুলে নিয়ে যেতে পারেন না। তাই একবার লস হলে আপনি লস রিকভার করার জন্য বড় লটে ট্রেড দিলে ধরা খেতে পারেন। তাই ইমোশনাল হয়ে ট্রেড দিতে যাবে না।

Hredy
2019-10-26, 01:06 AM
আবেগের বশবর্তী হয়ে কোন কাজ করা উচিত নয়। কারণ ইমোশন মানুষের হিতাহিত জ্ঞান কে লোপ করে দেয়। যার ফলে সে ভুল সিদ্ধান্তে উপনীত হয় এবং লস করে। যখনই ফরেক্স মার্কেটে ট্রেডে লস করেছি তখনই অস্থিরতা শুরু হয়ে যায়। এবং ইমোশনাল হয়ে ভুলভাল ট্রেড করে লসের পরিমাণ আরো বাড়িয়ে দিতাম। কোথায় কোন পজিশনে ট্রেড দিচ্ছি তাও চিন্তা করতাম না শুধু ট্রেড আর ট্রেড। ফল ও হতো লস আর লস। মানুষ যেহেতু ভুল করতে করতে শেখে আমিও শিখেছি। এখন আর রাগ বা ইমোশনাল হয়ে ট্রেড করি না। লস হলে কোন ধরনের ট্রেড করা থেকে বিরত থাকি। এবং পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর পুনরায় ট্রেড শুরু করি। ইমোশনাল ট্রেড, রিভেঞ্জ ট্রেড কখনোই সফল হয় না। এগুলো থেকে নিজেকে বিরত রাখতে হবে।

ARD
2019-11-12, 12:47 PM
ব্যবসায়ীর জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলি ভাল শিখন এবং ভাল উপার্জনের জন্য খুব গুরুত্বপূর্ণ। এক নম্বর সর্বদা একটি ট্রেডিং পরিকল্পনা ব্যবহার করে। ব্যবসায়ের মতো গাছের ব্যবসা। প্রযুক্তি ব্যবহার করুন। আপনার ব্যবসায়ের মূলধন রক্ষা করুন। বাজার অধ্যয়ন। আপনার সামর্থ্য কেবল পারিশ্রমিক। বিকাশকারী ব্যবসায়ের পদ্ধতি ology সর্বদা স্টপ লস ব্যবহার করুন এটি একটি ভাল গুরুত্বের বিষয় যা আপনি বাজারে প্রয়োগ করেন এবং আপনার অ্যাকাউন্ট সংরক্ষণ এবং ভাল লাভ করেন।

Rion
2019-11-12, 10:41 PM
ইমোশনাল ফরেক্স একাউন্ট জিরো হবার অন্যতম কারন। কেননা আমরা বেশীরভাগ সময় ট্রেড করার আগে এনালাইসিস করে ট্রেড এ ঢুকি। ট্রেড করার পর অনেক সময় আমাদের ট্রেড লসে যায়। কিন্তু যখন লস হয় তখন আমরা বড় লটে ট্রেড ওপেন করে আমরা আমাদের লস রিকভার করতে চাই

amreta
2020-03-18, 06:28 PM
হ্যাঁ এটি একদম ঠিক কারণ ফরেক্স মার্কেটে আমাদের সম্পূর্ণ ক্রেডিট ভাল বা খারাপ হয়ে গেলে আমাদের কাছে যায়। আসলে বাজার কিছুই নয় আমাদের ব্যবসায়ের সিদ্ধান্তের বাজারে ক্রিয়াকলাপ আমাদের সাফল্যকে স্থির করে। আমরা যদি সঠিক সিদ্ধান্ত নিতে এবং আমাদের অ্যাকাউন্টটি পুরোপুরি পরিচালনা করতে সক্ষম হয়ে থাকি তবে শীঘ্রই আমরা সাফল্য পাব তবে আমরা যদি ব্যর্থ হয় তবে আমাদের ভোগান্তি পোহাতে হবে। সুতরাং এটি বলা যেতে পারে যে কোনও ভিন্ন ফলাফলের জন্য আমরা ফরেক্স ওয়ার্ল্ডের উপর সম্পূর্ণ দায়বদ্ধ।

FATEMAKHATUN
2020-05-11, 04:29 AM
অতিরিক্ত ইমোশন আবেগী হয়ে কোন কাজ করলে সফলতা লাভ করা খুবই কঠিন। কেননা অতিরিক্ত আবেগ অপরিকল্পিত পথে পরিচালিত করে যেটা আমরা আগে থেকে বুঝতে পারিনা।

Dibakar Biswas
2020-05-11, 01:13 PM
ইমোশনের জায়গা ফরেক্সে নেই। এখানে আপনাকে প্রতিটি পদক্ষেপই এ্যানালাইসিস করে চলতে হবে।আমরা ফরেক্স করি প্রফিট করার জন্য । আর তার জন্য দরকার প্লান করে পরিশ্রম করা। আপনি ইমোশন হয়ে ট্রেড নিলেন তো লস করলেন। তাই ইমোশনকে ত্যাগ করুন আর এ্যানালাইসিস করে ট্রেড করুন । তবেই আপনি সফলতা পাবেন।

rakib.r
2020-05-11, 03:28 PM
আপনি অনেক আনাল্যসিস করে দেখলেন মার্কেট ডাউন হবে কিন্তু মার্কেট আপনার বিপরীতে গেল এখন কি করবেন। রেগে মেগে আরেকটা ট্রেড, সেক্ষেত্রে বেশির ভাগ সময় আপনি লস করবেন। কেন জানেন? কারন পরের ট্রেডে আপনি অপেক্ষাকৃত কম আনাল্যসিস করে ট্রেড দিয়েছে এই ট্রেড ছিল Revenge (প্রতিশোধ) । কোন ট্রেড লসে গেলে সেটাকে Business Cost হিসেবে দেখার চেষ্টা করবেন। প্রতিটা বিজনেসে কিছু খরচ থাকে ফরেক্সে লস গুলো আপনার খরচ। আপনার কাজ হল রিস্ক নিয়ন্ত্রন করা বরং আপনার টাকা গুলোকে রিস্কে ফেলা নয়। একজন Professional এবং একজন Amateur এর মধ্যে মুল পার্থক্য দেখা যায় কে psychologically লস কে কিভাবে দেখছে। প্রফেশনাল ট্রেডার লস হলে শুধু Better Luck Next Time বলে লস কে মেনে নেয়। কিন্তু নতুন রা উঠে পরে লাগে লস তোলার জন্য আর অবশিষ্ট টুকু হারায়। অনেকে বলেন পর পর তিনটা ট্রেড লস করলে মার্কেটে এক সপ্তাহ নতুন ট্রেড না দিয়ে শুধু মার্কেট দেখা উচিত । :yahoo:

