PDA

View Full Version : প্রতিদিন ফোরাম লিমিট কতগুলো ?



uzzalbd
2015-12-17, 07:25 AM
কেউ কি আমাকে জানাবেন আমি প্রতিদিন কয়টা ফোরাম পোস্টিং করতে পারব।

Realifat
2015-12-17, 10:21 AM
ফরেক্স বাংলা ফোরামে প্রতিদিন কয়টা পোস্ট করা যায় এ ব্যাপারে সরাসরি আমি কিছু বলতে পারবো না। কারন সম্ভবত ফরেক্স বাংলা ফোরামে প্রতিদিন কত পোস্ট করা যাবে তার লিমিট নাই। সম্ভবত পোস্টিং করার লিমিটটটা মাসিক হিসাবে হয়। অর্থাৎ মাসে আপনি সর্বোচ্চ ২০০-৩০০$ পরিমান টি পোস্ট করতে পারবেন হয়তো। তবে অতিরিক্ত পোস্ট করা ধেকে বিরত থাকায় ভালো বলে আমি মনে করি। আমার মতে মাসে সর্বোচ্চ ১৫০$ এর বেশি পোস্টিং না করাই ভালো।

shihab
2015-12-17, 11:18 AM
আমার জানা মতে প্রতিদিন ২৫ টি পোস্ট করে করা যায় এর বেশি হলে আপনাকে বোনাস শিকারি বলে গন করা হবে। আর এক্তি বিষয় হল আপনার প্রতিটি কমেন্ট যেন অর্থবহ হয় তা না হলে আপনার কমেন্ট রমুভ করে দেয়া হবে আর আপনি ঠিক মত বোনাস ও পাবেন না।

AbuRaihan
2015-12-17, 12:18 PM
বাংলাদেশ ফরেক্স ফোরামে আমরা যারা পোস্ট করে বোনাস নিই তাদরকে কিছু নিয়ম নীতি মেনে তারপর পোস্ট করতে হয় যা ফোরাম কতৃপক্ষের মাধ্যমে নির্ধরিত ৤ ফোরামে আপনি মাসে সর্বোচ্চ ২৫০ ডলার এর বেশি নিতে পারবেন না ৤ তাই আপনি যদি মাসে সর্বোচ্চ পরিমাণ বোনাস নিতে চান তবে অাপনাকে ফোরামের নিয়ম মেনে পোস্ট করতে হবে এক্ষেত্রে আপনি চাইলে প্রতিদিনের পোস্ট সংখ্য হিসাব করে নিতে পারেন ৤ মাসে ২৫০ ডলার পোস্টিং বোনাস নিতে হলে আপনাকে দিনে ৪০-৪২ টা পর্যন্ত পোস্ট করতে হবে ৤ তবে এতগুলো না করাই ভালো ৤

Selim BU
2015-12-17, 05:37 PM
ফোরামের নীতিমালা যদি ভালোভাবে পড়ে থাকেন তবে নিশ্চয়ই জানবেন যে এখান থেকে প্রতি মাসে সর্বোচ্চ ২৫০ ডলার নেয়া যায়। এর বেশি নিতে পারবেন না। নিতে গেলে আপনাকে বোনাস শিকারী হিসেবে গন্য করা হবে। যদিও নীতিমালায় ডেইলি লিমিট সম্পর্কে কোনো উল্লেখ নেই তবুও আমার সাজেশন হবে সেফ জোনে থেকেই কাজ করা উচিত। প্রতিদিন ২০ থেকে ২৫ টা করে পোস্ত নিয়মিত করতে পারলে মাস শেষে বেশ ভালো একটা এমাউন্টের বোনাস পাবেন। তবে হ্যা পোস্ট গুল অবশ্যই অর্থবহ এবং টপিক সংশ্লিষ্ট হওয়া উচিত। আর অবশ্যই বানানের দিকে খেয়াল রাখবেন। হ্যাপি পোস্টিং।

owalith
2015-12-17, 06:42 PM
ফোরামে পোস্ট করলে অনেক সুযোগ সুবিধা আছে। যেমন এখান থেকে বনাস পাওয়া যায়, ফরেক্স এর অনেক রকম ট্রেড সংক্রান্ত তথ্য পাওয়া যায়, যা কিনা আমাদের ফরেক্সে কাজ করতে অনেক সহজগিতা করে।

Ekram
2015-12-17, 06:54 PM
কেউ কি আমাকে জানাবেন আমি প্রতিদিন কয়টা ফোরাম পোস্টিং করতে পারব।

