PDA

View Full Version : ওভার ট্রেডিং এর পরিনাম



uzzalbd
2015-12-28, 08:40 AM
আমার মতে যখন একটা ট্রেডে লস হয় সাথে সাথে আবার ট্রেড করা উচিত নয়। কারন আমি কিছুদিন আগে usd/cad পেয়ার একটা সেল দেই। দেখলাম আমার স্টপ্ লস টা নিয়ে নিলো। তাই আবার একটা বাই দিলাম। দেখলাম সেটিও স্টপ লস নিল। তার মানে আমার ওভার ট্রডে আমি বেশি লস খেলাম।

sharifulbaf
2015-12-28, 10:43 AM
ফরেক্স মার্কেটে আমরা ট্রেডিং করে প্রফিট করি কিন্তু আমরা অনেক সময় আমাদের টার্গেট পুর্ন হবার পরে অনেক সময় ঝুকি নিয়ে অভার ট্রেড করে থাকি,কিন্তু এই অভার ট্রেডিং করি মুলত লোভের বসবতি হয়ে,তাই ফরেক্স মার্কেট এ ব্যাবসা করতে হলে অভার ট্রেডিং পরিহার করে ট্রেড করা।

monorom
2015-12-28, 11:49 AM
ফরেক্স মার্কেট ওভার ট্রেডিং লস এর একটি বিশেষ কারন । ওভার ট্রেডিং করার ফলে ফরেক্স আমরা অনেক লস এর সম্মুখীন হয় । আমরা একটি ট্রেড এ লস করলে সাথে সাথে কোন এনালাইসিস ছাড়া অনেক ট্রেড ওপেন করি এটি আমাদের একটি বড় ভুল । তাই ফরেক্স ট্রেডিং এ আবেগ ত্যাগ করতে হবে । আপনি আবেগ ত্যাগ করতে না পারলে আপনার ওভার ট্রেডিং হবেই তাই আবেগকে ত্যাগ করি এবং ওভার ট্রেডিং না করি ।

Marufa
2015-12-28, 06:55 PM
ওভার ট্রেডিং একটি মারাত্মক ভুল । আমি অনেক বড় বড় ট্রেডারকে দেখেছি ওভার ট্রেডিং করতে । ওভার ট্রেডিং এর ফলাফল কখনওই ভাল হয় না । তাই যতটা পারা যায় কম ট্রেড করতে হবে । আমি খুবই কম ট্রেড করি ।

HKProduction
2015-12-28, 07:13 PM
আপনি যা করেছেন তাকে ওভার ট্রেড বলে না। এটা আপনার একটি ইচ্ছাকৃত ট্রেড যার অর্থ আপনি নিজেও জানেন না। একে সহজ ভাষায় বলে না বুঝে ট্রেড করা। আপনার সেল এবং বাই দুটোই যদি স্টপ লস হিট করে তাহলে আপনার মার্কেট রেঞ্জ কোথায় ? সাপোর্ট কোথায়, রেসিস্টেন্স কোথায় ? এবার হয়তো বলবেন কপালের দোষ, নয়তো ফরেক্সের চৌদ্দ গোষ্ঠীর শ্রাদ্ধ করবেন। এটাই কি ট্রেডের নিয়ম ?

AbuRaihan
2015-12-28, 07:45 PM
প্রকৃত অর্থে আপনি যে ট্রেডগুলো ইউএসডি/কেড পেয়রে দিয়েছেন তাকে আমি ওভার ট্রেড বলবনা ৤ কারণ ওভার ট্রেড বলা হয় যখন কোন ট্রেডার তার একাউন্ট ব্যালেন্স সম্পর্কে খেয়াল না করেই কিংবা কত পরিমাণ মার্জিন লেভেল আছে কিংবা রিস্ক ম্যানেমেন্ট এবং মানি ম্যানেজমেন্ট এর মত বিষয়গুলোকে কোনরুপ পাত্তা না দিয়ে শুুধুই ট্রেড করে যায় তাকে বলা হয় ওভার ট্রেডিং ৤ কিন্ত আপনি যেটা করেছেন সেটা হল খামখেয়ালি ট্রেডিং ,যেটাও একধরনের ক্ষতিকর পর্যায়ের ৤

maziz6989
2015-12-28, 08:39 PM
আসলে ওভার ট্রেডিং এমন একটা *বিষয় যা সাধারণ ট্রেডার বুঝতেও পারে না যে ওভার ট্রেড করছে। শুধু ভাবে এখান থেকেই মার্কেট ঘুরে যাবে বা পড়ে যাবে। ফলাফল একাউন্ট জিরো। তাই আমার মনে হয় যারা নতুন ট্রেডার তারা এই বিশেষ সমস্যা থেকে কম করে হলেও দূরে থাকার চেষ্টা করুন।

basaki
2015-12-28, 09:21 PM
ফরেক্স মার্কেট যারা করে তাদের কমন একটি রোগ হচ্ছে অভার ট্রেডিং করা। যে রোগটি আমার মধ্য মাঝে মাঝে পরিলক্ষিত হয়। তবে যারা অভার ট্রেডিং কন্টোল করতে পরে তারাই ফরেক্স মার্কেট থেকে প্রতিনিয়ত লাভ করে যায়।

RUBEL MIAH
2016-02-05, 09:57 PM
কখনো আমরা ওভার ট্রেডিং করব না । ওভার ট্রেডিং করে কোন ট্রেডার কোনদিনও সফলকাম হতে পারেনি । সুতরাং আমরা সব সময় এই ব্যবসা করার জন্য ধৈর্য্য ধারণ করার চেষ্টা করব তাহলে সফলকাম হতে পারব ।

