PDA

View Full Version : এক পেজে আমি কয়টা পোস্ট করতে পারবো?



uzzalbd
2015-12-18, 09:24 AM
এক পেজে আমি কয়টা পোস্ট করতে পারবো। কেউ যদি জানেন তাহলে দ্য়া করে বলবেন?

HKProduction
2015-12-18, 10:03 AM
আপনার কথাটি পরিষ্কার করে লিখেন নি। আপনাকে ভাল করে পোস্টিং এর নিয়মাবলী পড়ে দেখা উচিত। একই পোস্ট বারবার লিখবেন না। কপি পেস্ট থেকে বিরত থাকুন। দুই লাইনের থেকে কম লিখার অভ্যাস করবেন না। মাসে 250 ডলার এর বেশি বোনাস পোস্টিং করবেন না। এই নিয়ম মেনে পোস্ট করলে আপনার কোন সমস্যা হবে না।

uzzalbd
2015-12-18, 10:12 AM
আপনার কথাটি পরিষ্কার করে লিখেন নি। আপনাকে ভাল করে পোস্টিং এর নিয়মাবলী পড়ে দেখা উচিত। একই পোস্ট বারবার লিখবেন না। কপি পেস্ট থেকে বিরত থাকুন। দুই লাইনের থেকে কম লিখার অভ্যাস করবেন না। মাসে 250 ডলার এর বেশি বোনাস পোস্টিং করবেন না। এই নিয়ম মেনে পোস্ট করলে আপনার কোন সমস্যা হবে না।

ধন্যবাদ ভাইকে গুরতপুন কথা জানানোর জন্য। তার মানে আমি এক টপিক এর উপর কয়েকবার ভিন্ন ভিন্ন কথা পোস্ট করতে পারি। এক লেখা বার বার দেয়া যাবে না। আমি কি সঠিক বুঝতে পারছি।

Harun1650
2015-12-18, 10:56 AM
আমার মতে আপনি এক পেজে একটি পোস্ট করাই ভাল, কারন আপনি যেই কমেন্ট করবেন সেটা প্রশ্নের সাথে রিলেডেট হতে হবে এবং কোন রকম কপি পেস্ট ছাড়া, প্রশ্নে যা জানতে চাইছে সেটার উপর বেজ করে আপনি কমেন্ট করবেন এবং সেটা একটা থ্রেড এ একবার করলে আপনার আইডি এর জন্য ভাল আর নয়ত আপনি ভ্যান হয়ে যেতে পারেন অথবা আপনার পোস্টি কাউন্ট করা হবে না।

Realifat
2015-12-18, 11:42 AM
ফরেক্স বাংলা ফোরামে পোস্টিং করার অনেক নিয়মাবলী রয়েছে । সঠিকভাবে পোস্টের জন্য অবশ্যই নিয়ম মেনে চলতে হবে। যদি সকল নিয়ম ভালোমতো না জেনে থাকেন তবে নিয়মাবলি পড়ে নিতে পারেন। আপনি যেটা বলছেন সেটা হচ্ছে এক পেজে একটা পোস্ট করাই ভালো তবে পোয়োজনের তাগিকে একাধিক পোস্ট করা যেতে পারে। তবে সাধারনত এক পেজে একটা পোস্ট করা শ্রেয়

basaki
2015-12-18, 12:08 PM
ফুরাম পোস্টিং এর অনেক নিয়মাবলি রয়েছে এগুলো সম্পরকে ধারনা নিয়ে আপনাকে পোস্ট করতে হবে। ফোরাম পোস্টিং এক পেজে একটিমাত্র পোস্ট করাই ভালো। এবং পোস্টিং এর বিষয় হতে হবে হেডিং এর সাথে মিল রেখে। পোস্টিং অবশ্যই দুইলাইন হতে হবে।

AbuRaihan
2015-12-18, 12:45 PM
আপনি এক পেজ বলতে কি বুজাচ্ছেন সেটা আমি ঠিক বুঝিনি ৤ তবে ফোরামে নিয়ম অনুযায়ী আপনি একটা থ্রেডে শুধুমাত্র একটাই পোস্ট করতে পারবেন ৤ আপনি যে থ্রেডে পোস্ট করেছেনে সে একই থ্রেডে পূনরায় পরবর্তীতে পোস্ট করলে আপনাকে মডারেটর প্রথমবার সতর্ক করে দেবেন এবং একই ভূল বারংবার ভঙ্গ করলে মডারেটররা নিয়মভঙ্গকারীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিবেন ৤ আমরা সবাই যেহেতু কষ্ট করে পোস্ট করি সেহেতু ফোরামের নিয়ম মেনেই পোস্ট করা উচিত ৤

