PDA

View Full Version : স্টপ লসের বিকল্প নেই



zobairi007bd
2015-12-26, 03:37 PM
স্টপ লসের বিকল্প নেই একসময় স্টপ লস না দেওয়া দেখবেন লস ১০০-২০০ডলার (যদি পযাপ্ত থাকে) শূণ্য হয়ে যাবে। আমার মতে ৬০-৭০ পিপস স্টপ লস দেওয়া উচিত কারণ মার্কেট ১০-১৫ পিপস আপডাউন কওে, আর যদি ৭০-৮০ পিপস নেমে যায় তা উঠা অনেক দিনের ব্যাপার।
লাভ লস দুই যমজ ভাই।
1971

hasan019
2015-12-26, 03:49 PM
আমি স্টপ লস না দিয়া অনেক ভুল করলাম আসলে রাতে ঘুমাতে গেছি রতে আর দেখি নাই জানি যে ট্রেড তা লসে আছে কাল সকাল হলে আবার থিক হয়ে যাবে কিন্তু না আরো বিপরীতে গেল আমার ট্রেড এমন আবস্তায় গেলাম যে আমি নতুন ট্রেড ওপেন করতে পারছি না। এখন সব সময় এতা ইউজ করি।

basaki
2015-12-28, 08:49 PM
হা ভাই ফরেক্স মার্কেট করতে হলে একজন ট্রেডারকে অবশ্যই স্টপ লস এবং টেইক প্রফিট সম্পর্কে ভাল ধারনা রাখা উচিৎ। কেননা স্টপ লস ব্যবহার করলে একজন ন্ট্রেডারের অনাকানকিত লস হতে রক্ষা পাওয়া যাবে। তাই স্টপ লসের কোন বিকল্প নেই।

Marufa
2015-12-28, 09:28 PM
স্টপলস ব্যবহার না করলে শতভাগ গ্যারান্টি একাউন্ট টিকবে না । তবে একটি লজিক্যাল স্টপলস ব্যবহার করা উচিত । যদি একটি লজিক্যাল স্টপলস ব্যবহার করা যায় তবে লস হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে । তাই লজিক্যাল স্টপলস ব্যবহার করতে হবে ।

HKProduction
2015-12-30, 02:48 PM
আমরা যদি ১৫ ই জানুয়ারী ’ ২০১৫ এর দিকে তাকাই তাহলে কিন্তু স্টপ লসের প্রয়োজনীয়তা কি তা ভালভাবে বুঝতে পারি। তাই আমাদের উচিত আমাদের প্রতিটি ট্রেডেই স্টপ লস ব্যবহার করা। এটি আমাদের মূলধনকে বড় ধরনের লোকসান হতে রক্ষা করতে পারে।

MotinFX
2015-12-30, 10:40 PM
স্টপ লসের বিকল্প নেই আমি আপনার সাথে একমত কারন ফরেক্স মার্কেটে টিকে থাকে থাকতে হলে সব নিয়ম মেনে চলতে হবে এখানে একটা নিয়মের মধ্যে ব্যর্থয় ঘটলে অনেক সমস্যা হয়।

maziz6989
2015-12-30, 11:16 PM
স্টপ লস ছাড়া ট্রেড আর ব্রেক ছাড়া গাড়ি একই সমান। তাই যারা ট্রেড করেন চেষ্টা করুন স্টপলস সহযোগে ট্রেড করার কেননা আপনার/আমার ব্যলান্সে এত পরিমাণ ডলার থাকে না যে মার্কেট যতটুকুই যাক কিন্তু আমার একাউন্ট জিরো হবে না। তাই সবাইকে বলব দরকার পড়ে তো একশত পিপ স্টপলস দেন কিন্তু স্টপ লস দেন।

Rahat015
2015-12-31, 09:37 AM
স্টপ লস আর টেইক প্রফীট না দেওয়া টা বোকামী ছাড়া আর কিছুইনা বলে আমি মনে করি। এর গুরুত্ব আপনি তখন বুজবেন যখন স্টপ ক্স না দেওয়ার কারনে আপনার একাউন্ট মোটামোতি শোনয় হোয়ার পথে থাকবে।তাই ট্রেড বসানোর আগে ট্রেডের লসের পরিমাণটা হিসাব করা অধিক জরুরী এবং সে অনুযায়ী স্টপ লস বসানো উচিত।যা আপনাকে সহজে প্রটেক্ট করবে।

HKProduction
2016-01-04, 02:29 PM
আপনার পোস্টটি শ্রেষ্ঠ পোস্ট। কেননা স্টপ লস না দিলে আমাদের জীবন থেকে ফরেক্স যে কোন সময়ে স্টপ হয়ে যেতে পারে। তাই অন্তত টিকে থাকার জন্য হলেও আমাদের সবাইকে রিয়েল ট্রেডে বাধ্যতা মূলক মনে করে প্রতিটি ট্রেডে স্টপ লস ব্যবহার করা উচিত।