MotinFX
2016-02-06, 12:33 PM
ফরেক্স মার্কেটে আমাদের মারাত্মক বাইরাস হল অভার ট্রেডিং। আমাদের কে অভার ট্রেডিং থেকে দুরে থাকতে হবে কারন আমার প্রধান লস হয়েছে অবার ট্রেড করার জন্য। তাই আমদের কে ট্রেড করা আগে ভাল করে এনালাইসিস করতে হবে তাহরে এই মার্কেট থেকে সুফল পাব।

md mehedi hasan
2016-02-06, 12:43 PM
ফরেক্স মার্কেটে ওভার ট্রেডিং করা অত্যান্ত খারাপ একটি অভ্যাস।বেশি ভাগ ট্রেডার লস খেলে লস তারাতারি রিকোভার করার জন্য বা অতিরক্ত লাভের আশায় লোভে পরে অভার ট্রেডিং করে থাকে।যার ফলে অতিরক্ত লাভের আশায় লস খেয়ে থাকে।কিন্তু একটা কথা তারা কখোনো ভাবেনা যে ফরেক্স মার্কেটে সুযোগ বারবার আসে।বিধায় অতিরক্ত ওভার ট্রেডিং না করে এবং লোভকে সংযুতো করে ভালো সময়ের জন্য অপেক্ষা করা।

younus
2016-02-06, 12:54 PM
ওভার ট্রেডিং করা ঠিক না ।

MotinFX
2016-02-07, 08:31 AM
ভাই আপনি আমার জন্য সুন্দর একটি কথা বলেছেন যারা অভার ট্রেডিং কন্ট্রোল করতে পারে তারা এই মার্কেটে সফল হতে পারবে। আমার প্রধান কারন হল অভার ট্রেডিং যার সমস্যা থেকে আমি পরিত্রান পাচ্ছি না। আপনপদের কাছে জানতে আমি সাপ্তাহে কয়টা ট্রেড অপেন করলে সফল হব।

razu777
2016-02-07, 09:39 AM
আমার মনে হয় ফরেক্স মার্কেটে আমরা ট্রেডিং করে প্রফিট করি কিন্তু আমরা অনেক সময় আমাদের টার্গেট পুর্ন হবার পরে অনেক সময় ঝুকি নিয়ে অভার ট্রেড করে থাকি,কিন্তু এই অভার ট্রেডিং করি মুলত লোভের বসবতি হয়ে,তাই ফরেক্স মার্কেট এ ব্যাবসা করতে হলে অভার ট্রেডিং পরিহার করে ট্রেড করা।

Realifat
2016-02-27, 07:11 AM
আমি আপনার সাথে একমত পোষন করলাম। ফরেক্সে বহুল প্রচলিত লসের কারনের মধ্যে প্রধান একটা কারন হচ্ছে ওভারট্রেডিং।একটা ট্রেডের পরপরই আরেকটি ট্রেড অথবা একসাথে অনেক ট্রেডড করাই হচ্ছে ওভারট্ররডিং।এভাবে বেশি বেশু ট্রেড করার কারনে সঠিক অ্যানালাইসিস সম্ভব হয়না বলে স্বাভাবিকভাবেই লস হয়ে থাকে।তাই লস কমিয়ে আনতে হলে ওভারট্রেডিং প্রতিরোধ করে ট্ররড করার চেষ্টা করতে হবে।

Md Akter Hossain
2016-02-27, 12:56 PM
ওভার ট্রেডিং বা অতিরিক্ত ট্রেডিং ফরেক্স এর জন্য ভালো নয় । আপনি মার্কেট থেকে জোর করে কখনই ভালো প্রফিট করতে পারবেন না । আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি আমি যখনই ওভার ট্রেডিং করতে গেছি ততবারই লস করতে হয়েছে । তাই এই ধরনের মানসিকতা পরিহার করতে হবে ।

yasir arafat
2016-04-02, 04:28 PM
ফরেক্স দিন রাত খুলা থাকলেও আপনি এখান থেকে যখন তখন আয় করতে পারবেন না এবং ইচ্ছামত ট্রেডও ওপেন করতে পারবেন না।এতে করে আপনি আপনার একাউন্ট জিরো করে বসবেন।এগুলোর জন্য আমাদের প্রয়োজন সঠিক অ্যানালাইসিস এবং ইন্ডিকেটর।যা আপনাকে ট্রেড ধরতে সাহায্য করবে।সেজন্য ওভার ট্রেডিং থেকে দূরে থাকুন।

hkabirshas
2016-04-02, 06:54 PM
ফরেক্সে ট্রেডারগণ যে সব করেন সেসব কারণের মধ্যে একটা কারণ হলো ওভার ট্রেড করা। একটা ট্রেডে ভুল বাই অথবা সেল করার কারণে লস করার কারণে ভালভাবে মার্কেট এনালাইসিস না করে আবার একটি নতুন ট্রেড চালু করলাম অথবা এই ট্রেড চালু থাকাবস্থায়ই অন্য একটি পেয়ারে আর একটি নতুন ট্রেড ওপেন করলাম এই হলো ওভার ট্রেড। এই ওভার ট্রেডের কারণে ট্রেডার তার নিজস্ব মানি ম্যানেজম্যান্ট থেকে বিচ্যুত হয়ে যায়। সবসময় সফলভাবে ফরেক্সে টিকে থাকার জন্য ওভার ট্রেড না করাই উত্তম।

zahidhasan141
2016-04-02, 06:55 PM
এই অভার ট্রেডিং করি মুলত লোভের বসবতি হয়ে। একে সহজ ভাষায় বলে না বুঝে ট্রেড করা। ওভার ট্রেডিং করে কোন ট্রেডার কোনদিনও সফলকাম হতে পারেনি ।

Tazul Islam
2016-04-02, 09:17 PM
ওভার ট্রেড কখনোই ঠিক নয়। মার্কেট এর মুভমেন্ট বুজতে না পারোল সেই পেয়ার বাদ দিয়ে অন্য পেয়ারে ট্রেড করা ভাল । একটা পেয়ারে সেল দিয়ে খানিক পরে আবার বাই সেটাও আবার একটু পরে বিপরীত মুখি এসব ই হচ্ছে ওভার ট্রেড ।আমরা ওভার ট্রেড করা থেকে দুরে থাকার চেষ্টা করব।

Badiul
2016-04-03, 04:21 PM
অতিরিক্ত কোন কিছুই ভাল না ফরেক্স মার্কেট আমরা অনেকে লোভের বসে অভার ট্রেডিং করে থাকি এতে করে এতে আমাদের লসের খাতা টাই ভারি হয়।আমি ও ফরেক্স মার্কেট অভার ট্রেডিং করে অনেক বার লস করেছি মার্কেট অনেক ডাউন হয়ে গেসে এখন মনে হয় আবার আপ হবে এই ভেবে আমি অনেক বার ট্রেড করেছি কিন্তু একবার ও সফল হইনাই লস টাই বেশি হইছে তাই আমাদের অভার ট্রেডিং বর্জন করা দরকার।

basaki
2016-04-03, 05:16 PM
ফরেক্স মার্কেটে থেকে আপনার একাউন্ট যদি জিরু হয় তবে আম মনে করি সেটার একটি মাত্র কারন বেশি থাকে সেটা হচ্ছে ফরেক্স মার্কেটে অভার ট্রেড কারন আপনি যখনেই অভার ট্রেড করতে জাবেন আর তখনেই আপনার লোভের করনে আপনার একাউন্ট জিরু হয়ে যাবে কখন আপনি নিজেই বুঝবেন না।

