PDA

View Full Version : লস আর লস



zobairi007bd
2015-12-20, 11:58 AM
আমি যখন ট্রেডে বেশি লস করি তখন চিন্তুা করি যারা বিদেশ গিয়ে ৩-৪ লক্ষ টাকা দিয়ে যায় অথচ বাটপারের পার্লায় পরে সর্বশান্ত হয় তাদেও চেয়ে তো ভাল একটু লস হল, আর লাভ হয় তখন খুব ভাল লাগে। লসের মধ্যেই লাভ খুজতে হবে, ভাই টাকা কেউ সহজে দেয় না। কষ্ট করেই কামাতে হয়। তবে ছোট ট্রেডের বিকল্প নেই।

HKProduction
2015-12-20, 01:23 PM
আপনার উদাহরণটি আমার খুব ভাল লাগল। আপনি যদি 0.01 লটে ট্রেড করেন তাহলে সারা জীবন ট্রেড করেও ৩/৪ লক্ষ টাকা শেষ করতে পারবেন না। এখানে যে মানি ম্যানেজমেন্টের সূত্র আছে এই সূত্র এটাই প্রমাণ করে যে ফরেক্স আমাদেরকে আয়ের রাস্তা দেখাতে এসেছে। আমাদের সব কিছু কেড়ে নিতে নয়।

Rahat015
2015-12-21, 10:43 AM
এই মার্কেট এ লস হলে অন্তত কিছু শেখা যায়। কেন লস হল সেটা এনালাইসিস করে পরের বার সেই ভুল টা থেকে রক্ষা পাওয়া যায়। আর হা, লস করার মন মানসিকতা না থাকলে কিন্তু হবে না। আপনার কথা টা ঠিক, আমার যা লস অন্তত তা কোন বাটপারের হাতে হয়নি। আমার লস থেকে আমি কিছু শিখতে পারব। আর ভুল টা এড়িয়ে যাওয়া যাবে।

maziz6989
2015-12-21, 09:45 PM
সহমত। এই মার্কেট এ যখন প্রথম আসি তখন একটা কথা শুনেছিলাম যে ফরেক্স মার্কেট এ লস এবং দুটোই পার্ট অফ গেইম। কেননা এখানে কোন কিছুই ১০০% শিউর না। এখানে আপনার এনালাইসিস মত মার্কেট যাবেই এমন ভাবার কোন কারণ নেই। যখনই আপনার বিপরীতে মার্কেট যাবে তখনই আপনার লস হবে। তাই লস মেনে নিয়ে কারণ খুজতে হবে। তবেই আসবে সফলতা।

basaki
2015-12-21, 10:22 PM
ফরেক্স ট্রেড করতে গেলে দুটি শব্দ বেশি শুনা যায় যে দুটি হল লাভ এবং লস। লাভ এবং লস সব ব্যবসাতে রয়েছে। ফরেক্স মার্কেটে তারাই লস করে যারা অতিরিক্ত লাভের আসা করে অতিরিক্ত ট্রেড ওপেন করে। অল্প অল্প ট্রেড করলে মনে করি লস কম হবে।

samrat
2015-12-21, 10:36 PM
এই মাসে সুধু লস আর লস। আপনারা কামন লাভ করলেন এই মাসে। এবং কিভাবে লাভ করলেন। আমি নিউজ বা অন্য কোন ফরেক্স সিগনাল দেখে ট্রেড করি না। আপনারা কেউ কি কোন সিগনাল দেখে ট্রেড করেন।
কোথাই অামরা ভালো সিগনাল পেতে পারি। আপনারা জানলে জানান।

nbfx
2016-12-18, 10:20 PM
ট্রেড ওপেন করার সাথে সাথে লাভের আশা করা যায় না। তাছাড়া সাপোর্ট এবং রেসিট্যান্স না বুঝে স্টপলস দিলে সহজেই হিট করে ফলে লসের পাল্লা ভারী হয়ে যায়। লস বাদদিয়ে ট্রেড করা যাবে না। লসকে নিয়ন্ত্রন করতে হবে। মার্কেটের গতি বুঝে ট্রেড করতে পারলে স্টপলস দিতে হয় না। গড়ে লাভ হবে।ঠিক বলেছেন ভাই লসের মাঝেই লাভকে খুজে নিতে হবে।

riponinsta
2016-12-19, 07:45 PM
আপনি কি ভাবে টেড করেন আমি জানি না আমার মনে হয় আপনি বড় টাইম এ টেড করলে আপনি লাভ করতে পারবেন । আপনি একটা ভাল টেড ইং সিস্টেম দিয়ে টেড করে লাভ করতে পারেন তাই জন্য আপনি টেড ইং সিস্টেম ডেমো তে ৩ মাস টেড করে লাভ হলে আপনি রিয়েল টেড করেন দেখবেন আপনার ভাল লাভ হবে আপনার

RUBEL MIAH
2016-12-22, 10:01 PM
আমরা যদি দক্ষতা অনুসারে ট্রেড না করি তাহলেই লস আর লস সহ্য করতে হবে । যে ট্রেডার ধৈর্য্যের সহিত মার্কেট এ্যানালাইসিস না করেই ট্রেড করবে সে অবশ্যই ক্ষতিগ্রস্থ হবে । অতএব আমরা সব সময় ফরেক্স মার্কেটে ট্রেড এ্যানালাইসিস করে তারপর করার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব । আর আপনারাও চেষ্টা করেন ধৈর্য্যের সহিত এই ফরেক্স ব্যবসা করার ।