PDA

View Full Version : ফরেক্সের জন্য কিভাবে ব্রোকার নির্বাচন কর



sayem11
2015-12-17, 06:18 PM
হাজারো ব্রোকার আছে ফরেক্সের দুনিয়ায়। কিন্তু সব ব্রোকারই সমান নয়। আপনাকে খুঁজে নিতে হবে কোন ব্রোকারটি আপনার প্রয়োজন মিটাতে সক্ষম। এই জন্য আপনার ব্রোকারর যে দিক ভালো করে দেখা উচিৎ তা হল, ফরেক্স ব্রোকার টি কতদিন যাবত কাজ করছে, ব্রোকারটির ফাইন্যান্সিয়াল অবস্থা কেমন, ব্রোকারের সাথে কি কোন নামকরা ব্যাংকের সম্পর্ক আছে, প্রাইস রেট কোট কি ব্রকার নিজেই করে না তার পক্ষে কোন ব্যাংক করে, ব্রোকারের স্প্রেড কি ফিক্সড নাকি ভ্যারিয়েবল, ফরেক্স ব্রোকার এ ট্রেড করার কোন রেস্ট্রিকশন আছে কিনা, হেজিং করতে পারবেন কিনা, একাউন্টে জমা টাকার বেশি লস করা যাবে কিনা, স্প্রেডের ইন্সাইডে কোন অর্ডার প্লেস করা যাবে কিনা, পজিটিভ রোলওভারে ইন্টারেস্ট পাওয়া যাবে কিনা, ব্রোকারের স্প্রেড কতটা টাইট, রোলওভার রেট ঠিক মত ডিসপ্লে করা হচ্ছে কিনা । ট্রেডে সফল হওয়ার পেছনে ভাল ব্রোকার নির্বাচন করাটা খুব গুরুত্বপূর্ণ। এই ক্ষেত্রে সামান্য ভুলে আপনাকে বিশাল লসের মুখে পড়তে হতে পারে ।

basaki
2015-12-18, 08:04 PM
ফরেক্স ট্রেডিং ব্যবসা একটি অদিক জনপ্রিয় ব্যবসা।এই ব্যবসা করতে হলে একজন ট্রেডার কে অবশ্যই কোন না কোন ব্রোকার হাউজে আপনাকে একাউন্ট করতে হবে। আর এই ব্রোকার হাউজের সংখ্যা প্রিথিবীতে অসংখ্য।আমার মতে ইন্সটা ফরেক্স এ একাউন্ট করা অনেক ভাল।

AbuRaihan
2015-12-21, 11:35 PM
একজন ভালো ট্রেডার হওযার ক্ষেত্রে আমাদেরকে ব্যাক্তিগত নৈপূণ্য যেমন অর্জন করতে হয় তেমনি একজন ভালো ট্রেডার হওয়ার ক্ষেত্রে ফরেক্স দুনিয়ায় একটা ভাল ব্রোকার এর প্রয়োজনীয়তা অপরিসীম ৤ ফরেক্স মার্কেটে যে সব ব্রোকার আছে তার সবগুলো জনপ্রিয় কিংবা শতভাগ গ্রাহক সন্তুষ্টজনকও নয়! তবে আমি মনে করি যে ফরেক্স মার্কেটে এমন কয়েকটা ব্রোকার আছে যারা বিশ্বমানের এবং অনেক বেশি জনপ্রিয় ৤ যার কারণে আমার পরামর্শ থাকবে এমন একটা ব্রোকারকে নির্বাচন করাই আমাদের উচিত হবে ৤

hasan019
2015-12-24, 08:09 PM
নেটে ব্রোকার লিস্ট লিখে সার্চ দেন অনেক পাবেন। এখন আপনি কোথায় কাজ করবেন এটা জানাও খুব সহজ। অনলাইনে প্রচুর রিভিউ পাবেন সব ব্রোকার এর সেগুলো দেখেন ইউজার রা কি বলছে। অনেক ব্রোকার আপনাকে অনেক বোনাস এর কথা বলবে কিন্তু আগে তাদের কন্ডিশন দেখেন তারা কি কি শর্ত দিছে।