Md. Tariqul Islam
2016-04-03, 07:45 PM
কাথায় আছে না লোভে পাপ, আর পাপে মৃত্যু। তেমনি ফরেক্স অভার ট্রেডিং হলা লোভে লস আর লসে ফকির। ভাই আমার পরামর্শ অতিরিক্ত কোন কিছুই ভালো না। সেটা ট্রেডিং হোক বা টেন্ডার হোক অল্পকেতে যারা খুশি থাকে। তারই অনেক ভালো থাকে। তাই আমি মনে করি অবার ট্রেডিং না করাই ভালো

khanam.rabeya272
2016-04-03, 09:45 PM
আমাদের একটি ট্রেড এ লস করার পর সাথে সাথে আর একটি ট্রেড ওপেন করা উচিত নয়.কারণ আমরা ঐসময় লস উত্তোলন এর মনোভাবে থাকি যা আমাদের উপর এক প্রকার চাপ এর সৃষ্টি করে যে আমাদের লস উত্তোলন করতেই হবে.যার ফলে আমরা চাপে পরে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি.তাই বরং এই ওভার ট্রেড না করে ট্রেড বিশ্লেষণ করে সময় নিয়ে মার্কেট এর ভালো অবস্থান এ ট্রেড নেয়া উচিত.

Md Masud
2017-05-26, 09:33 AM
আমরা অনেক সময় আমাদের টার্গেট পুর্ন হবার পরে অনেক সময় ঝুকি নিয়ে অভার ট্রেড করে থাকি,কিন্তু এই অভার ট্রেডিং করি মুলত লোভের বসবতি হয়ে । আমদের কে ট্রেড করা আগে ভাল করে এনালাইসিস করতে হবে তাহরে এই মার্কেট থেকে সুফল পাব । আমরা সব সময় এই ব্যবসা করার জন্য ধৈর্য্য ধারণ করার চেষ্টা করব তাহলে সফলকাম হতে পারব ।

nahida
2017-10-30, 11:19 AM
ফরেক্স মার্কেটে ওভার ট্রেডিং করা অত্যান্ত খারাপ একটি অভ্যাস।বেশি ভাগ ট্রেডার লস খেলে লস তারাতারি রিকোভার করার জন্য বা অতিরক্ত লাভের আশায় লোভে পরে অভার ট্রেডিং করে থাকে।যার ফলে অতিরক্ত লাভের আশায় লস খেয়ে থাকে।কিন্তু একটা কথা তারা কখোনো ভাবেনা যে ফরেক্স মার্কেটে সুযোগ বারবার আসে।বিধায় অতিরক্ত ওভার ট্রেডিং না করে এবং লোভকে সংযুতো করে ভালো সময়ের জন্য অপেক্ষা করা।

riponinsta
2017-10-30, 02:57 PM
অনেক বেশি ট্রেড করাকে ফরেক্স মার্কেট এ ওভার ট্রেডিং বলে আমার মতে ওভার ট্রেড করে আপনি যদি ভাল লাভ করতে পারেন তা হলে ভাল আর আপনি যদি ওভার ট্রেড করে লস করতে থাকেন তাহলে ভাল না আমার কাছে আরও মনে হয় নতুনদের জন্য ওভার ট্রেড করা ভাল না কারন ফরেক্স মার্কেট এ অনেক কিছু বুঝতে অনেক সময় লাগে তাই লস হতে পারে

Mahidul84
2017-10-30, 08:56 PM
আমি মনে করি কোন ট্রেডারই ফরেক্স মার্কেটে ওভার ট্রেড করে সফলতা অর্জন করতে পারবে না। কারণ ওভার ট্রেড কখনও আপনাকে সঠিক ফল দিতে পারবে না। তার অন্যতম কারণ হচ্ছে আপনি যদি ফরেক্স মার্কেটে একটি ট্রেড ওপেন করে লস খেয়ে থাকেন এবং তার বিপরীতে সেই লস কভার করার জন্যই আরো একটি ট্রেড ওপেন করেন তাহলে হয়তো দেখা যাবে দুটো ট্রেডই আপনার বিপরীত দিকে চলে গেছে তাহলে আপনি আরোও বেশি লস খেতে পারেন। এজন্য কোন ট্রেড লস হলে সেটা ক্লোজ করে দেওয়াটা সবচেয়ে উত্তম ওভার ট্রেড ওপেন করার চেয়ে। বরং আপনি ঐ ট্রেডটি ক্লোজ করে পরে আরও একটা নতুট ট্রেড ওপেন করতে পারেন তাতে কোন সমস্যা হবে না। সাধারণত আমরা বেশির ভাগ ওভার ট্রেড ওপেন করে থাকি বেশি লাভের আশায় আর সেই আশাটাই কাল হয়ে যায় একজন ট্রেডারের জন্য তাই আমি বলতে চাই ওভার কোন কিছুই ভাল হয় না ঠিক তেমনি ওভার ট্রেডও ট্রেডারের কাছে ভাল হবে না বরং লস এনে দিতে পারে।

Mamun13
2017-10-30, 09:15 PM
ওভারট্রেডিং হচ্ছে একটি সাংঘাতিক বদ-অভ্যাস৷বিশেষ করে নতুন ট্রেডারগণ লোভে পড়ে এই ওভারট্রেড করে করে লস ডেকে আনেন৷এই ওভারট্রেডের কারনেই নতুনদের ব্যালেন্স প্রায়ই শুন্য হয়ে যায়৷এজন্যই সঠিকভাবে মানি মেনেজমেন্ট ফলো করে ট্রেড করতে হয়৷ওভারট্রেডের মূল কারন হচ্ছে অনবিজ্ঞতা ও লোভ৷

H M R Al Amin
2017-10-30, 09:40 PM
ওভর ট্রেডিং যে ক্যানসারটি আমার মধ্য মাঝে মাঝে পরিলক্ষিত হয় । ওভার ট্রেডিং করে কোন ট্রেডার কোনদিনও সফলকাম হতে পারেনি আর আমিও তা পারবো না আমি জানি কিস্তু কেন যেনো শয়তান আমাদেরকে গুডি চালে ফেলে দেয় । আমরা সব সময় এই ব্যবসা করার জন্য ধৈর্য্য ধারণ করার চেষ্টা করব তাহলে সফলকাম হতে পারব তাই আমি বলবো ওভার ট্রেডিং থেকে আমাদের দুরে থাকতে হবে ।