Selim BU
2015-12-18, 06:55 PM
আপনিন ফোরামের নীতিমালা ভালো করে পড়লেই বুঝতে পারবেন। আপনি এক পেজ বলতে যদি প্রতি পোস্টের অন্তর্গত পেজের কথা বলে থাকেন তবে বলবো প্রতি পেজে না, আপনি প্রতি থ্রেডে একটা করেই পোস্ট করতে পারবেন সেখানে যত পেজই থাকুক না কেন। আর একটা পেজে যতগুলো পোস্ট থাকবে আপনি সবগুলোতেই পোস্ট করতে পারবেন। একটি থ্রেডে একাধিক পোস্ট করা নীতিবহীর্ভূত।

sharifulbaf
2016-01-11, 06:31 PM
বাংলাদেশ ফরক্স ফোরামের নিয়ম অনুসারে প্রতি পেজে আপনি সব পোস্ট দিতে পারবেন তাই আপনার লেখা হতে হবে ২ লাইন,কিন্তু পরিস্কার ভাবে বলা আছে যে আপনি যতই পোস্ট করেন না কেন ২৫০ ডলার এর উপরে ব্যালেন্স পাবেন না তাই আমাদের সে ভাবে পোস্ট করতে হবে, যাতে বেশি না হয়।

Sahed
2016-01-11, 08:50 PM
এক পেইজে *আপনি একটি পোস্ট করাই ভাল । একের অধিক পোস্ট করলে আপনি বোনাস শিকারী বলে চিহিৃত হতে পারেন । তাছাড়া আপনি ভালভাবে ফোরামের নীতিমালাগুলো পড়ে নিতে পারেন যে ফোরামে আপনি কি কারনে ওয়ারনিং খেতে পারেন সে বিষয়ে । ধন্যবাদ ।

Hamza
2016-01-11, 09:16 PM
ফোরাম পোস্ট করার জন্য আপনাকে কিছু ফোরামে এর কিছু নিয়ম নীতি অনুসরন করে পোস্ট করতে হবে।যেমন একই পোস্ট একাধিক বার করবেন না।পোস্ট করার সময় খেয়াল রাখবেন পোস্ট যেন মান সম্মত ও যোক্তিসংগত হয়।তাছাড়া পোস্ট যেন অব্যশই দুই লাইন অথবা তার বেশী যেন হয়।তা না হলে যেকোন সময় আপনার আইডি ক্লোজ হয়ে যেতে পারে।ধন্যবাদ

Marufa
2016-02-14, 11:55 AM
একই পেজে আপনার যে কয়টা পোষ্ট করা দরকার করতে পারেন । তবে বেশি না করাই ভাল তাহলে আবার আপনাকে কপিপেষ্ট কারী হিসেবে চিহ্নিত করতে পারে । আমি মনে করি আপনি আগে আপনার যত আনরিড পোষ্ট আছে সেগুলোতে পোষ্ট করতে থাকেন । এগুলো করেই ত শেষ করতে পারবেন না । একই পোস্টে বার বার পোষ্ট করার দরকার কি ।

Fxaziz
2016-02-14, 03:04 PM
ফোরাম এর কিছু আইন মেনে আমরা ফোরাম এ পোস্টিং করি।যেমন-কপি করে পোস্টিং করা জাবেনা,কোন কিচুর বিজ্ঞাপন করা জাবেনা,খারাফ কিছু লিখা জাবেনা,বেশি পোস্টিং করা জাবেনা,ভুল পোস্টিং করা জাবেনা,আমরা এই আইন মেনে ফোরাম এ পোস্টিং করি।আর যদি আমরা এই আইন মেনে পোস্টিং না করি তাহলে ফোরাম আমাদেরকে ব্যান্ড করে দিবে।তাই আমরা ফোরাম এ একটু যত্ন সহকারে পোস্টিং করবো। তাহলে আমরা ফোরাম থেকে আয় করতে পারবো।

MotinFX
2016-02-14, 03:23 PM
ফরেক্স মার্কেটে বাংলা ফোরামে আমরা বিভিন্ন প্রসংগ নিয়ে লেখা লেখি করে থাকি। একটা প্রসংগ নিয়ে একটা পোষ্ট করা যায় আপনি তখন একাদিক পোস্ট দিতে পারেন কেই কোন প্রশ্ন করলে সে উত্তর দিতে পারবেন। সেই উত্তর টা হতে হবে আগেরট থেকে বিন্ন হতে হবে।