প্রতিদিন ৩০ - ৪০টি পোস্ট ই যথেষ্ট । তারপর ও যত টুকু জানি সরবোচ্চ ২৫০ ডলার সম পরিমান পোস্টিং করা যাবে । সেটা ৭ দিনে ও যদি করেন তাহলে এর পর নতুন মাস শুরু না হওয়া পর্যন্ত আর কোন পোস্টিং করা যাবেনা । তবে নিয়মিত এবং নির্ধারিত পোস্টিং করলে ভাল

sharifulbaf
2016-01-10, 05:39 PM
বাংলাদেশ ফরেক্স ফোরামে।আমরা যদি কাজ করি কিন্তু কি পরিমানে পোস্ট করা যাবে তা জানা জায়,তাই আমাদের উচিৎ পোস্ট করা, আমি জানি প্রতি মাসে ২৫০ ডলারের বেশি করতে পারবে না, তাই আমরা ২৫০ ডলার যাতে হয় সে ভাবে পোস্ট করে যাব,।

basaki
2016-01-10, 05:44 PM
ফরেক্স ফোরামের পোস্টিং দিনে কত করা যাবে তার কোন নির্দিষ্টভাবে কোথাও বলা নেই যে কত গুলো দেওয়া যাবে আর ক গুলো দেওয়া যাবে না। আমি প্রতিদি কম করে হলেও ৪০ থেকে পঞ্চাশটা পোস্ট করে থাকি। আপনারাও ইচ্ছে করলে আমার মত করে পোস্ট করতে পারেন।

fatemaakhter
2016-01-10, 06:05 PM
মাসে ফোরামের লিমিত হল ২৫০ ডলার আর সে মতে আমরা প্রতি দিন ৪০ টা পোস্ট করতে পারব ।তবে আমার জানা মতে প্রতি দিন ২৫-৩০ টার বেশি পোস্ট করা উচিত নয় ।এতে আমাদের একা উন্ত ব্লক হয়ে যেতে পারে ।

Sahed
2016-01-10, 09:53 PM
ধন্যবাদ ভাই আপনার এই পোস্টটির জন্য কেননা আমিও একটু কনফিউশন ছিলাম ফোরামের পোস্টিং এর বিষয়ে । দিনে সর্বোচ্চ কয়টি পোস্ট করা যাবে এই বিষয়ে সম্ভবত কোন নির্দিষ্ট নিয়ম নেই । তবে আমার জানা মতে ফোরাম থেকে প্রতি মাসে ২৫০ ডলারের বেশি বোনাস পাওয়া যায় না । আমার মতে ফোরামে দিনে কম করে পোস্টিং করাই ভাল। কারন বেশি পোস্ট করলে আপনি বোনাস শিকারী হিসেবে চিহিৃত হতে পারেন ।

Hamza
2016-01-11, 12:12 AM
ফোরাম পোস্ট এর ক্ষেতে প্রতিদিনের জন্য কোন লিমিট অাছে নাকি সেটা আমি সঠিক বলেতে পারছিনা।তবে আমি দিনে সবোচ্চ ৩০ টি পোস্টের বেশী করি নাই। তবে আমার জানা মতে আপনি মাসে ১২০০ পোস্ট করতে পারবেন।আর আপনি যদি ১২০০ পোস্ট করতে পারেন তবে আপনি $২৪০ ডলার পাবেন।ধন্যবাদ

Marufa
2016-02-14, 04:13 PM
আমি মনে করি ফোরাম পোষ্টিং দিনে কয়টা করা যাবে এরকম কোন নিয়ম নেই । আপনি ২৫০ ডলার পযর্ন্ত বোনাস পাবেন । ২৫০ ডলার হওয়ার আগ পযর্ন্ত যে কয়টা খুশি পোষ্ট করতে থাকুন । যত বেশি পোষ্ট করবেন তত বেশি বোনাস । তবে সব সময় সবকিছুর একটা লিমিট থাকা ভাল । আমি মনে করি দিনে ৫০ টা পোষ্ট করা যুক্তিযুক্ত ।

Md Sanuwar Hossain Hossai
2016-02-14, 05:48 PM
ফোরামে পোস্ট করার জন্য কিছু নিয়ম আছে ৤ আমাদের প্রতিদিন ২০ থেকৈ ২৫ টির বেশি পোস্ট দিয়া উচিত না৤ এছাড়াও আমাদের উচিত আমরা যেসব পোস্ট করতেছি এবং যা মন্তব্য করতেছি তা যেন অবশ্যই বিষয় ভিত্তিক হয়৤ কখনও কারো পোস্ট কপি করা যাবে না এবং কারো মন্তব্যের সাথে যেন আপনার মন্তব্র না মিশে সে দিকে খেয়াল রাখতে হবে৤ অবশ্যই আপনার মন্তব্য ৩ থেকে ৪ লাইন এর কম লিখবেন না এতে আপনার মন্ত্যব্য বাতির হতে পারে৤

maziz6989
2016-02-14, 06:23 PM
এই রকম কোন লিমিট আছে বলে আমি আজ পর্যন্ত শুনি নি। তবে আপনি প্রতি দশ মিনিটে পাচটি পোস্ট করতে পারবেন। তাই আপনি কতগুলো পোস্ট করতে পারবেন এটা দেখার কোন দরকার নেই। তবে খেয়াল রাখবেন বেশি পোস্ট করার জন্য কপি পেস্ট করার কোন মানে নেই।

