PDA

View Full Version : আজকের সিগন্যাল( টেকনিক্যাল)



maziz6989
2015-12-24, 10:19 AM
যদি ইউরো/ডলার ১.০৯৪০ লেভেল ব্রেক করতে পারে তবে আমরা ধারণা করতে পারি তার নেক্সট মুভ ১.১০০০ পর্যন্ত যাবে। এর পরে পুলব্যাক করতে পারে। গোল্ড যদি ১০৮০ লেভেল ব্রেক করতে পারে তবে তার নেক্সট গন্তব্য হবে ১১০৬। ডলার/ইয়েন ১২০.০০ পর্যন্ত নামতে পারে কেননা আমার মনে হয় ডলার অনেক দুর্বল হবে আজকে। যাই হোক দেখা যাক কোথাকার পানি কোথায় গড়ায়।

maziz6989
2015-12-28, 08:29 PM
আমি পোস্ট তা না পরেই আমার মতে আমি বাই দিছিলাম ১.০৯৫৬ এ এখানে এসে দেখি আমি একদম থিক আছি তবে এতা টেক প্রফিত এ জেতে কত সময় লাগতে পারে। আমার টেক প্রফিত ১.১০০০ এর কিছুতা নিচে।

যদি প্রফিটে যায় ট্রেড তবে কিছুটা প্রফিট বুক করে রাখেন অথবা ধরে রাখুন যতক্ষন না টিপিতে যায়। তবে বেশ সময় লাগবে আমার মনে হয় কেননা মার্কেট বেশ কিছুদিন সাইডওয়েতে থাকার সম্ভাবনা খুবই প্রকট আছে। তাই চেষ্টা করবেন সেইফ সাইডে থাকতে।

Marufa
2015-12-28, 09:50 PM
আমার মতে এখন ইউরো বাই দেয়াটাই বুুদ্ধিমানের কাজ হবে । কারন মার্কেট এনালাইসিস করলে দেখা যায় ইউ্সডি লং টার্ম দুর্বল হওয়ার সম্ভাবনা আছে । আর ইউএসডি দুর্বল হলে ইউরো বাই এর দিকে যাবে এটাই স্বাভাবিক ।

yasir arafat
2016-04-01, 12:37 AM
টেকনিক্যাল অ্যানালাইসিসে দেখলাম যে ইউরো আসলে উপরেই যাবে।কারণ এটা আপট্রেন্ড ধরেছিল।আর আগের দিনগুলোতে মার্কেট সাইড ওয়েতে থাকায় আজ বেশ কিছুটা মার্কেট ডিফারেন্ট দেখাচ্ছে।যাই হোক আমার টার্গেটের ভেতর মার্কেটটাকে দেখে ভালই লাগছে।