Log in

View Full Version : ট্রেডে ব্যর্থ হলে কি করব ?



Ekram
2015-12-24, 06:41 PM
একটি ট্রেড এ ব্যর্থ হওয়ার পর আসলে আমি নিজেকে প্রস্ন করি কেন ব্যর্থ হলাম। আর এই প্রস্ন থেকে আমি চেষ্টা করি ওই ট্রেড কে বিস্লেশন করার। বিশ্লেষণ করে চেষ্টা করি পরবরতি তে যেন এই ভুল না হয়। আমি ননে করি ভুল থেকে আমাদের শিক্ষা গ্রহন করা উচিত । ভুল কিংবা ব্যর্থতা থাকবেই । তাই বলে হতাশ হয়ে পরলে হবেনা। বরং চেষ্টা করতে হবে নতুন উদ্দম নিয়ে আবার ট্রেড শুরু করা

maziz6989
2015-12-24, 07:32 PM
সহমত। এটাই হওয়া উচিত একজন ট্রেডারের বৈশিষ্ট। কেননা আপনার লসের কারণ অনুসন্ধান না করতে পারলে কোন দিনও এই মার্কেট হতে আর যা হোক প্রফিট বের করতে পারবেন না। শুধু লস করতেই থাকবেন আর লস করতেই থাকবেন এবং ফোরামে পোস্ট দিবেন আমার করার কিছু না ছিল না নাগো।

AbuRaihan
2015-12-24, 09:04 PM
ট্রেডে এখন পর্যন্ত কেউ শতভাগ সফল হয়েছে এই কথা কেউ বলতে পারবে না ৤ তবে আমি জানি যে ফরেক্স মার্কেটে আমরা সাধারণত ব্যার্থতা বলতে বুঝি যে অনেক টাকা লস করা ৤ আসলে যে কেউ টাকা লস করার পর মাথা আর ঠিক থাকে না ৤ কারণ , সবাই ফরেক্স মার্কেটে কাজ করে একমাত্র অনেক বেশি টাকা ইনকাম করার মূল উদ্দেশ্যকে সামনে নিয়েই ৤ তাই আমি বলব যে দিন ট্রেডিং ব্যার্থ হবেন ঠিক সেদিন আপনি ট্রেড হতে বিশ্রাম নিন ৤ এটাই হবে আপনার জন্য সবচেয়ে ভালো পথ ৤ বিশ্রামের পর নতুন উদ্যমে কাজ শুরু করুন ৤

Marufa
2015-12-24, 09:06 PM
আমার একটি খারাপ অভ্যাস হল ট্রেডে ব্যর্থ হওয়ার সাথে সাথে আবার ট্রেড নেয় । এরকম ক্ষেত্রে বেশিরভাগ সময়ই আবারও লস হয় । তবে ধীরে ধীরে নিজেকে পরিবর্তনের চেষ্টা করছি । জানি এখনও অনেক দূর বাকি তবে আমি পারব ইনশাল্লাহ ।

uzzalbd
2015-12-25, 08:37 AM
ফরেক্স এ সবাই কম বা বেশি লস করে। ট্রেডে ব্যর্থ হলে আপনাকে আপনার ভুল খুজে বের করতে হবে। কোথায় আপনি ভুল করলে সেটা যদি না খুজে বের করেন তাহলে দক্ষ হতে পারবেন না। প্রতিটি ট্রেড ট্রেড নেয়ার কারন খুজে বের করুন কেন আপনি ট্রেড নিলেন আর কোতাহ্য টেক প্রফিট ব্যবহার করবেন।

basaki
2015-12-25, 08:56 AM
ফরেক্স মার্কেটে ফরেক্স ট্রেডিং করতে গেলে অনেক সময় ট্রেডে লস হয়ে থাকে যা ধরুন আপনার ব্যর্থতা। ব্যর্থ হয়ে মন কারাপ না করে ধ্যের্য্য করে পরের ট্রেডটা সঠিকভাবে করতে চেস্টা চালিয়ে যান দেখবেন পরের ট্রেডে আপনি সফল।

WALID HASAN
2015-12-25, 11:41 AM
সাধারণত ব্যার্থতা বলতে বুঝি যে অনেক টাকা লস করা. আসলে যে কেউ টাকা লস করার পর মাথা আর ঠিক থাকে না.ভুল থেকে আমাদের শিক্ষা গ্রহন করা উচিত । ভুল কিংবা ব্যর্থতা থাকবেই । তাই বলে হতাশ হয়ে পরলে হবেনা। বরং চেষ্টা করতে হবে নতুন উদ্দম নিয়ে আবার ট্রেড শুরু করা.

sharifulbaf
2015-12-25, 11:52 AM
ফরেক্স মার্কেট এ যদি ট্রেডিং করে ট্রেডে ব্যর্থ হলে ভেঙ্গে না পরে ফরেক্স নিয়ে এনালাইসিস করে,সাথে কি কারনে লস হল তা লেখে রাখুন,ব্যর্থতার গ্লানিকে মুছে ফেলে নিজেকে সাফল্যের দারে পোঁছানোর জন্য পুনরায় ট্রেড করতে থাকুন দেখবেন প্রফিট আসবে।

maziz6989
2016-01-15, 09:16 AM
একটা কথা মাথায় রাখবেন ফেইলার ইজ দা পিলার অব সাকসেস। আপনি যদি ভূল না করেন তবে শিখবেন কিভাবে। মানুষ শিখে তিন ভাবে শখে, ঠেকে আর ঠকে । পরেরটাই সব থেকে ফলপ্রসু। তাই চেষ্টা করুন আপনার সমস্যার মূল অনুসন্ধান করতে। ধৈর্য হারাবেন না। সফলতা আসবেই।

jony01
2016-01-15, 11:01 AM
আমার মতে আমরা যদি কেও ট্রেড করে ব্যর্থ হই তারপরেও আমাদের সবার উচিত হবে আমরা যেন আবার ট্রেড করে লাভ করতে পারি । তাই আমাদের কারোই উচিত হবে না ট্রেড এ ব্যর্থ হয়ে ট্রেড করা ছেরে দেওয়া ।

Md Akter Hossain
2016-01-15, 12:04 PM
ট্রেডে ব্যর্থ হলে কি জন্যে ব্যর্থ হলেন তার অ্যানালাইজ করুন । ভুল গুলো নোট করে রাখুন । পরবর্তীতে যাতে এই ভূলগুলো না হয় সে দিকে মনোযোগ দিন । কারণ একই ভুল বারবার করতে থাকলে আপনি ব্যর্থ প্রতি বিরক্ত হয়ে ফরেক্স ছেড়েও দিতে পারেন । ভুলগুলো থেকে শিখুন । তারপরও ব্যর্থ হলে ডেমোতে মনোযোগ দিন । ডেমোতে ভাল ফলাফল পেলেই কেবল লাইভ করুন ।

oviice
2016-01-15, 12:13 PM
ফরেক্স এ সবাই কম বা বেশি লস করে। ট্রেডে ব্যর্থ হলে আপনাকে আপনার ভুল খুজে বের করতে হবে। কোথায় আপনি ভুল করলে সেটা যদি না খুজে বের করেন তাহলে দক্ষ হতে পারবেন না।
প্রতিটি ট্রেড ট্রেড নেয়ার কারন খুজে বের করুন কেন আপনি ট্রেড নিলেন আর কোতাহ্য টেক প্রফিট ব্যবহার করবেন।

mmlm
2016-01-15, 01:06 PM
*ফ*রেক্স এ লাভ লস আ*ছে এ*তে মন খারাপ ক*রে কোন লাভ নেইনা লাভ লস নি*য়ে ফ*রেক্স ব্যবসা । ত*বে ম*নে রাখ*তে হ*বে সব সময় এক রকম যায় না তাই এ*টি করার সময় মন*কে এক জায়গায় স্থির ক*রে কাজ কর*তে হ*বে অন্য মনষ্ক হ*য়ে গে*লে এখা*নে লস হওয়ার সম্ভবনা বে*শি হ*বে।

Selim BU
2016-01-15, 02:38 PM
ফরেক্সে অনেকেই ট্রেডে ব্যর্থ হয়ে ফরেক্স থেকে মুখ ঘুরিয়ে নেন। ফরেক্স থেকে দূরে সরে যান। আমার মতে ট্রেডে ব্যর্থ হওয়ার পর আমাদের উচিত হবে ভুল গুলো খুজে বের করা। ভুল খুজে বের করে সেগুলো কেন হলো তা বের করা। তাহলেই আমার মতে ব্যর্থতা কমবে।

RUBEL MIAH
2016-02-27, 10:55 PM
ট্রেডে ব্যর্থ হলে অবশ্যই আমাদেরকে ধৈর্য্য ধারণ করার ক্ষমতা থাকতে হবে । যার যত বেশী ধৈর্য্যশীলতা রয়েছে সে তত বেশী সফলকাম হয়েছে । সুতরাং অামাদেরকে কারণ খুুজে বের করতে হবে যে কিসের কারণে এই ভুুলগুলো হল ।

Vision
2016-02-27, 11:27 PM
যদি কোনদিন ব্যার্থ ট্রেড হয়ে যায় তবে অবশ্যই সেদিনের জন্য ট্রেড বন্ধ করে দিতে হবে । আমি বন্ধ বলতে বুঝাতে চাচ্ছি যে মানে যে দিন আপনি ট্রেড করে ব্যার্থ হবেন সেদিন অবশ্যই আর ট্রেড করবেন না । কারণ ওই সময়টাতে মানষিক অবস্থা খারাপ থাকে যার কারণে সিদ্ধান্ত নিতে অনেক বেশি কষ্ট হয় ও মানষিক চাপের ফলে ভুল সিদ্ধান্ত চলে আসে । অামরা মাঝে মধ্য অনেক ট্রেডে ব্যার্থ হয়ে আবারো লোভের বশবর্তী হয়ে কিংবা রাগের চোটে ট্রেড দিই । আসলে এই ধরনের সিদ্ধান্ত হল আত্নঘাতি সিদ্ধান্ত । যা কখনোই কাম্য হতে পারে না ।

real80
2016-02-27, 11:33 PM
ফরেক্স মার্কেটে একটি ট্রেডে ব্যর্থ হওয়া তেমন বড় কোন বিষয় নয়। কারন সব বড় বড় দক্ষ এবং প্রফেশনাল ট্রেডাররাই ট্রেডে লস করে থাকেন। একটি ব্যর্থ ট্রেড আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষক। কারন এই একটি ব্যর্থ ট্রেড থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। আমাদের সবচেয়ে বড় শিক্ষক হচ্ছে আমাদের ভুলগুলো। আমাদের উচিত ভুল থেকে শিক্ষা নেওয়া। যাতে পরবর্তী ট্রেডে আমরা বিগত ট্রেডের ভুলগুলো এড়িয়ে ট্রেডিং করতে পারি।

fatemaakhter
2016-02-27, 11:39 PM
ফরেক্স মার্কেটে যদি কখনো কোন ট্রেডে লস করি তখন আমি হতাস হইনা আর আমি কি কারনে লস করলাম সেগুলো লিখে রাখি আমার সর্বমোট কত লাভ হলো এবং কতো লস হল।সেগুলো আমি মাঝেমাঝে ফলো করি।আমি দেখি আমার লাভের চেয়ে লসের সংখা বেশি।আমি সেগুলো রিকবার করার চেস্টা করি। আমার আত্ন বিশ্বাস আছে একদিন না একদিন সফল হবই ।

