PDA

View Full Version : Forex Copy কত ডলার লাগে



zobairi007bd
2015-12-20, 12:40 PM
কেউ কি বলবেন Forex Copy কত ডলার ডিপোজিট লাগে? মানে আমার ব্যালেন্স যদি ১০-২০ ডলার থাকে তাহলে কি ForexCopy করতে পারব?

fatemaakhter
2016-01-25, 12:59 PM
ফরেক্স কপি কি ? আমি বুজিনা কিভাবে এটা করা যায় ? এটা করে লাভ কি ?

Marufa
2016-02-21, 09:31 PM
আসলে ফরেক্স কপিতে মিনিমাম কত ডলার লাগে এ বিষয়টা আমি জানি না । তবে এইলিংক (https://www.instaforex.com/forexcopy_system) থেকে অনেক কিছু জানতে পারবেন । এখানে ইন্সটাফরেক্স এর ফরেক্স কপি সম্পর্কে নানা তথ্য দেয়া আছে । আমি লিংকটি ঘোরাঘুরি করলাম কিন্তু মিনিমাম ডিপোজিট পেলাম না । আমার মনে হয় এটা নির্ভর করবে আপনি যার ট্রেড কপি করবেন তার ওপর । তার ব্যালেন্স অনুসারে আপনার মিনিমাম ডিপোজিট করতে হবে ।

yasir arafat
2016-04-02, 04:03 PM
কেউ কি বলবেন Forex Copy কত ডলার ডিপোজিট লাগে? মানে আমার ব্যালেন্স যদি ১০-২০ ডলার থাকে তাহলে কি ForexCopy করতে পারব?


আমি যতদূর জানি আপনি এত কম ডলার দিয়ে ফরেক্স কপি করতে পারবেন না।কারণ কপি ট্রেডে আপনাকে বিনিয়োগ করতে হবে।আর বিনিয়োগকৃত টাকার পরিমাণটা অনেক।যা ফরেক্স কপিকে দিতে হয় এবং কিছু আপনি পাবেন।সুতরাং এমাউন্টটা বড় হওয়া আবশ্যিক।
:rules::ok:;)

msisohel
2016-12-13, 10:51 PM
ফরেক্সকপির জন্য মটামুটি ভালো এমাউন্ট ডিপজিট লাগতে পারে।

shohanjacksion
2017-01-21, 07:41 PM
1 ডলার দিয়েও আপনি আপনার সাবস্ক্রইবার নিয়ে আসতে পারবেন। কিন্তু সাবস্ক্রইবার যখন দেখবে আপনার নিজেরই ইনভেষ্ট খুবই কম তখন সে তার অনেক পরিমান টাকা আপনার আওতায় দিতে চাইবেনা। তখন আপনি সাবস্ক্রইবার পাবেন না বলেই চলে। তবে আপনার যদি কমপক্ষে 100 ডলার থাকে তখন আপনি ধৈয্যোর সাথে লেগে থাকলে সফলতা পেতে পারেন।

InstaForex Sushantay
2017-01-22, 10:40 AM
কেউ কি বলবেন Forex Copy কত ডলার ডিপোজিট লাগে? মানে আমার ব্যালেন্স যদি ১০-২০ ডলার থাকে তাহলে কি ForexCopy করতে পারব?

প্রিয় ট্রেডার, ইন্সটাফরেক্সের ফরেক্সকপি পদ্ধতিতে বিনা মূল্যে নিবন্ধন করতে পারবেন। এজন্য শুধুমাত্র ইন্সটাফরেক্স ক্লাইন্ট ক্যাবিনেট প্রবেশ করে এই সেবাটি গ্রহন করতে পারেন।
যদি আপনি ফরেক্সকপি ফলোয়ার বা অনুসারী হন তাহলে আপনি যখন ট্রেড করবেন তখন অন্য একজন ট্রেডারের ট্রেড তাৎক্ষণিকভাবে কপি করে সেই ট্রেডটিকে আপনার মনের মত করে লেনদেনের পরিমাণ, লটের অনুপাত এবং কোন পেয়ারে বা ইন্সট্রুমেন্ট লেনদেন করবেন শুধুমাত্র তা নির্ধারণ করে দিতে পারবেন। এটা থেকে ঐ ব্যাক্তি নিয়মঅনুসারে একটা নির্দিষ্ট কমিশন পাবে মাত্র। তাই আপনি নুন্যতম্য ১ ডলার দিয়েও এটা শুরু করতে পারেন।
আর আপনি যদি ফরেক্স কপি ট্রেডার হন তাহলে অন্য সবাই আপনার অ্যাকাউন্ট পর্যবেক্ষন করে আপনার ট্রেড অনুসারে তার ট্রেড করলে আপনি ইন্সটাফরেক্সের ফরেক্সকপি নিয়মঅনুসারে সেটা থেকে একটা কমিশন পাবেন। তাই আপনার অ্যাকাউন্টটি মানসম্মত হতে হবে।
বিস্তারিত জানার জন্য এবং নিবন্ধন করার জন্য নিন্ম লিংকটি অনুসরন করুন। https://www.instaforex.com/bd/forexcopy_system
ধন্যবাদ

shohanjacksion
2017-08-04, 11:37 PM
যত বেশি সম্ভব তত ডলার ইনভেস্ট করে কপি ট্রেডে অংশগ্রহন করে খুব ভাল স্ট্যাটেজি ব্যবহারপূর্বক খুব ভাল মানি ম্যানেজমেন্ট থাকলে সাবস্ক্রাইবার বেশি পাওয়া যাবে। সুতরাং আমার মনে হয়, নূন্যতম ১০০০ ডলার দিয়ে একাউন্ট ম্যনেজমেন্ট করতে পারলেই সবচেয়ে ভাল। প্রথম অবস্থায় ১০০ ডলার ব্যবহার করে একাউন্ট চালিয়ে যেতে পারেন এবং পরে সম্ভব হলে ডিপোজিট বাড়িয়ে নিতে পারেন্।

mahbubhb
2017-08-27, 04:53 PM
ফরেক্স কপি ট্রেড ইনস্টা ফরেক্সের জনপ্রিয় একটি
ট্রেডিং পদ্ধতি। যেখানে একজন ট্রেডার চাইলেই যে কোন সফল ট্রেডার এর সাথে তার একাউন্ট যুক্ত করে দিবে। তাতে সেই ট্রেডার যা যা ট্রেড করবে তার মতোই আপনার একাউন্টে ট্রেড হবে এবং যে লাভ হবে তার কিছু পরিমাণ কমিশন সেই ট্রেডার পাবে। আমার একজন ফ্রেন্ড ফরেক্সে কপিরাইট ট্রেড করে। সে প্রতিদিন অনেক পরিমানে লাভ করে থাকে। আমার যানামতে আমার ফ্রেন্ড ১০০০ ডলার দিয়ে শুরু করেছিল এখন তার ৭০০০ ডলারের উপর ডিপোজিট করা। আমিও কপি ট্রেড করব। কপি ট্রেড এ ভাল প্রফিট পেতে হলে বেশী ডিপোজিট দিয়ে করাই ভাল।