real80
2016-02-14, 11:15 PM
ফরেক্স বাংলা ফোরাম সাইটের কিছু নিতিমালা রয়েছে। সেই সব নীতিমালা ভালাভাবে মেনে ফোরাম পোস্টিং করা উচিত। প্রতি মাসে একজন ফোরাম বাংলা সাইটে পোস্ট করে ২৫০ ডলার ইনকাম করতে পারেন। প্রতিটি পোস্ট এর জন্য ২০ সেন্ট করে দেয়া হয়ে থাকে। সেই হিসেব করলে আপনি প্রতিদিন ৩০-৪০টি পোস্ট করতে পারেন।

MdMintuHossen2016
2016-02-14, 11:42 PM
প্রতিদিন ফোরাম লিমিট বলতে আপনি যদি প্রতিদিন ফোরামে কতটি করে পোস্ট করা যাবে তা বুঝিয়ে থাকেন তা হলে আমি আপনাকে বলব আপনি প্রতিদিন ফোরামের রুলস অনুযায়ী এখানে সবোচ্চ ৪০ টি পোস্ট করতে পারবেন অর্থাত আপনি ফোরাম থেকে মাসে সবোচ্চ ২৪৫ ডলার প্রর্যন্ত বোনাস নিতে পারবেন।

Fasor
2016-02-14, 11:45 PM
ফোরাম পোস্টিং এর নিয়মাবলিতে এইরকম কিছু বলা নেই। তবে আমার মনে হয় ৩০ টার বেশি হলে আপনাকে সতর্ক বার্তা পাঠাবে। তাই কম পোস্টিং করাই ভাল। এইখানে মূলত সবাই বোনাস পাওয়ার জন্যই পোস্টিং করে। কিন্তু এইরকম হলে ব্যান্ড হওয়ার সম্ভাবনা আছে। তাই আমরা কম কম পোস্ট করি।

yasir arafat
2016-04-07, 08:39 PM
এ ফোরামে দৈনিক নির্দিষ্ট পোষ্ট করার জন্য কোন লিমিটেশন নেই।শুধু নিয়মে বলা আছে প্রত্যেক পোষ্ট অর্থবহুল হতে হবে এবং প্রতি মাসে ২৫০ ডলারের বেশি নিতে পারবেন না।আর পোষ্টগুলোর সাথে ফোরাম টপিকের সাথে অবশ্যই মিল থাকতে হবে।এ ফোরামের নীতিমালা সেকশনে গেলে আরো বিস্তারিত জানতে পারবেন।

Tazul Islam
2016-04-08, 08:38 AM
আমার জানা মতে প্রতিদিন ২৫- ৩০ টি পোস্ট করা ভাল এর বেশি হলে আপনাকে বোনাস শিকারি বলে গননা করে। । পোস্ট নিজের তৈরি হতে হবে, অন্য কারো পোস্ট কপি করা যাবে না। পোস্ট টা অর্থবহ হতে হবে এবং কমপক্ষে ২/৩ লাইন হতে হবে। মাসে সবোর্চ্চ ২৫০ ডলার পর্য্ত বোনাস পেতে পারেন।

MD. Chand Ali
2016-04-08, 05:21 PM
দিনে কতটা ফোরাম পোষ্ট করা যাবে সেটা নির্দিষ্ট নয়।তবে মাসে ২৫০ডলারের বেশি পোষ্ট করা যাবে না।সে হিসেবে দিনে৩০/৪০টা পোষ্ট করলেই হবে।আর ফরেক্সে এর নিয়ম মেনে আপনাকে এগিয়ে যেতে হবে।

amitbd
2016-04-08, 05:49 PM
আমি এখন পযন্ত নিজেও জানিনা যে দিনে বা মাসে কয়টি পোস্ট করা যাবে । কিন্তু এই ফোরমে অনেক বড় বড় ভাইরা আছে যারা বলে যে আপনি দিনে 15 টির বেশি পোস্ট না করাই ভাল এবং মাসে যেন 100 ডলার পর্যন্ত সিমাবদ্ধ থাকে ।