ONLINE IT
2016-10-21, 07:11 PM
ট্রেডে ব্যর্থ হলে মনে করবেন আপনার ট্রেডে কোন ভুল আছে। যে কারনে আপনি লস খেয়েছেন। তাই আবার নতুন করে ট্রেড ওপেন না করে আগে আপনার ভুল খুজে বের করার চেষ্টা করুন। ভুল বের করে সে মতে ডেমোতে ট্রেড করুন। একবার ডেমোতে সফল হলেই রিয়েল ট্রেড করতে যাবেন না। একই ফরমূলায় কমপক্ষে ১০টি ট্রেড করুন। ফলাফল দেখুন। যদি দেখেন যে ১০ টি ট্রেডের ভিতর ৬ থেকে ৭ টি ট্রেডে লাভ করতে পেরেছেন তাহলে সেই ফরমূলা অনুযায়ী রিলেন করুন। আর তা না হলে ডেমো করতে থাকুন। যখন দেখবেন কোন একটি ফরমূলা অনুযায়ী ৬/৭টি ট্রেড লাভ করতে পেরেছেন। সেই পদ্ধতিতে রিয়েল এ ট্রেড করুন।

sujon30
2016-10-21, 07:15 PM
ফরেক্স এ ট্টেড এ ব্যর্থ হলে আমরা কি থেমে যাব? না থামবো না। আবার ও ট্টেড করতে পারব। আর যা ট্টেড করব তা ভাল করে বুঝেশুনে ফরেক্স এ ট্টেড করব। এক পেয়ায়ে না হয় আরেক পেয়ারে ট্টেড করতে পারব যাতে লাভ হতে পারে।

soniaakter
2016-10-23, 06:48 PM
ফরেক্স মার্কেটে যা ডিপোজিট করে থাকি তাকে যদি আমরা একমাস দ্বারা ভাগ করে ফরেক্স ট্রেডিং করে থাকি এই জন্য ফরেক্স মার্কেটে আমাদের প্রতিদিন টার্গেট নিয়ে ট্রেডিং করতে হবে যাতে ফরেক্স মার্কেটে ট্রেডিং করে যদি লস হয় তার পরে এনালাইসিস করে ফরেক্স ট্রেডিং করতে হবে, তার পরে ফরেক্স মার্কেটে টিকে থাকা যাবে।

sohrab
2016-10-23, 07:56 PM
ফরেক্স ট্রেড একটি ব্যবসা । এখানে লাভ-লস আছে । তাই ফরেক্স করতে হলে লাভ লসের চিন্তা মাথায় থাকতে হবে । লস হলে করনীয় ঠিক করতে হবে । তবে প্রথমত জ্ঞান অর্জনের দিকে লক্ষ্য রাখতে হবে যেন দক্ষতার সাথে আপনি মার্কেট এনালাইসিস করতে পারেন এবং মার্কেটে টিকে থাকতে পারেন । মনে রাখতে হবে ফরেক্স মার্কেটে আপনার লস হতেই পারে । মার্কেট ম্যানেজমেন্ট ঠিক রাক তে হবে ।

motiar
2016-10-23, 09:20 PM
ফরেক্সে মারকেট তার নিয়মে চলে আমাদের নিয়মে নয় । যদি তার নিয়ম ধরতে পেরে ট্রেড করা যায় তবে প্রফিট হবেই হবে । তাই লস হলে বুঝতে হবে আমি ভুল করেছি তখন সেই ভুল ধরার চেস্টা করলেই ভুল পাওয়া যাবে ।

shimul77ss
2016-10-23, 09:23 PM
কোন ট্রেড ওপেন করে যদি লস বা ব্যর্থ হই তাহলে আমাদের কারো মাথা ঠিক থাকে না।কিন্তু আমাদের সব সময় মাথা ঠান্ডা রাখতে হবে ট্রেডে লস হলে।আপনি ট্রেডে লস করলে লসের কারন গুলো খুজে বের করেন।দেখবেন লসের কারনগুলো পেয়ে যাবেন।যাতে পরবর্তীতে লস না হয়।

motiar
2016-10-23, 09:25 PM
আমি সকল ট্রেডারদের আমার ব্যাক্তিগত অভিজ্ঞতা থেকে যানাতে চাই যে মারকেটে প্রবেশ করেই ট্রেড দিয়ে ফেলবেন না । একটু সময় নিয়ে প্রত্যেকটি কারেন্সি পেয়ারের পাইজেকশন দেখে নিশ্চিত চ্যানেল খুজে পেয়ে তার পরে ট্রেড করুন তাতে আপনার প্রফিট কম হলেও লস হবে না ।

eshahid
2016-10-23, 09:28 PM
ট্রেডে ব্যর্থ হলে হতাশ না হয়ে ধৈর্য সহকারে নিজের ব্যর্থতার কারন খুজে বের করতে হবে। কি কারনে অামি ব্যর্থ হলাম? আমি কি খুব বেশি লোভ করে ফেলেছিলাম? আমার কি আবেগ টা খুব বেশি হয়ে গিয়েছিল? এই সব প্রশ্নের উত্তর খুজে বের করে সেই অনুযায়ি আমল করলেই ইনসা-আল্লাহ সফল হওয়া সম্ভব।

blue
2016-10-23, 10:01 PM
আমার মনে হয় ট্রেডে এখন পর্যন্ত কেউ শতভাগ সফল হয়েছে এই কথা কেউ বলতে পারবে না ৤ তবে আমি জানি যে ফরেক্স মার্কেটে আমরা সাধারণত ব্যার্থতা বলতে বুঝি যে অনেক টাকা লস করা ৤ আসলে যে কেউ টাকা লস করার পর মাথা আর ঠিক থাকে না ৤ কারণ , সবাই ফরেক্স মার্কেটে কাজ করে একমাত্র অনেক বেশি টাকা ইনকাম করার মূল উদ্যেশ্য সামনে নিয়েই তাই আমি বলব যে দিন ট্রেডিং ব্যার্থ হবেন ঠিক সেদিন আপনি ট্রেড হতে বিশ্রাম নিন ৤ এটাই হবে আপনার জন্য সবচেয়ে ভালো পথ ৤ বিশ্রামের পর নতুন উদ্যমে কাজ শুরু করুন।

md sahid howladar99
2016-10-23, 10:08 PM
আমার মনে হয় ফরেক্স এ সবাই কম বা বেশি লস করে। ট্রেডে ব্যর্থ হলে আপনাকে আপনার ভুল খুজে বের করতে হবে। কোথায় আপনি ভুল করলে সেটা যদি না খুজে বের করেন তাহলে দক্ষ হতে পারবেন না। প্রতিটি ট্রেড ট্রেড নেয়ার কারন খুজে বের করুন কেন আপনি ট্রেড নিলেন আর কোতাহ্য টেক প্রফিট ব্যবহার করবেন।

MONIRABEGUM8080
2016-10-24, 01:54 AM
ট্রেড করছেন কিন্তু লাভ করতে পারছেন না অথবা প্রায়ই ট্রেড করলে লস হচ্ছে যদি এমনটি আপনার ক্ষেত্রে ঘটতে থাকে তা হলে আমি আপনাকে বলব নিশ্চই আপনি সঠিক ট্রেডিং কেৌমলটি প্রয়োগ করতে পারছেন না সেক্ষেত্রে আপনার উচিত হবে সর্ব প্রথম কোন কারনে লস হচ্ছে তার প্রকৃত কারন খুজে বের করা এবং তা থেকে শিক্ষা লাভ করা তবেই আপনি সামনের দিকে এগ্রিয়ে যেতে পারবেন।

Competitor
2016-11-11, 03:17 PM
আমি সাধারণত যেদিন ট্রেডে ব্যার্থ হই সেদিন আর ট্রেড করি না । কিন্ত আমি মনে করি যে ফরেক্স মার্কেটে আমাদের প্রত্যক ট্রেডারদেরকে লাভ-লসকে খুবই স্বাভাবিক বিষয় হিসেবে নেওয়া উচিত । কেননা আমরা যারা ফরেক্স ট্রেডিং করি তারা জানি যে এই মার্কেটে ব্যর্থ হয়ে কেউ যদি হতাশ হয়ে পড়ে তবে সেই হতাশা তাকে নতুন করে লাভ দিবে না । বরং যতবার পড়ে যাব ততবার উঠে দাড়ানোর চেষ্টা করাটাই হল সেরা একটা উপায় ।

sss426
2016-11-11, 07:18 PM
হে ভাই আমি আপনার সাথে সম্পুরন একমত শুধু ফরেক্স না জীবনের সব কাজেই ব্যারথতা এবং সাফল্যা আছে তাই বলে আশা ছেরে দেওয়া উচিত না ফরেক্স মার্কেটে ও লস করলে আপনার লস এর কারন বের করা উচিত এবং প্রতিজ্ঞা করা উচিত আর জেন একি ভুল না হয়

cool razu
2016-11-11, 07:45 PM
আমার মনে হয় ট্রেডে এখন পর্যন্ত কেউ শতভাগ সফল হয়েছে এই কথা কেউ বলতে পারবে না। তবে আমি জানি যে ফরেক্স মার্কেটে আমরা সাধারণত ব্যার্থতা বলতে বুঝি যে অনেক টাকা লস করা ৤ আসলে যে কেউ টাকা লস করার পর মাথা আর ঠিক থাকে না কারণ সবাই ফরেক্স মার্কেটে কাজ করে একমাত্র অনেক বেশি টাকা ইনকাম করার মূল উদ্দেশ্যকে সামনে নিয়েই ৤ তাই আমি বলব যে দিন ট্রেডিং ব্যার্থ হবেন ঠিক সেদিন আপনি ট্রেড হতে বিশ্রাম নিন ৤ এটাই হবে আপনার জন্য সবচেয়ে ভালো পথ ৤ বিশ্রামের পর নতুন উদ্যমে কাজ শুরু করুন

Shimul77
2016-11-11, 08:46 PM
আপনার ব্যররথতা আপনাকে একদিন সাফল্যের দুয়ারে পৌছে দিতে পারে।আপনি যদি কোন কাজের ১০০ বার ব্যর্থ হন তাহলে আপনি ঐ কাজে ব্যর্থ হবার ১০০ টা কারন খুজে পাবেন।আপনি যদি ফরেক্স মার্কেতে ট্রেড ওপেন করেন আর ওই ট্রেড এ লস হয় তাহলে ঐ ট্রেডের লসের কারন গুলো খুজে বের করুন যাতে নেক্সটে যেন আর ভুলটা না হয়।

mithun30
2016-11-11, 11:42 PM
আমার জানা মতে ফরেক্স মার্কেটে মূলত এনালাইসিস তিন ভাগে আছে যেমন ফান্ডামেন্টাল অ্যানালাইসিস টেকনিক্যাল অ্যানালাইসিস সেন্টিমেন্টাল অ্যানালাইসিস।আমি যত টুকু জানি তা হল ফান্ডা ম্যানটাল ও টেকনিক্যাল আনালাইসিস সম্বনয় করে আমরা যে সিদ্ধান্তে উপনিত হই তা হল সেন্টিম্যানটাল আনালাইসিস ।

Amit4040
2016-11-12, 12:17 AM
ফরেক্স মার্কেটে ট্রেড করার বিভিন্ন স্ট্রাটেজি রয়েছে। কেউ স্ক্যালপিং স্ট্রাটেজি, কেউ সুইং স্ট্রাটেজি, কেউ নিউজ স্ট্রেটেজি, আবার কেউবা আন্দাজ স্ট্রেটেজি প্রয়োগ করে। এদের মধ্যে যারা আন্দাজে ট্রেড করে তারা সব থেকে দুর্বল ট্রেডার আমি সবসময় চেষ্টা করি ভালোমতো স্ট্রেটেজি প্রয়োগ করে বুঝেশুনে ট্রেড করার।

MoinFX
2016-11-12, 09:49 AM
ফরেক্স মার্কেটে ব্যার্থ হয়নাই এরকম ট্রেডার খুজে পাওয়া কঠিন। আমাদের কে লস ট্রেড গুলো থেকে শিক্ষা নিতে হবে কি কারনে আমার ট্রেড লস হল তাহলে সে ভুল দিতীয় বার করা যাবেনা। ফরেক্স মার্কেটে আমাদের কে অনেক বেশি করে পড়তে হবে তাহলে সফলতা পাওয়া সম্ভব।