আপনি অনেক ভালো বলেছেন ভাই। আমাদের অনেকের মাঝেই লস মেনে নেয়ার মত কোন ধরনের মানষিকতা থাকে না বরং চাই সাথে সাথেই আমাদের লস রিকভার হয়ে যাক সেই সাথে আবার লাভ ও হয়ে যাক। আমাদের এমন বোকামির জন্য আমরা ব্যালেন্স জিরো করে ফেলি । আমাদের সাইকোলজি এখনো ঠিক করতে পারিনি। এই ব্যাপার গুলো সাইকোলজিক্যাল। তাই আমাদের সাইকোলজি আগে ঠিক করতে হবে তারপর ট্রেড করতে হবে

zakia
2020-05-13, 10:59 PM
ফরেক্স এমন একটি আন্তর্জাতিক মানের অনলাইন ভিত্তিক ব্যবসা যেখানে ইমোশনের কোন প্রকার স্থান নেই । এখানে ইমোশন করতে গেলে ফরেক্স মার্কেট থেকেই বিদায় নিতে হবে । কারন আমরা অনেকেই এইসব ভুল করে থাকি যে আবেগের বশে কোন কিছু সঠিকভাবে আনালাইসিস না করেই ভুল ট্রেড দেই বা ট্রেড দেয়ার ক্ষেত্রে ইমোশনাল হয়ে যাই যার ফলে লসের সম্মুখীন হতে হয় । তাই ফরেক্স মার্কেট এ টিকে থাকতে হলে আমাদের কারোরই ইমোশনাল হয়ে ট্রেড করা উচিত নয় ।

HASIBURRAHMAN
2020-05-14, 12:16 AM
কোন কাজেই ইমোশন অতিরিক্ত আবেগ সুফল বয়ে আনে না। একইভাবে ফরেক্স ইমোশন নিয়ে কাজ করলে অনিয়ন্ত্রিত ট্রেডের মাধ্যমে ব্যালেন্স জিরো হওয়া অসম্ভব কিছু নয়।

Lubna1212
2020-05-19, 09:50 PM
ফরেক্স মার্কেটে একজন ট্রেডারের সবচেয়ে বড় শত্রু হচ্ছে নিজের মনের আবেগ বা ইমোশন। এই আবেগের কারনে ফরেক্স বিজনেসে অনেক ট্রেডারের লস হয়ে থাকে। ফরেক্স মার্কেটে আবেগের কোন স্থান নেই। এই মার্কেটে ট্রেডিং করতে আসার আগে আবেগ নামের বস্তুটিকে পরিহার করা উচিত। আবেগের কারনে মানসম্মত ট্রেডিং করা যায় না।

বৈদেশিক মুদ্রার বিজ্ঞাপনটি যথাযথ করার জন্য আমাদের সামগ্রিকভাবে আমাদের অনুভূতিগুলি ভালভাবে নিয়ন্ত্রণ করা দরকার। আমরা যাই ব্যবসা করি না কেন, প্রতিটি ব্যবসা হারাবে বা লাভ করে। এটি ব্যবসায়ের এক টুকরো। সুতরাং আমাদের সকলকে এই বাজারে অবিচ্ছিন্ন তথ্য বাড়িয়ে নিয়মিত এই বাজারে কাজ করা দরকার। আমরা যখনই আমাদের দোকানটি হারাতে পারি তখনই আমি মনে করি আমাদের ধারাবাহিকভাবে সাবধান হওয়া উচিত। তাই আমি উত্সাহী এবং আদান-প্রদানের চেষ্টা চালিয়ে যাচ্ছি।

Soh1952
2020-05-24, 02:34 PM
ইমোশনাল হয়ে ট্রেড করা ঠিক না। ট্রেড করতে হলে মাথা ঠাণ্ডা রেখে ট্রেড করতে হবে। তুমাকে মনে রাখতে হবে তুমি ট্রেড করে তুমার জীবনে সফলতা বয়ে আনবে। ইমোশনাল ট্রেড করেন তাহলে আপনি লাভ করতে পারবেন না এটাই স্বাভাবিক । তাই সবাই ইমোশনাল ট্রেড থেকে দূরে থাকবেন ।

uzzal05
2020-05-29, 08:16 AM
ফরেক্স একটি সাইকোলাজিক্যাল বিষয়। এই মার্কেট এ যে নিজেকে কন্ট্রল করতে না পারবে সে কখনো মার্কেট থেকে ভালো কিছু করতে পারবে না। যখন ট্রেড করা যাবে না তখন ও আমরা ট্রেড দিয়ে বসে থাকি। এ কারানে আমরা কখনো্ মার্কেট থেকে ভালো কিছু করতে পারি না।

Mahmud1984fx
2020-05-29, 08:42 AM
ইমোশনাল বা আবেগতাড়িত হয়ে ফরেক্সে ট্রেড করলে অধিকাংশ সময় ব্যালেন্স জিরো হওয়ার সম্ভাবনা থাকে। ইমোশন বা আবেগের স্থান নয় ফরেক্স ট্রেডিং। এখানে ফরেক্স সম্পর্কে ভালভাবে জানা,বোঝা ও তা বাস্তবে প্রয়োগ। ফরেক্সে বেশ কিছু নিয়ম কানুন,পলিসি তথা মার্কেট এ্যানালাইসিস,মানি ম্যানেজমেন্ট,স্টপ লস,টেক প্রফিট,লট/ভলিউম ইত্যাদি ভালভাবে বুঝে শুনে সময় মত এ্যান্ট্রি দিতে হবে। এভাবে ট্রেড করে দীর্ঘ্যসময় ফরেক্সে টিকে থাকতে হবে। তবেই সফলতা পাওয়া যাবে।