Moon
2016-04-08, 06:01 PM
মাসে সর্বোচ্চ এখানে পোস্ট করা যাবে তার লিমিট দেখার জন্য ফোরাম রুলস পড়ে জানতে পারলাম এখান থেকে সর্বোচ্চ একমাসে 250 ডলার নেওয়া যাবে । আর ২৫০ ডলার এর জন্য যতটুুকু পোস্ট করা প্রয়োজন ততটুকু পোস্ট আমাদের দিতে হবে । আর আমি এটাও মনে করি যে ফরেক্স মার্কেটে আমরা যারা ট্রেড করি তারা জানি যে অামাদের সবার ট্রেডিং লাইফের জন্য অনেক বেশি কৃতজ্ঞতা স্বিকার করতে হবে এই ফরেক্স বাংলা ফোরাম এর প্রতি ।

dishaakter54@E3
2016-04-08, 07:02 PM
আমার জানা মতে প্রতি দিন ২৫-৩০ টার বেশি পোস্ট করা উচিত নয় ।আমিও এরকমই পোস্ট করে থাকি ।

lotifahelen
2016-04-08, 07:04 PM
আমি জানি প্রতি মাসে ২৫০ ডলারের বেশি করতে পারবে না,আর প্রতিদিন ২৫-৩০ টা পোষ্ট করা যাবে ।

niloyjahan88
2016-04-08, 07:07 PM
২০-২৫ টা পোষ্ট করা যাই তবে কেউ চাইলে এর থেকে বেশি ও পোষ্ট করতে পারবে ।

HKProduction
2016-04-08, 09:50 PM
পোস্টের নির্দিষ্ট সংখ্যা সম্পর্কে আমার কোন ধারনা নেই। তবে আমি মনে করি মাসে 100 ডলার করে বোনাস পেলেও ছয় মাসে ছয়শত ডলার। যা আমাদের ট্রেডের জন্য একটি অনেক বড় ধরনের সাহায্য। আমাদের উচিত নিয়ম নীতি মেনে সঠিক ভাবে পোস্ট করা।

khanam.rabeya272
2016-04-09, 12:42 AM
এইখানে বেপারটি হলো আপনি প্রতিদিন অনেক পোস্ট ই করতে পারবেন.কিন্তু নিরাপদ হচ্ছে দিনে ২৫-৩০ টি পোস্ট করা.কারণ আপনি একটি দিনে যদি মাত্রাতিরিক্ত ট্রেড করেন তবে আপনি মডারেটর দের নজরে পরে যাবেন এবং আপনার পোস্টগুলো বিশেষভাবে মুল্লায়িত হবে.যার ফলে আপনার পোস্ট ভুল বলেও পরিগণিত হতে পারে.

RUBEL MIAH
2016-05-01, 10:40 PM
প্রতিদিন অাপনার সময়ের উপর নির্ভর করবে যে কতটা পোষ্ট দিবেন । তারপরও একটা নিয়মতো আছে কমপক্ষে ৫০ থেকে ৬০ টা পোষ্ট মান সম্মতভাবে যদি আপনি দেন তাহলে যথেষ্ট । সুতরাং আমরা যুক্তিসঙ্গত পোষ্ট দেওয়ার চেষ্টা করব ।

S M Murshedul Akhter
2016-05-01, 11:02 PM
প্রতি ১০ মিনিটে ৫ টির বেশি নয়। আর মাসে ২৫০ ডলার এর বেশি নয়। বাংলাদেশ ফরেক্স ফোরাম এর নিয়ম নীতি যথাযথ মেনে চললে একাউন্ট এর মংগল আছে। অন্যথায় একাউন্ট জব্দ হওয়ার সম্ভবনা আছে।

fxinfo
2016-05-05, 10:27 AM
ফোরামের কোন লিমিট নেই । আপনি ফোরামের এক মাসে অনেক বেশি আয় করতে পারেন । আবার আপনি একমাসে ২৫০ এর বেশি ডলার পাবেন না । আপনি প্রতিদিন যত খুশি পোষ্ট করতে পারেন । তবে বোনাস পাওয়ার জন্য পোষ্ট না করে শেখার জন্য পোষ্ট করা ভাল । শেখার জন্য পোষ্ট করলে আরও ভাল হবে ।

dwipFX
2016-05-05, 11:54 AM
ফোরামে কি পরিমান পোস্ট করতে হয় সেই সম্পর্কে আমার কোন ধারনা নাই আমি ফোরামে পোস্ট করতে হলে অবস্যই একটা লিমিট আছে। সেই লিমিট সম্পর্কে আমার কোন ধারনা নেই সিনিয়রদের পরামর্শ চাই।

razu777
2016-06-20, 02:17 AM
আমার জানামতে ফরেক্স বাংলা ফোরামে প্রতিদিন কয়টা পোস্ট করা যায় এ ব্যাপারে সরাসরি আমি কিছু বলতে পারবো না। কারন সম্ভবত ফরেক্স বাংলা ফোরামে প্রতিদিন কত পোস্ট করা যাবে তার লিমিট নাই। সম্ভবত পোস্টিং করার লিমিটটটা মাসিক হিসাবে হয়। অর্থাৎ মাসে আপনি সর্বোচ্চ ২০০-৩০০$ পরিমান টি পোস্ট করতে পারবেন হয়তো। তবে অতিরিক্ত পোস্ট করা ধেকে বিরত থাকায় ভালো বলে আমি মনে করি। আমার মতে মাসে সর্বোচ্চ ১৫০$ এর বেশি পোস্টিং না করাই ভালো।

amin rabby
2016-06-20, 04:35 AM
ফোরামে পোষ্ট করে বোনাস পাই তা সবাই জানি তবে পোস্টের জন্য লিমিট রয়েছে। ফোরামের একজন মেম্বার এক দিনে সর্বোচ্চ ৪০ টি পোষ্ট করতে পারবে। এতে করে ৪০x.২০= ৮ ডলার করে প্রতিদিন বোনাস পাবে। প্রতিটি পোস্টে বোনাস পাবার জন্য অবশ্যই পোষ্ট গুনগত মানসম্মত হতে হবে।