Fasor
2016-02-14, 03:56 PM
আমি এইতা নিয়ে এখনো দ্বিধায় ভুগছি। কারন ফোরাম এর নিয়মাবলিতে বলা হয়েছে ২ লাইন এর কম লিখা যাবে না। এই দুই লাইন বলতে কি দাড়ি দিয়ে যেখানে লাইন শেষ হয়েছে নাকি কম্পিউটার এর মনিটরে ২ লাইন বুঝানো হয়েছে? যদি কেও জানেন তাহলে দয়া করে একটু জানাবেন।

MdMintuHossen2016
2016-02-15, 12:45 AM
আসলে এক পেজে কয়টি পোস্ট করতে পারবেন এটির মাধ্যমে আপনি কি জানতে চেয়েছেন সেটা আমার কাছে ঠিক ক্লিয়ার না আমার মনে হয় আপনি জানতে চেয়েছেন আপনি দিনে কয়টি করে পোস্ট করতে পারবেন যদি তাই হয়ে থাকে তা হলে আমি আপনাকে বলব আপনি দিনে সবোচ্চ ৪০ টি করে পোস্ট এখানে করতে পারবেন।

md mehedi hasan
2016-02-15, 03:00 PM
ভাই আপনি এক পেজে একটি পোষ্ট করতে পারবেন।আপনি যদি এক পেজে একের অধি পোষ্ট করেন তাহলে আপনাকে বোনাস সিকারি হিসাবে গন্য করা হবে।এবং পোষ্ট করার সময় আপনর পোষ্ট যেন জ্ঞানগর্ভ মূলক হয় সে দিকে খেয়াল রাখতে হবে।এই সব বিষয়ে আপনি ভালোভাবে জানতে চাইল ফোরামের নিয়মাবলী ভালোভাবে পরেনিতে পারেন।

hkabirshas
2016-02-15, 03:56 PM
ফরেক্স বাংলা ফোরামে পোস্টিং করার অনেক নিয়মাবলী আছে, সঠিকভাবে পোটে করার জন্য নিয়মাবলী মেনে চলতে হবে৤ সাধারনত এক পেজে একটা পোস্ট করাই ভাল এক পেজে একাধিক পোস্ট না করাই উত্তম৤ আর যদি করেন তাহলে আপনার সমস্যা হতে পারে৤ ধন্যবাদ ।

Sakar Sorkar
2016-03-12, 11:25 AM
সাধারনত এক পেইজে একটি পোস্ট করাই ভাল। বোনাস শিকারী হিসাবে চিন্হিত না হওয়াই ভাল। সেক্ষত্রে আপনি ফোরাম পোস্টিং এর নিয়মাবলী ভাল করে পড়ে নিতে হবে।
এতে নিয়মা বলী গুলো সুন্দর করে লেখা অাছে। তবে কোন পোস্টেই কপি পেস্ট করা যাবে না।।।।

pipshunter
2016-03-12, 12:29 PM
ফোরামে পোস্ট করার ক্ষেত্রে কিছু নিয়ম রয়েছে। সেগুলো মেনে পোস্ট করাই ভাল।একটি পেজে একটি পোস্ট করাই ভাল।আর পোস্ট গুলো অবশ্যই প্রশ্ন সম্পর্কীয় হবে এবং মানস্মমত হতে হবে।

rahmot255
2016-03-12, 12:37 PM
আমার জানা সুত্রে ফরেক্স বাংলা ফোরামে পোস্টিং করার অনেক নিয়মাবলী রয়েছে । সঠিকভাবে পোস্টের জন্য অবশ্যই নিয়ম মেনে চলতে হবে। যদি সকল নিয়ম ভালোমতো না জেনে থাকেন তবে নিয়মাবলি পড়ে নিতে পারেন। আপনি যেটা বলছেন সেটা হচ্ছে এক পেজে একটা পোস্ট করাই ভালো তবে প্রয়জনের তাগিকে একাধিক পোস্ট করা যেতে পারে। তবে সাধারনত এক পেজে একটা পোস্ট করাই ভালো

Md Akter Hossain
2016-03-12, 12:47 PM
একটা পেজে আপনার যত খুশি তত পোস্টিং করতে পারেন । তবে অপ্রয়োজনীয় কোনো বিষয় নিয়ে একাধিক পোস্ট না করাই শ্রেয় । কেননা এতে করে ফোরামের নীয়মাবলী সম্পূর্ণ ভঅবে ভঙ্গ করা হয় । এর ফল সরূপ ফোরামের মডারেটরগণ আপনাকে বিনা নোটিসে ব্যান করতে পারেন ।