zakia
2020-06-02, 09:08 PM
কোনো ব্যবসায় ইমোশনাল হয়ে করা ঠিক নয়।আর ফরেক্স এর ক্ষেত্রে তো কোনো ভাবেই ইমোশনাল হয়া যাবেনা,কারণ ফরেক্স মার্কেট সমুদ্রের মত।সমুদ্রে যেমন তলা খোজে বের করা যায়না তদ্রুপ ফরেক্স ও একুই রকম।তাই ফরেক্স ট্রেড করতে হলে এনালাইসিস ভালোভাবে করে ট্রেন্ড বুজে ট্রেড দিতে হবে । ফরেক্স একটি সাইকোলাজিক্যাল বিষয়। এই মার্কেট এ যে নিজেকে কন্ট্রল করতে না পারবে সে কখনো মার্কেট থেকে ভালো কিছু করতে পারবে না। যখন ট্রেড করা যাবে না তখন ও আমরা ট্রেড দিয়ে বসে থাকি। এ কারানে আমরা কখনো্ মার্কেট থেকে ভালো কিছু করতে পারি না।

samun
2020-06-02, 09:38 PM
ফরেক্স পুরোটা হচ্ছে আইডিয়া করার মার্কেট এখানে আপনি যদি ধৈর্য্য ধারন করতে পারেন তাহলে আপনি লাভবান হতে পারবেন। আপনি যদি একটা লস করার সঙ্গে সঙ্গে রিকভার করার জন্য আরেকটি ট্রেড করেন তাহলে সেখানে লস হওয়ার সম্ভাবনা বেশী সুতরাং ইমোশনাল হওয়া যাবে না। ইমোশনাল হয়ে ভুল পথে যাওয়া ঠিক নয়। ফরেক্স এ কোন ট্রেড এ লস হলে ইমোশনাল হয়ে মার্কেট এনালাইসিস না করে নতুন ট্রেড করা যাবে না। ব্যবসায় লসকে মেনে নিয়ে পরবর্তীতে ভাল কৌশল অবলম্বন করে ট্রেড করতে হবে। চেষ্টা করতে কম রিস্ক নিয়ে ট্রেড করা । ট্রেডে ধৈর্য ধারন করতে হবে।

konok
2020-07-31, 07:13 PM
ফরেক্স মার্কেটে কখনই ইমোশনাল হয়ে ট্রেডিং করা উচিৎ নয়। কারন ইমোশনাল হয়ে ট্রেড করলে ট্রেডে ভলিয়ম বেরে যায় এবং লস হওয়ার সম্ভবনাই বেশি থাকে। কারন ইমোশন বা আবেগ মার্কেটের আসল মুভমেন্ট বুঝতে বাধা প্রদান করে। প্রত্যেকটি মানুষ যে যার নিজের মতো করে এগিয়ে যাচ্ছে উক্ত ক্ষেত্রে ইমোশনের কোন দাম নেই।

milu
2020-07-31, 07:56 PM
আমার মতে ফরেক্স মার্কেটে কখনই ইমোশনাল হয়ে ট্রেডিং করা উচিৎ নয়। কারন ইমোশনাল হয়ে ট্রেড করলে ট্রেডে ভলিয়ম বেরে যায় এবং লস হওয়ার সম্ভবনাই বেশি থাকে। কারন ইমোশন বা আবেগ মার্কেটের আসল মুভমেন্ট বুঝতে বাধা প্রদান করে।তাই এখানে আবেগ প্রবনভাবে কোন কাজ করা বোকামু ছাড়া আর কিছুই নয়। সুতরাং এখানে ব্যবসা করে নিজের অবস্থার পরিবর্তন করতে চাইলে মার্কেটের চাহিদা মোতাবেক আপনাকে সবকিছু করতে হবে সবসময়।

muslima
2020-07-31, 08:24 PM
ইমোশনাল হয়ে ট্রেড করলে ট্রেডে ভলিয়ম বেরে যায় এবং লস হওয়ার সম্ভবনাই বেশি থাকে। কারন ইমোশন বা আবেগ মার্কেটের আসল মুভমেন্ট বুঝতে বাধা প্রদান করে। এজন্য ইমোশনাল ট্রেডিং না করাই ভালো বলে মনে করি। অতএব বুঝতেই পারছেন আপনার আবেগকে যদি নিয়ন্ত্রণে না রাখতে পারেন তাহলে আপনি কখনই সফলতা লাভ করতে পারবেন না। তাই আমি মনে করি আপনি যদি ফরেক্স মার্কেটে সফলতা লাভ করতে চান তাহলে আপনাকে অবশ্যই নিজের আবেগকে আগে নিয়ন্ত্রণে আনতে হবে।

Rokibul7
2020-07-31, 08:25 PM
লস থেকে তো আমি আরো ভালভাবে শাখছি।কাজেই এই সব লস আমার জন্য আর্শিবাদ সরুপ।তাই ইমোশনাল হয়ে ট্রেড করা থেকে বিরত থাকি।এতে আমার কাজগুলো আমার জন্য অনেক সহজ হয়।সহজভাবে বলতে গেলে আপনি যদি ইমোশনাল ট্রেড করেন তাহলে নিশ্চিত লস খাবেন । তাই আমার মনে হয় কেউই এখানে লস করতে আসিনি । সবারেই মূল্য লক্ষ্য হচ্ছে মার্কেট থেকে লাভ বের করে আনা ।

Devdas
2020-07-31, 08:29 PM
ইমোশনাল আমাদের সবার মধ্যেই আছে। কার ও বেশী আবার কারও কম। ইমোশনাল এর মধ্যেমে আমাদেরকে উল্টোটা করে দেয়। ইমোশনাল এর মাধ্যেমে আমরা কোন কিছু করলে তা থেকে ভাল কিছু পাই না বরং তা থেকে আমরা ব্যর্থ হই। ফরেক্স মার্কেট এ কোন মতেই আমাদের ইমোশনাল ভাবে ট্রেড করা ঠিক হবে না এতে ফরেক্স থেকে লস হতে হয় এছাড়া আপনার ব্যালেন্স ও জিরো হয়ে যাবে। তাই ইমোশনাল নিয়ন্ত্রন করে ফরেক্স এ ট্রেড করলে লাভ করা যাবে এছাড়া ইমোশনাল হলে আমাদের ট্রেড থেকে বিরত নেওয়া উচিত।