ShariyarSojib
2016-01-05, 01:27 AM
কিন্তু বড় বড় এক্সপার্ট ট্রেডাররা স্টপ লস ব্যাবহার করতে নিষেধ করেছেন।কারন মার্কেটে সবসময় মুভমেন্ট হয় তাই ধোর্য ধরে সঠিক পজিশনে ট্রেড ওপেন এবং ক্লোজ করা উচিত

Audhidul
2016-01-07, 01:30 PM
স্টপ লস ছাড়া ট্রেড হচ্ছে রিকসে ট্রেড করা। যদি ইহার সঠিক ইউস না করেন ,তাহলে একাউন্ট শূন্য হতে দেরি হবে না।তাই ট্রেডের আগে- ট্রেডের লসের পরিমাণটা হিসাব করা দরকার।স্টপ লস না দিলে আমাদের আশা থেকে ফরেক্স স্টপ হয়ে যেতে পারে

Sahed
2016-01-22, 09:53 AM
ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য স্টপ লস অত্যান্ত জরুরী । আমাদের মত ক্ষুদ্র ট্রেডাররা স্টপ লস ব্যবহার না করলে ব্যালেন্স শূন্য হতে সময় লাগবে না । মার্কেট এ্যনালাইসিস করে, মার্কেটের মুভমেন্ট দেখে ট্রেড ওপেন করতে হবে এবং ট্রেড ওপেন করার সাথে সাথে একটি পরিকল্পিত লজিকাল স্টপ লস ব্যবহার কারতে হবে ।

Md Akter Hossain
2016-01-23, 04:07 PM
আমিও আপনার সাথে সহমত প্রকাশ করছি এই জন্যে যে আমি অনেক বড় ধরনের লস করে ছিলাম স্টপ লস ব্যবহার না করার না কারণে । সেই থেকে নিয়মিত ভাবে স্টপ লস ব্যবহার করি । অনেকে দেখি আবার স্টপ লস ব্যবহার করতে পছন্দ করেন না। এটা তাদের স্ট্যাটেজি হবে হয় তো ।

Realifat
2016-01-23, 07:09 PM
হ্যা, স্টপলস খুবই গুরুত্বপূর্ণ। কারন স্টপলস ছাড়া ট্রেড করলে অধিকাংশ সময় অনেক লস হয়ে যেতে পারে। কারন কোনো ট্রেডারের দ্বারাই সবসময়ই মার্কেটে অ্যাকটিভ থাকা সম্ভব না। এজন্য প্রতিটি ট্রেডের জন্যই স্টপলস নির্ধারন করা ভালো। তাছাড়াও আমার তো মনে হয় যদি মানি ম্যানেজমেন্ট অনুসরন করতে হয় তবে অবশ্যই স্টপলস প্রয়োজন।

sharifulbaf
2016-01-25, 06:56 AM
ফরেক্স মার্কেট এ ট্রেডিং করার সময় অনেক ফরেক্স ট্রেডার স্টপ লস ব্যাবহার করে না,কিন্তু যখন আমাদের হাতে ট্রেডিং করার সময় থাকেনা,বা আমরা এমন এক জায়গাতে আছি সেখানে ট্রেডিং করার কিছু নেই,বা ঘুমিয়ে পড়েছি,যদি মার্কেট এর মুভমেন্ট বড় ধরনের হয়,সে সময় বেশি লস যাতে না হয় সে জন্য স্ট প লস ব্যাবহার করতে হয়।

real80
2016-02-10, 11:23 PM
ফরেক্স মার্কেটে ট্রেডিং শুরু করার আগেই একজন ট্রেদারের উচিত স্টপ লস ও টেক প্রফিট সম্পরকে ভাল ভাবে জ্ঞান অর্জন করা। কারন ফরেক্স মার্কেটের প্রতিটি ট্রেডের জন্য স্টপ লস অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। স্টপ লস না মেনে ট্রেড করা কখনই একজন দক্ষ ট্রেডারের লক্ষন হতে পারে না। স্টপ লস না মেনে ট্রেড করা মানে হল বোকামি করা। স্টপ লস না মেনে ট্রেড করতে থাকলে নিজের একাউন্টের ডিপোজিট জিরো হতে বেশিদিন লাগবে না।

maziz6989
2016-02-11, 09:18 PM
এর কথা আপনি আর কি বলবেন। আমরা যখন ফোরামে লেখালেখি করি তখন দুনিয়ার সব কিছুই বুঝি আর যখনই ট্রেড করার জন্য চার্টের সামনে বসি তখনই সব কিছু ভূলে উল্টা পাল্টা জায়গায় ট্রেড করি এবং সব শেষে বলি ফরেক্স ফালতু স্বপ্ন বাজি ইত্যদি ইত্যদি। তাই আমি বলব সঠিক ভাবে সব কিছু করার চেষ্টা করেণ।

abdulguffer
2016-02-11, 09:32 PM
আপনি স্টপ লস ব্যবহার করেন না ! আপনার পকেট খালি হওয়ার সময় এসেছে, শুধুমাত্র এই স্টপ লস ব্যবহার না করার জন্য অধিকাংশ ট্রেডার তাদের মুলধন হারিয়ে পথের ফকির হয়