01797733223
2017-12-26, 06:55 PM
ভাই এখানে ফরেক্স মার্কেটে ওভার ট্রেডিং হচ্ছে পজিশন না পাওয়া সত্তেও বেশি পরিমানে রেনডোমলী ট্রেড করা। এখন মনে করেন যে মার্কেটটা প্রচুর ভলেটাইল আপনি যদি এখানে বাই ট্রেড অথবা সেল যাই দেননা কেন আপনি ধরা খাবেন ঐ পজিশনগুলোতে মোটেই ট্রেডে যাওয়া উচিত না। এখানে আপনাকে অনেক ঠান্ডা মাথায় ট্রেড করতে হবে। সুতরাং যে কোন ফরেক্স ট্রেডারকে ওভার ট্রেডিং থেকে সবসময় বিরত থাকা উচিত তানাহলে যে কোন সময়ে বিপদে পড়তে হবে।

expkhaled
2017-12-27, 12:30 PM
ফরেক্স এ টিকে থাকতে হলে ওভার ট্রেড করা একদমই ঠিক নয়। যদি আপনার এমাউন্ট এর উপর বিবেচনা করে ট্রেড করেন তাহলে আপনি ওভার ট্রেড করা থেকে বিরত থাকবেন। আর ওভার ট্রেড করলে আপনার যে শুধু লস করছেন তা নয় স্প্রেড একটি বিশেষ লস যেটা সব সময় প্রতিটি ট্রেড এর সাথে কেটে নেওয়া। তাই ভাল ভাবে এনলাইসিস করে সঠিক সিগন্যাল এর সাথে দুএকটি ট্রেড নিবেন লং টাইমের জন্য দেখবেন লাভের মুখ দেখতে পাবেন। আর কিছু লাভ না করতে পারলে ট্রেডার হিসাবে টিকতেও পারবেন না।

Md_MhorroM
2018-11-29, 09:39 PM
আমি মনে করি ফরেক্স মার্কেটে ওভার ট্রেডিং করা অত্যান্ত খারাপ একটি অভ্যাস।বেশি ভাগ ট্রেডার লস খেলে লস তারাতারি রিকোভার করার জন্য বা অতিরক্ত লাভের আশায় লোভে পরে অভার ট্রেডিং করে থাকে।যার ফলে অতিরক্ত লাভের আশায় লস খেয়ে থাকে।কিন্তু একটা কথা তারা কখোনো ভাবেনা যে ফরেক্স মার্কেটে সুযোগ বারবার আসে।বিধায় অতিরক্ত ওভার ট্রেডিং না করে এবং লোভকে সংযত করে ভালো সময়ের জন্য অপেক্ষা করা।

Mahidul84
2018-12-03, 07:23 PM
কোন কিছুতেই ওভার করা কখনই ভাল লক্ষণ নয়। ঠিক তেমনিই ফরেক্স মার্কেটের ক্ষেত্রেও ওভার ট্রেড করতে গেলে আপনি কখনও সফলভাবে ট্রেডিং কৌশল পরিচালনা করতে পারবেন না। কারণ ঝুকি নিয়ে কেউ কোন দিন মাথা ঠান্ডা রেখে সঠিক পদ্ধতি অবলম্বন করতে পারবে না বরং উল্টো প্রতিক্রিয়া ঘটতে পারে। এজন্য আমি বলব আগে মার্কেট সম্পর্কে দক্ষতা অর্জন করুন তারপর ঠান্ডা মাথায় কাজ করার মত মন মানসিকতা তৈরি করুন। তাহলে অবশ্যই সফল হতে পারবেন।

Panna1989
2018-12-04, 05:14 PM
ফরেক্সে বহুল প্রচলিত লসের কারনের মধ্যে প্রধান একটা কারন হচ্ছে ওভারট্রেডিং।একটা ট্রেডের পরপরই আরেকটি ট্রেড অথবা একসাথে অনেক ট্রেডড করাই হচ্ছে ওভারট্ররডিং।এভাব বেশি বেশু ট্রেড করার কারনে সঠিক অ্যানালাইসিস সম্ভব হয়না বলে স্বাভাবিকভাবেই লস হয়ে থাকে।তাই লস কমিয়ে আনতে হলে ওভারট্রেডিং প্রতিরোধ করে ট্ররড করার চেষ্টা করতে হবে।

marjahan
2018-12-15, 07:50 PM
ওভার ট্রেডিং বা অতিরিক্ত ট্রেডিং ফরেক্স এর জন্য ভালো নয় । আপনি মার্কেট থেকে জোর করে কখনই ভালো প্রফিট করতে পারবেন না । আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি আমি যখনই ওভার ট্রেডিং করতে গেছি ততবারই লস করতে হয়েছে । তাই এই ধরনের মানসিকতা পরিহার করতে হবে ।

SHARIFfx
2018-12-15, 07:58 PM
ওভার ট্রেডিং এর রেজাল্ট বা পরিনাম একটাই শূন্য। কারন আপনার উচিত মানিমেনেজম্যান্ট করে ট্রেড নেওয়া আর আপনি সেটা না করে ট্রেড এর ভলিয়াম বাড়িয়ে দিচ্ছেন বেশি লাভের আশায় অথবা রিকভারি করার চিন্তা এর ফলে মার্কেট আপনার বিপরিতে গেলে লস নিশ্চিত। তাই আজ থেকে ওভার ট্রেড এর চিন্তা বাদ দিয়ে অল্প ট্রেডে প্রফিট বের করে আনার চিন্তা করেন।

TanjirKhandokar1994
2019-03-09, 11:31 PM
আমরা সকলেই জানি যে অতিরিক্ত কোন কিছুই ভালো নয়। অতিরিক্ত কোন কিছু করলপ সেটার ফলাফল কখনোই ভালো হয়না। আর ফরেক্স ট্রেডিং এও ঠিক তেমনি আপনি যদি ওভার ট্রেড করেন তাহলে সেটা ভালো হবেনা বরং খারাপ হবে। ফরেক্স মার্কেট ওভার ট্রেডিং লস এর একটি বিশেষ কারন । ওভার ট্রেডিং করার ফলে ফরেক্সে আমরা অনেক লস এর সম্মুখীন হই । আমরা একটি ট্রেড এ লস করলে সাথে সাথে কোন এনালাইসিস ছাড়া অারেক ট্রেড ওপেন করি এটি আমাদের একটি বড় ভুল । তাই ফরেক্স ট্রেডিং এ আবেগ ত্যাগ করতে হবে ।ধন্যবাদ