Marufa
2015-12-24, 09:30 PM
এত ব্রোকার খোজা খুজি করার দরকার নেই । আপনি ইনস্টাফরেক্স এ নিশ্চিন্তে ট্রেড করতে পারেন । আমি হত কয়েকমাস যাবৎ ইনস্টাফরেক্স এ ট্রেড করছি । টাকা উত্তোলন করেছি । সবকিছুই ভাল মনে হল । আসলে নিয়ম মেনে চললে কোন ঝামেলা হয় না ।

Md Akter Hossain
2016-01-25, 10:36 PM
ফরেক্স করতে হলে ভালো ব্রোকার নির্বাচন করা অতিব পয়োজনীয় একটা বিষয় । কেননা ভালো ব্রোকার ছাড়া আপনাকে প্রফিট করলে তা উত্তোলন করতে দেবেনা । ভালো ব্রোকার নির্বাচন করতে হলে দেখবেন তারা কত দিন যাবৎ মার্কেটে আছে, তাদের প্রেমেন্ট সিস্টেম কেমন । রেগুলেটেড ব্রোকার কিনা ইত্যাদি ।

Sahed
2016-01-30, 02:44 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করা জন্য ব্রোকার নির্বাচন অত্যান্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় । তবে আমার মনে হয় ব্রোকার এত খুজাখুজি না করে ইন্সটা ফরেক্সে একাউন্ট খুলাই ভাল । কারন আমার মতে নতুনদের জন্য ব্রোকার হিসেবে ইন্সিটা ফরেক্স খুবই ভাল । কেননা এশিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রোকার হচ্ছে ইন্সিটা ফরেক্স । তাছাড়া বাংলাদেশ ফরেক্স ফোরামে প্রতি পোস্টের বিনিময়ে প্রাপ্ত বোনাস ইন্সিটা ফরেক্স এর মাধ্যমে ডিপোজিট হিসেবে নিয়ে ফরেক্স মার্কেটে ট্রেড করা যায় । ইন্সটা ফরেক্স থেকে টাকা উত্তোলনেও কোন ঝামেলা নাই ।

md mehedi hasan
2016-01-30, 05:59 PM
আপনি যদি ফরেক্স মার্কেটে ট্রেড করেন তবে অবশ্যই আপনাকে কোননা কোন ব্রোকারের অঅধিনে একাউন্ট খুলে ট্রেড করতে হবে।ফরেক্স মার্কেটে আপনি অসংখ্য ব্রোকার খুজে পাবেন।আর এসব ব্রোকারের মধ্যে কোন ব্রোকার সাইড ভালো তা খুজে বেরকরা অত্যান্ত কঠিন।ফরেক্স মার্কেটে অনেক ব্রোার আছে যার স্ক্যাম ব্রোকার।এই ব্রোকার থেকে দূরে থাকাই ভালো।ব্রোকার নির্বাচন করার সময় দেখতে হবে ব্রোকার টি রেগুলাল কিনা,স্প্রেড কত,ব্রোকারটির ফাইন্যান্সিয়াল অবস্থা কেমন, হেজিং করতে পারবেন কিনা ইত্যাদি।

MotinFX
2016-02-06, 02:40 PM
ফরেক্স মার্কেটে কাজ করার আগে আপনাকে বের করতে হবে ব্রোকার কারন এইখানে হাজারও ব্রোকার রয়েছেসেখান থেকে াপপনাকে ব্রোকারটি রেগুলেটরি কিনা দেখে ট্রেড করতে হবে। অনেক ব্রোকার আমাদের টাকা খাওয়ার জন্য পেক বাই সেল অপার করে থাকে। ব্রোকার নির্বাচন খুবই প্রয়োজন।

