PDA

View Full Version : Mql প্রোগ্রামারদের দৃষ্টি আকর্ষণ করছি



AbuRaihan
2015-12-18, 12:12 AM
ফরেক্স মার্কেটে আমরা যে সব ইন্ডিকেটর রোবট দেখতে পায় তা mql প্রোগ্রামিং ভাষার মাধ্যমে তৈরী করা হয় ৤ তবে আমার এই বিষয় নিয়ে কোন ধারণা নেই এবং ইদানিং mql প্রোগ্রামিং ভাষার প্রতি আমার অনেক বেশি আকর্ষণ বেড়ে যাচ্ছে ৤ তাই যারা এই ভাষা সম্পর্কে অনেক অভিজ্ঞ এবং দক্ষ তাদের দৃষ্টি আকর্ষণ করছি যে ঠিক কিভাবে আমি উক্ত প্রোগ্রামিং ভাষা আয়ত্তে আনতে পারব ? আপনাদের মূল্যবান মতামত জানিয়ে ফরেক্স সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করার সুযোগ প্রদান করবেন আশা করি ৤

maziz6989
2015-12-20, 10:51 AM
সহমত, আমি নিজেও চাচ্ছি এই ভাষা শিখতে। আজকে থেকে কিছ টিউটোরিয়াল ডাউনলোড করব। দেখা যাক কিছু শেখা যায় কিনা। শিখতে পারলে কিছুটা হেল্প হবে নিজের যেমন তেমনি অন্যদেরও। আমার জন্য দোয়া করবেন যেন আমি পারি।

yasir arafat
2016-04-02, 04:53 PM
ফরেক্স মার্কেটে আমরা যে সব ইন্ডিকেটর রোবট দেখতে পায় তা mql প্রোগ্রামিং ভাষার মাধ্যমে তৈরী করা হয় ৤ তবে আমার এই বিষয় নিয়ে কোন ধারণা নেই এবং ইদানিং mql প্রোগ্রামিং ভাষার প্রতি আমার অনেক বেশি আকর্ষণ বেড়ে যাচ্ছে ৤ তাই যারা এই ভাষা সম্পর্কে অনেক অভিজ্ঞ এবং দক্ষ তাদের দৃষ্টি আকর্ষণ করছি যে ঠিক কিভাবে আমি উক্ত প্রোগ্রামিং ভাষা আয়ত্তে আনতে পারব ? আপনাদের মূল্যবান মতামত জানিয়ে ফরেক্স সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করার সুযোগ প্রদান করবেন আশা করি ৤

আপনি C++ ভাল করে শিখেন।বিশেষ করে ভেরিয়েভলগুলো।এর পর mql4 এর ছোট ছোট স্ক্রিপ্টগুলো নিয়ে নাড়াছড়া করতে থাকুন ।তাহলে দেখবেন আমার মত কিছু হলেও শিখতে পারবেন।আর কোডগুলো বুঝার চেষ্টা করুন।

HasanXM
2016-08-25, 10:13 AM
মূলত ফরেক্স ট্রেডিং করার জন্য সবচেয়ে বেশি জনপ্রিয় Meta Trader 4 (MT4) এবং Meta Trader 5 (MT5) সফটওয়্যারদুটিও এই প্রতিস্ঠানেরই তৈরি। এই MT4 টার্মিনাল ভিত্তিক প্রোগ্রামের পাঠযোগ্য ল্যাঙ্গুয়েজই হচ্ছে MQL4. আবার MT5 টার্মিনাল ভিত্তিক প্রোগ্রামের পাঠযোগ্য ল্যাঙ্গুয়েজ হচ্ছে MQL5. যখন দেখালম যে, এই MQL4 Language এর কোডগুলো খুবই হিজিবিজি এবং সাধারণের জন্য অত্যন্ত দূর্বোধ্য। কারণ আমি কখনো কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই শিখিনি। আরো জানতে পারলাম যে, মাইক্রোসফটের উইন্ডোজ ভিত্তিক প্রোগ্রাম তৈরির ল্যাঙ্গুয়েজ C এবং C++ যারা না জানেন, তাদের জন্য তো MQL4 Language মহাসাগরে হাবুডুবু খাওয়ার মতো। কারণ C এবং C++ এর সাথে MQL4 Language এর খুব মিল আছে।

nbfx
2016-11-12, 10:27 PM
ভাই আপনাদের পোস্টগুলো পড়ে আমারও ইচ্ছে হচ্ছে প্রোগ্রামিং শেখার। আমি ইংরেজি জানি না। বাংলা ভাষায় কোন টিউটোরিয়াল পাওয়া যায় কিনা কেউ যদি জানাতেন উপকৃত হতাম।আমি নিজেও গুগল মামার কাছ থেকে জানতে চেস্টা করব।

shohanjacksion
2017-01-29, 12:07 PM
পোগ্রামিং ভাষা শিখাটা খুব ভাল। শিখতে পারেন। তবে রোবট বানানোর জন্যগ আপনাকে পোগ্রামিং ভাষা শিখার তেমন কোন প্রয়োজন হয়না। খুব সামান্য পরিমান ল্যাঙ্গুয়েজ দিয়েই একটি রোবট তৈরী করা যায়। এজন্য আপনি অটো কোন সফটওয়ার ব্যবহার করতে পারেন অন্যথায় বেবি পিপস এর টউটেরিয়াল থেকে সাহায্য নিতে পারেন।