Md Sanuwar Hossain Hossai
2016-03-12, 12:54 PM
এক পেজে আপঅনি যত খুশু তত পোস্ট দিতে পারবেন।
। তবে পোস্ট করার অনেক গুলা নিয়ম কানুন আছে।।। এখানে আপনি অন্নের পোস্ট গুল সে পোস্তে দিতে পার==

fatemaakhter
2016-03-12, 02:39 PM
আপনি ঠিক কি বুঝাতে চেয়েছেন তা অনেকটাই অস্পষ্ট ।এর পর হতে এটার দিকে খেয়াল রাখবেন ।আপনি যদি পেজ বলতে থ্রেড বুঝান তাহলে এখানে মাত্র একটি পোস্ট করতে পারবেন ।আপনার জন্য বেশি ভাল হয় আপনি যদি ফরামের নিয়ম রীতি গুলো আগে দেখে নেন ।

Moon
2016-06-26, 06:36 PM
এক পেজ বলতে আসলে ঠিক কি বোঝাতে চাচ্ছেন তা আমি বুঝছি না । তবে একটা থ্রেডে শুধুমাত্র একবারই পোস্ট করতে পারবেন । কেননা ফোরামের কিছু নিদ্দিষ্ট নিয়ম কানুন আছে । আর তাদেরেই নিয়ম অনুসারে একই থ্রেডে একাধিকবার পোস্ট করা যাবে না । তবে আপনি জানবেন যে ফোরামে অনেক বেশি পোস্ট বিদ্যমান । যার কারণে আপনি ইচ্ছমতই পোস্ট করতে পারবেন ।

Md. Tariqul Islam
2016-06-26, 10:40 PM
একই পোস্ট বারবার লিখবেন না। কপি পেস্ট থেকে বিরত থাকুন। দুই লাইনের থেকে কম লিখার অভ্যাস করবেন না। মাসে 250 ডলার এর বেশি বোনাস পোস্টিং করবেন না। এই নিয়ম মেনে পোস্ট করলে আপনার কোন সমস্যা হবে না। সঠিকভাবে পোস্টের জন্য অবশ্যই নিয়ম মেনে চলতে হবে। যদি সকল নিয়ম ভালোমতো না জেনে থাকেন তবে নিয়মাবলি পড়ে নিতে পারেন। আপনি যেটা বলছেন সেটা হচ্ছে এক পেজে একটা পোস্ট করাই ভালো তবে পোয়োজনের তাগিকে একাধিক পোস্ট করা যেতে পারে। তবে সাধারনত এক পেজে একটা পোস্ট করা শ্রেয়

Challange
2016-08-19, 10:49 PM
আমার জানা মতে একপেজ বলতে এখানে কোন ধরনের সিস্টেম নেই । তবে আপনি একটা থ্রেডের অধীনে যুক্তিসম্মত একটা পোস্ট করতে পারবেন যেটা ফোরামের নিয়ম কানুনের মধ্য আপনি পাবেন । তবে যে কোন থ্রেডে একাধিক পোস্ট করলে এ ক্ষেত্রে মডারেটরগণ আপনাকে সতর্ক করে দিবে এবং এর ব্যাতয় ঘটলে আপনাকে ব্যানও করে দিতে পারে । তাই আমাদের উচিত হবে ফোরামের নিয়মের প্রতি শ্রদ্ধাশীল থাকা ।

MD ALAMIN ARIF
2016-08-23, 07:21 PM
আপনি যে থ্রেডে পোস্ট করেছেনে সে একই থ্রেডে পূনরায় পরবর্তীতে পোস্ট করলে আপনাকে মডারেটর প্রথমবার সতর্ক করে দেবেন এবং একই ভূল বারংবার ভঙ্গ করলে মডারেটররা নিয়মভঙ্গকারীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিবেন ।তাছাড়া আপনি ভালভাবে ফোরামের নীতিমালাগুলো পড়ে নিতে পারেন যে ফোরামে আপনি কি কারনে ওয়ারনিং খেতে পারেন সে বিষয়ে ।

md arif khan
2016-08-23, 08:56 PM
আপনি এক পেজে এক বা একাধিক মন্তব্য করতে পারবেন। তবে আমি মনে করি এক পেজে একটি পোস্ট করাই ভাল, কারন আপনি যেই কমেন্ট করবেন সেটা প্রশ্নের সাথে রিলেডেট হতে হবে।আর এক প্রশ্নের একাধিক মন্তব্য করাটা একটু খারাপ দেখায়।আর এই কারনে আপনি অনেক সময় ব্যান্ড হয়ে যেতে পারেন।

