PDA

View Full Version : ইনডিকেটর ব্যবহারে সতর্ক হউন!



sayem11
2015-12-18, 11:27 PM
ফরেক্সে বেসিরভাগ ট্রেডার ট্রেডিং জন্য ইনডিকেটর ব্যবহার করে। বেশিরভাগ ইনডিকেটর ভুল সিগনাল দিয়ে থাকে। আবার মাঝে মাঝে ভাল সিগনালও দিয়ে থাকে। ফরেক্স ইনডিকেটর ব্যবহার করে প্রতি মাসেই প্রফিট করা সম্ভব হবে বলে মনে হয় না আমার। ইনডিকেটর কোন মাসে প্রচুর প্রফিট দেয়, কোন মাসে লস দেয়। বেশিরভাগ একাউন্ট লস হয় ভুলভাবে ইনডিকেটর ব্যবহার কারনে। আমদের মনে রাখতে হবে যে ইনডিকেটর হচ্ছে একটি অটোমেটিক সিস্টেম, কিন্তু ফরেক্স মার্কেট সবসময় বর্তমান অর্থনৈতিক বাস্তবতার উপর ভিত্তি করে চলে, আর এজন্যই ইনডিকেটর সঠিক সিদ্ধান্ত দিতে ব্যর্থ হয় । যারা ইনডিকেটর ব্যবহার করেন, তারা সিগনাল পাওয়ার পর ২-৩ বার অপেক্ষা করে এন্ট্রি নিতে পারেন। এতে অনেক বাজে ট্রেড থেকে মুক্ত হবে। লসের পরিমান কমে আশার সম্ভবনা থাকবে ।

MotinFX
2015-12-19, 04:27 PM
আমি আপনার সাথে একমত কারন ইনডিকেটর সব সময় আমাদের সঠিক তথ্য দেয়না তাই আমাদের কে ইনডিকেটর ব্যবহারে সতর্ক হতে হবে। সঠিত এনালাইসিস এর মাধ্যমে আমরা ফরেক্স মার্কেটে টিকে থাকতে পারি।

AbuRaihan
2015-12-24, 12:01 AM
ইন্ডিকেটর সবসময় প্রফিট দেয়না ৤ কারণ ঈন্ডিকেটর এমন একটা সিস্টেম যেটা শুধু আপনাকে মার্কেট সম্পর্কে অাগাম কিছু নির্দেশনা দিতে পারে যা সবসময় যথার্থ হয় না ৤ কেননা নির্দেশক কখনো আপনাকে নিশ্চিত প্রফিট দেয়না ৤ আমার পর্যবেক্ষণ অণুসারে বেশিরভাগ ট্রেডার লস করে কারণ তারা যথার্থভাবে ঈন্ডিকেটর ব্যবহার করতে পারে না এবং অনলাইনে প্রচুর ফাউল ঈন্ডিকেটর থাকে যা নতুন ট্রেডাররা লোভ করে প্রফিটের আশায় ক্রয় করে পরবর্তীতে দেখা যায় যে নিশ্চিত লাভের পরিবর্তে নিশ্চিত লস হয়ে থাকে ৤ তাই আমি সবসময় মেনুয়াল ট্রেডিং এর উপর জোর প্রদান করি ৤

zobairi007bd
2015-12-29, 02:59 AM
ফরেক্সে বেসিরভাগ ট্রেডার ট্রেডিং জন্য ইনডিকেটর ব্যবহার করে। বেশিরভাগ ইনডিকেটর ভুল সিগনাল দিয়ে থাকে। আবার মাঝে মাঝে ভাল সিগনালও দিয়ে থাকে। ফরেক্স ইনডিকেটর ব্যবহার করে প্রতি মাসেই প্রফিট করা সম্ভব হবে বলে মনে হয় না ইন্ডিকেটর সবসময় প্রফিট দেয়না

zobairi007bd
2015-12-29, 05:16 PM
মেনুয়াল ট্রেডের বিকল্প নেই। প্রবাদে আছে যত বুদ্ধি বাড়ে তত লক্ষি ছাড়ে। কম কওে কওে মেনুয়াল ট্রেড করায় উত্তম। কম লাভ রিস্ক কম, বেশি লাভ রিস্ক বেশি। ধীরে অভিজ্ঞতা বাড়লে অনেক কৌশল নিজেই বাহির করতে পারবেন।