FREEDOM
2020-08-29, 03:13 AM
অধিকাংশ ফরেক্স ট্রেডারের ফরেক্সে লস করার পেছনের ইতিহাস ভার ভাবে বিশ্লেষন করা হলে দেখা যাবে লসের প্রধান এবং অন্যতম কারনের মধ্যে রয়েছে ইমোমনাল ট্রেডিং যা একজন ট্রেডারকে তার ট্রেডিং সম্পর্কিত অর্জিত দক্ষতা,অভিজ্ঞতা,কে ৌশল ইত্যাদির আলোকে ট্রেড করতে নিরুতসাহিত করে

zubair
2020-08-29, 05:31 AM
কোনো ব্যবসায় ইমোশনাল হয়ে করা ঠিক নয়।আর ফরেক্স এর ক্ষেত্রে তো কোনো ভাবেই ইমোশনাল হয়া যাবেনা,কারণ ফরেক্স মার্কেট সমুদ্রের মত।সমুদ্রে যেমন তলা খোজে বের করা যায়না তদ্রুপ ফরেক্স ও একুই রকম।তাই ফরেক্স ট্রেড করতে হলে এনালাইসিস ভালোভাবে করে ট্রেন্ড বুজে ট্রেড দিতে হবে । ফরেক্স একটি সাইকোলাজিক্যাল বিষয়। এই মার্কেট এ যে নিজেকে কন্ট্রল করতে না পারবে সে কখনো মার্কেট থেকে ভালো কিছু করতে পারবে না। যখন ট্রেড করা যাবে না তখন ও আমরা ট্রেড দিয়ে বসে থাকি। এ কারানে আমরা কখনো্ মার্কেট থেকে ভালো কিছু করতে পারি না।

Akib
2020-08-29, 06:23 AM
সহজভাবে বলতে গেলে আপনি যদি ইমোশনাল ট্রেড করেন তাহলে নিশ্চিত লস খাবেন । তাই আমার মনে হয় কেউই এখানে লস করতে আসিনি । সবারেই মূল্য লক্ষ্য হচ্ছে মার্কেট থেকে লাভ বের করে আনা । আপনি যদি ইমোশনাল ট্রেড করেন তাহলে আপনি লাভ করতে পারবেন না এটাই স্বাভাবিক । তাই সবাই ইমোশনাল ট্রেড থেকে দূরে থাকবেন ।

ফরেক্স মার্কেটে কখনই ইমোশনাল হয়ে ট্রেডিং করা যাবে না। কারন ইমোশনাল হয়ে ট্রেড করলে ট্রেডে লস হওয়ার সম্ভবনাই বেশি। কারন ইমোশন বা আবেগ মার্কেটের আসল মুভমেন্ট বুঝতে বাধা প্রদান করে। এজন্য সম্পূর্ণ বুদ্ধি খাটিয়ে ট্রেড করা যায় না বলে ইমোশনাল ট্রেডিং না করাই ভালো বলে মনে করি

Akib
2020-08-29, 06:24 AM
সহজভাবে বলতে গেলে আপনি যদি ইমোশনাল ট্রেড করেন তাহলে নিশ্চিত লস খাবেন । তাই আমার মনে হয় কেউই এখানে লস করতে আসিনি । সবারেই মূল্য লক্ষ্য হচ্ছে মার্কেট থেকে লাভ বের করে আনা । আপনি যদি ইমোশনাল ট্রেড করেন তাহলে আপনি লাভ করতে পারবেন না এটাই স্বাভাবিক । তাই সবাই ইমোশনাল ট্রেড থেকে দূরে থাকবেন ।

ফরেক্স মার্কেটে কখনই ইমোশনাল হয়ে ট্রেডিং করা যাবে না। কারন ইমোশনাল হয়ে ট্রেড করলে ট্রেডে লস হওয়ার সম্ভবনাই বেশি। কারন ইমোশন বা আবেগ মার্কেটের আসল মুভমেন্ট বুঝতে বাধা প্রদান করে।

anikhasan
2020-08-29, 07:35 AM
ব্যবসা করতে হলে ইমসনাল হলে চলবে না। ইমসনাল ব্যবসাকে ধংস করে। ফরেক্স মার্কেটে যদি লস হয়। আর যদি ইমসনাল হয়ে পরেন তাহলে আরও বেশি লস করবে। লসের কারণে অবিজ্ঞতা অর্জন হয়। তাই ইমসনাল না হয়ে কাজ করুন উন্নতি করতে পারবেন।

jimislam
2020-08-29, 10:26 AM
ফরেক্স ট্রেডিং এ কারও কখনও ১০০ ভাগ ট্রেড সঠিক হয় না। ফরেক্স পুরোটা হচ্ছে আইডিয়া করার মার্কেট এখানে আপনি যদি ধৈর্য্য ধারন করতে পারেন তাহলে আপনি লাভবান হতে পারবেন। আমাদের এমন বোকামির জন্য আমরা ব্যালেন্স জিরো করে ফেলি । আমাদের সাইকোলজি এখনো ঠিক করতে পারিনি। এই ব্যাপার গুলো সাইকোলজিক্যাল। তাই আমাদের সাইকোলজি আগে ঠিক করতে হবে তারপর ট্রেড করতে হবে

Md.shohag
2020-08-29, 11:07 AM
আমার মতে ইমোশনাল হয়ে ট্রেড করা ঠিক না। ট্রেড করতে হলে মাথা ঠাণ্ডা রেখে ট্রেড করতে হবে। তুমাকে মনে রাখতে হবে তুমি ট্রেড করে তুমার জীবনে সফলতা বয়ে আনবে। তুমি একবার না পারলে বার বার চেষ্টা করে দেখতে হবে। তুমাকে ধৈর্য সহকারে ট্রেড করতে হবে। তাই কোন ইমোশনাল ভাবে ট্রেড না করে শান্ত ভাবে বুঝে শুনে ট্রেড করতে হবে।

muslima
2020-08-30, 04:03 AM
ফরেক্স এ কোন ট্রেড এ লস হলে ইমোশনাল হয়ে মার্কেট এনালাইসিস না করে নতুন ট্রেড করা যাবে না। ব্যবসায় লসকে মেনে নিয়ে পরবর্তীতে ভাল কৌশল অবলম্বন করে ট্রেড করতে হবে। চেষ্টা করতে কম রিস্ক নিয়ে ট্রেড করা । ট্রেডে ধৈর্য ধারন করতে হবে। এই মার্কেটটা কারও নিয়ন্ত্রণে নেই। তাই এখানে আবেগ প্রবনভাবে কোন কাজ করা বোকামু ছাড়া আর কিছুই নয়। সুতরাং এখানে ব্যবসা করে নিজের অবস্থার পরিবর্তন করতে চাইলে মার্কেটের চাহিদা মোতাবেক আপনাকে সবকিছু করতে হবে সবসময়।