yasir arafat
2016-04-01, 02:04 AM
হাজারো ব্রোকার আছে ফরেক্সের দুনিয়ায়। কিন্তু সব ব্রোকারই সমান নয়। আপনাকে খুঁজে নিতে হবে কোন ব্রোকারটি আপনার প্রয়োজন মিটাতে সক্ষম। এই জন্য আপনার ব্রোকারর যে দিক ভালো করে দেখা উচিৎ তা হল, ফরেক্স ব্রোকার টি কতদিন যাবত কাজ করছে, ব্রোকারটির ফাইন্যান্সিয়াল অবস্থা কেমন, ব্রোকারের সাথে কি কোন নামকরা ব্যাংকের সম্পর্ক আছে, প্রাইস রেট কোট কি ব্রকার নিজেই করে না তার পক্ষে কোন ব্যাংক করে, ব্রোকারের স্প্রেড কি ফিক্সড নাকি ভ্যারিয়েবল, ফরেক্স ব্রোকার এ ট্রেড করার কোন রেস্ট্রিকশন আছে কিনা, হেজিং করতে পারবেন কিনা, একাউন্টে জমা টাকার বেশি লস করা যাবে কিনা, স্প্রেডের ইন্সাইডে কোন অর্ডার প্লেস করা যাবে কিনা, পজিটিভ রোলওভারে ইন্টারেস্ট পাওয়া যাবে কিনা, ব্রোকারের স্প্রেড কতটা টাইট, রোলওভার রেট ঠিক মত ডিসপ্লে করা হচ্ছে কিনা । ট্রেডে সফল হওয়ার পেছনে ভাল ব্রোকার নির্বাচন করাটা খুব গুরুত্বপূর্ণ। এই ক্ষেত্রে সামান্য ভুলে আপনাকে বিশাল লসের মুখে পড়তে হতে পারে ।


আমরা যদি ব্রোকার নির্বাচন করতে যায় তাহলে যে দিকটা দেখতে হবে তা হচ্ছে তার রেগুলেশন আছে কিনা।আর বিভিন্ন ব্রোকারের বিভিন্ন রেগুলেশন থাকে যেগুলো দেখার জন্য বিভিন্ন ফরেক্স রিভিউ সাইট রয়েছে।আর আমাদেরকে অবশ্যই ডিজিট এবং স্প্রেড দেখে নিতে হবে।প্রয়োজনবোধে ব্রোকারের সাথে লাইভ সার্পোটে কনটাক্ট করতে হবে।

sharifulbaf
2016-10-30, 07:11 PM
ফরেক্স মার্কেটে ট্রেডিং করে প্রফিট করার পরে।সেই প্রফিট উঠাতে যদি কোন।সমস্যা না করে তাহলে।মনে করতে হবে যে সেই।ব্রোকার অনেক ভাল তাই আমাদের অনলাইনে গিয়ে দেখতে হবে ফরেক্স ব্রোকার কেমন।সেই ভাবে নির্বাচন করে একাউন্ট করে ট্রেডিং করে ভাল প্রফিট করতে পারি।

MoinFX
2016-11-06, 10:13 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করার আগে আমাদের কে ব্রোকার নির্বাচন করতে হবে। ব্রোকার টি রেগুলেটেড কিনা, ব্রোকারের কমিশন কেমন কাটে,আমাদের দেশে সাপোর্ট সেন্টার আছে কিনা সেটা দেকতে হবে। সব দিক দিয়ে ইনস্টা ফরেক্স ব্রোকার ভাল হবে।

Rahamat123
2016-11-08, 03:14 PM
্ভাই আপনি আপনার বর কোন ভাই থাকলে আপনি তাদের কাছ থেকে পরামশ নিতে পারেন | আমার মনে আপনি ইন্সটাফরেক্স বেকার ভাল আমি তাই মনে করি আপনি আপনার মত বেসে নেন |

Mamun13
2017-10-04, 10:23 PM
সঠিক ও নির্ভরযোগ্য ব্রোকার নির্বাচন করার জন্য প্রথমেই দেখতে হবে ব্রোকারটির রেগুলেশন সার্টিফিকেট দূর্বল না স্ট্রং৷স্ট্রং রেগুলেশন সার্টিফিকেট দেয় usa,uk,tokyo,australia ও switzerland ৷রেগুলেসন সার্টিফিকেটই একটি ব্রোকারের মূল পরিচয় বহন করে৷আরোও দেখবেন তাদের অফিস সপ্তাহের ৭ দিন এবং ২৪ ঘন্টাই খোলা থাকে কী না৷তাদের অফিসে ফার্স্ট আওয়ারে ও লাষ্ট আওয়ারে মাঝে মধ্যে ফোন দিবেন,দেখবেন তারা কল ব্যাক করে কী না৷প্রফিট উইথড্রো সিস্টেম, e.c.n সিস্টেম,pamm সিস্টেম...ইত্যাদি দেখে নিবেন৷এছাড়াও অন্যান্য সকল বিষয়াদি,সুযোগ-সুবিধা ভালো করে যাচাই করে নিবেন৷