RUBEL MIAH
2016-11-12, 05:44 PM
ট্রেডে ব্যর্থ হলে বেশী বেশী এ্যানালাইসিস করব । আমরা যদি ধৈর্য্যের সহিত এ্যানালাইসিস করতে পারি তাহলে অবশ্যই সফলকাম হতে পারব । আমরা সব সময় বেশী বেশী অভিজ্ঞতা অর্জন করার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব । সুতরাং আমরা কখনোই ধৈর্য্য হারা হব না তাহলেই আমরা বিপদে পড়ে যাবো । সুতরাং আপনারাও ধৈর্য্য ধারণ করে এই ব্যবসা করতে থাকেন অবশ্যই সফলকাম হতে পারবেন ।

foysalahmed
2016-11-12, 06:17 PM
ট্রেডে ব্যার্থ হলে নিজেকে না গাব্রিয়ে আরো চেস্টা করতে হবে। আর যদি রিয়েল ট্রেড না করা যায় তাহলে সে যেন ডেমো প্রাক্টিস করে তাওহ্লে সে নিজেকে আরো জালিয়ে নিতে পারবে।কোন সময় নিজেকে ছোট ভাবা যাবে না । নিজেকে সব সময় সাহস রাখতে হবে।

nisho5533
2016-11-12, 07:28 PM
ভাই আপনি যদি ট্রেড করে বুঝতে পারেন আপনার ট্রেড ব্যথ হয়েছে তবে আমার মনে হয় আপনি ট্রেড কেটে দিন আয় যদি না কেটে দেন তবে লস হলে আপনি আপনাকে বুঝ দিতে পারবেন না | ফরেক্স মার্কেট এ যদি ট্রেডিং করে ট্রেডে ব্যর্থ হলে ভেঙ্গে না পরে ফরেক্স নিয়ে এনালাইসিস কোড়েক্স আপোণী মাকেট সম্পরকে থারনা আসবে আপনার জন্য ভাল হবে |

shimul77ss
2016-11-12, 10:25 PM
আপনি চেষ্টা করেন ব্যর্থ হন কিন্তু চেষ্টা করতে ব্যর্থ হবেন না।কোন ট্রেড এ যদি ব্যর্থ হন তাহলে আগে ডলার লসের কথা ভাববেন না ট্রেডে কেন ব্যর্থ হলেন তার কারন গুলো খুজে বের করুন যাতে পরবর্তীতে ভুল না হয়।

eshahid
2016-11-13, 01:13 AM
ট্রোড এ ব্যর্থ হলে হতাশ হবার কিছু নাই ফরেক্স এ সময় দেয়াটা আরো বাড়িয়ে দিবেন এবং মানি ম্যনেজমেন্ট, মার্কেট এ্যানালাইসিস এই বিষয় গুলো ভাল করে প্রাকটিস করবেন ইনসা-আল্লাহ সব ঠিক হয়ে যাবে।

Md Masud
2017-03-25, 05:31 PM
ট্রেডে ব্যর্ত হলে অবশ্যই অামরা ধৈর্য্যের সহিত মোকাবিলো করার চেষ্টা করব । যে যত বেশী ধৈর্য্যমীল হতে পারবে সে তত বেশী লাভবান হতে পারবে । অামরা ব্যর্থ হলে অবশ্যই ধৈর্য্যের সহিত কাজ করার চেষ্টা করব তাহলেই অামরা লাভবান হতে পারব । অামরা বেশী বেশী এ্যানালাইসিস করার চেষ্টা করব ।

nbfx
2017-03-25, 10:24 PM
যে কোন পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখতে হবে।যেমন আপনি কোন একটি ট্রেডে লস করলেন লস রিকোভারি করার জন্য আরো বড় লটে ট্রেড ওপেন করলেন তাতে লস আরো বেড়ে গেলো এই পরিস্থিতিতে মাথা গরম করে আরো ট্রেড ওপেন করলেন ফলাফল একাউন্ট জিরো। মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি মোকাবেলা করে লস মেনে নিয়ে পুনরায় এনালাইসিস করে ট্রেড ওপেন করলে একাউন্ট জিরো হতো না। মনে রাখবেন আপনার সকল এনালাইসিস ও ট্রেডের জন্য নেয়া সিদ্ধান্ত সবসময় সঠিক হবে না। সব ধরনের পরিস্থিতির জন্য সব সময় নিজেকে প্রস্তুত রাখতে হবে। আদর্শ ট্রেডারগণ ভুল থেকে শিক্ষা গ্রহণ করে থাকে।

uzzal05
2017-05-30, 01:41 PM
ট্রেড এ কম বেশী সবাই ব্যর্থ হয়। তাই বলে আমাদের ভেঙ্গে পরলে হবে না। আমি চার বচ্ছর ধরে লস করে যাচ্ছি। কিন্তু তারপর ও আমি হাল ছারিনি। কারন আমি জানি আমি হয়তো কোথাও ভুল করছি। যে কারনে আমি ট্রেড দিয়ে লাভবান হতে পারছি না। তাই সেই ভুল গুলো শুধরানো চেষ্টা করি।

Mamun13
2018-01-22, 07:18 PM
একটি ট্রেড এ ব্যর্থ হওয়ার পর আসলে আমি নিজেকে প্রস্ন করি কেন ব্যর্থ হলাম। আর এই প্রস্ন থেকে আমি চেষ্টা করি ওই ট্রেড কে বিস্লেশন করার। বিশ্লেষণ করে চেষ্টা করি পরবরতি তে যেন এই ভুল না হয়। আমি ননে করি ভুল থেকে আমাদের শিক্ষা গ্রহন করা উচিত । ভুল কিংবা ব্যর্থতা থাকবেই । তাই বলে হতাশ হয়ে পরলে হবেনা। বরং চেষ্টা করতে হবে নতুন উদ্দম নিয়ে আবার ট্রেড শুরু করা

আমি আমার ট্রেডে ব্যার্থ হলে বারবার সেই কারনগুলো খুঁজে খুঁজে দেখি-কেন লস হচ্ছে ? সেগুলো নিয়মিত নোট করে রাখি এবং ট্রেড করার পূর্বে সেগুলো দেখি৷তখন দৃঢ়ভাবে লক্ষ্য রাখি যেন এই ভূল আবার না নয়৷কারন ভূল হলেই তো লস আর লস৷তাই খেয়াল রাখি আমার ট্রেড গুলো যেন যথাসম্ভব শৃঙ্খলামতো-নিয়মমতো হয়৷

Grimm
2018-01-22, 09:48 PM
আপনি যদি ট্রেডে ব্যর্থ হন তাহলে প্রথমে যে কাজটি করতে হবে তা হলো আপনাকে ব্যর্থ হওয়ার কারণ খুজে বের করতে হবে। আপনি যদি সেটি খুজে পান তাহলে তা লিপিবদ্ধ করে রাখুন আর মাথায় রাখুন সেই কারণটা, তারপর বাজার আবার বিশ্লেষণ করুন আর পরবর্তী ট্রেডে অবশ্যই সেই কারণটি এড়িয়ে ট্রেড করবেন। আপনি যদি সেটা এড়িয়ে ট্রেড করতে না পারেন তাহলে রিয়েলে ট্রেড বন্ধ করে দিয়ে ডেমোতে চলে যান আর সেখানে ট্রেড করতে থাকুন যতক্ষণ পর্যন্ত সেই কারণটি এড়িয়ে চলতে পারতাছেন।

kazol76
2018-01-22, 10:06 PM
এটা খুবই সহজযে ফরেক্সে সবাই মুনাফা করতে পারবে কারণ সবাই খুব ভালো ট্রেডার হবার যোগ্যতা রাখে না। এখানে যেমন লাভ হয় তেমনই লসও হয কারণ সবার ট্রেডিং সবার সঠিক ভালো নাও হতে পারে সবার ট্রেডিং প্ল্যান ভালো নাও হতে পারে। অতএব সবাইকে লক্ষ্য রাখতে হবে তাদের ট্রেডিং পরিকল্পনা নিয়ে, যদি পরিকল্পন অনুযায়ী ট্রেড মুনাফা না দেয় বা সব সময় লস হয় তবে পরিকল্পনা অবশ্যই ত্যগ করা উচিৎ এবং নতুন কোন পরিকল্পনা তৈরী করা উচিৎ। ধ্যনবাদ

maziz6989
2018-01-22, 10:14 PM
আমার পর পর দুই তিনটা ট্রেড লসে গেলে বা আমার এনালাইসিস এর বিপরীতে গেলে আমি কম্পিউটার বন্ধ করে উঠে পড়ি এবং ট্রেড করা থামিয়ে দেই যতক্ষণ না মাথা ঠান্ডা হয়। আসলে যখনই আমরা লস করি তখনই আমরা ভূল করি এবং এই ভূলের বোঝা কখনও এত ভারী হয়ে যায় যে আমাদের একাউন্ট ই জিরো হয়ে যায়।

yasir
2018-08-27, 10:42 AM
ফরেক্সে অনেকেই ট্রেডে ব্যর্থ হয়ে ফরেক্স থেকে মুখ ঘুরিয়ে নেন। ফরেক্স থেকে দূরে সরে যান। আমার মতে ট্রেডে ব্যর্থ হওয়ার পর আমাদের উচিত হবে ভুল গুলো খুজে বের করা। ভুল খুজে বের করে সেগুলো কেন হলো তা বের করা। তাহলেই আমার মতে ব্যর্থতা কমবে।

lanzuu
2018-08-27, 11:00 AM
লাভ লস মিলেই ব্যবসা। ট্রেডে লস হলে সেটার লজিক্যাল কারন খুজার চেষ্টা করবেন। যদি আপনার সিস্টেমে থেকে ট্রেড নিয়ে লস করেন তাহলে ওকে। যদি সিস্টেমের বাইরে থেকে লস হয় তাহলে নোট রাখুন যেন ভবিষ্যতে এইরকম ভুল আর না হয়। আর বেশি লস হয়ে গেলে সেদিন ট্রেড থেকে দূরে থাকার চেষ্টা করুন। পরিবার বন্ধুদের সময় দিন। বাইরে কিছু সময় কাটান। কারন লসের মধ্যে যদি আবার ট্রেড দিতে যান তাহলে সেটিও লস হবার সম্ভবনা থাকবে। তখন শুধু লস আর টেনশনই বাড়বে।

iloveyou
2018-09-10, 05:57 PM
ভাই কোন প্রকার চিন্তা করবেন না, সেই সময় মনে করবেন যে এটা আপনার ভালোর জন্যই হয়েছে, এবং এটার দ্বারা হয়তোবা আরও বড় কোন ধরনের বিপদ হতে আপনি বেঁচে গেলেন। তাই এসব চিন্তা-ভাবনা করে নিজেকে এখানে দুর্বল করবেনা বা হতাশ হবেন না। বরং আপনার লসগুলো থেকে আপনাকে প্রকৃত শিক্ষা গ্রহণ করতে হবে এবং সেই শিক্ষাকে দক্ষতা ও অভিজ্ঞতার সাথে এখানে কাজে লাগাতে হবে।

sr ritu
2018-09-10, 06:03 PM
ফরেক্স মার্কেটে যদি কখনো কোন ট্রেডে লস করি তখন আমি হতাস হইনা আর আমি কি কারনে লস করলাম সেগুলো লিখে রাখি আমার সর্বমোট কত লাভ হলো এবং কতো লস হল।সেগুলো আমি মাঝেমাঝে ফলো করি।আমি দেখি আমার লাভের চেয়ে লসের সংখা বেশি।আমি সেগুলো রিকবার করার চেস্টা করি। আমার আত্ন বিশ্বাস আছে একদিন না একদিন সফল হবই ।

Md_MhorroM
2018-11-02, 06:18 PM
আমরা জানি ফরেক্স ট্রেড একটি ব্যবসা । এখানে লাভ-লস আছে । তাই ফরেক্স করতে হলে লাভ লসের চিন্তা মাথায় থাকতে হবে । লস হলে করনীয় ঠিক করতে হবে । তবে প্রথমত জ্ঞান অর্জনের দিকে লক্ষ্য রাখতে হবে যেন দক্ষতার সাথে আপনি মার্কেট এনালাইসিস করতে পারেন এবং মার্কেটে টিকে থাকতে পারেন । মনে রাখতে হবে ফরেক্স মার্কেটে আপনার লস হতেই পারে । মার্কেট ম্যানেজমেন্ট ঠিক রাখতে হবে ।

reser
2019-09-26, 10:43 PM
ফরেক্সে হতাশ হলে চলবে না এখানে ট্রেডে ব্যর্থ হলে অবশ্যই আমাদেরকে ধৈর্য্য ধারণ করার ক্ষমতা থাকতে হবে । যার যত বেশী ধৈর্য্যশীলতা রয়েছে সে তত বেশী সফলকাম হয়েছে । সুতরাং আমাদেরকে কারণ খুুজে বের করতে হবে যে কিসের কারণে এই ভুুলগুলো করলো ।

nurulazim
2019-09-26, 11:06 PM
ট্রেডে এখন পর্যন্ত কেউ শতভাগ সফল হয়েছে এই কথা কেউ বলতে পারবে না। তবে আমি জানি যে ফরেক্স মার্কেটে আমরা সাধারণত ব্যার্থতা বলতে বুঝি যে অনেক টাকা লস করা।