EmonFX
2020-08-30, 08:46 AM
কেন ইমোশনাল হয়ে ট্রেড করা উচিৎ নয় ।

ফরেক্স মার্কেট ইমোশনালদের জন্য নয়। এটা কোনো আবেগ অনুভুতির জায়াগা নয়। লস করে লস রিকভার করার জন্য আবেগাপ্লত হয়ে মার্কেট বিশ্লেষন না করেই কোনো ট্রেড নেয়া যাবে না। বরং লস থেকে শিক্ষা নিয়ে ভুল শুধরে নিজেকে আরো শক্তভাবে গড়তে হবে। কোনো ট্রেডে লস হলে সেটাকে ব্যবসায়িক দৃষ্টিতে দেখুন। আপনি এখানে বিজনেস করতে এসেছেন, তাই লস কিছুটা হতেই পারে। একটা ট্রেডে লস করে ত পুষিয়ে নেয়ার জন্য তারাহুরা করে কোনো ভূল ট্রেড নেয়া যাবে না। আপনাকে অপেক্ষা করতে হবে আপনার সিস্টেম আপনাকে গুড সিগনাল দিলেই কেবল ট্রেড করুন। এখানেও একটা ব্যাপার আছে, সিস্টেম গুড সিগনাল দিলেও সব সময় সেটা কাজ করেনা। তাই মার্কেট এনালাইসিস কেরে নিজের দক্ষতা বাড়াতে হবে।

Smd
2020-08-30, 09:13 AM
ফরেক্সে ইমোশনালকে অবশ্যই কন্ট্রোল করতে হবে । যে জাতি যত বেশী ধৈর্য্যশীল সে জাতি তত বেশী উন্নতি । ঠিক তেমনি কোন ব্যক্তি যদি ধৈর্য্য ধারণ করে এই ব্যবসা করে অবশ্যই সফলকাম হবে আর যদি কোন ব্যক্তি ইমোশনাল হয়ে ট্রেড করে অবশ্যই সে ক্ষতিগ্রস্থ হবে । তাই আমাদের উচিত এই সব বিষয়ের উপর লক্ষ্য রাখতে হবে।

zakia
2020-08-30, 03:49 PM
আমরা সাধারণত আবেগের বশে যখনই কোন সিদ্ধান্ত নেই তার শতকরা ৯৯% ভূল হয়ে থাকে। তাই এখানেও যখন আমরা ইমোশনাল বা আবেগের বশে ট্রেড নেই ফলাফল একই থাকে। এটা একটা ব্যবসা - এখানে আবেগের কোন জায়গা থাকা উচিত বলে আমি মনে করি না। তাই সফল হতে হলে ইমোশনকে দূরে রাখুন। তাই আমাদের সবাই কে সব সময় এই মার্কেট ভাল করে জ্ঞান অর্জন করে আমাদের কে এই মার্কেটে কাজ করতে হবে। আমরা আমাদের ডিপোজিট যে কোন সময় হারিয়ে ফেলতে পারি তাই আমাদের কে সব সময় সতর্ক হয়ে থাকতে হবে বলে আমি মনে করি । তাই আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে ইমশনাল ত্যাগ করে ট্রেড করতে পারি ।

sss21
2020-08-30, 03:50 PM
আমরা নতুন ট্রেডার তারা ফরেক্স মার্কেটে ইমোশনাল ট্রেড করে বেশি কারন আমরা একটা বা দুইটা ট্রেড লস হয়ে গেলে এর পর বেশি ভলিউমে ট্রেড করি আর লস করি এইভাবে আমরা ট্রেড করতে থাকি। এক সময় আমাদের একাউন্ট জিরো হয়ে যায় তাই আমাদের কে ইমোশান কন্ট্রোল করতে হবে।

FREEDOM
2020-10-30, 03:38 PM
ফরেক্সে কাজ করার হলে ফরেক্সের কাজ শিখে কাজ করতে হবে । ফরেক্সে সবাই কাজ করতে পারে কিন্তু ফরেক্স থেকে টাকা আয় করতে পারে না । ফরেক্সে টাকা আয় করার হলে ফরেক্সের ট্রেডিং দক্ষতা ভাল থাকা লাগে । ফরেক্সে যে যত বেশি দক্ষতার সাথে কাজ করতে পারবে সে তত বেশি ভাল লাভ করতে পারবে । ফরেক্সে ট্রেডিং দক্ষতাই সব । তাই ফরেক্সের ট্রেডিং ভাল করে করতে হবে

DreamFX
2020-10-30, 04:38 PM
ইমোশনাল এর বসে কোন কাজ করা উচিত নয়। আপনার অ্যানালাইসিস যখন বিপরীত রুপ নেয় বা আপনি লসে পরেন তখন তারাহুরা করে অন্য একটি ট্রেড ওপেন করা ঠিক না,, এতে আপনার লসের হার আরো বাড়তে পারে, তাই কোন ট্রেড ওপেন করতে হলে ঠান্ডা মাথায় ভাবতে হবে। ধৈয ধারন করতে হবে, বুঝতে হবে মার্কেট কখন উঠা নামা করে।

Smd
2020-10-30, 06:00 PM
আমি ডেমোতে ট্রেড করে মুটামুটিভাবে রিয়েল ট্রেড করছি এখন তবে আমার একটা দোষ হল যখনই লস করি তখন মনটা খারাপ হয়ে যায় এবং পরবর্তীতে অধৈর্য্য হয়ে সেই লস রিকভার করতে গিয়ে অোরো বেশি লস করি। কারন ইমোশনাল হয়ে ট্রেড করলে ট্রেডে লস হওয়ার সম্ভবনাই বেশি। কারন ইমোশন বা আবেগ মার্কেটের আসল মুভমেন্ট বুঝতে বাধা প্রদান করে। এজন্য সম্পূর্ণ বুদ্ধি খাটিয়ে ট্রেড করা যায়।

Sid
2020-11-18, 02:45 PM
মার্কেট আপনার বিপরীতে গেল এখন কি করবেন। রেগে মেগে আরেকটা ট্রেড, না এটা কখনই করা জাবে না,এটা হচ্ছে এমোশনাল অর্থাৎ আবেগ। ফরেক্স এ আবেগের কোন যায়গা নেই। রেগে মেগে জেদ করে ভুল ট্রেড করলে আপনার ই লস আর কি।