Marufa
2015-12-29, 05:57 PM
আমার মনে হয় আপনি ই্ন্ডিকেটর এর আসল কাজটা সম্পর্কে পুরোপুরি জানেন না । ইন্ডিকেটর কোন ট্রেডের সিগন্যাল দেয় না । ইন্ডিকেটর এ পযর্ন্ত মার্কেটের অবস্থা সম্পর্কে একটি ধারনা দেয় মাত্র । ইন্ডিকেটর সব সময় অতীত দেখায়, ভবিষৎ না ।

Sydur Rahman
2016-01-02, 12:27 AM
সবকিছুরই ভাল খারাপ দিক আছে। ইন্ডিকেটর সেমন ভুল তথ্য দেয় তেমনি সঠিক তথ্য ও দেয়। মাঝে মাঝে ইন্ডিকেটর ব্যাবহার করে ভাল প্রফিট ও নেওয়া যায়। তবে ইন্ডিকেটর এর সঠিক ব্যাবহার করতে পারলে আমার মনে হয় ভাল প্রফিট পাওয়া যায়।

MotinFX
2016-01-02, 01:15 PM
ইনডিকেটর আমাদের মার্কেটের অতীত সম্পর্কে ধারনা দেয় তবে কখনো মার্কেটে ট্রেড করার জন্য সুযোগ তৈরি হয় সেটা আমাদের কে বুঝে শুনে ট্রেড করতে হবে। ফরেক্স মার্কেটে এনালাইসিস এর মাধ্যমে আমরা ট্রেড করি সেটা টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল এর মাধ্যমে।

HKProduction
2016-01-02, 04:15 PM
অনেকেই ইন্ডিকেটর নিয়ে অনেক ঝামেলায় আছেন। আমি মনে করি আমরা যদি কাস্টম ইন্ডিকেটর নিয়ে এর ব্যবহার শিখে সঠিকভাবে প্রয়োগ করতে পারি তবে মার্কেট থেকে কমপক্ষে 100 পিপস মান্থলি বের করা কোন ব্যাপারই নয়। যদি এর চাইতেও বেশি আশা করি তাহলে লস তো খেতেই হবে।

gazigazi
2016-01-04, 03:14 PM
ইন্ডিকেটর ব্যাবহারের ক্ষেত্রে আমাদের ১০০ পারসেন্ট সতর্ক হওইয়া উচিত। কেননা ইন্ডিকেটর আমাদের মাঝে মাঝে ভুল পথেও নিয়ে যেতে পারে। তাই সবার উচিত ইন্ডিকেটর ব্যাবহার করার ক্ষেত্রে সচেতন হওয়া।

ShariyarSojib
2016-01-05, 08:03 PM
কিন্তু আমি ইন্ডিকেটর ব্যাবহার করেই সব ট্রেড করি এবং ভালো ফল ও পেয়েছি।মার্কেটের ট্রেন্ড বের করতে পারলে স্টক্যাস্টিক অসিলেটর ব্যাবহার করে ওভার বাই এবং সেল বের করে সেই অনুজায়ী ট্রেড করলে সফলতা পাওয়া যাবে

Audhidul
2016-01-07, 05:15 PM
ইনডিকেটর একটি অটোমেটিক সিস্টেম, কিন্তু ফরেক্স সবসময় বর্তমান অর্থনৈতিক বাস্তবতার ভিত্তি করে চলে, ফলে ইনডিকেটর মাঝে মাঝে ভুল সিদ্ধান্ত দেয়।ফরেক্স ইনডিকেটর ব্যবহার করে প্রতি মাসেই প্রফিট করা সম্ভব হবে বলে মনে হয় না ইন্ডিকেটর সবসময় প্রফিট দেয়না ।

oviice
2016-01-07, 06:27 PM
ইন্ডিকেটর ব্যাবহারের ক্ষেত্রে আমাদের ১০০ পারসেন্ট সতর্ক হওইয়া উচিত।
কেননা ইন্ডিকেটর আমাদের মাঝে মাঝে ভুল পথেও নিয়ে যেতে পারে।
তাই সবার উচিত ইন্ডিকেটর ব্যাবহার করার ক্ষেত্রে সচেতন হওয়া।