IFXmehedi
2019-09-29, 03:34 PM
ভাই ট্রেডিং এ ব্যর্থ হলেই যে সব শেষ বিষয়টা কিন্তু তেমন নয় । কোন ট্রেডারই সব সময় ফরেক্স ট্রেডিং থেকে লাভ করতে পারে না । কিন্তু একজন দক্ষ ট্রেডার লস করলেও নিজেকে নিয়ন্ত্রন করে এবং মোটের উপর সে লাভটাকে প্রাধান্য দেয় । তাহলে আমরাও যদি কোন ট্রেডে লস করি সেক্ষেত্রে আমাদের উচিত ধৈর্য ধরা এবং লসের কারণ খুঁজে বের করা । যদি সেটা করতে পারি তাহলে তো সেটা থেকে আমরা শিক্ষা নিতে পারি । তাই ট্রেড এ ব্যর্থ হলে আমাদের উচিত নিজেকে নিয়ন্ত্রন করা এবং ভুল থেকে শেখা ।

Fxhuman
2019-09-29, 05:01 PM
ট্রেডাররা ফরেক্স মার্কেট এ যদি ট্রেডিং করে ট্রেডে ব্যর্থ হলে ভেঙ্গে না পরে ফরেক্স নিয়ে এনালাইসিস করুন ,সাথে কি কারনে লস হল তা লেখে রাখুন,ব্যর্থতার গ্লানিকে মুছে ফেলে নিজেকে সাফল্যের দারে পোঁছানোর জন্য পুনরায় ট্রেড করতে থাকুন দেখবেন প্রফিট আসবে।

TanjirKhandokar1994
2019-09-29, 05:39 PM
ভাই ব্যর্থ কেন হলেন সেটা খুঁজে বের করুন তাহলেই সমাধান হবে। কেননা যে কোন কাজেই সফলতা ও ব্যর্থতা দুটোই থাকবে তাই বলে সব সময় যে ব্যর্থ হবেন এমনটা নয়। ব্যর্থ হবার কারণ টি বের করুন এবং সফলতায় ধাবিত হোন। তাহলেই কেবল আপনি মূল লক্ষ্য পৌঁছাতে পারবেন। ফরেক্স ট্রেডিং আসলে সবাই যতোটা সহজ মনে করে বাস্তবে ততটা সহজ নয়। তাই সকল প্রকার ব্যর্থতা বিদায় দিয়ে সফলতা আনতে হবে এটাই হলো একজন দক্ষ ট্রেডারের মূল উদ্দেশ্য হওয়া প্রয়োজন। ধন্যবাদ

KF84
2019-09-29, 09:48 PM
ট্রেড ব্যর্থ হলে সেটি আর পাঁচটি সাধারন ট্রেডের মতই দেখবেন । কারণ ব্যবসাতে সব সময় লাভ করা সম্ভব নয় তাই যত তাড়াতাড়ি এই লস কে মেনে নিতে পারবেন তত আপনি সফলতার দিকে এগিয়ে যাবেন । তাই লসের দিকে মনোযোগী না হয়ে কি কারনে লসটি হল এবং সেখান থেকে কিছু শেখার আছে কিনা সেটিই খেয়াল করতে হবে । আর কারণটি খুজে পাবার পর আপনার লসের কারণগুলির একটি লিস্ট তৈরি করবেন যাতে পরবর্তীতে ট্রেড করার পূর্বে আপনি ওই বিষয়গুলির দিকে বেশী গুরুত্ব আরোপ করেন । পরিশেষে বলব কিছু সময়ের জন্য ব্রেক দিয়ে আবার নতুন উদ্যমে কাজে লেগে পড়ুন ।

Rion
2019-10-15, 09:34 AM
ফরেক্স এ সবাই কম বা বেশি লস করে। ট্রেডে ব্যর্থ হলে আপনাকে আপনার ভুল খুজে বের করতে হবে। কোথায় আপনি ভুল করলে সেটা যদি না খুজে বের করেন তাহলে দক্ষ হতে পারবেন না।
প্রতিটি ট্রেড ট্রেড নেয়ার কারন খুজে বের করুন কেন আপনি ট্রেড নিলেন আর কোতাহ্য টেক প্রফিট ব্যবহার করবেন।

KGF
2019-10-15, 10:09 AM
ফরেক্স এ ট্টেড এ ব্যর্থ হলে আমরা কি থেমে যাব? না থামবো না। আবার ও ট্টেড করতে পারব। আর যা ট্টেড করব তা ভাল করে বুঝেশুনে ফরেক্স এ ট্টেড করব। এক পেয়ায়ে না হয় আরেক পেয়ারে ট্টেড করতে পারব যাতে লাভ হতে পারে।

KaziBayzid162
2019-10-15, 11:36 AM
একটা প্রবাদ আছে ব্যর্থতাই সফলতার চাবিকাঠি, তাই আমার মতে ব্যর্থ হলে হতাশ হওয়া উচিত নয় বরং উৎসাহ-উদ্দীপনা নিয়ে পুনরায় আবার শুরু করা উচিত। এবং পূর্বে কি কারণে ব্যর্থ হয়েছেন সেই সকল কারন গুলোকে খুজে বের করে নিজেকে সেই বিষয়ে সচেতন করে তোলা, কারণ আজ যারা ফরেক্স মার্কেটে সফলতা অর্জন করেছে তাদের জীবনে ঘাঁটলে দেখা যাবে যে তারা অতীতে অনেকবার ব্যর্থ হয়েছে এবং সেই ব্যর্থতা কে ঢাল হিসেবে ব্যবহার করাই আজ তারা সফলতা অর্জন করতে পেরেছে, তাই আমাদের উচিত ব্যর্থ হলে হতাশ হয়ে মার্কেট থেকে সরে না গিয়ে নতুন উৎসাহ-উদ্দীপনা নিয়ে ট্রেডিং শুরু করা, এবং বিশ্বাস করা যে আমরা যত বেশি ব্যর্থ হব সফলতা আমাদের ততটাই কাছে আসবে।

samirarman
2019-10-15, 04:57 PM
আমি জানি যে ফরেক্স ব্যবসায় এর মার্কেটে ব্যার্থতা বলতে বুঝি যে অনেক টাকা লস করা । আসলে যে কেউ টাকা লস করার পর মাথা আর ঠিক থাকে না । কারণ , সবাই ফরেক্স মার্কেটে কাজ করে একমাত্র অনেক বেশি টাকা ইনকাম করার মূল উদ্দেশ্যকে সামনে নিয়েই । তাই আমি বলব যে দিন ট্রেডিং ব্যার্থ হবেন ঠিক সেদিন আপনি ট্রেড হতে বিশ্রাম নিন । এটাই হবে আপনার জন্য সবচেয়ে ভালো পথ । বিশ্রামের পর নতুন উদ্যমে কাজ শুরু করুন ।

Hredy
2019-10-15, 10:52 PM
একটি ট্রেডে ব্যর্থ হওয়ার পর আসলে আমি নিজেকে প্রশ্ন করি কেন ব্যর্থ হলাম। আর এই প্রশ্ন থেকে আমি চেষ্টা করি ওই ট্রেড কে বিশ্লেসন করার। বিশ্লেষণ করে চেষ্টা করি পরবর্তীতে যেন একই ভুল না হয়। আমি মনে করি ভুল থেকে আমাদের শিক্ষা গ্রহন করা উচিত । ভুল কিংবা ব্যর্থতা থাকবেই । তাই বলে হতাশ হয়ে পরলে চলবেনা। বরং চেষ্টা করতে হবে নতুন উদ্দমে আবার ট্রেড শুরু করা। একটা কথা মাথায় রাখবেন ফেইলার ইজ দা পিলার অব সাকসেস। আপনি যদি ভূল না করেন তবে শিখবেন কিভাবে।

Rajib_Biswas
2019-10-15, 11:45 PM
ফরেক্স এ ট্রেডিং করে অনেকেই ব্যর্থ হয়ে থাকেন। এমনকি প্রত্যেকেই কোন না কোন সময় ট্রেডে ব্যর্থ হয়ে থাকেন। তাই কখনো ট্রেডে ব্যর্থ হলে আমাদের মানসিকভাবে ভেঙে পড়া চলবে না। কারন একটা বিষয় আমাদের মাথায় রাখা উচিত যে ফরেক্স মার্কেটে লস হতেই পারে তাই লস হলে আমাদের মনোবল হারানো ঠিক নয়। বরং ট্রেডিংয়ের শুরুতেই এটা মাথায় রেখেই ট্রেড করতে হবে যে যদি আমি ট্রেডে ব্যর্থ হয় তাহলে পরবর্তী ট্রেডে সাফল্য লাভ করব। আর আমাদের উচিত কোন ট্রেডে ব্যর্থ হলে কী কারণে ব্যর্থ হলাম তা খুঁজে বের করে তার সমাধান করার চেষ্টা করা। তাহলে পরবর্তীতে একই কারণে ব্যর্থ হওয়ার সম্ভাবনা কম থাকবে। ব্যর্থ হলে পূর্ণ উদ্যম নিয়ে পুনরায় ট্রেডিং শুরু করতে হবে। এভাবে বারবার ব্যর্থ হতে হতে একসময় সাফল্য অর্জন করতে পারবেন ইনশাল্লাহ।

fxjaman
2019-10-15, 11:49 PM
ভাই যদি কোন সময় ট্রেডে ব্যর্থ হন তাহলে সর্বপ্রথম আপনার কাজ হবে খুব ঠান্ডা মাথায়/ধৈর্য্য সহকারে ব্যর্থতার কারণগুলো খুঁজে বের করা। কারন আপনি হয়তোবা কোথাও একটা ভুল করে যাচ্ছেন, যেটা আপনি নিজেও বুঝতে পারছেন না। সুতরাং এক্ষেত্রে করণীয় হলো প্রথমত মার্কেটকে ভালভাবে এ্যানালাইসিস করা।

KAZIMAJHARULISLAM
2019-10-16, 11:20 AM
ব্যর্থতাই সফলতার মূলমন্ত্র অর্থাৎ একবার ব্যর্থ হলেন মানে সফলতা আপনার দিকে একধাপ এগিয়ে আসলো, তাই ব্যর্থ হলে হতাশ হওয়া উচিত নয় বরং কি কারণে ব্যর্থ হলেন সেই কারণগুলো খুঁজে বের করে নিজেকে সেই বিষয়ে সচেতন করে তোলা উচিত। তেমনি যদি কখনো ট্রেডে ব্যর্থ হয়ে থাকেন,তাহলে সে কারণে হতাশ হয়ে মার্কেট থেকে সরে না গিয়ে ব্যর্থ হওয়ার কারণগুলো খুঁজে বের করুন, সেই বিষয়গুলোকে নিজেকে সচেতন করে তোলে নতুন উৎসাহ-উদ্দীপনা নিয়ে পুনরায় আবার শুরু করুন, তবেই আপনি পরে মার্কেটে ট্রেডিং করে সফলতা অর্জন করতে পারবেন। কারন ফরেক্স ট্রেডিংয়ে অতীতে যারাএক বা একাধিক বার ব্যর্থ হয়েছে এবং নতুন উৎসাহ-উদ্দীপনা নিয়ে শুরু করেছে আজ তারাই সফল বা প্রতিষ্ঠিত।

Fxxx
2020-03-10, 11:08 PM
এ ব্যর্থ হলে হতাশ হবার কিছু নাই ফরেক্স এ সময় দেয়াটা আরো বাড়িয়ে দিবেন এবং মানি ম্যনেজমেন্ট, মার্কেট এ্যানালাইসিস এই বিষয় গুলো ভাল করে প্রাকটিস করবেন ইনসা-আল্লাহ সব ঠিক হয়ে যাবে।

martin
2020-03-10, 11:11 PM
ফরেক্সে অনেকেই ট্রেডে ব্যর্থ হয়ে ফরেক্স থেকে মুখ ঘুরিয়ে নেন। ফরেক্স থেকে দূরে সরে যান। আমার মতে ট্রেডে ব্যর্থ হওয়ার পর আমাদের উচিত হবে ভুল গুলো খুজে বের করা। ভুল খুজে বের করে সেগুলো কেন হলো তা বের করা। তাহলেই আমার মতে ব্যর্থতা কমবে।