Tariq
2020-11-18, 02:56 PM
কারন ফরেক্স ব্যবসাটা ইমোশনাল হলে আপনি লস করবে আর লস হবে না যদি ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আগে আমি মনে করি অবিজ্ঞতা অর্জন করেই তবে আপনি ফরেক্স মার্কেটে ইনভেস্ট করতে পারেন।আর তাই আপনাকে ফরেক্স মার্কেট নিয়ে অনেক পড়া শুনা করতে হবে।

zakia
2020-11-19, 12:12 PM
ইমশনাল হোয়ে ট্রেড করা উচিৎ নয় কারন আমরা যকন ইমশনাল হোয়ে পরি তখন ভুরের পরিমান বেড়ে যায়। একবার লাভ হোরেই ইমশনাল হোয়ে দ্বিতীয়বার লাভের জন্য আমরা ট্রেড দেই ফলে লস করে তাকি। অপরদিকে সেই লসের সাথে সাথেই রিভেন্জ নেবার চেষ্টা করি ফলে আবারো লস। তাই আমাদের সকরেরি উচিৎ আমাদের ইমশন কে কন্ট্রোল করার। ভাল প্রফিট ফরেক্স থেকে লাভের স্বার্থে সেই সময়কেই আমাদের ট্রেড করার জন্য বেছে নেওয়া প্রয়োজন যখন মার্কেট মুভমেন্ট অনেক ভার থাকে আর এটি ট্রেড করার পূর্বে বুঝার জন্য ফরেক্স ট্রেডিং জ্ঞান থাকা একান্ত ভাবে প্রয়োজন।সময় মত ট্রেড করতে পারলে বেশ ভাল আয় করা সম্ভাব।

OLIYOURRAHMAN2021
2020-11-19, 02:38 PM
ইমোশনাল হয়ে কোনো সিদ্ধান্ত নেয়া ঠিক নয়

OLIYOURRAHMAN2021
2020-11-19, 02:43 PM
ইমোশনাল হয়ে কোন কাজ করা ঠিক নয় কারণ এমন একটা মানুষকে অনেক লুজ করে দিতে পারে। একজন ফরেক্স ট্রেডারের গুণ হচ্ছে নিজের কন্ট্রোল করতে হবে ইমোশনকে। নিজের ইমোশন নিয়ে ট্রেড ওপেন করলে একাউন্ট জিরো হয়ে যেতে পারে এমনকি অনেক লস এর সম্মুখীন হতে হবে

zakia
2020-11-19, 03:30 PM
আমার জানামতে ফরেক্স বাজারে আবেগের কোন স্থান নেই। কারণ মানুষ আবেগের সহিত কোন ভাল কাজ করতে পারে না। তাছাড়া এটা একটা ব্যবসা আর এখানে যদি আপনি আপনার আবেগ প্রয়োগ করেন তাহলে কোনদিনই সফল হতে পারবেন না। আপনি যদি এই ব্যবসায় সফল হতে চান তাহলে অবশ্যই আপনার আবেগককে নিয়ন্ত্রণ করতে হবে। যদি সেটি না পারেন তাহলে আপনি কোন প্রকার উন্নতি করতে পারবেন না। আমি মনে করি, ট্রেড করতে হলে মাথা ঠাণ্ডা রেখে ট্রেড করতে হবে। তুমাকে মনে রাখতে হবে তুমি ট্রেড করে তুমার জীবনে সফলতা বয়ে আনবে। তুমি একবার না পারলে বার বার চেষ্টা করে দেখতে হবে। তুমাকে ধৈর্য সহকারে ট্রেড করতে হবে। তাই কোন ইমোশনাল ভাবে ট্রেড না করে শান্ত ভাবে বুঝে শুনে ট্রেড করতে হবে।

jimislam
2020-11-19, 03:40 PM
ফরেক্স বিজনেস আমি মনে করি বৈদেশিক মূদ্রা ক্রয় বিক্রয়ের বিজনেস।আর এই বিজনেস করতে হলে আমি মনে করি আপানাকে ফরেক্স জানতে হবে শিখতে হবে জ্ঞ্যান অভিজ্ঞতা কোশলী হতে হবে তাহলে আপনি ফরেক্স বিজনেস করে ভাল আয় করতে পারেন বলে, একটি অতি লাভজনক ব্যবসা হিসেবে পরিচিত তাই এখানে কোনোরকম ইমোশন করে আপনি আপনার ক্যারিয়ার ব্যবসাকে ক্ষতিগ্রস্ত করবেন না আশা করি। প্রত্যেকটি মানুষ যে যার নিজের মতো করে এগিয়ে যাচ্ছে উক্ত ক্ষেত্রে ইমোশনের কোন দাম নেই।

Rajim
2020-11-19, 05:07 PM
ইমোশনাল ফরেক্স একাউন্ট জিরো হবার অন্যতম কারন। কেননা আমরা বেশীরভাগ সময় ট্রেড করার আগে এনালাইসিস করে ট্রেড এ ঢুকি। ট্রেড করার পর অনেক সময় আমাদের ট্রেড লসে যায়। কিন্তু যখন লস হয় তখন আমরা বড় লটে ট্রেড ওপেন করে আমরা আমাদের লস রিকভার করতে চাই। দেখা পরের ট্রেড টি ও লসে যায়।

FRK75
2020-12-13, 09:31 PM
ইমোশনাল হয়ে ট্রেড করলে আপনি অধিকাংশ সময়েই লস করবেন। কারণ আপনি ইতিহাস ঘাটালে দেখতে পারবেন ইমোশনাল হলে বা লোভী হয়ে কেউ ট্রেড করে সফলতা অর্জন করতে পারেনি বরং খুব দ্রুত এই মার্কেট থেকে চলে যেতে বাধ্য হয়েছে। অতএব বুঝতেই পারছেন আপনার আবেগকে যদি নিয়ন্ত্রণে না রাখতে পারেন তাহলে আপনি কখনই সফলতা লাভ করতে পারবেন না। তাই এখানে কোনোরকম ইমোশন করে আপনি আপনার ক্যারিয়ার ব্যবসাকে ক্ষতিগ্রস্ত করবেন না আশা করি। প্রত্যেকটি মানুষ যে যার নিজের মতো করে এগিয়ে যাচ্ছে উক্ত ক্ষেত্রে ইমোশনের কোন দাম নেই।

Starship
2020-12-13, 11:37 PM
ফরেক্স মার্কেটে ইমোশনাল নিয়ে ট্রেড করাটা একটি বড় ধরনের লস এর কারণ। আমরা যদি ইমোশনাল নিয়ন্ত্রণের করতে না পারি তাহলে কখনোই ফরেক্সের ট্রেড করে প্রফিট করতে পারব না। আমি একটি পূর্বে যতবার লস করেছি তার পেছনে ইমোশনাল ও অতিরিক্ত লোভের কারণে বেশিরভাগ ক্ষেত্রেই লস করেছি। কেননা ইমোশনাল নিয়ে ট্রেড করতে গেলে সঠিক সিদ্ধান্ত নেওয়া যায় না কখনো। তাই এ বিষয়ে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে তাহলে আমরা লস থেকে রক্ষা পাবো।