SAHADAT
2016-08-23, 09:40 PM
ফোরামে নিয়ম অনুযায়ী আপনি একটা থ্রেডে শুধুমাত্র একটাই পোস্ট করতে পারবেন ৤ আপনি যে থ্রেডে পোস্ট করেছেনে সে একই থ্রেডে পূনরায় পরবর্তীতে পোস্ট করলে আপনাকে মডারেটর প্রথমবার সতর্ক করে দেবেন এবং একই ভূল বারংবার ভঙ্গ করলে মডারেটররা নিয়মভঙ্গকারীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিবেন ৤ আমরা সবাই যেহেতু কষ্ট করে পোস্ট করি সেহেতু ফোরামের নিয়ম মেনেই পোস্ট করা উচিত।

fxinfo
2016-08-23, 09:54 PM
আসলে কয়টা পোষ্ট করতে পারবেন বা না পারবেন এটা কোন বিষয় নয় । আপনি সবসময় সুন্দর এবং নিয়ম মেনে আলোচনা করে যাবেন তাহলেই সফলতা পাবেন বলে আমি মনে করি । আপনি যদি নিয়ম মেনে চেষ্টা করে না যান তবে আপনি কোনদিনই সফলতা পাবেন না । এটাই সবথেকে বড় বিষয় ।

hipo777
2016-08-23, 10:00 PM
ট্রেড করেছি।প্রথমে ডেমোতে লস হত কিন্তু কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। অনেক দিন ট্রেড করার পরে আমি ডেমোতে প্রায় সময় লাভ করতাম।আমি যখন দেখলাম ডেমোতে ট্রেড করার পরে বেশীর ভাগ সময়ে লাভ হয় তখনই রিয়ালে ট্রেড শুরু করলাম।আপনি ও প্রথেমে ডেমোতে শুরু

hipo777
2016-08-23, 10:02 PM
ব্রোকার একটা স্পেড কটে নেয়।আপনি ট্রেড অপেন করার সাখে সাখে ৩ পিপস স্পেড ব্রোকার কেটে নেয়।এভাবে আপনি যতবার ট্রেড অপেন করবেন ব্রোকার ততবার স্পেড কেটে নেয়।তাছাড়া অন্যভাবে ব্রোকারের কোন লাভ হয় নাকি তাহা আমার জানা

hipo777
2016-08-23, 10:04 PM
ওপেন করি তখন লক্ষ করবেন ট্রেডটা একটু দেকি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। শের অর্থনীতির খোজ খবর নেওয়া যায়।আর এগুলো ভালো ইফেক্টও ফেলে থাকে।তাই নিয়মিত ভালো নিউজ পাওয়ার জন্য ফরেক্স নিউজ সাইট যেমন, ফরেক্সফ্যাক্টরি,ইনভেস্টিং ইত্যাদি আর কিছু ভালো সাইটে নিয়মিত ভিজিট করতে হবে।তবে আমি ফরেক্সফ্যাক্টরির অ্যাপস ইন্সটল করে রেখেছি যা থেকে নিয়মিত নিউজগুলো পায়। লসেই শুরু হবে। আর এই লসটাই হল ব্রোকারের কমিশন। সাধারণত একেক ব্রোকারের একেক ধরনের কমিশন কেটে নেয়। এই কমিশনটাকে ফরেক্স এর ভাষায় বলা হয় স্প্রেড। যতবারই নতুন ট্রেড ওপেন করবেন ঠিক ততবারই ব্রোকার আপনার কাছ থেকে স্প্রেড কেটে নিবে এবং

Md Sanuwar Hossain Hossai
2016-08-23, 10:20 PM
একই পেজে আপনি একাধিক পোস্ট করতে পারবেন কিন্তু সেখেত্রে আপনাকে কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। ফরেক্স শেখার পাশাপাশি আমাদের ফোরাম পোস্টিং সম্পরকে ও যথেষ্ট জ্ঞান লাভ করতে হবে।। ফরেক্স ফোরামে একই পেজে আপনি একাধিক পোস্ট কিরতে পারবেন কিন্তু খেয়াল রাখবেন যাতে অন্য পোস্ট এর সাথে মিসে না যায়।।

hipo777
2016-08-23, 10:30 PM
সবসময় তারা শর্তক থাকে । মার্কেটের ক্সে খুব ভাল ইমপ্যাক্ট কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। ফেলে এর নিউজ। আমরা খুব কম সময়ে কথা থেকে নিউজ পাব ? যা আমরা দেখে খুব সহজেই ট্রেড করে ভাল আয় করতে পারব ফরেক্সে । মুভমেন্ট বুঝে তারা ট্রেড করে কখনো লোভ করে না । নিজের শততার উপর বিশাস্ব রেখে সবসময় ট্রেড করে