Mas26
2020-03-10, 11:18 PM
সহমত। এটাই হওয়া উচিত একজন ট্রেডারের বৈশিষ্ট। কেননা আপনার লসের কারণ অনুসন্ধান না করতে পারলে কোন দিনও এই মার্কেট হতে আর যা হোক প্রফিট বের করতে পারবেন না। শুধু লস করতেই থাকবেন আর লস করতেই থাকবেন এবং ফোরামে পোস্ট দিবেন আমার করার কিছু না ছিল না নাগো।

rakib.r
2020-03-10, 11:31 PM
লস করা মানে খারাপ লাগবে এটাই স্বাভাবিক ব্যাপার। কিন্তু আসলে আমাদের মাথায় রাখা লাগবে ব্যাবসা মানেই লাভ লস থাকবেই। লস করলে আমরা সবাই অনেক ভেঙ্গে পড়ি , লস রিকভার করতে আবার ট্রেড নিয়ে আবার লস করে ফেলি। আসলে আমাদের লস করার পর মাথা ঠান্ডা করে আগে লসের কারন খুজতে হবে । পরে এনালাইজ করে সেই লস কে রিকভার করার ট্রাই করে যেতে হবে

samun
2020-03-11, 10:16 AM
ট্রেড এ ব্যর্থ হলে সবার আগে প্রয়োজন নিজেকে খুব শক্তভাবে নিজের অবস্থানে থাকা ।কোন ভাবে ভেঙ্গে পড়লে চলবে না।ফরেক্স নিয়ে এনালাইসিস করে,সাথে কি কারনে লস হল তা লেখে রাখুন,ব্যর্থতার গ্লানিকে মুছে ফেলে নিজেকে সাফল্যের দারে পোঁছানোর জন্য পুনরায় ট্রেড করতে থাকুন দেখবেন প্রফিট আসবে।হতাশ হয়ে পরলে হবেনা। বরং চেষ্টা করতে হবে নতুন উদ্দম নিয়ে আবার ট্রেড শুরু করা।।।

SHARIFfx
2020-03-11, 10:53 AM
ট্রেডে সফল না হলে আবার ডিমো ট্রেডিং এ ফিরে জান। কারন আপনার দক্ষতার অভাব রয়েছে। টেকনিক্যাল এনালাইসিস ফান্ডামেন্টাল এনালাইসিস আর সেন্টিমেন্টাল এনালাইসিস শিখে আবার দক্ষ হয়ে আসুন। ভালো কোন ষ্টাজেটি পেলে আবার সেটা প্রয়োগ করে ট্রেড করুন।

Mas26
2020-03-11, 11:46 AM
সহমত। এটাই হওয়া উচিত একজন ট্রেডারের বৈশিষ্ট। কেননা আপনার লসের কারণ অনুসন্ধান না করতে পারলে কোন দিনও এই মার্কেট হতে আর যা হোক প্রফিট বের করতে পারবেন না। শুধু লস করতেই থাকবেন আর লস করতেই থাকবেন এবং ফোরামে পোস্ট দিবেন আমার করার কিছু না ছিল না নাগো।

Suriya Sultana Hira
2020-03-11, 02:07 PM
ট্রেড ওপেন করে লচের সম্মুখীন হলে বা ট্রেডে ব্যর্থ হলে আমাদের কোনোভাবেই ভেঙে পড়লে চলবে না । বরং আমাদের খুঁজে বের করতে হবে যে,,, কোন কারনে আমার ওই ট্রেড লচের সম্মুখীন হলো বা আমি কোন কারনে ট্রেডে ব্যর্থ হলাম সেই কারনগুলা খুঁজে বের করে পরবর্তীতে আমার ট্রেড ওপেন করতে হবে এবং সেই কারনগুলা এড়িয়ে চলার চেষ্টা করতে হবে,,,,, ধন্যবাদ ।

zakia
2020-03-12, 11:10 AM
আমাদের সব সময় মাথায় রাখতে হবে যে ফরেক্স ট্রেডিং হল একটি ব্যবসা । আর যে কোন ব্যবসাতেই সফলতা-ব্যর্থতা থাকবেই এটাই স্বাভাবিক । এক্ষেত্রে ফরেক্স মার্কেটে ও ট্রেড করে ব্যর্থতা আসতেই পারে । কিন্তু ব্যর্থ হলে হতাশ হওয়া যাবে না, ধৈর্য ধারণ করতে হবে । একটা কথা মনে রাখতে হবে যে ধৈর্য ছাড়া কোন ব্যবসাতেই সফল হওয়া সম্ভব নয় । বরং মনে রাখতে হবে ব্যর্থতা হল সফলতার সিঁড়িস্বরূপ । আর ব্যবসার ক্ষেত্রে আপনি ব্যর্থ না হলে কখনোই সফল্ হতে পারবেন না এবং ফরেক্স মার্কেট সম্পর্কে জ্ঞান লাভ ও করতে পারবেন না । তাই ব্যর্থ হলেও ভেঙ্গে না পরে ধৈর্যধারণ করে কাজ করতে হবে এবং সঠিকভাবে বুঝেশুনে ট্রেড করতে হবে ।

SOMARANITHAKUR1995
2020-03-12, 11:18 AM
মনে রাখা উচিত ব্যর্থতাই সফলতার চাবিকাঠি। ট্রেডে ব্যর্থ হয়েছেন সমস্যা নেই। এই ব্যর্থতা থেকে আপনার সফলতা আসবে যদি আপনি ওই ব্যর্থতা থেকে শিক্ষা গ্রহণ করেন। কি কারণে ব্যর্থ হলেন সেই কারণটা যাচাই করুন তাহলে বুঝতে পারবেন এবং এভাবে পরবর্তীতে নিজেকে আরো সতর্ক করতে পারবেন। নিজের মধ্যে সর্তকতা থাকলে সফলতা অবশ্যই আসবে। তাই ব্যর্থ হলে ভেঙে পড়া উচিত নয়। কথায় বলে একবারের বার না পারিলে দেখো শতবার। এভাবে চেষ্টা চালিয়ে যাওয়া উচিত। তবে ব্যর্থতা আরও ব্যর্থতা দিকে আপনাকে এগিয়ে নিয়ে যেতে পারে যদি আপনি ব্যর্থতা থেকে শিক্ষা না গ্রহণ করেন এবং সতর্ক না হন। তাই এ ব্যাপারে অবশ্যই সতর্ক হওয়া উচিত।

Wajih Toushif
2020-03-12, 01:19 PM
ফরক্স এরকম একটা প্ল্যাটফরম যেখানে আপনাকে লস করতেই হবে, কিন্তু এই লস করার মাঝে যে নিজের লস গুলো রিকভার করতে পারবে সেই আসল লাভ করতে পারবে। এর জন্য কিছু কৌশল আছে যা যানা লাগবে এবং ইকনোমি ক্যালেন্ডার দেখে বুঝে ট্রেডিং করে লস কে রিকভার করতে পারলেই ট্রেডিং এ সফলতা অর্জন করা যাবে।

Jid13
2020-03-12, 05:24 PM
আপনার ব্যররথতা আপনাকে একদিন সাফল্যের দুয়ারে পৌছে দিতে পারে।আপনি যদি কোন কাজের ১০০ বার ব্যর্থ হন তাহলে আপনি ঐ কাজে ব্যর্থ হবার ১০০ টা কারন খুজে পাবেন।আপনি যদি ফরেক্স মার্কেতে ট্রেড ওপেন করেন আর ওই ট্রেড এ লস হয় তাহলে ঐ ট্রেডের লসের কারন গুলো খুজে বের করুন যাতে নেক্সটে যেন আর ভুলটা না হয়।

amreta
2020-03-15, 03:20 PM
একটি ট্রেড এ ব্যর্থ হওয়ার পর আসলে আমি নিজেকে প্রস্ন করি কেন ব্যর্থ হলাম। আর এই প্রস্ন থেকে আমি চেষ্টা করি ওই ট্রেড কে বিস্লেশন করার। বিশ্লেষণ করে চেষ্টা করি পরবরতি তে যেন এই ভুল না হয়। আমি ননে করি ভুল থেকে আমাদের শিক্ষা গ্রহন করা উচিত । ভুল কিংবা ব্যর্থতা থাকবেই । তাই বলে হতাশ হয়ে পরলে হবেনা। বরং চেষ্টা করতে হবে নতুন উদ্দম নিয়ে আবার ট্রেড শুরু করা
যদি আমি হরিণে ব্যবসা করতে ব্যর্থ হই এবং আমি প্রচুর ক্ষতির মুখোমুখি হই, তবে আমি বুঝতে পারি যে এটি আমার পক্ষে খুব ভাল হয়েছে কারণ আমি আমার ভুলটি আবার দেখিনি, যা আমাকে হারাতে বাধ্য করে। এবং আমি ডেমো অ্যাকাউন্টে আমার ভুলটি পেতে চেষ্টা করি

Rx100
2020-03-15, 04:30 PM
ফরেক্স মার্কেটে যা ডিপোজিট করে থাকি তাকে যদি আমরা একমাস দ্বারা ভাগ করে ফরেক্স ট্রেডিং করে থাকি এই জন্য ফরেক্স মার্কেটে আমাদের প্রতিদিন টার্গেট নিয়ে ট্রেডিং করতে হবে যাতে ফরেক্স মার্কেটে ট্রেডিং করে যদি লস হয় তার পরে এনালাইসিস করে ফরেক্স ট্রেডিং করতে হবে, তার পরে ফরেক্স মার্কেটে টিকে থাকা যাবে।

Kane
2020-03-15, 04:33 PM
ট্রেডে এখন পর্যন্ত কেউ শতভাগ সফল হয়েছে এই কথা কেউ বলতে পারবে না ৤ তবে আমি জানি যে ফরেক্স মার্কেটে আমরা সাধারণত ব্যার্থতা বলতে বুঝি যে অনেক টাকা লস করা ৤ আসলে যে কেউ টাকা লস করার পর মাথা আর ঠিক থাকে না ৤ কারণ , সবাই ফরেক্স মার্কেটে কাজ করে একমাত্র অনেক বেশি টাকা ইনকাম করার মূল উদ্দেশ্যকে সামনে নিয়েই ৤ তাই আমি বলব যে দিন ট্রেডিং ব্যার্থ হবেন ঠিক সেদিন আপনি ট্রেড হতে বিশ্রাম নিন ৤ এটাই হবে আপনার জন্য সবচেয়ে ভালো পথ ৤ বিশ্রামের

zakia
2020-03-15, 10:25 PM
সফলতা আর ব্যর্থতার সমন্বয়েই সকল কাজ গঠিত । কোন কাজেই ব্যর্থ হলে ভেঙ্গে পরা যাবে না । ব্যবসা মানেই সেখানে লাভ লসের খেলা । যেহেতু ফরেক্স একটি ব্যবসা সেহেতু এখানেও লাভ-লস, সফলতা- ব্যর্থতা থাকবেই কিন্তু সেটা নিয়ে পরে থাকলে ও চলবে না আবার হতাস হলেও চলবে না । কারন আমরা জানি ফেইলিওর ইজ দ্যা পিলার অফ সাকসেস । এজন্য ফরেক্স এর ট্রেড করে ব্যর্থ হলে ধৈর্য ধরতে হবে, কেন ব্যর্থ হচ্ছি সেটা নিয়ে চিন্তা করতে হবে এবং কিভাবে লসটাকে ওভারকাম করা যায় সেটা ভাবতে হবে ।

sofiz
2020-03-15, 10:49 PM
ট্রেডে ব্যর্থ হলে কি জন্যে ব্যর্থ হলেন তার অ্যানালাইজ করুন । ভুল গুলো নোট করে রাখুন । পরবর্তীতে যাতে এই ভূলগুলো না হয় সে দিকে মনোযোগ দিন । কারণ একই ভুল বারবার করতে থাকলে আপনি ব্যর্থ প্রতি বিরক্ত হয়ে ফরেক্স ছেড়েও দিতে পারেন । ভুলগুলো থেকে শিখুন । তারপরও ব্যর্থ হলে ডেমোতে মনোযোগ দিন । ডেমোতে ভাল ফলাফল পেলেই কেবল লাইভ করুন ।