Audhidul
2016-01-08, 12:57 AM
ইন্ডিকেটর ট্রেডের সিগন্যাল দেয় না । ইন্ডিকেটর মার্কেটের অবস্থার একটি ধারনা দেয় । ইন্ডিকেটর অতীত হতে আইডিয়া দেয় । ইহা মাঝে মধ্যে ভুল তথ্য দেয় তেমনি সঠিক তথ্য ও দেয়। মাঝে মাঝে ইন্ডিকেটর ইউস করে ভাল লাভ ও নেওয়া যায়।

Md Akter Hossain
2016-01-27, 06:49 PM
ইন্ডিকেটর প্রখম প্রথম নাকি অনেক ভালো কজে দেয় । দিন যাবার সথে সাথে নাকি তার কার্যক্ষমতা কমে যায় । কিছু কিছু ইন্ডিকেটর আছে যেগুলো মাঝে মাঝে এতই ভালো রেজাল্ট দেয় যে আপনি কল্পনাই করতে পারবেন না । তবে বেশিরভাগ ক্ষেত্রেই আপনি লস করবেন ইন্ডিকেটর ব্যবহারের কারণে ।

yasir arafat
2016-04-04, 02:19 PM
ইন্ডিকেটর আপনাকে কখনো স্বয়ংসর্ম্পূণভাবে সাহায্য করবে না।এটা আপনাকে ট্রেডিং এর কিছু সহজ পথ ইন্ডিকেট করবে।আর বাকি কাজগুলো আপনার উপর।যদি ইন্ডিকেটরের উপর নির্ভর করে ফরেক্স করা যেত তাহলে কেউ আর একাউন্ট জিরো করতো না।এখানে পুরো কাজটা আপনার অভিঙ্গতার উপর নির্ভর করে।

md mehedi hasan
2016-11-02, 07:00 AM
ফরেক্স মার্কেটে টেকনিক্যাল এনালাইসিস এর গুরুত্বপূর্ণ টুলস।ইন্ডিকেটরের সাহায্যে আমরা মার্কেটের বর্তমান অবস্থা এবং মাকেট ভবিষৎতে কি রুপ হবে তার আগাম ধারনা দিয়ে থাকে।ফরেক্স মার্কেটে ইন্ডিকেটরের সাহায্যে ট্রেড করতে চাইলে প্রথমে উক্ত ইন্ডিকেটরের ব্যবহার সঠিক ভাবে জানতে হবে।এর ব্যবার সঠিক ভাবে না জানলে আপনি ফরেক্স মার্কেটে লস খাবেন।

RUBEL MIAH
2017-03-10, 10:12 PM
ফরেক্স মার্কেটে ইন্ডিকেটর ব্যবহারে অবশ্যই আমাদেরকে সর্তক হতে হবে । । ইন্ডিকেটরেরমাধ্যমে অতীত দেখতে পারি কিন্তু ভবিষ্যত বুঝতে হলে অবশ্যই আমাকে বেশী বেশী এ্যানালাইসিস করতে হবে । আমরা যদি মার্কেট পর্যবেক্ষণ করি সেই অনুসারে ঈন্ডিকেটর ব্যবহার করি কিন্তু তারপর ও লস করি ।

riponinsta
2017-03-12, 03:45 PM
আপনি অনেক ভাল কথা বলছেন ফরেক্স মার্কেট এ ইনডিকেটর অনেক সময় ভুল সিগনাল সেই সেই ভুল সিগনাল এ যদি আপনি ট্রেড করেন তা হলে আপনার লস হবে তাই আপনি যখন একটি ইনডিকেটর দিয়ে ট্রেড করবেন তখন আপনি সেই ইনডিকেটর টা ভাল করে বুঝে ট্রেড করবেন তখন আপনি ভুল ট্রেড আসলে আপনি আর ট্রেড করবেন না তখন আপনার লস হবে না লাভ ট্রেড এর পরিমান বেশি থাকবে তাই আপনি ভাল লাভ ও করতে পারবেন