Fxaziz
2016-02-12, 03:06 PM
হ্যাঁ ভাই ফরেক্স মার্কেট এ ট্রেড করে আয় করতে হলে স্টপ লস ব্যবহার করতে হবে।না হয় ফরেক্স মার্কেট এ টিকে থাকা জাবেনা।আমি ফরেক্স মার্কেট এ একমাসে আমার সব পুঁজি হারিয়ে পেল্লাম।তার একমাত্র কারন হচ্ছে আমি ফরেক্স মার্কেট এ ট্রেড করার সময় স্টপ লস ব্যবহার করিনি।তাই আমি মনে করি ফরেক্স মার্কেট এ ট্রেড করার সময় যদি আমরা স্টপ লস ব্যাবহার না করি তাহলে আমরা ফরেক্স মার্কেট এ টিকে থাকতে পারবো না।তাই স্টপ লস ব্যবহার করে ট্রেড করুন।

RUBEL MIAH
2016-02-21, 10:03 PM
স্টপ লসের সত্যিই কোন বিকল্প নেই । কারণ এই স্টপ লস যারা ব্যবহার করবে তারা অবশ্যই জীবনে উন্নতি করতে পারবে । সুতরাং আমরা সব সময় এই ব্যবসা করার জন্য স্টপ লস ব্যবহার করব যাতে করে জীবনে উন্নতি করতে পারি ।

fatemaakhter
2016-02-22, 11:44 AM
ফরেক্স ট্রেড করতে হলে একজন সুদক্ষ ট্রেডার হতে হলে আপনাকে ট্রেড নিয়ে প্রথমেই ট্রেডের স্টপ লস এবং টেইক প্রফিট ব্যবহার করতে হবে।নাহলে যে কোন সময় আপনার ট্রেডের বড় ধরনের ক্ষতি হতে পারে। তাই আমিও স্টপ লস এবং টেইক প্রফিট ব্যবহার করি। এক কথায় স্টপ লস আমাদের ব্যালেন্সকে জিরো হওয়া থেকে রক্ষা করে ।

yasir arafat
2016-04-01, 12:52 PM
স্টপ লস ছাড়া ট্রেড করাটাই হচ্ছে বড় বোকামি।আপনি যদি এটার সঠিক ব্যবহার না করেন ,তাহলে আপনার একাউন্ট জিরো হতে আর দেরি হবেনা।তাই ট্রেড বসানোর আগে ট্রেডের লসের পরিমাণটা হিসাব করা অধিক জরুরী এবং সে অনুযায়ী স্টপ লস বসানো উচিত।যা আপনাকে সহজে প্রটেক্ট করবে।

dwipFX
2016-08-08, 08:15 PM
ফরেক্স মার্কেটে স্টপ লস ব্যাবহার করতে হলে আপনাকে সেটা সম্পর্কে বেশি করে পড়তে হবে কারন অনেক সময় আমরা না বুঝে স্টপ লস ব্যাবহার করি আর মার্কেট সেখান থেকে পিরে আসে তাই আমাদের কে স্টপ লস বাবহার করতে হবে বুজে শুনে।

md mehedi hasan
2016-11-30, 03:08 PM
ফরেক্স মার্কেটের ট্রেড করা শুরু থেকেই আমি টেকপ্রফিট ও স্টপলস মার্জিন ব্যবহার করে আসছি।প্রথমের দিকে আমি একটি ট্রেড ওপেন করলে ৫০ থেকে ৪০ পিপস স্টপ লস দিতাম।কিন্তু দেখা যেত ৪০ থেকে৫০ পিপস লস হয়ে মার্কেট আমার পক্ষে যেত।এতে আমি লস করতাম।এখন প্রায় ১০০পিপস স্টপলস দিই।