Runil
2020-03-15, 10:52 PM
ফরেক্স মার্কেটে যা ডিপোজিট করে থাকি তাকে যদি আমরা একমাস দ্বারা ভাগ করে ফরেক্স ট্রেডিং করে থাকি এই জন্য ফরেক্স মার্কেটে আমাদের প্রতিদিন টার্গেট নিয়ে ট্রেডিং করতে হবে যাতে ফরেক্স মার্কেটে ট্রেডিং করে যদি লস হয় তার পরে এনালাইসিস করে ফরেক্স ট্রেডিং করতে হবে, তার পরে ফরেক্স মার্কেটে টিকে থাকা যাবে।

forex_fighter
2020-03-15, 10:52 PM
ফরেক্স মার্কেটে ফরেক্স ট্রেডিং করতে গেলে অনেক সময় ট্রেডে লস হয়ে থাকে যা ধরুন আপনার ব্যর্থতা। ব্যর্থ হয়ে মন কারাপ না করে ধ্যের্য্য করে পরের ট্রেডটা সঠিকভাবে করতে চেস্টা চালিয়ে যান দেখবেন পরের ট্রেডে আপনি সফল।

Lubna1212
2020-03-15, 11:07 PM
কেউ বলতে পারে না যে এই অবধি অবধি কেউই এক্সচেঞ্জে কার্যকর ছিল, তবুও আমি বুঝতে পারি যে ফরেক্সে আমরা একটি নিয়ম হিসাবে উপলব্ধি করেছি যে প্রত্যেকে কাজ করে যেহেতু এক টন নগদ উত্তরণ সাধারণত নগদ হ্রাস করার পরে মাথা হয় না? ফরেক্স বিজ্ঞাপনে। আরও নগদ অর্জনের মৌলিক কারণ সহ, আমি বলব যে দিনটি বিনিময় করার অপব্যবহার হবে। কোনও শুরুর পরে পুনঃপ্রকাশিত শক্তির সাথে কাজ করার জন্য বাচ্চাদের জন্য আদর্শতম পথ

KGF3010
2020-03-15, 11:08 PM
ভাই কোন প্রকার চিন্তা করবেন না, সেই সময় মনে করবেন যে এটা আপনার ভালোর জন্যই হয়েছে, এবং এটার দ্বারা হয়তোবা আরও বড় কোন ধরনের বিপদ হতে আপনি বেঁচে গেলেন। তাই এসব চিন্তা-ভাবনা করে নিজেকে এখানে দুর্বল করবেনা বা হতাশ হবেন না। বরং আপনার লসগুলো থেকে আপনাকে প্রকৃত শিক্ষা গ্রহণ করতে হবে এবং সেই শিক্ষাকে দক্ষতা ও অভিজ্ঞতার সাথে এখানে কাজে লাগাতে হবে।

Rion83
2020-03-15, 11:18 PM
ট্রেডে ব্যর্ত হলে অবশ্যই অামরা ধৈর্য্যের সহিত মোকাবিলো করার চেষ্টা করব । যে যত বেশী ধৈর্য্যমীল হতে পারবে সে তত বেশী লাভবান হতে পারবে । অামরা ব্যর্থ হলে অবশ্যই ধৈর্য্যের সহিত কাজ করার চেষ্টা করব তাহলেই অামরা লাভবান হতে পারব । অামরা বেশী বেশী এ্যানালাইসিস করার চেষ্টা করব ।

Fardin02
2020-03-15, 11:23 PM
আপনার ব্যররথতা আপনাকে একদিন সাফল্যের দুয়ারে পৌছে দিতে পারে।আপনি যদি কোন কাজের ১০০ বার ব্যর্থ হন তাহলে আপনি ঐ কাজে ব্যর্থ হবার ১০০ টা কারন খুজে পাবেন।আপনি যদি ফরেক্স মার্কেতে ট্রেড ওপেন করেন আর ওই ট্রেড এ লস হয় তাহলে ঐ ট্রেডের লসের কারন গুলো খুজে বের করুন যাতে নেক্সটে যেন আর ভুলটা না হয়।

Mdsofizuddin
2020-03-29, 11:04 PM
হে ভাই আমি আপনার সাথে সম্পুরন একমত শুধু ফরেক্স না জীবনের সব কাজেই ব্যারথতা এবং সাফল্যা আছে তাই বলে আশা ছেরে দেওয়া উচিত না ফরেক্স মার্কেটে ও লস করলে আপনার লস এর কারন বের করা উচিত এবং প্রতিজ্ঞা করা উচিত আর জেন একি ভুল না হয়

Md.Nasim Uddin
2020-03-29, 11:26 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করে সফলতা অর্জন করা অনেক কঠিন কাজ। এখানে ট্রেড করে সব সময় যে লাভবান হওয়া যাবে সেটা সঠিক নয়। মাঝে মাঝে মার্কেটে ট্রেড করার ফলে লস ও হতে পারে। ট্রেডে লস হলে হতাশ হলে চলবে না। ধৈর্য্য ধারণ করে ডেমো ট্রেড এপ্রেন্টিস এর মাধ্যমেও বাজার এনালাইসিস করে পরবর্তীতে ট্রেডে অংশগ্রহণ করতে হবে। লস হলে ধৈর্য হারালে চলবে না ধৈর্যশীল হয়ে দক্ষতা অর্জন করে আবার মার্কেটে ট্রেড অংশগ্রহণ করতে হবে। তাহলেই ফরেক্স মার্কেট থেকে আবার লাভবান হওয়া সম্ভব।,,,,,ধন্যবাদ।

IFXmehedi
2020-03-30, 01:33 AM
ভাই ১০০% সফল ট্রেড করা তো কারোও পক্ষেই সম্ভব নয় । কিছু কিছু সময়ে আপনি ফরেক্স মার্কেটে যতই আনাল্যসিস করে ট্রেড করুন না কেন আপনার লস হতেই পারে এবং সেটা আপনার মেনে নিতে হবে । আমি মনে করি আপনি যখন কোন ট্রেডে ব্যর্থ হউন তখন আপনার উচিত ট্রেডিং এ একটু বিরতি দেয়া এবং আপনার ভুলটা খুঁজে বের করা এবং এটাই আমার কাছে সবচেয়ে ভালো উপায় বলে মনে হয় ।

SR12
2020-03-30, 02:01 AM
প্রতিটি ট্রেডই পারফেক্ট হবে এমন মনে করা ঠিক নয় মাজে মধ্যে লস হতেই পারে এজন্য ঘাবড়ে না গিয়ে কেন লস করলাম সে বিষয়টার পিছনে একটু এনালাইসিস করলেই পরবর্তীতে লসের পরিমান অনেক কমে আসবে বলেই আমি মনে করি।

Hredy
2020-04-23, 08:25 AM
ট্রেডে এখন পর্যন্ত কেউ শতভাগ সফল হয়েছে এই কথা কেউ বলতে পারবে না ৤ তবে আমি জানি যে ফরেক্স মার্কেটে আমরা সাধারণত ব্যার্থতা বলতে বুঝি যে অনেক টাকা লস করা ৤ আসলে যে কেউ টাকা লস করার পর মাথা আর ঠিক থাকে না ৤ কারণ , সবাই ফরেক্স মার্কেটে কাজ করে একমাত্র অনেক বেশি টাকা ইনকাম করার মূল উদ্দেশ্যকে সামনে নিয়েই ৤ তাই আমি বলব যে দিন ট্রেডিং ব্যার্থ হবেন ঠিক সেদিন আপনি ট্রেড হতে বিশ্রাম নিন ৤ এটাই হবে আপনার জন্য সবচেয়ে ভালো পথ ৤ বিশ্রামের পর নতুন উদ্যমে কাজ শুরু করুন ৤

FREEDOM
2020-06-29, 03:19 PM
একটি ট্রেড এ ব্যর্থ হওয়ার পর আসলে আমি নিজেকে প্রস্ন করি কেন ব্যর্থ হলাম। আর এই প্রস্ন থেকে আমি চেষ্টা করি ওই ট্রেড কে বিস্লেশন করার। বিশ্লেষণ করে চেষ্টা করি পরবরতি তে যেন এই ভুল না হয়। আমি ননে করি ভুল থেকে আমাদের শিক্ষা গ্রহন করা উচিত । ভুল কিংবা ব্যর্থতা থাকবেই । তাই বলে হতাশ হয়ে পরলে হবেনা। বরং চেষ্টা করতে হবে নতুন উদ্দম নিয়ে আবার ট্রেড শুরু করা

আপনাকে সবসময় চেষ্টা করতে হবে যত কম ট্রেড করা যায়। ট্রেডের সংখ্যা যত কম হবে প্রফিট করার পসিবলিটি তত বেশি থাকবে। যেমন আপনি যদি দিনে একটি ট্রেড করেন সেক্ষেত্রে ট্রেড করার আগে অনেক এনালাইসিস করে ট্রেড করতে পারেন আর যদি একাধিক ট্রেড করেন সেক্ষেত্রে খুব বেশি এনালাইসিস করবেন না বলেই মনে করি।
আর যদি একটি বা দুটি ট্রেডে কিছু লস হয় তবে তা পরবর্তীতে পুষিয়ে নেওয়াও সম্ভব হয় আর অধিক ট্রেডের ক্ষেত্রে বেশি লস খেতে হবে যা রিকোভার করা কষ্টকর।

konok
2020-06-29, 07:55 PM
আমার একটি খারাপ অভ্যাস হল ট্রেডে ব্যর্থ হওয়ার সাথে সাথে আবার ট্রেড নেয় । এরকম ক্ষেত্রে বেশিরভাগ সময়ই আবারও লস হয় । তবে ধীরে ধীরে নিজেকে পরিবর্তনের চেষ্টা করছি । জানি এখনও অনেক দূর বাকি তবে আমি পারব ইনশাল্লাহ । তাই চেষ্টা করুন আপনার সমস্যার মূল অনুসন্ধান করতে। ধৈর্য হারাবেন না। সফলতা আসবেই।

muslima
2020-06-30, 01:48 AM
মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি মোকাবেলা করে লস মেনে নিয়ে পুনরায় এনালাইসিস করে ট্রেড ওপেন করলে একাউন্ট জিরো হতো না। মনে রাখবেন আপনার সকল এনালাইসিস ও ট্রেডের জন্য নেয়া সিদ্ধান্ত সবসময় সঠিক হবে না। সব ধরনের পরিস্থিতির জন্য সব সময় নিজেকে প্রস্তুত রাখতে হবে। সবাই ফরেক্স মার্কেটে কাজ করে একমাত্র অনেক বেশি টাকা ইনকাম করার মূল উদ্দেশ্যকে সামনে নিয়েই । তাই আমি বলব যে দিন ট্রেডিং ব্যার্থ হবেন ঠিক সেদিন আপনি ট্রেড হতে বিশ্রাম নিন ।

jimislam
2020-08-14, 04:38 PM
ভাই ট্রেডিং এ ব্যর্থ হলেই যে সব শেষ বিষয়টা কিন্তু তেমন নয় । কোন ট্রেডারই সব সময় ফরেক্স ট্রেডিং থেকে লাভ করতে পারে না । কিন্তু একজন দক্ষ ট্রেডার লস করলেও নিজেকে নিয়ন্ত্রন করে এবং মোটের উপর সে লাভটাকে প্রাধান্য দেয় । তবে ব্যর্থতা আরও ব্যর্থতা দিকে আপনাকে এগিয়ে নিয়ে যেতে পারে যদি আপনি ব্যর্থতা থেকে শিক্ষা না গ্রহণ করেন এবং সতর্ক না হন। তাই এ ব্যাপারে অবশ্যই সতর্ক হওয়া উচিত।

Devdas
2020-08-14, 09:07 PM
আমার মতে আপনি ফরেক্স এ যদি ট্রেড এ ব্যর্থ হন তাহলে ধরে নিবেন যে আপনি এখনো ট্রেড করার উপযুক্ত হন নি। আপনাকে ফরেক্স মার্কেট সম্পর্কে আর অনুশীলন করতে হবে এবং ফরেক্স মার্কেট এ আর বেশী বেশী করে ফরেক্স এ সময় দিয়ে দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করতে হবে। এছাড়া আপনাকে ফরেক্স এ ডেমোতে অনেক প্রাকটিস করে দেখবেন যে আপনার টার্গেট অনুযায়ী ডেমোতে ট্রেড করে প্রফিট করেছেন তখনই আপনি উপযুক্ত হয়ে রিয়েল একউন্ট এ ট্রেড করে ফরেক্স থেকে আয় করতে পারবেন।