Md. Tariqul Islam
2016-06-20, 11:10 AM
সম্ভবত পোস্টিং করার লিমিটটটা মাসিক হিসাবে হয়। অর্থাৎ মাসে আপনি সর্বোচ্চ ২০০-৩০০$ পরিমান টি পোস্ট করতে পারবেন হয়তো। তবে অতিরিক্ত পোস্ট করা ধেকে বিরত থাকায় ভালো বলে আমি মনে করি। আমার মতে মাসে সর্বোচ্চ ১৫০$ এর বেশি পোস্টিং না করাই ভালো। আর এক্তি বিষয় হল আপনার প্রতিটি কমেন্ট যেন অর্থবহ হয় তা না হলে আপনার কমেন্ট রমুভ করে দেয়া হবে আর আপনি ঠিক মত বোনাস ও পাবেন না।

Challange
2016-09-11, 08:24 PM
প্রতিদিন ফোরামের কোন সুনিদ্দিষ্ট লিমিট আছে কিনা তা আমার জানা নেই । তবে আমি ফোরামের বিশদ নিয়মাবলি পড়ে সেখানে এ্ বিষয়ে সুনিদ্দিষ্ট কোন নির্দেশনা দেখতে পেলাম না । তবে এটা উল্লেখ আছে যে আমরা প্রতি মাসে সবোচ্চ দুইশত পঞ্চাশ ডলার ফোরাম পো্স্টিং বোনাস নিতে পারব । সেই হিসেবেই অাপনি নিয়মতান্ত্রিকভাবে পোস্ট করতে পারবেন ।

kholil
2016-09-11, 09:38 PM
প্রতিদিন ফোরামে যে যত বেশি পোষ্ট করতে পারবে তত বেশি ভাল । এর কোন লিমিট নেই যে যত বেশি করবে সে তত বেশি ফোরাম পোষ্ট এর বোনাস ডলার পাবে আর মাস শেষে ট্রেড করতে সুবিধা হবে । ফরেক্সে পোষ্ট করার মাধ্যমে যত বেশি পোষ্ট করা যাবে তত বেশি নিজের লাভ হবে । তবে পোষ্ট করার সময় লাইন বেশি করে লিখতে হবে এতে ভাল হয় । ফরেক্সের ফোরামের মাধ্যমে বিনা ইনভেস্টে টাকা আয় করা যায় ।

MD ALAMIN ARIF
2016-09-19, 06:51 PM
ফরেক্স বাংলা ফোরামে প্রতিদিন কত পোস্ট করা যাবে তার লিমিট একটা লিমিট আছে। সম্ভবত পোস্টিং করার লিমিটটটা মাসিক হিসাবে হয়। অর্থাৎ মাসে আপনি সর্বোচ্চ ১৫০-২০০$ পরিমান টি পোস্ট করতে পারবেন হয়তো। তবে অতিরিক্ত পোস্ট করা ধেকে বিরত থাকায় ভালো বলে আমি মনে করি।

Tazul Islam
2016-09-19, 06:54 PM
আমার জানা মতে প্রতিদিন ২৫ টি পোস্ট করে করা যায় এর বেশি হলে আপনাকে বোনাস শিকারি বলে গন করা হবে। আর একটি বিষয় হল আপনার প্রতিটি কমেন্ট যেন অর্থবহ হয় তা না হলে আপনার কমেন্ট রিমুভ করে দেয়া হবে আর আপনি ঠিক মত বোনাস ও পাবেন না।

jamal191khan
2016-09-19, 07:52 PM
আমার জানামতে বাংলাদেশ ফরেক্স ফোরামে আমরা যারা পোস্ট করে বোনাস নিই তাদরকে কিছু নিয়ম নীতি মেনে তারপর পোস্ট করতে হয় যা ফোরাম কতৃপক্ষের মাধ্যমে নির্ধরিত ৤ ফোরামে আপনি মাসে সর্বোচ্চ ২৫০ ডলার এর বেশি নিতে পারবেন না ৤ তাই আপনি যদি মাসে সর্বোচ্চ পরিমাণ বোনাস নিতে চান তবে অাপনাকে ফোরামের নিয়ম মেনে পোস্ট করতে হবে এক্ষেত্রে আপনি চাইলে প্রতিদিনের পোস্ট সংখ্য হিসাব করে নিতে পারেন ৤ মাসে ২৫০ ডলার পোস্টিং বোনাস নিতে হলে আপনাকে দিনে ৪০-৪২ টা পর্যন্ত পোস্ট করতে হবে ৤ তবে এতগুলো না করাই ভালো।