Lipu
2016-12-09, 01:36 PM
ফরেক্স মাকেট থেকে আপন যদি লাভ বা টিকে থাকতে চাই তবে আপনি বলব স্টপ লসের বিকল্প নেই| আপনার একাউন্ট জিরো না করতে সাহায্য করবে ফরেক্স মাকেটে আপনার সচেতন হবার জন্য মনে করি স্টপ লস সেট করে দিতে হবে |

nbfx
2016-12-13, 09:20 PM
আমার কাছে স্টপলসের বিকল্প আছে। আমি মেজর সিগন্যাল দেখে ট্রেড করি তাই স্টপলসের দরকার পরে না। মেজর সিগন্যাল হলো ৪ঘন্টা ও ডেইলি চার্ট এর সমন্বিত ট্রেডিং কৌশল।আপনি যে ইন্ডিকেটর ব্যবহার করুন না কেন টাইমফ্রেম ৪ঘন্টা ও ডেইলি চার্ট ব্যবহার করতে হবে।

riponinsta
2016-12-31, 12:52 PM
আমিও মনে করি ফরেক্স মার্কেট এ স্টপ লসের বিকল্প নেই কারন আপনি স্টপ লস ছাড়া টেড করলে আপনি লাভ করতে পারবেন আর আপনি একবার ধরা খেলে আপনার অ্যাকাউন্ট ০ হইয়ে জাইতে পারে । তাই আমি মনে করি স্টপ লস ব্যবহার করা বেস্ট আর আপনি যদি মনে করেন আপনি মেনুয়াল স্টপ লস ব্যবহার করবেন তা হলে নিউজ এর সময় অনেক মুভ করলে আপনি টেড বন্ধ করার আগে অনেক লস হইয়ে যাবে ।

Eefatali
2017-01-24, 05:36 PM
ফরেক্স ট্রেডিং মার্কেটে স্টপলস ব্যবহার করে ট্রেড না করার বিকল্প কিছু নেই।কেননা স্টপলস ব্যবহার না করলে একটা ট্রেডেই আপনার পর্যাপ্ত ব্যালেন্সও জিরো হতে পারে।আর ফরেক্সের মতো মার্কেটে একটকটা ট্রেডে সব ব্যালেন্স জিরো করলে লসকে রিকভারি করা সম্ভব হয়না।তাই স্টপলস ব্যবহারের বিকল্প কিছু নেই।

amdad123
2017-01-30, 11:34 PM
স্টপ লস ব্যবহার করা ফরেক্স ট্রেডিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ন একটি বিষয়। স্টপ লস হচ্ছে মার্কেটে টিকে থাকার বা একাউন্ট জিরো করার হাত থেকে রক্ষা করার একটি রক্ষনাত্বক উপায়। স্টপ লস ব্যবহার না করে ট্রেড করলে ট্রেডে অনেক বড় ধরনেস লস হয়ে যায় আর এটি ব্যবহার করলে নির্দিষ্ট একটি পরিমান লসে ট্রেড অটোমেটিক বন্ধ হয়ে যায়। তাই ফরেক্স মার্কেটে সফলতার সহিত টিকে থাকার জন্য স্টপ লস ব্যবহার করা অনেক জরুরী বা এর কোন বিকল্প নেই।

nbfx
2017-02-11, 07:22 PM
স্টপলসের বিকল্প আছে:-
ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে স্টপলস ও টেকপ্রফিট এর ব্যবহার অপরিহার্য । আমরা স্টপলস ব্যবহার করে থাকি মূলধনের নিরাপত্তার জন্য।মানি ম্যানেজমেন্ট মেনার জন্য। অনেক সময় দেখা যায় মার্কেট প্রাইস টেকপ্রফিটে হিস না করে স্টপলসে হিট করে পূর্বের অবস্থায় ফিরে আসে। তখন অনেক খারাপ লাগে।এমনটা ঘটে দুটি কারনে (১) মার্কেট প্রাইসের গতি সম্পর্কে স্বচ্ছ ধারনা ছিল না।
(২) সঠিকভাবে স্টপলস সেট করা হয় নাই।(সাপোর্ট এবং রেসিট্যান্স খেয়াল করা হয় নাই।
মার্কেট প্রাইস যদি উদ্ধমুখি থাকে । তখন একটানা ঊঠে না কিছু বিপরীত দিকে নেমে এসে আবার উঠা শুরু করে এটাকে রিট্রেসম্যান্ট বলে। এধরনের কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার আছে যা আয়ত্ব করতে পারলে আর স্টপলস ব্যবহার করতে হয় না। ভালভাবে ফরেক্স শিখুন স্টপলস ব্যবহার করতে হবে না। আমি স্টপলস ছাড়া ট্রেড করে থাকি। আপনিও পারবেন।

instasaiful
2017-02-11, 10:39 PM
কথাটি আসলে সে রকম কিছু নয়। স্টপ লসেরও প্রয়োজন আছে আবার তার প্রয়োজন খুব একটা নাইও।সবদিক বিচার বিশ্লেষন করে ট্রেড দিতে পারলে অধিকাংশ ক্ষেত্রে স্টপ লসের প্রয়োজন হয় না। তবে ঝুকি মুক্ত থাকতে বা সর্বদা মার্কেটে থাকতে না পারলে তা ব্যাবহার করাই ভাল বলে আমি মনে করি।