Ronesh186
2019-03-11, 12:49 PM
ওভার ট্রেড করা উচিৎ নয়। মানি ম্যানেজমেন্ট ফরেক্সে খুবই গুরুত্বপূর্ণ। এটা মেনে ট্রেডটা করা খুবই জরুরী। দেখা গেল আপনি অতিরিক্ত ট্রেড করেছেন। বাজার হঠাৎ অতিরিক্ত লসে চলে গেল। এতে আপনার ব্যালেন্স শূন্য হয়েও যেতে পারে। যাদের মুলধন কম তাদের এই ঝুঁকিটা সবচেয়ে বেশি থাকে। বিশেষ করে নতুন ফরেক্স ট্রেডাররা না বুঝে অথবা বেশি প্রফিটের আশায় লোভের বশে ওভার ট্রেড করে এভাবে ধরা খায়। তাই সকলেরই উচিৎ ওভার ট্রেড থেকে বিরত থাকা। আপনি যতটা কম ঝুঁকি নিয়ে ট্রেড করবেন ততোই আপনার জন্য মঙ্গল।

expkhaled
2019-03-11, 01:52 PM
আমি ওভার ট্রেডিং এ আক্রান্ত হয়েছি কয়েকবার এবং এখনও মাঝে মাঝে হয় যাই হোক যদি লং টাইমফ্রেমে ট্রেড করা যায় তাহলে এই সমস্যা অনেকটাই নিরাময় করা সম্ভব। আসলে ওভার ট্রেডিং হলো একটি সাইকোলজিক্যাল সমস্যা যখন কোন ট্রেড আপনার মতামত ঠিক থাকা সত্তেও লস হয় তখন আমাদের ব্রেইন থেকেই না মেনে সে বার বার লাভ করার জন্য তারা দিতে থাকে, তাই ওভারট্রেডিং হয়ে থাকে নিজের অজান্ত্রেই। আর এটি সাধারনত হয় কয়েকটি ধারাবাহিক লাভ হওয়ার পর। ওভারট্রেডিং থেকে মুক্তি পাওয়ার জন্য লাভ হলে মার্কেট থেকে অন্য দিকে যাওয়া উচিত আর লস হলেও ট্রেড বন্ধ রাখা উচিত।

bdunity
2019-03-12, 12:49 PM
ওভার ট্রেডিং করা একটি মারাত্বক ভুল আমি অনেক ভালো ভালো ট্রেডারদের দেখেছি যে তারা ওভর ট্রেডিং করে কখোনই লাভ করতে পারে নাই এজন্য ওভার ট্রেডিং যত কম করে পারা যায় আর ওভাার ট্রেডিং করলে অনেক সাবধানে করতে হবে যাতে লসের সম্ভবনা কম থাকে।

edottc
2019-03-12, 01:12 PM
ওভার ট্রেডিং হলো খুব বড় একটি ভুল ।ওভার ট্রেডিং এর ফলে অনেক লস হয়ে থাকে ।যদি আপনি ফরেক্স মার্কেটে টিকে থাকতে চান তাহলে ওভার ট্রেডিং একদম করা যাবে না ।

fxjaman
2019-03-12, 02:26 PM
ভাই আপনার মূল সিস্টেমটাই যদি ওভার ট্রেডিং এর হয় তাহলে আপনাকে সেই সিস্টেম ধরেই ট্রেড করতে হবে। কিন্তু আপনি যদি একটা ট্রেড লস করার পর আবার সেই জায়গাতে বা সেই পজিশনেই অপোজিট ট্রেডের এন্ট্রি দেন তাহলে সেটা হবে আপনার নিজের ভুল। কারন ওভার ট্রেডিং হলো একটা সিস্টেম ধরে একের পর এক একসাথে ১০ থেকে ১৫ টা ট্রেড ওপেন করা বা প্রয়োজনে এর চেয়েও বেশি হতে পারে।

Grimm
2019-11-23, 10:13 PM
ওভার ট্রেডিং এর পরিনাম কখনই ভাল হয় না। হতে পারে আপনি ওভার ট্রেডিং এর মাধ্যমে সফলভাবে মুনাফা উপার্জন করতে পারবেন কিন্তু বেশিরভাগ সময় আপনি অনেক বিপদে পড়ে যাবেন। কারণ ওভার ট্রেডিং করলে মানি ম্যানেজমেন্ট সঠিকভাবে অনুসরণ করা হয় না। যার ফলে আপনার লট সাইজ বেড়ে যায় এবং এর প্রেক্ষিতে যখন মার্কেট আপনার প্রতিকুলে চলে যায় তখন আপনি খুব সহজেই মার্জিন কল পেয়ে যাবেন। তাই কখনই ওভারট্রেডিং করা উচিত নয়। আমার এই বিষয়ে অনেক অভিজ্ঞতা রয়েছে যার ফলে আমি বর্তমানে অন্যকে এটি ত্যাগ করার জন্য আহবান করে থাকি।

Leee
2019-11-23, 10:59 PM
ফরেক্স মার্কেটে আমরা অনেকে লোভের বসে ওভার ট্রেডিং করে থাকি এতে করে আমাদের লসের খাতাটাই ভারি হয়।আমি ও ফরেক্স মার্কেট ওভার ট্রেডিং করে অনেক বার লস করেছি মার্কেট অনেক ডাউন হয়ে গেসে তখন মনে হয়েছে আবার আপ হবে এই ভেবে আমি অনেক বার ওভার ট্রেড করেছি কিন্তু একবার ও সফল হইনাই লস টাই বেশি হইছে তাই আমাদের ওভার ট্রেডিং বর্জন করা দরকার।

SOMARANITHAKUR1995
2019-11-23, 11:49 PM
ফরেক্স মার্কেটে মানি ম্যানেজমেন্ট না মেনে অতিরিক্ত লট নিয়ে ট্রেড করাটাই হল ওভার ট্রেড। কিন্তু ওভার ট্রেড করা ভাল নয়। বিশেষ করে যাদের লোভ বেশি তারা বেশি প্রফিটের আশায় অতিরিক্ত লট নিয়ে ট্রেড করে থাকে। এটা ঝুঁকিপূর্ণ। কারণ ফরেক্স মার্কেট কখনো স্থির থাকে না। যখন তখন মার্কেট অতিরিক্ত বিপরীতে চলে গেলে একাউন্ট ব্যালেন্স শূন্য হয়েও যেতে পারে। কিন্তু কম লট নিয়ে ট্রেড ধরলে একাউন্ট ব্যালেন্স শূন্য হওয়ার ঝুঁকি থেকে সুরক্ষিত থাকবে। তাই এই ব্যাপারে সতর্ক থাকা জরুরী।