hipo777
2016-08-23, 10:32 PM
ঠিক তেমনি আবর কষ্টও দেই.কিন্তু এই সাইট ফলো করে কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। নিউজ এর জন্য।তবে আমি ব্যক্তিগত ভাবে forexfactory ফলো করি।কারন এই সাইটের নিউজ গুলি সহজে বুঝা যায় এবং দ্রুত পাওয়া যায়। এঅবেগকে পাশে রেখে কাজে মনঘোগ দিলে ভালো করা সম্ভব.কারণ এঅবেগ এর বশবর্তী হয়েই আমরা অনেক সময় ভুউল সিদ্ধান্ত নেয়ে থাকি.তাই আমাদের উচিত ভুউল থেকে শিখা আর সফলতা কে অনুসরণ করা

hipo777
2016-08-23, 10:33 PM
এনালাইসিস গুলো জানার পর আপনি সে গুলো কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। একসাথে নিয়ে যদি আবেগ বাদ দিয়ে ট্রেড করেন তাহলে ইনশাল্লাহ বলা যেতে পারে আপনি ফরেক্স এ কখনই ক্ষতি গ্রস্থ হবেন না। অবশ্যই লাভবান হবেন। আশাকরি আমার কথা গুলো আপ্নারা বুঝতে পেরেছেন।

hipo777
2016-08-23, 10:58 PM
আবার কোনটাতে লস করলে হঠাৎ করে কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। বন্ধ করে দিই। আর অনেক সময় ট্রেড অপেন করলেও ক্লোজ করতে ইচ্ছা করে না। তাই যারা নতুন তাদের বলব, আগে ডেমো ট্রেড পর্যাপ্ত পরিমানে করুন তারপর রিয়েল ট্রেডে আসুন। উল্টো

hipo777
2016-08-23, 11:00 PM
আমরা ট্রেড করলে ব্রোকার কি লাহবান হয়। কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। এই সম্পর্কে আমার জানা নেই কেই জানলে আমাদেরকে সাথে শেয়ার করুন আমরাও জানতে পারব।

monirapk
2016-08-24, 04:20 PM
আমি ভাল ট্রেডার আর সাথে সাথে অনেক ভাল পোষ্ট ও করি । আমি মনে করি এক পেজে যত গুলো প্রশ্ন আছে সব গুলো পোস্ট আমি করতে পারবো । তবে অনেক সময় কিছি কিছি পোস্ট থাকে যা উত্তর দেয়া অনেক কঠিন । কিন্তু আমি সেগুলো বাদ রাখি খুব কম ।

Afroza
2016-08-24, 04:58 PM
এক পেজে একটাই পোস্ট করার নিয়ম ,কারন একটার বেশী পোস্ট করলে তা গন্য নাও হতে পারে তাছাড়াও ২লাইনের কম কোনো পোস্ট না করাই ভাল এবং অপ্রাসাংগিক অন্যকোনো বিষয় পোস্ট না করলে একাউন্ট এ কোনো ঝামেলা বা সমস্যা হবে না ।

sheam
2016-08-24, 06:02 PM
এক পেজে একটি পোস্ট করাই ভাল, কারন আপনি যেই কমেন্ট করবেন সেটা প্রশ্নের সাথে রিলেডেট হতে হবে এবং কোন রকম কপি পেস্ট ছাড়া, প্রশ্নে যা জানতে চাইছে সেটার উপর বেজ করে আপনি কমেন্ট করবেন এবং সেটা একটা থ্রেড এ একবার করলে আপনার আইডি এর জন্য ভাল আর নয়ত আপনি ভ্যান হয়ে যেতে পারেন অথবা আপনার পোস্টি কাউন্ট করা হবে না।

তাই সকলের উচিত ফোরামের নিয়ম কানুন মেনে চলা।

nisho5533
2016-08-24, 09:45 PM
আপনি একটি করে পেজ পস্ত করতে পারেন তবে আপনি দুই লাইনের থেকে কম লিখার অভ্যাস করবেন না। আপনি প্রতি মাসে 250 ডলার এর বেশি বোনাস পেতে পারেন | আপনি এক পোস্ট বার বার পোস্ট করবেন তবে আপনার একাউন্ট প্পড়োব্লেম হতে পারে| ফরেক্স এর সাথে থাকূণ|

spring
2016-11-28, 10:47 PM
আমরা সকলেই জানি বাংলা ফরেক্স ফোরামে পোস্টিং করার অনেক নিয়মাবলী রয়েছে ।তাই সঠিকভাবে পোস্টের জন্য অবশ্যই নিয়ম মেনে চলতে হবে। যদি সকল নিয়ম ভালোমতো না জেনে থাকেন তবে নিয়মাবলি পড়ে নিতে পারেন। আপনি যেটা বলছেন সেটা হচ্ছে এক পেজে একটা পোস্ট করাই ভালো তবে পোয়োজনের তাগিকে একাধিক পোস্ট করা যেতে পারে। তবে সাধারনত এক পেজে একটা পোস্ট করা শ্রেয়