Rana2017
2017-02-13, 12:44 AM
ফরেক্সে ট্রেড করতে গেলে লস হবেই। কারণ, যেখানে লাভ আছে লস সেখানে আসবেই। আর স্টপলস হচ্ছে লস মিনিমাইজের একটা মোক্ষম হাতিয়ার। পৃথিবীর বেশিরভাগ ট্রেডারের একাউন্ট জিরো হয় এই স্টপলস ব্যবহার না করার কারণে। স্টপলস ব্যবহারে একদিকে যেমন লস কমানো যায়, অন্যদিকে একাউন্ট জিরো হওয়ার হাত থেকে বাঁচানো যায়। তাই সবারই স্টপলস ব্যবহার করা উচিত।

RUBEL MIAH
2017-02-28, 07:21 AM
আমরা ফরেক্স মার্কেটে যখনই ট্রেড করব তখনই আমরা স্টপ লস নামক ইন্ডিকেটরটি ব্যবহার কর নেব । আমরা লোভ বেশী করব না । যে ট্রেডার স্টপ লস ব্যবহার করবে সে কখনোই সমস্যায় পড়বে না । আমরা ধৈর্য্যের সহিত কাজ করে যাব তাহলেই আমরা লাভবান হতে পারব । আমরা কখনোই এ্যানালাইসিস ছাড়া মার্কেটে ট্রেড করব না তাহলেই আমরা লসে পড়ব না ।

monorom
2017-03-18, 04:45 PM
ফরেক্স মার্কেট এ স্টপ লস একটি অনেক উপকারি দিক । আপনি এই স্টপ লস ব্যাবহার করে আপনার অধিক লস এর হাত থেকে রক্ষা পেতে পারেন । আপনি একটি ট্রেড ওপেন করে যদি কোন নির্দিষ্ট পরিমাণ যায়গায় স্টপ লস দিয়ে থাকেন তাহলে আপনার ঐ পরিমাণ লস নিয়ে ট্রেডটি বন্ধ হয়ে যাবে আর যদি স্টপ লস না দেয়া থাকে তাহলে আপনার অনেক বেশি লস হতে পারে তাই আমাদের সকলের ট্রেডিং এর ক্ষেত্রে স্টপ লস ব্যাবহার করা উচিত ।

shohanjacksion
2017-03-18, 06:28 PM
স্টপ লস সঠিকভাবে সঠিক স্থানে বসানো অবশ্যই শিখতে হবে। বেশিরভাগ ট্রেডারই স্টপ লস ব্যবহার করেন না এবং বেশিরভাগ ট্রেডারই অভিজ্ঞ না। অর্থাৎ অল্প সময় লেখাপড়া করে কোটি টাকা বেতন চায়। আর তাই স্টপ লস ব্যবহার করেন না অথ্বা সঠিকভাবে স্টপলস ব্যবহার করতে পারেন না। মানি ম্যানেজমেন্ট না করতে পারাও লসের আরেকটি প্রধান কারন।

Momen
2017-03-21, 05:10 PM
ফরেক্স মার্কেট একজন সফল ট্রেডার হতে হলে এবং ট্রেডিং এ সফলতা পেতে চাইলে আপনাকে অবশ্যই স্টপ লস ব্যবহার করতে হবে। আপনি যদি স্টপ লস ব্যতিত ট্রেড করে থাকেন তাহলে কখনও ঐ ট্রেড নিয়ে টেনশন ফ্রী থাকতে পারবেন না। আর, সেই সাথে মার্কেট এর মুভমেন্ট এর ফলে আপনার একাউন্ট যেকোন সময় শূন্য হয়ে যেতে পারে। তাই ট্রেড ওপেন করার আগে অবশ্যই স্টপ লস সেট করুন।

Md Masud
2017-03-21, 07:04 PM
অামরা স্টপ লস সব ট্রেড ব্যবহার করব । যে যত বেশী স্টপ লস ব্যবহার করবে সে তত বেশী লাভবান হতে পারবে । স্টপ লস প্রত্যেক ট্রেডারের জন্য প্রয়োজন । অামরা স্টপ লস ছাড়া কোন কিছুই চিন্তা করব না । তাহলেই অামরা অার লসে পড়ব না । কাজেই অামরা ভুল করব না ।

Mamun13
2017-03-23, 09:18 PM
স্টপ লস সেট করে রাখলে আপনার অনুপস্হিতিতেই স্বয়ংক্রীয় ভাবে ওপেনিং ট্রেড ক্লোজ হয়ে যাবে৷যে পরিমাণ লস দিতে চাইবেন ঠিক সেই পরিমাণেই লস নিয়ে ওপেনিং ট্রেড ক্লোজ হয়ে যাবে৷এতে কিন্তু অনেক সুবিধা আছে৷ যেমন আপনার সম্পূর্ণ ব্যালেন্স বা পুজিঁ একেবারেই শুন্য হয়ে যাবেনা৷কিছু লস হওয়ার পর বাকি পুজিঁ দিয়ে পুণরায় ট্রেড শুরু করতে পারবেন৷এজন্য স্টপ লস অবশ্যই ব্যাবহার করা প্রয়োজন হয়৷