expkhaled
2017-10-06, 10:11 PM
ফরেক্স জনপ্রিয় ব্যবসা হওয়ার কারনে পৃথিবী ব্যাপি এটার এখন চাহিদা। ফলে এখন হাজারো ফরেক্স ব্রোকার আছে সবত্র । তবে তার মধ্যে কিছু ভাল সার্ভিস দেয়। যারা অনেক বছর ট্রেডিং এ আছেন। সাধারণত একটি ফরেক্স ব্রোকারে লক্ষনীয় বিষয় বস্তু হচ্ছে রেগুলেটেড কিনা, বা কোন ব্যাংকের সাথে তাদের লেনদেন, পেমেন্ট ঠিক মত দেয় কিনা।

Rokibul7
2020-07-21, 03:07 PM
হাজারো ব্রোকার আছে ফরেক্সের দুনিয়ায়। কিন্তু সব ব্রোকারই সমান নয়। আপনাকে খুঁজে নিতে হবে কোন ব্রোকারটি আপনার প্রয়োজন মিটাতে সক্ষম। এই জন্য আপনার ব্রোকারর যে দিক ভালো করে দেখা উচিৎ তা হল, ফরেক্স ব্রোকার টি কতদিন যাবত কাজ করছে, ব্রোকারটির ফাইন্যান্সিয়াল অবস্থা কেমন, ব্রোকারের সাথে কি কোন নামকরা ব্যাংকের সম্পর্ক আছে, প্রাইস রেট কোট কি ব্রকার নিজেই করে না তার পক্ষে কোন ব্যাংক করে, ব্রোকারের স্প্রেড কি ফিক্সড নাকি ভ্যারিয়েবল, ফরেক্স ব্রোকার এ ট্রেড করার কোন রেস্ট্রিকশন আছে কিনা, হেজিং করতে পারবেন কিনা, একাউন্টে জমা টাকার বেশি লস করা যাবে কিনা, স্প্রেডের ইন্সাইডে কোন অর্ডার প্লেস করা যাবে কিনা, পজিটিভ রোলওভারে ইন্টারেস্ট পাওয়া যাবে কিনা, ব্রোকারের স্প্রেড কতটা টাইট, রোলওভার রেট ঠিক মত ডিসপ্লে করা হচ্ছে কিনা । ট্রেডে সফল হওয়ার পেছনে ভাল ব্রোকার নির্বাচন করাটা খুব গুরুত্বপূর্ণ। এই ক্ষেত্রে সামান্য ভুলে আপনাকে বিশাল লসের মুখে পড়তে হতে পারে ।

ভাই আপনি দারুন একটা পোস্ট করছেন।আমি শুধু ইন্সটাফরেক্স ব্রকারেই টেড করেছি।তবে আপনার পোষ্ট পড়ে মনে হয়েছে যে ব্রকার নিবাচন করতে হলে এই বিষয় গুলো দেখে নিওয়া উচিৎ। তাতে পকেটের টাকা ডুকায়ে অযথা টেনশন করা লাগে না। ❤❤

FREEDOM
2020-07-25, 01:25 PM
আমরা যদি ব্রোকার নির্বাচন করতে যায় তাহলে যে দিকটা দেখতে হবে তা হচ্ছে তার রেগুলেশন আছে কিনা।আর বিভিন্ন ব্রোকারের বিভিন্ন রেগুলেশন থাকে যেগুলো দেখার জন্য বিভিন্ন ফরেক্স রিভিউ সাইট রয়েছে।আর আমাদেরকে অবশ্যই ডিজিট এবং স্প্রেড দেখে নিতে হবে।প্রয়োজনবোধে ব্রোকারের সাথে লাইভ সার্পোটে কনটাক্ট করতে হবে।

FREEDOM
2020-07-25, 01:45 PM
তাছারা বর্তমানে হাজার ব্রোকারের ভিরে ভালো ব্রোকার খুজে পাওয়া কষ্টকর তবে আমি যে কয়েকটি ব্রোকারের কাজ করেছি তার মধ্যে সবচেয়ে বেশি ট্রাস্টেড ব্রোকার হিসেবে মনে করি ইনস্টাফরেক্স ব্রোকারকে এখানে নতুনদের অনেক বেশি সুযোগ সুবিধাও দেওয়া হয়ে থাকে।