ABDUSSALAM2020
2020-08-14, 09:47 PM
ফরেক্স ট্রেড লস হলেও ফরেক্স সাথে থাকবো আর ফরেক্স সাথে যারা আছে তারা খুব কম লোক ব্যাথ হয়েছে তবে বেশি লোক সফল হয়েছে।

milu
2020-08-14, 11:23 PM
ট্রেডে ব্যর্থ হলে হতাশ না হয়ে ধৈর্য সহকারে নিজের ব্যর্থতার কারন খুজে বের করতে হবে। কি কারনে অামি ব্যর্থ হলাম? আমি কি খুব বেশি লোভ করে ফেলেছিলাম? আমার কি আবেগ টা খুব বেশি হয়ে গিয়েছিল? কেননা আমরা যারা ফরেক্স ট্রেডিং করি তারা জানি যে এই মার্কেটে ব্যর্থ হয়ে কেউ যদি হতাশ হয়ে পড়ে তবে সেই হতাশা তাকে নতুন করে লাভ দিবে না।বরং যতবার পড়ে যাব ততবার উঠে দাড়ানোর চেষ্টা করাটাই হল সেরা একটা উপায়।

Md.shohag
2020-08-15, 12:18 AM
ট্রেডে এখন পর্যন্ত কেউ শতভাগ সফল হয়েছে এই কথা কেউ বলতে পারবে না। তবে আমি জানি যে ফরেক্স মার্কেটে আমরা সাধারণত ব্যার্থতা বলতে বুঝি যে অনেক টাকা লস করা। আসলে যে কেউ টাকা লস করার পর মাথা আর ঠিক থাকে না। কারণ , সবাই ফরেক্স মার্কেটে কাজ করে একমাত্র অনেক বেশি টাকা ইনকাম করার মূল উদ্দেশ্যকে সামনে নিয়েই। তাই আমি বলব যে দিন ট্রেডিং ব্যার্থ হবেন ঠিক সেদিন আপনি ট্রেড হতে বিশ্রাম নিন। এটাই হবে আপনার জন্য সবচেয়ে ভালো পথ। বিশ্রামের পর নতুন উদ্যমে কাজ শুরু করুন।

IFXmehedi
2020-08-31, 07:11 PM
ফরেক্স মার্কেটে ফরেক্স ট্রেডিং করতে গেলে অনেক সময় ট্রেডে লস হয়ে থাকে যা ধরুন আপনার ব্যর্থতা। ব্যর্থ হয়ে মন কারাপ না করে ধ্যের্য্য করে পরের ট্রেডটা সঠিকভাবে করতে চেস্টা চালিয়ে যান দেখবেন পরের ট্রেডে আপনি সফল।

ভাই লাভ লস মিলিয়ে ট্রেডিং । ফরেক্স ট্রেডিংয়ের আপনার একসময় লাভ হবে আবার এক সময় লস হবে এটা খুবই স্বাভাবিক । তবে লস হলে হতাশ হবার কিছু নেই । লস হলে আমাদের প্রত্যেকেরই উচিত কেন লস হয়েছে সেটা খুঁজে বের করা । আমরা যদি সেটা খুঁজে বের করে ট্রেডিং করতে পারি তাহলে পরবর্তীতে এই লসের হাত থেকে রক্ষা পাওয়া যাবে । তাই আমাদের উচিত ফরেক্স মার্কেট এ সফলতার জন্য ধৈর্য ধারণ করে থাকা ।

sss21
2020-08-31, 07:17 PM
একটি ট্রেড এ ব্যর্থ হওয়ার পর আসলে আমি নিজেকে প্রস্ন করি কেন ব্যর্থ হলাম। আর এই প্রস্ন থেকে আমি চেষ্টা করি ওই ট্রেড কে বিস্লেশন করার। বিশ্লেষণ করে চেষ্টা করি পরবরতি তে যেন এই ভুল না হয়। আমি ননে করি ভুল থেকে আমাদের শিক্ষা গ্রহন করা উচিত । ভুল কিংবা ব্যর্থতা থাকবেই । তাই বলে হতাশ হয়ে পরলে হবেনা। বরং চেষ্টা করতে হবে নতুন উদ্দম নিয়ে আবার ট্রেড শুরু করা

BangaliBabu
2020-08-31, 07:28 PM
একটি ট্রেড এ ব্যর্থ হওয়ার পর আসলে আমি নিজেকে প্রস্ন করি কেন ব্যর্থ হলাম। আর এই প্রস্ন থেকে আমি চেষ্টা করি ওই ট্রেড কে বিস্লেশন করার। বিশ্লেষণ করে চেষ্টা করি পরবরতি তে যেন এই ভুল না হয়। আমি ননে করি ভুল থেকে আমাদের শিক্ষা গ্রহন করা উচিত । ভুল কিংবা ব্যর্থতা থাকবেই । তাই বলে হতাশ হয়ে পরলে হবেনা। বরং চেষ্টা করতে হবে নতুন উদ্দম নিয়ে আবার ট্রেড শুরু করা

একটি ট্রেডে আপনি যখন ব্যর্থ হচ্ছেন তখন আপনার সাইকোলজি আক্রমণাত্মক হয়ে যায়। যার ফলে আপনি রেভেঞ্জ ট্রেড নেওয়া শুরু করেন যেটা কিনা পূর্ববর্তী ট্রেডে লসের থেকেও বড় লস বা ভুলের দিকে অগ্রসর করবে। সেন্টিমেন্টাল ইস্যু নিয়ে আমাদের শুরুতেই কাজ করা উচিত যাতে পরবর্তীতে ট্রেডিংয়ের সময় সাইকোলজিক্যাল হ্যাম্পার না ঘটে। ওই নির্দিষ্ট ট্রেডে আপনি কি ভুল করেছেন সর্বপ্রথম সেগুলো আপনাকে নোটডাউন করতে হবে। আর নোটটি পরবর্তী ট্রেডে যাওয়ার পূর্বে ভালভাবে পড়ে নিতে হবে। তখন দেখবেন পূর্ববর্তী ভুল আপনি পূনবায় আর করছেন না। আর যদি আপনার সিস্টেম প্রতিনিয়ত লসের দিকে ধাবিত হতে থাকে তাহলে আপনার সিস্টেমের যথেষ্ট আপগ্রেড প্রয়োজন রয়েছে বলে আমি মনে করি। প্রতিনিয়ত লস হতে থাকলে অনির্দিষ্ট কিছু সময়ের জন্য ট্রেডিং থেকে দুরে সরে যান। মনমানষিকতা ঠিকঠাক হলে আবার পূনরায় ট্রেডিং শুরু করুন।

EmonFX
2020-10-01, 11:24 AM
একটি ট্রেড এ ব্যর্থ হওয়ার পর আসলে আমি নিজেকে প্রস্ন করি কেন ব্যর্থ হলাম। আর এই প্রস্ন থেকে আমি চেষ্টা করি ওই ট্রেড কে বিস্লেশন করার। বিশ্লেষণ করে চেষ্টা করি পরবরতি তে যেন এই ভুল না হয়। আমি ননে করি ভুল থেকে আমাদের শিক্ষা গ্রহন করা উচিত । ভুল কিংবা ব্যর্থতা থাকবেই । তাই বলে হতাশ হয়ে পরলে হবেনা। বরং চেষ্টা করতে হবে নতুন উদ্দম নিয়ে আবার ট্রেড শুরু করা

ফরেক্স যেহেতু একটি বিজনেস সেহেতু লাভ-লস থাকরবেই। দু’একটি ট্রেডে আপনি ব্যর্থ হতে পারেন তাই বলে ভেঙ্গে পড়া যাবে না, হতাশ হওয়া যাবে না। একটি ট্রেডে ব্যর্থ হলে বুঝতে হবে আপনার ট্রেডিং সাইক্লোজিতে যথেষ্ঠ ভুল আছে। নিজের ভুল গুলো খুঁজে খুঁজে নোটডাউন করতে হবে। ভুলের কারন অনুসন্ধান করতে হবে। পরবর্তি ট্রেডে যাওয়ার আগে পূর্বতর্তী ভুলের কারন অনু্সন্ধার করে সেই অনুযায়ী সংশোধন আনতে হবে। এতে করে দেখা যাবে পুর্ববর্তী ভূল আর করেছেন না। এর পরেও যদি আপনি প্রতিনিয়ত লস করেন তাহলে বুঝতে হবে আপনার স্ট্রাটেজিতে যথেষ্ঠ ভুল রয়েছে, আপনাকে আরো আপগ্রেড করতে হবে। এরপরে আপনাকে আবার চেস্টা করতে হবে। মনে রাখবেন, আপনি যখন প্রথম হাটা শিখেত শুরু করেছেন বার বার হোচট খেয়ে পড়ে গেছেন, আবার উঠে দাড়িয়েছেন আবার হোচট খেয়েছেন আবার দাড়িয়েছেন। এভাবে করেই আজ আপনি ভালো ভাবে হাটতে শিখেছেন।

Starship
2020-10-03, 11:52 PM
আমরা সবাই জানি ফরেক্স হল একটি আন্তর্জাতিক ঝুঁকিপূর্ণ ব্যবসা। এখানে প্রফিট করা বা আয় করা এতটা সহজ বিষয় নয়। ফরেক্স থেকে আয় করতে হলে পর্যাপ্ত জ্ঞান ও দক্ষতা ব্যতীত কোন সময় সম্ভব হয় না। ট্রেডে ব্যর্থ হওয়া টা একটা স্বাভাবিক বিষয়। ট্রেড করে যদি ট্রেড বিপরীতমুখী অবস্থান করে তাহলে ধৈর্য সহকারে তা মোকাবেলা করতে হবে। চিন্তিত হলে বা ঘাবড়ে গেলে কোন সময় তা আপনার আয়ত্তে আসবে না। নিজের প্রতি আস্তা অধৈর্য রেখে স্বাভাবিক থাকতে হবে। মনে রাখবেন যে অবস্থানে থাকুক তা আগের অবস্থানে ফিরবে। তাই এ বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে হবে, তাহলে আপনি একজন সফল ও ভালো ট্রেডার হতে পারবেন।

mahmudfx84
2020-10-04, 09:21 AM
আমার মতে যেদিন ট্রেডে ব্যর্থ হবেন সেদিন আপাতত নতুন কোন এ্যান্ট্রি না নিয়ে অপেক্ষা করা উচিত এবং সুযোগের সন্ধানে থাকা উচিত। আমি মনে করি জীবনের প্রতিটি ক্ষেত্রেই কখনো কখনো বেশ ভাল সুযোগ আসে যা অন্য সময় পাওয়া যায় না, ঠিক তখনি সুযোগকে কাজে লাগানো বুদ্ধিমানের কাজ। ফরেক্স মার্কেটও তেমনি প্রতিনিয়ত উঠানামা করে , সব সময়ই ট্রেড করতে হবে এমনটি ভাবার কোন কারণ নেই , যখনই নিজের অনুকূলে ১০০% সফল হওয়ার সম্ভাবনা থাকবে ঠিক তখনি ট্রেড করা উচিত। আর অবশ্যই ভূল থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আশা করা যায় এক সময় সফলতা আসতে পারে। ধন্যবাদ।

zakia
2020-10-04, 09:40 AM
ট্রেডে ব্যর্ত হলে অবশ্যই অামরা ধৈর্য্যের সহিত মোকাবিলো করার চেষ্টা করব । যে যত বেশী ধৈর্য্যমীল হতে পারবে সে তত বেশী লাভবান হতে পারবে । অামরা ব্যর্থ হলে অবশ্যই ধৈর্য্যের সহিত কাজ করার চেষ্টা করব তাহলেই অামরা লাভবান হতে পারব । অামরা বেশী বেশী এ্যানালাইসিস করার চেষ্টা করব । তাই আমাদের উচিত ব্যর্থ হলে হতাশ হয়ে মার্কেট থেকে সরে না গিয়ে নতুন উৎসাহ-উদ্দীপনা নিয়ে ট্রেডিং শুরু করা, এবং বিশ্বাস করা যে আমরা যত বেশি ব্যর্থ হব সফলতা আমাদের ততটাই কাছে আসবে।

zakia
2020-10-07, 07:34 PM
ফরেক্সে মারকেট তার নিয়মে চলে আমাদের নিয়মে নয় । যদি তার নিয়ম ধরতে পেরে ট্রেড করা যায় তবে প্রফিট হবেই হবে । তাই লস হলে বুঝতে হবে আমি ভুল করেছি তখন সেই ভুল ধরার চেস্টা করলেই ভুল পাওয়া যাবে । আমার জানা মতে ফরেক্স মার্কেটে মূলত এনালাইসিস তিন ভাগে আছে যেমন ফান্ডামেন্টাল অ্যানালাইসিস টেকনিক্যাল অ্যানালাইসিস সেন্টিমেন্টাল অ্যানালাইসিস।আমি যত টুকু জানি তা হল ফান্ডা ম্যানটাল ও টেকনিক্যাল আনালাইসিস সম্বনয় করে আমরা যে সিদ্ধান্তে উপনিত হই তা হল সেন্টিম্যানটাল আনালাইসিস ।