Fatimamoni00
2019-11-24, 12:02 AM
ফরেক্স ট্রেডিং করার ক্ষেত্রে ওভার ট্রেডিং করা মুলত আপনার ফান্ডামেন্টাল যে ট্রেডিং নীতি তার সম্পুন্ন পরিপন্থি কারন আপনি তখন ওভার ট্রেড করেন যখন আপনার কোন ট্রেড লসে চলে যেছে তা রিকোভারের জন্য আবারও উপযুক্ত ট্রেডিং প্যাটার্ন ছাড়া ট্রেড ওপেন করা। এখন একটা ভাবুন আসলে কাজটা কি হল আনি প্রথমত লসের কারনে মার্জিন কলের মুখে আছেন আবার ট্রেড ওপেন করে তাকে তরান্বিত করলেন, মানে কিছুটা আগুনে ঘি ঢালার মত। ধন্যবাদ।

sofiz
2019-11-24, 12:46 AM
ওভার ট্রেডিং বা অতিরিক্ত ট্রেডিং ফরেক্স এর জন্য ভালো নয় । আপনি মার্কেট থেকে জোর করে কখনই ভালো প্রফিট করতে পারবেন না । আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি আমি যখনই ওভার ট্রেডিং করতে গেছি ততবারই লস করতে হয়েছে । তাই এই ধরনের মানসিকতা পরিহার করতে হবে ।

samirarman
2019-11-28, 12:39 AM
আমি মনে করি যে, ফরেক্স বহুল প্রচলিত লসের কারনের মধ্যে প্রধান একটা কারন হচ্ছে ওভারট্রেডিং।একটা ট্রেডের পরপরই আরেকটি ট্রেড অথবা একসাথে অনেক ট্রেডড করাই হচ্ছে ওভারট্ররডিং।এভাব বেশি বেশু ট্রেড করার কারনে সঠিক অ্যানালাইসিস সম্ভব হয়না বলে স্বাভাবিকভাবেই লস হয়ে থাকে।তাই লস কমিয়ে আনতে হলে ওভারট্রেডিং প্রতিরোধ করে ট্ররড করার চেষ্টা করতে হবে।

Hredy
2019-11-28, 07:48 AM
ফরেক্সে বহুল প্রচলিত লসের কারনের মধ্যে প্রধান একটা কারন হচ্ছে ওভারট্রেডিং।একটা ট্রেডের পরপরই আরেকটি ট্রেড অথবা একসাথে অনেক ট্রেড করাই হচ্ছে ওভারট্রেডিং।এভাব বেশি বেশি ট্রেড করার কারনে সঠিক অ্যানালাইসিস সম্ভব হয়না বলে স্বাভাবিকভাবেই লস হয়ে থাকে।তাই লস কমিয়ে আনতে হলে ওভারট্রেডিং থেকে বিরত থাকতে হবে।

MdRubelShaikh
2019-11-28, 09:16 AM
ওভার ট্রেডাং এর পরিনাম খুব খারাপ হয়।আমি নিজে ওভার ট্রেডিং করেছিলাম কিন্তুু বিনিময়ে আমার টাকা জিরো হয়েগেছে।এর পরে আমি বুঝলাম ওভার ট্রেডিং আমার জন্য ভালো কিছু নিয়ে আনতে পারিনি।তাই আমি আর ওভার ট্রেডিং করিনা।

KF84
2019-11-28, 12:19 PM
ফরেক্স এ ওভার ট্রেডিং করলে লসের সম্ভাবনা থাকে অনেক । কারণ একটি ট্রেড লস হওয়ার পর আবেগের বশে যখন আমরা আবার ট্রেড করি তখন আসলে এনালাইসিস খুব কম সংখ্যক ট্রেডাররাই করে থাকে । এই সময়ে আমাদের মেন্টাল সাইকোলজি এমন হয় যে লস পূরণ করার জন্য আমরা আবার ট্রেড করি অথবা মনে হয় এ রকম যে মার্কেট যেহেতু আমার সিদ্ধান্তের বিপরীতমুখী তাহলে বিপরীতমুখী ট্রেড করলে ভাল হবে কিন্তু দেখা যায় যে মার্কেট আবার ওই ট্রেডের বিপরীতে মুভ করছে । ফলে আবার লস হয় । তাই এই সময়ে ট্রেড না করাই ভাল , লস কে মেনে নিতে পারলে ওভার ট্রেডিঙের প্রবনতা অনেকাংশে কমে যেতে পারে ।

ARD1
2019-12-08, 05:43 PM
বৈদেশিক মুদ্রায় একটি সন্তোষজনক কৌশল হুড়োহুড়ি করা কারণ স্টপওভার রেড হ'ল কর্তব্য যা বঞ্চনা থেকে আমাদের অবশিষ্টাংশকে অর্থায়ন করতে পারে এবং বড় বিপদ এড়াতে পারে ut তবে আমার পক্ষে ফরেক্সে দৃness়তা অর্জন করা চ্যালেঞ্জিং ফরেক্স ফরেক্সের সাথে সঠিকভাবে ডিল করতে কীভাবে কোনও ব্যবসায়ীর পক্ষে অর্ডারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনিও ডিলের মধ্যে সবচেয়ে ভাল উপায় এবং প্রবেশের এবং সর্বোত্তম লাভ অর্জনের সর্বোত্তম উপায়টি পেতে পারেন