RUBEL MIAH
2016-12-05, 10:16 PM
এক পেজে আমরা একটা পোষ্ট দিব । আমরা যারা ফোরাম পোষ্টিংয়ে রয়েছি তারা অবশ্যই ফোরামের নিয়ম মেনে চলার চেষ্টা করব । যেমন প্রত্যেকটি পোষ্টে যে ধরনের প্রশ্ন করেছে সে ধরনের উত্তর আমাদের লিখতে হবে । অতএব আমরা সব সময় বুঝে শুনে তারপর পোষ্ট লেখার চেষ্টা করব তাহলেই আমরা কৃতকার্য হতে পারব ।

Skfarid
2016-12-05, 10:54 PM
আমার মনে হয় আপনি জানতে ছেয়েছেন এক পোস্টে এক জন সদস্য কত বার রিপ্লাই করতে পারবে, আমরা যদি ভাল ভাবে খেয়াল করে দেখি ফোরাম রুলে একই বিষয় ও অপাসংগীক আলোচনা এডি ডেতে বলা হয়েছে, যদি প্রয়োজন না হয় আপনি একবারের বেশি রিপ্লাই না করাই ভাল।

ONLINE IT
2016-12-06, 11:07 AM
সাধারনত একটি পোষ্টে একটি কমেন্ট বা পোস্ট করা ভাল। এতে ফোরামের গুনগত মান ঠিক থাকে। কারন আমি যদি একই পোষ্ট এ বার বার পোষ্ট করতে থাকি তাহলে আমার বক্তব্য হয়ত একই থাকবে কিন্তু লেখার ভাষাটা হয়ত কিছুটা পরিবর্তন হবে। তবে অনেক সময় একই পোস্টে একাধিক বার পোষ্ট করা যায়। যখন আমার পোষ্টের কেউ রিপ্লাই দিবে এবং আমার কাছে কিছু জানতে চাইবে অথবা আমার কোন ভুল ধরিয়ে দিবে তখন আমরা একাধিক বার পোষ্ট করতে পারি।

Rony Hassan
2016-12-06, 04:15 PM
ফরেস্ক ফোরাম পোষ্টিং এর নিয়মে যা বলে তা হলো একটি পেইজে আপনি একটি পোষ্ট করতে পারবেন । যদি একই পেইজে একাধিক পোষ্ট করেন তবে আপনার একাউন্ট এ্যাডমিন বন্ধ করে দিতে পারে তবে একাউন্ট বন্ধ করার আগে আপনাকে তিন বার রিমান্ডার করেব। তাই একাউন্ড সেভলি রাখার জন্য আমাদের উচিত একই পেইজে একটি পোষ্ট করা

vampire
2016-12-06, 05:56 PM
একা পেজে আপনি একাধিক করতে পোস্ট করতে পারেন তবে পোস্ট ভিন্ন হতে হবে।এক পোস্ট বার বার করতে পারবেন না।করলে ব্যান করবে।আপনি মাসে ১২৫০ টির বেশি পোস্ট করতে পারবেন না।

shimul77ss
2016-12-06, 06:12 PM
একটা পেজে আপনি একাধিক পোস্ট করতে পারবেন কিন্তু সেটা ফরেক্স বিষয়ে হতে হবে।এক পোস্ট বার বার করা যাবে না তাহলে আপনি ব্যান খাইতে পারেন।তবে এক পেজে ২ টার বেশি পোস্ট না করা বেশি ভাল।আর আপনি মাসে বাংলা ফোরাম থেকে ২৫০ ডলারেরে বেশি বোনাস নিতে পারবেন না।

Mamun13
2016-12-06, 06:25 PM
অবশ্যই একটি টপিকে একটিই পোষ্ট করবেন৷লেখাগুলো খুব সুন্দর ভাবে সাজিয়ে লিখবেন যেন অন্যরা এই লেখা থেকে অজানা নতুন কিছু শিখতে পারে৷আমাদের এই ফোরাম টি ১০০ ভাগ সেবা ও নতুনদের জন্য আশিবার্দ স্বরূপ৷এখানে লেখার মূল উদ্দেশ্যই যেন লোভহীন শুধুই স্বেচ্ছাসেবা মূলক হয়৷কখোনোই যেন অপ্রাসঙ্গিক লেখা না হয়৷আমরা চাইনা নিয়ম শৃঙ্খলা ভেঙ্গে লেখার কারনে কেও ব্যান্ড বা এখান থেকে বিতাড়িত হয়ে যাক৷ফোরামের প্রতি সকলেরই আন্তরিক ও শ্রদ্ধাশীল থাকা বান্হনীয়৷