Mamun13
2017-03-25, 09:23 PM
অসংখ্য ইনডিকেটর রয়েছে নতুন ট্রেডারদের মাথা নষ্ট করার জন্য৷সাধারণত দক্ষ,অভিজ্ঞ ট্রেডারগণ ২/১ টা ইনডিকেটর মাঝে মধ্যে একটু টাচ্ করেন বিশেষ প্রয়োজনে৷সেগুলো হচ্ছে-ফিবোনাকি রেশিও,মুভিং এভারেজ,ট্রেন্ড লাইন ইত্যাদি৷মনে রাখা জরুরী যে "কোনো ইনডিকেটরই মার্কেট প্রাইসের আগাম ইনডিকেট করতে পারে না৷"অথচ খেয়াল করে দেখুন প্রফিট করতে হলে অবশ্যই প্রাইস মুভমেন্টের আগাম ইনডিকেট, নির্দেশনা, সংকেত আমাদের বোঝা দরকার৷প্রাইস মুভমেন্টের পরে নির্দেশনা দিলে তা দেখে লাভ কী৷

uzzal05
2017-06-11, 06:32 AM
আপনি চার্ট এ যদি ইন্ডেক্টর দেখে ট্রেড নেন তাহলে কমপক্ষে ২-৩ টা ইন্ডকেটর রাখুন। কারন একটা ইন্ডিকেটর রাখলে তাতে ভুল সিগ্নাল দিলে আপনি ধরতে পারবেন না। ফরেক্স মার্কেট এ আপনি পুরোটাই ইন্ডিকেটর দেখে ট্রেড না করে নিজের এনালাইইসি মিলিয়ে ট্রেড নিন।

Srabon
2017-06-13, 02:41 PM
আমি ও আপনার সাথে এক মত যে অনেক সময় ইন্ডিকেটর আমাদের সঠিক তথ্য দেয় না ।তাই আমদের কে এই বিষয়ে সতরক হতে হবে বলে আমি মনে করি ্*তাই এই বেপার এ ফরেক্স থেকে আমরা অবেক জিব্বনিস । শিখতে পারব বলে মাই মনে করি ।

Momen
2017-07-22, 09:25 AM
ইন্ডিকেটর ব্যবহার করেও আপনি মার্কেট থেকে প্রফিট নিতে পারেন। তবে এটা সর্বদা কাজে দিবে না। কেননা, ফরেক্স মার্কেট বাস্তবতার সাথে জরিত, আর ইন্ডিকেটর হচ্ছে একটা অটোমেটিক সিগনাল সিস্টেম। তাই, সর্বদা মার্কেটের মুভমেন্ট ইন্ডিকেটর ধরতে পারেন না। এই জন্যেই অনেক ট্রেডার রা লসের সম্মূখীন হন।

FREEDOM
2020-08-30, 02:44 AM
ইন্ডিকেটর ব্যাবহারের ক্ষেত্রে আমাদের ১০০ পারসেন্ট সতর্ক হওইয়া উচিত। কেননা ইন্ডিকেটর আমাদের মাঝে মাঝে ভুল পথেও নিয়ে যেতে পারে। তাই সবার উচিত ইন্ডিকেটর ব্যাবহার করার ক্ষেত্রে সচেতন হওয়া।

sss21
2020-08-30, 03:49 PM
সবকিছুরই ভাল খারাপ দিক আছে। ইন্ডিকেটর সেমন ভুল তথ্য দেয় তেমনি সঠিক তথ্য ও দেয়। মাঝে মাঝে ইন্ডিকেটর ব্যাবহার করে ভাল প্রফিট ও নেওয়া যায়। তবে ইন্ডিকেটর এর সঠিক ব্যাবহার করতে পারলে আমার মনে হয় ভাল প্রফিট পাওয়া যায়।

Sumon15
2020-09-10, 10:19 PM
আমাদের অবশ্যই মনে রাখতে হবে সব ইন্ডিকেটর সব সময় সঠিক তথ্য প্রদান করে না. সে কারণে আপনি যে কাজটি করতে পারেন সেটি হচ্ছে অধিকাংশ মেজর ইন্ডিকেটরগুলো যে ফলাফল প্রদর্শন করবে তার সাথে আপনি যদি প্রাইস মুভমেন্ট বা ক্যান্ডেলস্টিক চাট সমন্বয় করে ট্রেডিং করেন তবে সেটি হবে আপনার জন্য সবথেকে ভালো ট্রেডিং স্ট্রাটেজি।