IFXmehedi
2019-12-08, 11:32 PM
ওভার ট্রেডিং ফরেক্স ট্রেডারদের জন্য খুবই ক্ষতিকর একটা দিক । কারণ একটা ট্রেডার যখন ওভার ট্রেড শুরু করে ঠিক তখনই ফরেক্সে তাদের লস হয় । আমি মনে করি ফরেক্স ট্রেডিং এ মাঝে মাঝে আমাদের একটু বিরতি দরকার । কারণ একটা ট্রেড করে মাঝে মাঝে ট্রেডের প্রতি আসক্ত হয়ে যাই এবং তখন মার্কেট ভালোভাবে আনাল্যসিস না করেই ট্রেড দেয়া শুরু করি । এটাই একজন ফরেক্স ট্রেডার এর খারাপ গুন এবং এর পরিনাম শুধু লস ।

abilkis7
2019-12-09, 10:58 AM
ফরেক্স মার্কেট ওভার ট্রেডিং ক্ষতির একটি বিশেষ কারন । ওভার ট্রেডিং করার ফলে ফরেক্স আমরা অনেক ক্ষতির সম্মুখীন হই । আমরা একটি ট্রেড এ লস করলে সাথে সাথে কোন এনালাইসিস ছাড়া অনেক ট্রেড ওপেন করি এটি আমাদের একটি বড় ভুল । তাই ফরেক্স ট্রেডিং এ আবেগ ত্যাগ করতে হবে । আপনি আবেগ ত্যাগ করতে না পারলে আপনার ওভার ট্রেডিং হবেই তাই আবেগকে ত্যাগ করি এবং ওভার ট্রেডিং না করি । তাহলেই আমরা ফরেক্স মার্কেট থেকে ভাল মুনাফা অর্জন করতে পারব।

PK_SHIKDER
2019-12-09, 12:02 PM
ফরেক্স মার্কেটে ওভার ট্রেডিং করা খুবই খারাপ অভ্যাস এবং মারাত্মক ক্ষতিকরক । তার কারন হলো,,, আমরা অধিকাংশ ক্ষেত্রে ফরেক্স মার্কেটে ট্রেড করার পরে যদি দেখতে পায় যে,,সেই ট্রেড মার্কেটের বিপরীতে গিয়ে অনেকটা লচের সম্মুখীন হতে হয়েছে তখন আমরা সেই ওপেন করা ট্রেড ক্লোজ করে পুনরায় আবার একটা নতুন করে ট্রেড ওপেন করে থাকি,,, পরবর্তীতে দেখা যায় সেই ওপেন করা ট্রেড ও আমাদের লচ হয়েছে । মানে ওভার ট্রেড করার ফলে আমরা ফরেক্স মার্কেটে অনেক বেশি ক্ষতির সম্মুখীন হতে হয়েছে । তাই আমাদের উচিত ফরেক্স মার্কেটে ওভার ট্রেড থেকে নিজেদেরকে বিরতি রাখা ।

uzzal05
2019-12-20, 08:39 AM
ফরেক্স এ লাভ করার পর লসে যাওয়ার একটাই কারন তা হলো ওভারট্রেডীং। আপনার দিনে ৫ টা কিংবা ১০ টা ট্রেড করলে এর মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত। না হয় লস হবে নিশ্চিত। লস হলে ধরতে হবে ট্রেডিং সিস্টেম হয়ত কাজ করছে না। সুতরাং ট্রেড থেকে বিরত থাকতে হবে।

MdRubelShaikh
2019-12-21, 08:58 AM
অভার ট্রেডিং এর পরিনাম খুবি ভয়াবহ।কারণ আমি ৫ ডলার নিয়ে ট্রেড করেছিলাম যেকানে অনেক ট্রেড ওপেন করেছিলাম যার ফলে আমার ডলার শন্য হয়েগেছে।তাই সবাইকে বলব আপনারা অভার ট্রেডিং করবেনা।

saraa
2020-03-23, 09:23 AM
হ্যাঁ ভাই আমি সম্পূর্ণরূপে একমত হয়েছি বিশ্লেষণ সম্পর্কে এই বিশ্লেষণগুলি এই ব্যবসায়ের জন্য খুব মার্চ গুরুত্বপূর্ণ কারণ আপনি যদি আপনার বাণিজ্য ইতিহাস এবং আপনার বাণিজ্য চ্যাট সম্পর্কে জানেন না এবং যদি আপনি জানেন না যে এটি কোথায় বা নীচে যাবে go তারপরে আপনি এই বাণিজ্যটি করতে পারবেন না আপনাকে গ্রাফের অনেক আকারের এবং এসএল টিপি ইত্যাদির উপর নজর রাখতে হবে আরও অনেক কারণ যা আপনাকে আপনার ভবিষ্যতে সাফল্য দেবে আপনাকে অনেক ধন্যবাদ

FREEDOM
2020-04-11, 04:52 PM
আমার মতে যখন একটা ট্রেডে লস হয় সাথে সাথে আবার ট্রেড করা উচিত নয়। কারন আমি কিছুদিন আগে usd/cad পেয়ার একটা সেল দেই। দেখলাম আমার স্টপ্ লস টা নিয়ে নিলো। তাই আবার একটা বাই দিলাম। দেখলাম সেটিও স্টপ লস নিল। তার মানে আমার ওভার ট্রডে আমি বেশি লস খেলাম।

হ্যা ওভার ট্রেডিং লসের অন্যতম কারন আমরা অনেক সাধারন ট্রেডাররাই আছি যারা একটি ট্রেডে লস করলে আর একটি ট্রেড ওপেন করি ওভার লটে এভাবে করতে করতে হাই রিস্কে চলে যাই আর একসময় দেখা যায় একাউন্ট জিরো। তাই ওভার ট্রেডিং না করে ট্রেডে লস হলে নতুন করে এনালাইসিস করে নতুন কোনো কারেন্সীতে ট্রেড নেওয়াই ভালো হবে।

XXXTentacion
2020-04-12, 02:17 PM
जा सकता है।उन पर, ये भावनाएं समय के साथ दोहराती हैं।और चूंकि निवेशकों के लालच और भय का व्यवहार, जैसा कि अतीत में हुआ था, भविष्य में होगा, तकनीकी मॉडलपरिणामस्वरूप व्यवहार, जैसा कि अतीत में हुआ था, भविष्य में होगा, इसलिए इतिहास खुद को दोहराता है।

Fxxx
2020-04-25, 01:59 AM
ওভার ট্রেডিং এর পরিনাম কখনই ভাল হয় না। হতে পারে আপনি ওভার ট্রেডিং এর মাধ্যমে সফলভাবে মুনাফা উপার্জন করতে পারবেন কিন্তু বেশিরভাগ সময় আপনি অনেক বিপদে পড়ে যাবেন। কারণ ওভার ট্রেডিং করলে মানি ম্যানেজমেন্ট সঠিকভাবে অনুসরণ করা হয় না। যার ফলে আপনার লট সাইজ বেড়ে যায় এবং এর প্রেক্ষিতে যখন মার্কেট আপনার প্রতিকুলে চলে যায় তখন আপনি খুব সহজেই মার্জিন কল পেয়ে যাবেন। তাই কখনই ওভারট্রেডিং করা উচিত নয়। আমার এই বিষয়ে অনেক অভিজ্ঞতা রয়েছে যার ফলে আমি বর্তমানে অন্যকে এটি ত্যাগ করার জন্য আহবান করে থাকি।