mithunsarkar
2016-10-19, 10:33 PM
আসলে এই প্রশ্নটার উত্তর আমার মনে হয় কেউ বলতে পারবে বলে আমি মনে করি না। কারন এখানে কি পরিমান লেনদেন হয় তা আমি কখন শুনেনি। তাই এই ব্যপারে আমি কিছু বলতে পারবনা। কেউ যদি জানেন তবে আমাকে জানলে আমি অনেক খুশি হব এবং আমি অন্যদের জানাব।ধন্যবাদ।

sheam
2016-10-20, 11:00 AM
দিনে কতটা ফোরাম পোষ্ট করা যাবে সেটা নির্দিষ্ট নয়।তবে মাসে ২৫০ডলারের বেশি পোষ্ট করা যাবে না।সে হিসেবে দিনে৩০/৪০টা পোষ্ট করলেই হবে।আর ফরেক্সে এর নিয়ম মেনে আপনাকে এগিয়ে যেতে হবে। আপনি ইচ্ছা করতে এক দিতে অনেক গুলো পোস্ট করে অন্য দিন নাও করতে পারেন।

nisho5533
2016-10-20, 12:47 PM
কোন ব্যবসা করতে হলে অবশ্যই ইনভেস্ট করতে হবে। তেমনি ফরেক্স-এ ট্রেড করতে হলে অবশ্যই ইনভেস্ট করতে হবে। তাছাড়া অনেক ব্রোকারই বোনাস ডলার দিয়ে থাকে তা দিয়েও আপনি ট্রেড শুরু করেতে পারেন। আর আপনি যদি ফোরামের বোনাস দিয়ে ট্রেড করতে চান তাহলে আপনার ট্রেড অ্যাকাউন্টের সাথে ফোরাম অ্যাকাউন্ট যুক্ত করে রাখতে হবে আর সেই বোনাস দিয়ে ও ট্রেড করতে পারবেন। মাত্র ১ ডলারেও ফরেক্সে ট্রেড আরম্ভ করা যায়।

soniaakter
2016-10-22, 10:49 AM
বাংলাদেশ ফরেক্স ফোরামের নিয়ম অনুসারে প্রতি মাসে পোষ্ট করে ২৫০$ এর বেশি পাওয়া যায়না ফরেক্স মার্কেটে যাদি আমরা মিনিমাম প্রতিদিন ৪০ থেকে ৩৫ টি পোস্ট করতে পারি তাহলে মাস শেষে ভাল একটি এমাউন্ট পাওয়া যাবে যা দিয়ে মার্কেটে ভাল ট্রেডিং করা যাবে,তাই আমাদের বেশি পোষ্ট না করা অনেক ভাল।

ONLINE IT
2016-10-22, 01:48 PM
আসলে ফোরামে কতগুলো পোষ্ট করতে পারবেন তার কোন নির্দিষ্ট সংখ্যা নেই। তবে অতিরিক্ত বোনাসের আশায় বেশি পোষ্ট দিতে গিয়ে পোষ্টের মান খারাপ না করার চেয়ে অল্প শিক্ষানীয় পোষ্ট দেয়াই ভাল। এতে যেমন আপনার নিজেরও উপকার হবে ঠিক তেমনি আপনার পোষ্ট পড়ে আমাদেরও উপকার হবে।

Competitor
2016-12-29, 12:54 AM
ফোরামে দৈনিক পোস্ট লিমিট কত সেটা আমি কোথাও পাই নি । ফোরামে আমরা পোস্ট করি আর অন্যর পোস্ট পড়ি অনেক কিছু শিখতে পারি । ফরেক্স সম্পর্কে আমাদের নিজেদের জ্ঞাত বিষয় এবং অজানা বিষয়গুলো জানার চরম উৎসাহে পোস্ট করে থাকি । আমি মনে করি যে ফরেক্সে সফল হতে হলে আমাদের অনেক বেশি পরিমাণে ফোরামের সাথেই লেগে থাকতে হবে । ফরেক্সে ট্রেড করার ক্ষেত্রে আমাদের জন্য ফোরামের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ।

md noor hasan
2017-01-21, 03:15 PM
আমি যতদূর জানি মাসে ফোরামের লিমিত হল ২৫০ ডলার আর সে মতে আমরা প্রতি দিন ৪০ টা পোস্ট করতে পারব ।তবে আমার জানা মতে প্রতি দিন ২৫-৩০ টার বেশি পোস্ট করা উচিত নয় ।এতে আমাদের একা উন্ত ব্লক হয়ে যেতে পারে ।