Grimm
2018-01-29, 04:25 PM
আপনি একদম ঠিককথা বলেছেন, এই বাজারে টিকে থাকতে হলে স্টপলসের বিকল্প নেই। আমার দেখামতে অনেক ট্রেডার আছেন যারা স্টপলস না ব্যবহার করাতে তাদের সব মুলধন ক্ষতি করে দিয়েছেন। আমিও বেশ কয়েকবার এর শিকার হয়েছি। তাই বর্তমানে আমি স্টপলস ছাড়া বাজারে প্রবেশ করি না। আর যদি করিও তখন আমি আমার লট সাইজ অনেক ছোট করে দেই যাতে আমি অনেক পিপস পর্যন্ত বাজারে থাকতে পারি।

SUROZ Islam
2019-08-01, 05:42 PM
টেকনিক্যাল এনালাইসিস এর মাধ্যমে আমাদের উচিত ঝুঁকি ও প্রাপ্তির পরিমাপগুলু নির্ধারন করা। ঝুঁকির পরিমাণ ঠিক করে ট্রেড নিলে মার্কেট এর অপ্রত্যাশিত গতিবিধি থেকে নিজের মুলধন কে রক্ষা করা যায়। যদি কেউ স্টপ লস এর ব্যাবহার না করে তার মানে হল সে টেকনিক্যাল এনালাইসিস এর সবচেয়ে বড় যে অস্র তার ব্যবহার ই করল না।
আমরা অনেক সময় ট্রেড নিয়ে নেই আর স্টপ এর ব্যবহার করি আর ভাবি "কেন স্টপ এর ব্যবহার করব মার্কেট আর কত টুকু যাবে,এতে আমার একাউন্ট এর তেমন কিছুই হবে না" এ ভাবেই আমরা আশায় আশায় আমাদের লসের ট্রেডগুলু কে বাড়তে দেই।
দুটি বিষয় মনে রাখতে হবে:- ১। যত বড় ট্রেন্ড ই হোক না কেন, তার শুরু কিন্তু হয় ছোট মুব থেকে ই :, এবং ২। মার্কেট এ আশার কোন জায়গা নেই, মার্কেট তার নিজের গতিতে ই চলবে, আমার আপনার ট্রেড বা ভাবনা এর দিক বিবেচনা না করেই।
আপনার সারাজীবন এর সঞ্চয় ও যদি চলে যায় এতে মার্কেট এর কিছু ই এসে যাবে না। একটা ভুল হওয়ার চেয়ে অধিকতর খারাপ হল ভুল এর মধ্যে থাকা। আপনার ধারনা হেরে যাক, কিন্তু আপনার টাকা হারাতে দিয়েন না। আপনার ভূল আপনি যত দ্রুত ধরতে পারবেন ততই আপনার একাউন্ট ব্যালান্স নিরাপদ থাকবে। আপনার ভূল কে স্টপ আউট হতে দেন, একাউন্ট কে নয়। বিলিওনিয়ার ইনভেস্টার ওয়ারেন বাফেট এর দুটি মুলনীতি:- ১। মূলধন সংরক্ষণ এবং ২। এক নাম্বার নিয়মটি ভূলা যাবে না।
স্টপ লস হল এক নাম্বার নিয়মটির সমার্থক। আপনার কাছে থাকা অর্থের পরিমাণ সীমিত, এর সার্বোচ্চ ব্যাবহার করতে হবে, যদি মার্কেট আপনার ট্রেড এর বিপরীতে যায় তাহলে এই ট্রেড ক্লোজ করে দিয়ে অন্য আরেকটি ভালো ট্রেড এর সুযোগ খুঁজবেন। স্টপ লস কে আপনার ব্যাবসা এর খরচ মনে করুন।
যে ট্রেডগুলু আপনি নেন প্রতিটিই একটি যুদ্ধের সাথে তুলনা করা যায় এবং আপনাকে ও তাই করতে হবে যা মহান সেনাপ্রধান দের করতে হত অস্থায়ী প্রশ্চাদপসরন । সেনাপ্রধান এর লক্ষ্য হল তার সৈন্য এবং যুদ্ধের উপকরণ রক্ষা করা। আর আপনার রক্ষা করতে হবে মুলধন এবং মনের সমতা। একটি যুদ্ধে জয়ী হতে হলে আপনাকে কিছু লড়াই এ হারতে ও হতে পারে। জাপানীসরা বলে, " একটি স্যালমন মাছ ধরতে গেলে বড়শি হারাতে হতে পারে." হতে পারে পরর্বতী বড়শি দিয়ে আপনি আপনার কাংখিত পূরষ্কার পেতে পারেন।

