PDA

View Full Version : ইউ/জে



maziz6989
2015-12-22, 12:04 PM
এই মুহুর্তে এই পেয়ার আমার জোন রিকভারী লেভেল এ ইন করেছে। আমার এনালাইসিস অনুযায়ী এই পেয়ারের নেক্সট ভবিষ্যৎ হল ১১৯.৭০ লেভেল টেস্ট করে ফেরত যাওয়া এবং ব্রেক করলে ১১৮.৬০ পর্যন্ত যাওয়া। যেহেতু ফরেক্স মার্কেট কোন কিছুই একেবারে কনফার্ম না তাই যে কোন কিছু ঘটতে পারে।

maziz6989
2015-12-24, 11:37 AM
আমার এনালাইসিস মত এই পেয়ারে মূভমেন্ট শুরু হয়েছে। যারা ট্রেড নিয়েছিলেন তারা কিছুটা হলেও প্রফিট বুক করেন। কেননা মার্কেট যে কোন সময় যে কোন দিকে মুভকরতে পারে তাই আমাদের উচিত হবে রিক্স ফ্রি থাকা। সবাইকে ধন্যবাদ।

maziz6989
2015-12-24, 05:34 PM
অনেক ভাল লাগল ভাই। কিভাবে আনাল্যসিস গুলা করতাছেন একটু সেয়ার করেন। চালিয়ে জান আমরা সুনতাছি।

আমি মুলত চার্ট দেখে আর কিছু কাস্টমাইজড ইনডিকেটর দেখে এনালাইসিস করি কোথা থেকে কোথায় যেতে পারে প্রাইস লেভেল। মুভিং এভারেজ ক্রস ওভার খুব ইম্পর্টন্টে একটা টুল তা যখন চার্টে কেউ নিয়মিত ব্যবহার করে সেই বুঝে। যাই হোক আপনার ভাল লাগার জন্য ধন্যবাদ।

hasan019
2015-12-24, 07:26 PM
আমিও তো মুভিং এভারেজ ইউজ ক্রি।আমার ৪ টা দাগ আছে ২০০, ১০০, ১৫, ৫ হলুদ দাগ (৫) নীল দাগ (১৫) কে ক্রস করলে বাই আর তার উল্টা হলে সেল তাই না। আপনি কি কি কাস্টমাইজড ইনডিকেটর ইউজ করেন। স্টপ লস আর টেক প্রফিত কিভাবে দেন। অই সময় নিউজ আসলে কি করেন। একটা টিউটোরিয়াল বানান।

basaki
2016-02-20, 08:57 AM
আসলে ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আমি মনে করি এত সব পিয়ারে ট্রেড না করাই অনেক ভাল। কারন আপনি যদি খুব বেশি পিয়ার নিয়ে ট্রেড করতে যান তবে আপনাকে অনকে চিন্তা ভাবনা করে তার পর আপনাকে ট্রেড করতে হবে।তাই কম পিয়ারে ট্রেড করাটাই আমি মনে করি অনেক ভাল।

yasir arafat
2016-04-01, 03:43 AM
আমি দেখলাম যে এটি এখন আমার সার্পোটের ভেতর আছে।আগের দিনে অবশ্য সাইড ওয়েতে ছিল ।সার্পোট লাইন ট্রিগ করেছিল।আজ দেখলাম ভালই ট্রেন্ড ধরেছে এবং সেই অনুযায়ী মার্কেটে এখনও চলছে।দেখি কি হয়।