real razu
2017-01-21, 04:45 PM
আমার ব্যক্তিগত অভিমত ফরেক্স বাংলা ফোরামে প্রতিদিন কয়টা পোস্ট করা যায় এ ব্যাপারে সরাসরি আমি কিছু বলতে পারবো না। কারন সম্ভবত ফরেক্স বাংলা ফোরামে প্রতিদিন কত পোস্ট করা যাবে তার লিমিট নাই। সম্ভবত পোস্টিং করার লিমিটটটা মাসিক হিসাবে হয়। অর্থাৎ মাসে আপনি সর্বোচ্চ ২০০-৩০০$ পরিমান টি পোস্ট করতে পারবেন হয়তো। তবে অতিরিক্ত পোস্ট করা ধেকে বিরত থাকায় ভালো বলে আমি মনে করি। আমার মতে মাসে সর্বোচ্চ ১৫০$ এর বেশি পোস্টিং না করাই ভালো।

shohanjacksion
2017-01-21, 05:27 PM
দৈনিক পোষ্ট সংখ্যা এর জন্য কোনে সীমাবদ্ধতা নাই। তবে প্রতিমাসে 250 ডলার পর্যন্ত টাকা উত্তোলন করা যাবে। সেই দিক বিবেচনা করে প্রতিদিন গড়ে 42-43 টি পোষ্ট অর্থাৎ 30 দিনে 250 ডলার ক্রেডিট তুলতে পারা য়াবে। একদিনে 80 টির বেশি পোষ্ট না দেয়াই ভাল। তাছাড়া 40-50 টি পোষ্ট দেয়াটাও খুব কষ্টকর ব্যাপার হয়ে যায়।

Eefatali
2017-01-21, 06:35 PM
ফোরামের পোস্টিং দিনে কয়টা করতে পারবেনপারবেন তা আমার জানা নেই।কেননা ফোরামের পোস্টিংকরকটা করবেন সেটা দৈনিক হিসেবে নয় মাসিক হিসেবে।আপনি মাসে ২৫০$ এর সমপরিমাণ পোস্টিং করতে পারবেন।এর বেশি পরিমানের পোস্টিয় করবেন না। এতে নিয়ম ভঙ্গ হবে। তাই বুঝেশুনে পোস্টিং করতে হবে।

riponinsta
2017-01-21, 07:04 PM
ইন্সতাফরেক্স এর বাংলা ফোরাম এ কতগুল পোস্ট করা যাবে তা বলা নাই আপনি প্রতি মাসে ২৫০ ডলার পর্যন্ত ফোরাম এর বোনাস নিতে পারবেন । আমি প্রতিদিন ১০ টা করে পোস্ট করে থাকি সকাল এ ৫ টা আর বিকাল এ ৫ টা কোন দিন যদি রাত এ সময় পাই তা হলে আমি রাত এ ৫ টা করে পোস্ট করি অনেকে বলছে প্রতিদিন ৪০ টা করে পোস্ট করা যাই আমি ঠিক জানি না

shohanjacksion
2017-01-21, 07:28 PM
খুব ভাল মতামত দিয়েছেন। প্রতিদিন 25 টি পোষ্টই যতেষ্ট। সবশেষে প্রতি মাসে যদি 150 ডলার ইনকাম করা যায় তবে তাই খুব ভাল। একজন ধৈর্য্যশালী ব্যক্তির কাছে সারা মাসে 150 ডলার ফোরাম পোষ্টিং করে আয় করাই যতেষ্ট। যদি আমাদের কাছে ভাল কোন ষ্ট্যাটেজি থাকে তবে আমরা এই ক্রেডিট দিয়েই ভাল একটা ফলাফল পেতে পারি। তাই 250 ডলারের লোভ না করে খুব ঠান্ডা মাথায় 25 টি পোষ্ট আমার কাছে খুব ভাল লাগল।

kazirasel
2017-01-21, 08:35 PM
আমার জানা মতে ফরেক্স এর এই ফোরামে আনলিমিটেড পোষ্ট করা যায় । তবে বেশী পোষ্ট না করাই ভাল । বেশী পোষ্ট করলে আপনাকে বোনাস শিকারী হিসাবে ধরবে মানে আপনি ফরেক্স এর এই ফোরামে এসেছেন শুধু বোনাসের জন্য ফরেক্স শিখার জন্য নয় । এতে আপনার একাউন্ট বাতিল হবার সম্ভবনা থাকে । আমি বলব মাসে যে ১৫০ থেকে ২০০ ডলার আসে তার হিসাব করে প্রতিদিন ওই পরি মান পোষ্ট করা উত্তম ।

msisohel
2017-01-21, 10:26 PM
প্রতি মাসে ২৫০ ডলারের বেশি ফোরাম পোস্টিং এর একাউন্ট থেকে ডলার ট্রেডিং একাউন্ট এ ট্রান্সফার করা যায় না। তাই সেটা হিসাব করে ফোরাম পোস্টিং করা যেতে পারে, তবে দিনে ২০/২৫ টির বেশি পোস্টিং না ক্রাই ভালো।