Rokibul7
2019-08-12, 02:26 AM
আমি আওনাদের মাঝে নতুন,এসটপ লস মানে কিছুটা বুঝলাম।তাই আমি যখন টেড করবো তখন এসটপ লস এর দিকে খেয়াল রাখব।আমনাদের মতামতগুলো আমাকে অনেক হেল্প করে।সবাইকে ধন্যবাদ নানান ভাবে এসটপ লস উপস্থাপন করার জন্য

amreta
2020-01-25, 12:02 PM
হ্যালো প্রিয় আমি আপনার ফলাফলগুলি দেখে আমার সত্যই হতবাক হয়ে গেছে আমার দৃষ্টিতে এটি দুর্দান্ত আমি আপনার নিয়মগুলি মাইচার্ট জবগুলিতে প্রয়োগ করব এবং ইউএসডি সিএইচএফ সত্যিই দুর্দান্ত জব করেছেন আপনি খুব দক্ষতার সাথে ডলার সিএইচএফের সাথে কাজ করেছেন এবং ফরেক্সের এই ক্ষেত্রে এটি সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয় আপনি কীভাবে এই কাজটি করেন তা কীভাবে করা যায় তা ফরেক্সের মূল বিষয়

FREEDOM
2020-04-21, 09:15 PM
স্টপ লসের বিকল্প নেই একসময় স্টপ লস না দেওয়া দেখবেন লস ১০০-২০০ডলার (যদি পযাপ্ত থাকে) শূণ্য হয়ে যাবে। আমার মতে ৬০-৭০ পিপস স্টপ লস দেওয়া উচিত কারণ মার্কেট ১০-১৫ পিপস আপডাউন কওে, আর যদি ৭০-৮০ পিপস নেমে যায় তা উঠা অনেক দিনের ব্যাপার।
লাভ লস দুই যমজ ভাই।
1971

আমার কাছে যদি জিজ্ঞেস করা হয় ফরেক্স মার্কেট সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোনটি তবে আমি বলবো মানি ম্যানেজমেন্ট ও স্টপলস। স্টপলস বলার কারন হলো আমি আমার একাউন্ট কয়েকবার হারিয়েচি শুধু স্টপলস ব্যাবহার না করার কারনে। যদি আমি প্রথমদিকে স্টপলস সম্পর্কে ভালো ধারনা নিতে পারতাম তাহলে হয়তো এতো বেশি লসে আমাকে পড়তে হতো না। এখন আমি সাধারনত সব ট্রেডের ক্ষেত্রেই স্টপলস ও টেকপ্রফিট সেট করে থাকি, স্টপলস সাধারনত ৫০ থেকে ৬০ পিপসই দিয়ে থাকি।

forex_fighter
2020-04-25, 08:04 PM
ফরেক্স ট্রেড করতে হলে একজন সুদক্ষ ট্রেডার হতে হলে আপনাকে ট্রেড নিয়ে প্রথমেই ট্রেডের স্টপ লস এবং টেইক প্রফিট ব্যবহার করতে হবে।নাহলে যে কোন সময় আপনার ট্রেডের বড় ধরনের ক্ষতি হতে পারে। তাই আমিও স্টপ লস এবং টেইক প্রফিট ব্যবহার করি। এক কথায় স্টপ লস আমাদের ব্যালেন্সকে জিরো হওয়া থেকে রক্ষা করে ।

SHARIFfx
2020-04-25, 08:22 PM
আমারা জানি ফরেক্স মারকেটে পরিবর্তন শীল। তাই এটি যে কোনো সময়ে পরিবর্তন হয়ে অন্য রুপ নিতে পারে। তাই আমাদের কে পুজি রক্ষার জন্য স্টোপ লস ইউজ করতে হবে। এক কথায় বলতে গেলে স্টোপ লস এর বিকল্প নাই। তবে খেয়াল রাখতে হবে ট্রেড যেনো এন্ট্রি থেকে হয়। কারন সঠিক মাপ-কাঠি ছাড়া ট্রেড করলে স্টোপ লস হিট বেশি করবে।

FX7
2020-04-25, 08:45 PM
স্টপ লস আপনাকে আপনার ট্রেডের অতিরিক্ত লস থেকে মুক্ত রাখবে যেমন stop-loss সম্পর্কে আপনাদের সবারই তো অভিজ্ঞতা আছে যে তোমরা সবাই ফরেক্স ট্রেডার নতুন আর কিছু বলতে চাই না তবে সকল দক্ষ ট্রেডার স্টপ লস টিপি এগুলোর ব্যবহার করে তাদের ট্রেড পরিচালনা করে এগুলো আপনার অ্যাকাউন্ট কে জিরো হতে রক্ষা করবে