Sun
2020-12-30, 11:09 AM
প্রবাদে আছে , যে জাতি যত বেশী ধৈর্য্যশীল সে জাতি তত বেশী উন্নতি । ঠিক তেমনি কোন ব্যক্তি যদি ধৈর্য্য ধারণ করে এই ব্যবসা করে অবশ্যই সফলকাম হবে আর যদি কোন ব্যক্তি ইমোশনাল হয়ে ট্রেড করে অবশ্যই সে ক্ষতিগ্রস্থ হবে । সুতরাং আমরা যখনই ট্রেড করব এ্যানালাইসিস করে তারপর ট্রেড করব ।

JOCKY
2020-12-30, 02:42 PM
ফরেক্স এমন একটি আন্তর্জাতিক মানের অনলাইন ভিত্তিক ব্যবসা যেখানে ইমোশনের কোন প্রকার স্থান নেই । এখানে ইমোশন করতে গেলে ফরেক্স মার্কেট থেকেই বিদায় নিতে হবে । কারন আমরা অনেকেই এইসব ভুল করে থাকি যে আবেগের বশে কোন কিছু সঠিকভাবে আনালাইসিস না করেই ভুল ট্রেড দেই বা ট্রেড দেয়ার ক্ষেত্রে ইমোশনাল হয়ে যাই যার ফলে লসের সম্মুখীন হতে হয় । তাই ফরেক্স মার্কেট এ টিকে থাকতে হলে আমাদের কারোরই ইমোশনাল হয়ে ট্রেড করা উচিত নয় ।

ABDUSSALAM2020
2020-12-30, 10:28 PM
কেন ইমোশনাল হয়ে ট্রেড করা উচিৎ নয় ।
আপনি অনেক আনাল্যসিস করে দেখলেন মার্কেট ডাউন হবে কিন্তু মার্কেট আপনার বিপরীতে গেল এখন কি করবেন। রেগে মেগে আরেকটা ট্রেড, সেক্ষেত্রে বেশির ভাগ সময় আপনি লস করবেন। কেন জানেন? কারন পরের ট্রেডে আপনি অপেক্ষাকৃত কম আনাল্যসিস করে ট্রেড দিয়েছে এই ট্রেড ছিল Revenge (প্রতিশোধ) । কোন ট্রেড লসে গেলে সেটাকে Business Cost হিসেবে দেখার চেষ্টা করবেন। প্রতিটা বিজনেসে কিছু খরচ থাকে ফরেক্সে লস গুলো আপনার খরচ। আপনার কাজ হল রিস্ক নিয়ন্ত্রন করা বরং আপনার টাকা গুলোকে রিস্কে ফেলা নয়। একজন Professional এবং একজন Amateur এর মধ্যে মুল পার্থক্য দেখা যায় কে psychologically লস কে কিভাবে দেখছে। প্রফেশনাল ট্রেডার লস হলে শুধু Better Luck Next Time বলে লস কে মেনে নেয়। কিন্তু নতুন রা উঠে পরে লাগে লস তোলার জন্য আর অবশিষ্ট টুকু হারায়। অনেকে বলেন পর পর তিনটা ট্রেড লস করলে মার্কেটে এক সপ্তাহ নতুন ট্রেড না দিয়ে শুধু মার্কেট দেখা উচিত । সফল হতে হলে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে।

zakia
2021-01-14, 07:47 PM
লস থেকে তো আমি আরো ভালভাবে শাখছি।কাজেই এই সব লস আমার জন্য আর্শিবাদ সরুপ।তাই ইমোশনাল হয়ে ট্রেড করা থেকে বিরত থাকি।এতে আমার কাজগুলো আমার জন্য অনেক সহজ হয়।সহজভাবে বলতে গেলে আপনি যদি ইমোশনাল ট্রেড করেন তাহলে নিশ্চিত লস খাবেন । তাই আমার মনে হয় কেউই এখানে লস করতে আসিনি । সবারেই মূল্য লক্ষ্য হচ্ছে মার্কেট থেকে লাভ বের করে আনা ।কোন কাজেই ইমোশন অতিরিক্ত আবেগ সুফল বয়ে আনে না। একইভাবে ফরেক্স ইমোশন নিয়ে কাজ করলে অনিয়ন্ত্রিত ট্রেডের মাধ্যমে ব্যালেন্স জিরো হওয়া অসম্ভব কিছু নয়।

NEWVISION2020
2021-01-14, 07:57 PM
ফরেক্স মার্কেট এমন একটি জায়গা যেখানে ইমোশনের কোন স্থান নেই কেননা আজ পর্যন্ত যখনই কোন ট্রেডার ইমোশনের দ্বারা প্রভাবিত হয়ে কোন ট্রেড ওপেন করেছে তখনই সে বড় ধরনের লসের সম্মুখীন হয়েছে।কারন মানুষ যখন ইমোশনাল হয়ে যায় তখন তার স্বাভাবিক জ্ঞান বুদ্ধি লোপ পায় যার ফলে সে সঠিক সিদ্ধান্ত নিতে ভুল করে । আর এ জন্য ফরেক্স মার্কেটে প্রত্যেকটা ট্রেডার কে বারবার বলা হয় কখনো ইমোশনাল হয়ে ট্রেড না করার জন্য। কেননা যদি কোন ট্রেডার কোন ভুল ট্রেড ওপেন করে ফেলে তাহলে সে ভুলের জন্য তাকে বড় ধরনের মাশুল দিতে হয়।তাই আমাদের উচিত সর্বদা ইমোশনকে নিয়ন্ত্রণে রেখে ট্রেডিং করা।