NILSKY
2016-12-06, 06:26 PM
এক পেজ এ একবারের বেশি না লেখাই ভাল। খুব প্রয়োজন হলে আপনি লেখতে পারেন। প্রয়োজন না হলে লেখার দরকার নাই। এই ফোরামকে কেউ যদি মনে করে শুধু বোনার পাওয়ার জন্য তাহলে ভুল হবে। এই ফোরাম মূলত জানার জন্য। সবাই সব কিছু জানেনা, তাই এই ফোরামের মাধ্যমে এই জনের জানার কথা অন্য জন জানতে পারে। এই ফোরামের মাধ্যমে সবার উপকার হয়।

sohrab
2016-12-06, 06:37 PM
একটি প্রশ্নের জন্য আপনি একটার বেশী উত্তর দিতে পারবেন না । কেননা ফরাম পোষ্টিং এর কিছু নিয়ম কানুন আছে । আপনি যদি একটির জন্য একাধিক উত্তর প্রদান করেন তাহবে ফরেক্স ফোরামের নিয়ম ভঙ্গ করা হবে এবং কোন বোনাস প্রদান করা হবে না। এক্ষেত্রে আপনি বোনাস শিকারী বলে গন্য হবেন এবং আপনার একাউন্ট কোন কারন দশানো ব্যতিরেকে বন্ধ করে দেয়া হবে ।

the viper
2016-12-06, 10:05 PM
এক পেজে আপনি একাধিক পোস্ট করতে পারেন।তবে এক পেজে বেশি পোস্ট করতে চালে আপনার পোস্টিং ভিন্ন হতে হবে।

Hassan Raja
2016-12-06, 10:24 PM
এক পেইজে একটা পোষ্ট করাই ভাল একাধিক পোষ্ট করেলে ফোরাম এডমিন আপনার একাউন্ট ব্লক করে দিতে পারে।আর বিস্তারিত আপনি ফোরাম পোষ্টিং এর নিযমাবলী তে পাবেন।

Competitor
2016-12-10, 05:39 PM
আপনি একটা মাত্র টপিকে একবার পোস্ট করতে পারবেন । ফোরামে আমরা পোস্টিং বোনাস পাওয়ার জন্য পোস্ট করলেও পোস্টের মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারি এবং আমাদের রাইটিং স্পিড ও রাইটিং স্কিল অনেক ভালো হয় । তাছাড়া ফোরামের সাথে থাকার কারণেই আমরা অনেক বেশি পরিমাণে ইনকাম করতে পারি এবং সেই ইনকামের টাকা দিয়ে অনেক বেশি পরিমানে ইনভেস্ট করতে পারি ।

nazib72
2016-12-15, 08:00 PM
সঠিকভাবে পোস্টের জন্য অবশ্যই নিয়ম মেনে চলতে হবে। যদি সকল নিয়ম ভালোমতো না জেনে থাকেন তবে নিয়মাবলি পড়ে নিতে পারেন। আপনি যেটা বলছেন সেটা হচ্ছে এক পেজে একটা পোস্ট করাই ভালো তবে প্রয়জনের তাগিকে একাধিক পোস্ট করা যেতে পারে।শুধু বোনাস নেবার জন্য পোস্ট না করে জানার ও জানানোর উদ্দেশ্যে পোস্ট করা উচিত।

mdtorikul
2017-02-25, 04:18 PM
একটি থ্রেডে একটি পোস্ট করাই ভাল । একের অধিক পোস্ট করলে আপনি বোনাস শিকারী বলে চিহিৃত হতে পারেন । তাছাড়া আপনি ভালভাবে ফোরামের নীতিমালাগুলো পড়ে নিতে পারেন যে ফোরামে আপনি কি কারনে ওয়ারনিং খেতে পারেন সে বিষয়ে ।

Rana2017
2017-02-25, 05:02 PM
আসলে আমার মনে হচ্ছে আপনার প্রশ্নটা এক পেজে না হয়ে এক থ্রেডে হবে। ট্রেড মানে হচ্ছে টপিকস। আপনি যদি বারবার একই থ্রেডে পোস্ট করেন তাহলে জিনিসটা দৃষ্টিকটু দেখায়। কারণ, পোস্ট করার জন্য এই ফোরামে আরও অনেক টপিকস আছে। তাই একটা টপিকস শেষ হলে আরেকটা টপিকসে পোস্ট করুন তাহলে দেখতে ভালো লাগবে। নিজেও শিখুন অন্যকেও কিছু শিখান তাহলেই এই ফোরাম সার্থক হবে।