Fahim420
2020-10-07, 07:55 PM
ফরেক্স ট্রেডিং এ কম বেশী লস হবেই। আর সেই লস কে মেনে নিয়ে যে ট্রেডিং এ টিকে থাকতে পারবে সেই হলো প্রকৃত ট্রেডার। আমরা অনেকেই একটা ট্রেড লস হলে অন্য একটা ট্রেড নেওয়ার জন্য ব্যাস্ত হয়ে যাই আর সেই কারনে তাড়াহুড়োয় আমাদের ট্রেডে লসের সম্মুখীন হতে হয়। তাই ট্রেড নেওয়ার সময় খেয়াল করে ট্রেড নিতে হবে।

AbdulRazak
2020-10-07, 09:28 PM
যদি একদিন এক্সচেঞ্জ নিষ্ক্রিয় হয় তবে সেই দিনের জন্য এক্সচেঞ্জ অবশ্যই থামিয়ে দিতে হবে। আমার কাছাকাছি অর্থ, বোঝা যাচ্ছে যেদিন আপনি বিনিময় করতে অবহেলা করবেন সেদিন আপনার বিনিময় করা উচিত নয়। তখন থেকেই মনের অবস্থা ভয়াবহ, যা কোনও পছন্দকে স্থির করতে ব্যতিক্রমী হয়ে ওঠে এবং মানসিক চাপের কারণে একটি অনুপযুক্ত পছন্দ করা হয়। আমরা একবারে অসংখ্য এক্সচেঞ্জের সংক্ষিপ্ত হয়ে উঠেছিলাম এবং তাড়াতাড়ি বা গুরুতরভাবে পুনরায় আদান প্রদান করি। সত্যি কথা বলতে হবে, এ জাতীয় পছন্দটি আত্ম-ধ্বংসাত্মক। যা কখনই লোভনীয় হতে পারে না।

Fahmida1
2020-10-07, 10:04 PM
যেকোনো ব্যবসায় লাভ লস দুটি থাকে। তবে লস হলে অনেক বিষয়ে শিক্ষা নেওয়া যায়। কেননা কেন লস করলাম বা কিভাবে লস হলো সে সম্পর্কে বার বার এনালাইসিস এর মাধ্যমে আরো বেশি জ্ঞান অর্জিত হয়। কাজেই লস হলে আমরা মনে করি কেনই বা লস করলাম মনে অনেক কষ্ট আসে তবে এই কষ্টকে এড়িয়ে চলতে হবে সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যেতে হবে। তবে ব্যর্থ হওয়া যাবে না। সুতরাং ব্যর্থতার মধ্য দিয়েই সফলতা খুঁজে পাওয়া যায়।

Sid
2020-12-10, 09:31 AM
সহমত। এটাই হওয়া উচিত একজন ট্রেডারের বৈশিষ্ট। কেননা আপনার লসের কারণ অনুসন্ধান না করতে পারলে কোন দিনও এই মার্কেট হতে আর যা হোক প্রফিট বের করতে পারবেন না। শুধু লস করতেই থাকবেন আর লস করতেই থাকবেন এবং ফোরামে পোস্ট দিবেন আমার করার কিছু না ছিল না নাগো।

FRK75
2021-01-23, 10:41 AM
ট্রেডে ব্যর্ত হলে অবশ্যই অামরা ধৈর্য্যের সহিত মোকাবিলো করার চেষ্টা করব । যে যত বেশী ধৈর্য্যমীল হতে পারবে সে তত বেশী লাভবান হতে পারবে । অামরা ব্যর্থ হলে অবশ্যই ধৈর্য্যের সহিত কাজ করার চেষ্টা করব তাহলেই অামরা লাভবান হতে পারব ।পরিবার বন্ধুদের সময় দিন। বাইরে কিছু সময় কাটান। কারন লসের মধ্যে যদি আবার ট্রেড দিতে যান তাহলে সেটিও লস হবার সম্ভবনা থাকবে। তখন শুধু লস আর টেনশনই বাড়বে।

AbdulRazzak
2021-01-23, 04:24 PM
এখন পর্যন্ত, সবাই 100% সফল নয়, তবে এর অর্থ সাধারণত বৈদেশিক মুদ্রার বাজারে ব্যর্থতা। প্রচুর অর্থ হারান। আসলে, টাকা হারানোর পরে, কেউ ঠিক নেই। প্রচুর অর্থোপার্জনের লক্ষ্য নিয়ে, আমি মনে করি লেনদেন ব্যর্থতা, লেনদেন না-করার দিন এবং বাকী দিনগুলির পরে আপনার পক্ষে নতুন উদ্যোগ শুরু করার পক্ষে এটি একটি ভাল উপায়।

Smd
2021-04-14, 07:13 PM
ট্রেডে ব্যর্থ হলে আপনাকে আপনার ভুল খুজে বের করতে হবে। কোথায় আপনি ভুল করলে সেটা যদি না খুজে বের করেন তাহলে দক্ষ হতে পারবেন না। প্রতিটি ট্রেড ট্রেড নেয়ার কারন খুজে বের করুন ।ফরেক্স নিয়ে এনালাইসিস করে,সাথে কি কারনে লস হল তা লেখে রাখুন,ব্যর্থতার গ্লানিকে মুছে ফেলে নিজেকে সাফল্যের দারে পোঁছানোর জন্য তৈরি করতে হবে।

FRK75
2021-09-03, 09:39 AM
ট্রেডে ব্যর্ত হলে অবশ্যই অামরা ধৈর্য্যের সহিত মোকাবিলো করার চেষ্টা করব । যে যত বেশী ধৈর্য্যমীল হতে পারবে সে তত বেশী লাভবান হতে পারবে । অামরা ব্যর্থ হলে অবশ্যই ধৈর্য্যের সহিত কাজ করার চেষ্টা করব তাহলেই অামরা লাভবান হতে পারব । অামরা বেশী বেশী এ্যানালাইসিস করার চেষ্টা করব ।

Smd
2021-12-07, 09:01 AM
যে যত বেশী ধৈর্য্যমীল হতে পারবে সে তত বেশী লাভবান হতে পারবে । আমরা ব্যর্থ হলে অবশ্যই ধৈর্য্যের সহিত কাজ করার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব। এখানে যেমন লাভ হয় তেমনই লসও হয কারণ সবার ট্রেডিং সবার সঠিক ভালো নাও হতে পারে সবার ট্রেডিং প্ল্যান ভালো নাও হতে পারে। অতএব সবাইকে লক্ষ্য রাখতে হবে তাদের ট্রেডিং পরিকল্পনা নিয়ে, যদি পরিকল্পন অনুযায়ী ট্রেড মুনাফা না দেয় বা সব সময় লস হয় তবে পরিকল্পনা অবশ্যই ত্যগ করা উচিৎ ।

FRK75
2022-02-24, 11:45 AM
ট্রেডে ব্যর্ত হলে অবশ্যই অামরা ধৈর্য্যের সহিত মোকাবিলো করার চেষ্টা করব । যে যত বেশী ধৈর্য্যমীল হতে পারবে সে তত বেশী লাভবান হতে পারবে । অামরা ব্যর্থ হলে অবশ্যই ধৈর্য্যের সহিত কাজ করার চেষ্টা করব তাহলেই অামরা লাভবান হতে পারব । অামরা বেশী বেশী এ্যানালাইসিস করার চেষ্টা করব ।

Mas26
2022-07-16, 06:30 PM
ট্রেডে এখন পর্যন্ত কেউ শতভাগ সফল হয়েছে এই কথা কেউ বলতে পারবে না ৤ তবে আমি জানি যে ফরেক্স মার্কেটে আমরা সাধারণত ব্যার্থতা বলতে বুঝি যে অনেক টাকা লস করা ৤ আসলে যে কেউ টাকা লস করার পর মাথা আর ঠিক থাকে না ৤ কারণ , সবাই ফরেক্স মার্কেটে কাজ করে একমাত্র অনেক বেশি টাকা ইনকাম করার মূল উদ্দেশ্যকে সামনে নিয়েই ৤ তাই আমি বলব যে দিন ট্রেডিং ব্যার্থ হবেন ঠিক সেদিন আপনি ট্রেড হতে বিশ্রাম নিন ৤ এটাই হবে আপনার জন্য সবচেয়ে ভালো পথ ৤ বিশ্রামের পর নতুন উদ্যমে কাজ শুরু করুন

FRK75
2023-01-30, 06:36 PM
কোন প্রকার চিন্তা করবেন না, সেই সময় মনে করবেন যে এটা আপনার ভালোর জন্যই হয়েছে, এবং এটার দ্বারা হয়তোবা আরও বড় কোন ধরনের বিপদ হতে আপনি বেঁচে গেলেন। তাই এসব চিন্তা-ভাবনা করে নিজেকে এখানে দুর্বল করবেনা বা হতাশ হবেন না। বরং আপনার লসগুলো থেকে আপনাকে প্রকৃত শিক্ষা গ্রহণ করতে হবে এবং সেই ফরেক্স এ সবাই কম বা বেশি লস করে। ট্রেডে ব্যর্থ হলে আপনাকে আপনার ভুল খুজে বের করতে হবে। কোথায় আপনি ভুল করলে সেটা যদি না খুজে বের করেন তাহলে দক্ষ হতে পারবেন না।
প্রতিটি ট্রেড ট্রেড নেয়ার কারন খুজে বের করুন কেন আপনি ট্রেড নিলেন আর কোতাহ্য টেক প্রফিট ব্যবহার করবেন।শিক্ষাকে দক্ষতা ও অভিজ্ঞতার সাথে এখানে কাজে লাগাতে হবে।ব্যর্থ কেন হলেন সেটা খুঁজে বের করুন তাহলেই সমাধান হবে। কেননা যে কোন কাজেই সফলতা ও ব্যর্থতা দুটোই থাকবে তাই বলে সব সময় যে ব্যর্থ হবেন এমনটা নয়। ব্যর্থ হবার কারণ টি বের করুন এবং সফলতায় ধাবিত হোন। তাহলেই কেবল আপনি মূল লক্ষ্য পৌঁছাতে পারবেন। ফরেক্স ট্রেডিং আসলে সবাই যতোটা সহজ মনে করে বাস্তবে ততটা সহজ নয়। তাই সকল প্রকার ব্যর্থতা বিদায় দিয়ে সফলতা আনতে হবে এটাই হলো একজন দক্ষ ট্রেডারের মূল উদ্দেশ্য হওয়া প্রয়োজন।

Mas26
2023-09-16, 07:57 PM
ট্রেডে এখন পর্যন্ত কেউ শতভাগ সফল হয়েছে এই কথা কেউ বলতে পারবে না। তবে আমি জানি যে ফরেক্স মার্কেটে আমরা সাধারণত ব্যার্থতা বলতে বুঝি যে অনেক টাকা লস করা আসলে যে কেউ টাকা লস করার পর মাথা আর ঠিক থাকে না। কারণ , সবাই ফরেক্স মার্কেটে কাজ করে একমাত্র অনেক বেশি টাকা ইনকাম করার মূল উদ্দেশ্যকে সামনে নিয়েই তাই আমি বলব যে দিন ট্রেডিং ব্যার্থ হবেন ঠিক সেদিন আপনি ট্রেড হতে বিশ্রাম নিন।এটাই হবে আপনার জন্য সবচেয়ে ভালো পথ বিশ্রামের পর নতুন উদ্যমে কাজ শুরু করুন।