Fxaziz
2017-01-21, 10:40 PM
আসলে প্রতিদিন ফোরাম এ কত গুলা পোস্ট করা যাই তা আমি সঠিক ভাবে জানিনা।তবে আমি জতটুকু জানি যে ফোরাম এ আমরা দিনে ৩০-৪০টা পোস্ট দিতে পারবো।মনে করেন আপনি ৪০টা পোস্ট দিয়েছেন।এখন হিসেব করে দেখুন আপনি ফোরাম থেকে কত ডলার আয় করলেন।প্রতি পোস্ট যদি ২০ সেন্ট করে হয় তাহলে প্রাই ৭ ডলার এর মত আয় করলেন।আর যদি আর বেশী দিতে পারেন তাহলেতো আর ভালো হবে।

shukumar8099
2017-01-28, 04:08 PM
ফরেক্স মার্কেট দিন রাত ২৪ ঘণ্টাই খোলা থাকে তবে দুপুরের পর থেকে মার্কেটের অবস্থা খুব ভালো থাকে। এই সময়য়ে নতুন ট্রেডআর ট্রেড করে ভাল প্রফিট করতে পারে। তবে কোন কোন সময় ফরেক্স মার্কেট সন্ধ্যার পরও ভালো থাকে কিন্তু বেশির ভাগ সময় মার্কেট রাতের বেলায় ভালো থাকে।

ucall
2017-02-04, 06:03 PM
আমরা জানি ফরেক্স বাংলা ফোরাম সাইটের কিছু নিতিমালা রয়েছে। সেই সব নীতিমালা ভালাভাবে মেনে ফোরাম পোস্টিং করা উচিত। প্রতি মাসে একজন ফোরাম বাংলা সাইটে পোস্ট করে ২৫০ ডলার ইনকাম করতে পারেন। প্রতিটি পোস্ট এর জন্য ২০ সেন্ট করে দেয়া হয়ে থাকে। সেই হিসেব করলে আপনি প্রতিদিন ৩০-৪০টি পোস্ট করতে পারেন।

Mamun13
2017-02-04, 09:50 PM
আমরা ফরেক্স সম্পর্কে কতটুকুই বা জানি আর কতটুকুই বা লিখবো!!শুধুমাত্র বোনাস ডলার নেওয়ার উদ্দেশ্যেই যদি এলোমেলো আবোল তাবোল লিখতে শুরু করি তাহলে লাভটা কী ? না পারবো সত্যিকার ভাবে কিছু শিখতে আর না পারবো এই বোনাস ডলার দিয়ে নিয়মিত প্রফিট করতে৷তাই নিজে পোষ্ট লেখার আগে অন্যের মূল্যবান পোষ্টগুলো ভালোভাবে পড়া উচিৎ৷পোষ্ট লিখতে চাইলে ২০/২২ টার বেশি না লিখাই ভালো৷তাহলে কারেন্ট জালে ধরা পরবেন৷

siddiquecec
2017-02-05, 10:29 AM
আমি জানি এখানে প্রতিদিন 35 পোষ্ট করা যায় যা 10 মিনেটের মধ্যে 5 টা স্টেপ এইভাবে। আশা করি বুঝতে পারছেন তাছাড়া অতিরিক্ত পোষ্ট করাও ঠিক না যেমন অতিরিক্ত ট্রেড করা ঠিক না তেমন।

Habib16
2017-02-06, 01:01 AM
আমার জানা মতে মাসে ২৫০ ডলার এর বেশি পোষ্ট করা ঠিক না।সে দিক থেকে দিনে ৩৫থেকে৪০ টা পোষ্ট করা যাই।আপনি চাইলে আরো কম করতে পারেন কারন সব কিছুর একটা লিমিট আছে ।

Peace
2017-02-06, 02:11 AM
আমার জানামতে মাসে সর্বোচ্চ ২৫০ ডলার পর্যন্ত করতে পারবেন। প্রতিদিন ২৫-৩০ পোষ্টের বেশি করা ঠিক হবে না। কারন এর বেশি করতে গেলে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাই অতিরিক্ত পোষ্ট না করাই ভাল। আর মনে রাখতে হবে সব সময় যৌক্তিক আর ইনফরমেটিভ পোষ্ট করতে হবে। বানানের দিকে খেয়াল রাখতে হবে। বানান যেন শুদ্ধ হয় সেদিকে মনযোগী হতে হবে। তাহলে অ্যাকাউন্ট ব্যান হওয়ার সম্ভাবনা কমে যাবে। ফোরামের বোনাস সাধারনত নতুন ট্রেডারদের জন্য।