Rony1122
2021-01-14, 08:02 PM
ফরেক্স মাকেটে ইমোশনই ই ৮০%।আপনি যদি আপনার ইমশোন এনালাইসিস ঠিক রাখতে না পারেন তাহলে লস অবধারিত।তাই যতটুকু বোঝেন ততটুকু এনালাইসিস করে টেডিং পরিচালনা করুন

zakia
2021-01-15, 09:31 AM
ইমোশনাল ফরেক্স একাউন্ট জিরো হবার অন্যতম কারন। কেননা আমরা বেশীরভাগ সময় ট্রেড করার আগে এনালাইসিস করে ট্রেড এ ঢুকি। ট্রেড করার পর অনেক সময় আমাদের ট্রেড লসে যায়। কিন্তু যখন লস হয় তখন আমরা বড় লটে ট্রেড ওপেন করে আমরা আমাদের লস রিকভার করতে চাই। দেখা পরের ট্রেড টি ও লসে যায়।আমার জানামতে ফরেক্স বাজারে আবেগের কোন স্থান নেই। কারণ মানুষ আবেগের সহিত কোন ভাল কাজ করতে পারে না। তাছাড়া এটা একটা ব্যবসা আর এখানে যদি আপনি আপনার আবেগ প্রয়োগ করেন তাহলে কোনদিনই সফল হতে পারবেন না। আপনি যদি এই ব্যবসায় সফল হতে চান তাহলে অবশ্যই আপনার আবেগককে নিয়ন্ত্রণ করতে হবে। যদি সেটি না পারেন তাহলে আপনি কোন প্রকার উন্নতি করতে পারবেন না।

AbdulRazzak
2021-01-15, 10:12 AM
অন্য বণিক হিসাবে, আমি আপনার নিজস্ব রচনাগুলিতে খুঁজে পেয়েছি যে আমি ডেমো বিনিময়ের মাধ্যমে সত্যিকারের সত্যিকারের বিনিময় করছি। যাইহোক, বর্তমানে আমার একটি সমস্যা হ'ল আমি যে কোনও মুহূর্তে দুর্ভাগ্য করি না কেন আমি ভয়াবহ বোধ করি এবং পরে আমি হতাশাবোধ করি এবং আরও পুনরুদ্ধার করার চেষ্টা করি। আপনার যদি একটি মার্চেন্ট মার্চেন্ট হওয়া দরকার তবে আপনার নিজের বিবেচনার প্রকৃতি গড়ে তুলতে হবে।

FRK75
2021-05-29, 05:31 PM
মার্কেটে কখনই ইমোশনাল হয়ে ট্রেডিং করা উচিৎ নয়। কারন ইমোশনাল হয়ে ট্রেড করলে ট্রেডে ভলিয়ম বেরে যায় এবং লস হওয়ার সম্ভবনাই বেশি থাকে। কারন ইমোশন বা আবেগ মার্কেটের আসল মুভমেন্ট বুঝতে বাধা প্রদান করে। এজন্য ইমোশনাল ট্রেডিং না করাই ভালো বলে মনে করি।৷তারপরে কিছু নগদ লস হয়ে গেলে তো আমাদের মাথাটাই নষ্ট হয়ে যায়৷তখন এই নষ্ট মাথা নিয়ে কী ঐ মূহূর্তে আবার ট্রেড করা ভালো হবে ? কখোনোই না৷ভূল ট্রেডের ফলে কিছু লস হয়ে গেলে তৎক্ষনাত ট্রেন্ড বন্ধ করা উচিৎ৷ পরবর্তীতে মাথা ঠান্ডা হলে আস্তে ধীরে বসে মার্কেট দেখা উচিৎ এবং সুযোগ হলে এন্ট্রী করলেন৷ইমোশনাল ট্রেড কখোনোই উচিৎ নয়৷

Sakib42
2021-05-29, 11:40 PM
ইমোশনাল ব্যাপারটি খুবই খারাপ ভাবে আমাদের জীবনে ইফেক্ট তৈরী করে।সহজভাবে বলতে গেলে আপনি যদি ইমোশনাল ট্রেড করেন তাহলে নিশ্চিত লস খাবেন আমার মতে ইমোশনাল হয়ে ট্রেড করা ঠিক না। ট্রেড করতে হলে মাথা ঠাণ্ডা রেখে ট্রেড করতে হবে।সবারেই মূল্য লক্ষ্য হচ্ছে মার্কেট থেকে লাভ বের করে আনা । আপনি যদি ইমোশনাল ট্রেড করেন তাহলে আপনি লাভ করতে পারবেন না এটাই স্বাভাবিক । ইমোশন বা আবেগ মার্কেটের আসল মুভমেন্ট বুঝতে বাধা প্রদান করে। এজন্য সম্পূর্ণ বুদ্ধি খাটিয়ে ট্রেড করা যায় না বলে ইমোশনাল ট্রেডিং না করাই ভালো বলে মনে করি।

Devdas
2021-08-06, 08:32 PM
ইমোশনাল কম আর বেশী আমাদের সবার মধ্যেই আছে। ইমোশনাল কিছু কিছুতে অনেক ভাল আবার কিছু কিছু ক্ষেত্রে অনেকটা খারাপ। যেমন ফরেক্স এ ইমোশনাল হল লস বা ক্ষতির সব থেকে বড় ঝুকি। ফরেক্স করার আগে কোন প্রকার ইমোশনাল হওয়া যাবে না। ইমোশনাল হলে ফরেক্স মার্কেট থেকে আয় করা বা প্রফিট করা যাবে না বরং ফরেক্স মার্কেট থেকে লস করে যাবেন। তাই ফরেক্স করার আগে আমাদেরকে ইমোশনাল নিয়ন্ত্রন করে ফরেক্স করতে পারলে আমরা ফরেক্স থেকে আয় করতে পারব।

FREEDOM
2021-08-26, 03:56 PM
আমি যখন লস করি তখন মনে মনে লাভ করার জন্য ভবিষ্যত্* এর উপর ইচ্ছা পোষন করি যে আমার পরবর্তীতে অবশ্যই লাভ হবে ।কারণ লস থেকে তো আমি আরো ভালভাবে শাখছি।কাজেই এই সব লস আমার জন্য আর্শিবাদ সরুপ।তাই ইমোশনাল হয়ে ট্রেড করা থেকে বিরত থাকি।এতে আমার কাজগুলো আমার জন্য অনেক সহজ হয়।

Smd
2021-11-21, 07:20 PM
আপনি যদি ধৈর্য্য ধারন করতে পারেন তাহলে আপনি লাভবান হতে পারবেন। আপনি যদি একটা লস করার সঙ্গে সঙ্গে রিকোভারি করার জন্য আরেকটি ট্রেড করেন তাহলে সেখানে লস হওয়ার সম্ভাবনা বেশী সুতরাং ইমোশনাল হওয়া যাবে না কখনও। তাই আমার মনে হয় কেউই এখানে লস করতে আসিনি । সবারেই মূল্য লক্ষ্য হচ্ছে মার্কেট থেকে লাভ বের করে আনা । আপনি যদি ইমোশনাল ট্রেড করেন তাহলে আপনি লাভ করতে পারবেন না। ধন্যবাদ।