Md.shohag
2020-12-03, 06:21 PM
স্টপ লস আর টেইক প্রফীট না দেওয়া টা বোকামী ছাড়া আর কিছুইনা বলে আমি মনে করি। এর গুরুত্ব আপনি তখন বুজবেন যখন স্টপ ক্স না দেওয়ার কারনে আপনার একাউন্ট মোটামোতি শোনয় হোয়ার পথে থাকবে।তাই ট্রেড বসানোর আগে ট্রেডের লসের পরিমাণটা হিসাব করা অধিক জরুরী এবং সে অনুযায়ী স্টপ লস বসানো উচিত।যা আপনাকে সহজে প্রটেক্ট করবে।

TanjirKhandokar1994
2020-12-07, 10:39 PM
আসলে এক্ষেত্রে আমি মনে করি ফরেক্স ট্রেডিং সম্পর্কে ভালো করে জেনে এবং মার্কেট সম্পর্কে ভালো ধারনা নিয়ে এবং মানিম্যানেজমেন্ট অনুযায়ী ট্রেড করতে পারলে সব সময় স্টপ লস ব্যবহার করার প্রয়োজন নেই। তবে আপনি যদি ফরেক্স ট্রেডিং এ একেবারে অদক্ষ ও নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে স্টপ লস ব্যবহার করে ট্রেড করা ভালো। অনেক সময় দেখা যায় আপনি স্টপ লস ব্যবহার করে ট্রেড গুলো করলে আর আপনার ট্রেড গুলো ওই সেটআপ করা স্টপ লসের কাছে গিয়ে আবার অন্য দিকে মুভ করলো সেক্ষেত্রে আপনি আপনার মূলধন হারালেন কিন্তু যদি আপনি স্টপ লস ব্যবহার না করতেন সেক্ষেত্রে আপনি লাভ করতে পারতেন। তাই সবসময় স্টপ লস ব্যবহার করা ভালো না বলেই আমি মনে করি।

EmonFX
2021-01-02, 05:08 PM
স্টপ লসের বিকল্প নেই একসময় স্টপ লস না দেওয়া দেখবেন লস ১০০-২০০ডলার (যদি পযাপ্ত থাকে) শূণ্য হয়ে যাবে। আমার মতে ৬০-৭০ পিপস স্টপ লস দেওয়া উচিত কারণ মার্কেট ১০-১৫ পিপস আপডাউন কওে, আর যদি ৭০-৮০ পিপস নেমে যায় তা উঠা অনেক দিনের ব্যাপার।
লাভ লস দুই যমজ ভাই।
1971

ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে স্টপ লসের গুরুত্ব অপরিসীম, বিশেষ করে আমাদের মতো নতুন ট্রেডারদের জন্য। ব্যালেন্স জিরো হওয়া থেকে বাঁচাতে পারে একমাত্র স্টপ লস। স্টপ লসে কিছু অপকারিতা থাকলেও আমি উপকারিতাকেই বড় করে দেখবো, বিশেষ করে নতুন ট্রেডারদেন জন্য। নতুন ট্রেডাররা প্রথম দিকে বুঝতে পারেনা যে মার্কেট নিচের দিকে নামবে নাকি উপরের দিকে উঠবে। আর বুঝতে পারলেও ঠিক কতোটা নামেতে পারে সেটা বুঝতে পারেনা। তাই মার্কেট নামতে নামতে ব্যালেন্স একেবারে শুন্য হয়ে যেতে পারে। সেক্ষেত্রে স্টপ লস ব্যবহার করলে অন্তত ব্যালেন্স শুন্য হওয়া থেকে বেচে যাওয়া যাবে।

এমনকি অভিজ্ঞ ট্রেডাররাও যতই এনালাইসিস করে ট্রেড নেন না কেন সব সময় এনালাইসিস সঠিক রেজাল্ট দেয় না। সব ধরনের এনালাইসিস করে আপনার কাছে পজিটিভ মনে হলেও অনেক সময় মার্কেট আপনার বিপরীত দিকে যেতে পারে। এরকম ঘটনা বিশ্বের বড় বড় এনালিস্টের ক্ষেত্রেও হতে পারে। তাই আমি মনে করি আমাদের মূলধন সুরক্ষার জন্য ট্রেড নেয়ার সময় আমাদের স্টপ লস ব্যবহার করা উচিৎ।

AbdulRazzak
2021-01-26, 05:49 PM
ব্রেক-লস ট্রেডিং ব্রেক ছাড়া একটি গাড়ির মতো। তাই ব্যবসায়ীরা পণ্য বাণিজ্য করার চেষ্টা করে কারণ আমার কাছে বাজারে যাওয়ার মতো পর্যাপ্ত ডলার নেই / তবে আমার অ্যাকাউন্টটি শূন্য হবে না। সুতরাং আমি প্রত্যেককে বলব প্রয়োজনে প্রয়োজনে একশ পাইপ স্টপ দিতে তবে স্টপ-লোকস দিতে।