SR12
2020-04-25, 02:03 AM
ওভার ট্রেডিং এী পরিনাম কখনো ভালো হয়না। বেশি লোভ যেমন ভালো নয় তেমনি ওভার ট্রেডিংও ভালো নয় কারন ওভার ট্রেডিং লোভেরই বহিপ্রকাশ। বেশি লোভ করলে ক্ষতি হবে এটাই স্বাভাবিক তাই লোভ পরিহার বা ওভার ট্রেড পরিহার করা উচিত।

Jid13
2020-04-25, 04:21 AM
অতিরিক্ত কোন কিছুই ভাল না ফরেক্স মার্কেট আমরা অনেকে লোভের বসে অভার ট্রেডিং করে থাকি এতে করে এতে আমাদের লসের খাতা টাই ভারি হয়।আমি ও ফরেক্স মার্কেট অভার ট্রেডিং করে অনেক বার লস করেছি মার্কেট অনেক ডাউন হয়ে গেসে এখন মনে হয় আবার আপ হবে এই ভেবে আমি অনেক বার ট্রেড করেছি কিন্তু একবার ও সফল হইনাই লস টাই বেশি হইছে তাই আমাদের অভার ট্রেডিং বর্জন করা দরকার।

martin
2020-04-25, 11:25 PM
কোন কিছুতেই ওভার করা কখনই ভাল লক্ষণ নয়। ঠিক তেমনিই ফরেক্স মার্কেটের ক্ষেত্রেও ওভার ট্রেড করতে গেলে আপনি কখনও সফলভাবে ট্রেডিং কৌশল পরিচালনা করতে পারবেন না। কারণ ঝুকি নিয়ে কেউ কোন দিন মাথা ঠান্ডা রেখে সঠিক পদ্ধতি অবলম্বন করতে পারবে না বরং উল্টো প্রতিক্রিয়া ঘটতে পারে। এজন্য আমি বলব আগে মার্কেট সম্পর্কে দক্ষতা অর্জন করুন তারপর ঠান্ডা মাথায় কাজ করার মত মন মানসিকতা তৈরি করুন। তাহলে অবশ্যই সফল হতে পারবেন।

Lubna1212
2020-05-28, 10:15 PM
বৈদেশিক মুদ্রার শোকেস ওভার এক্সচেঞ্জ দুর্ভাগ্যের এক অসাধারণ কারণ। বিদেশী বৈদেশিক মুদ্রার বিনিময়ের কারণে আমরা একটি বিরাট দুর্ভাগ্যের মুখোমুখি হই। এই মুহুর্তে যখন আমরা কোনও এক্সচেঞ্জ হেরে যাই, আমরা ততক্ষণে কোনও পরীক্ষা ছাড়াই অসংখ্য এক্সচেঞ্জ খুলি। এটি আমাদের জন্য একটি গুরুতর মিশ্রণ। সুতরাং আপনাকে ফরেক্স এক্সচেঞ্জিংয়ে উত্সাহ সমর্পণ করতে হবে। আপনি অনুভূতি ত্যাগ করতে পারবেন না এমন সুযোগে আপনি অতিরিক্ত বিনিময় করবেন, সুতরাং অনুভূতিগুলি ছেড়ে দিন এবং অতিরিক্ত বিনিময় করবেন না।

Hredy
2020-05-31, 08:52 PM
ওভার ট্রেডিং একটি মারাত্মক ভুল । আমি অনেক বড় বড় ট্রেডারকে দেখেছি ওভার ট্রেডিং করতে । ওভার ট্রেডিং এর ফলাফল কখনওই ভাল হয় না । তাই যতটা পারা যায় কম ট্রেড করতে হবে । আমি খুবই কম ট্রেড করি ।

zakia
2020-06-03, 01:22 PM
ওভার ট্রেডিং এর পরিনাম কখনই ভাল হয় না। হতে পারে আপনি ওভার ট্রেডিং এর মাধ্যমে সফলভাবে মুনাফা উপার্জন করতে পারবেন কিন্তু বেশিরভাগ সময় আপনি অনেক বিপদে পড়ে যাবেন। কারণ ওভার ট্রেডিং করলে মানি ম্যানেজমেন্ট সঠিকভাবে অনুসরণ করা হয় না। যার ফলে আপনার লট সাইজ বেড়ে যায় এবং এর প্রেক্ষিতে যখন মার্কেট আপনার প্রতিকুলে চলে যায় তখন আপনি খুব সহজেই মার্জিন কল পেয়ে যাবেন। তাই কখনই ওভারট্রেডিং করা উচিত নয়। তাই আমাদের উচিত ফরেক্স মার্কেটে ওভার ট্রেড থেকে নিজেদেরকে বিরতি রাখা ।

samun
2020-06-03, 02:34 PM
ফরেক্স এমন একটি মার্কেট যেখানে ওভার ট্রেডিং করলে লসের সম্ভাবনা থাকে অনেক বেশি । কারণ একটি ট্রেড লস হওয়ার পর ভুলবশত এবং আবেগের বশে যখন আবার ট্রেড করা হয় তখন আসলে মার্কেট এনালাইসিস খুব কম সংখ্যক ট্রেডারই করে থাকে । এই সময়ে মেন্টালিটী এমন হয় যে লস পূরণ করার জন্য আবার ট্রেড করা হয় । ফলে মার্কেট যদি আবারো ট্রেড এর বিপরীত মুখি হয় তখন অনেক পস্তাতে হয়। মনে হয় এ রকম যে মার্কেট যেহেতু আমার সিদ্ধান্তের বিপরীতমুখী তাহলে বিপরীতমুখী ট্রেড করলে ভাল হবে কিন্তু দেখা যায় যে মার্কেট আবার ওই ট্রেডের বিপরীতে মুভ করছে । ফলে আবার লস হয় ।।।

Shohedulla2
2020-06-03, 03:03 PM
ওভার ট্রেডিং ফলাফল সর্বদা খারাপই হয় যার জন্য আমাদের সর্বদা ট্রেড নিয়ম অনুসারে করা। যাতে রসের পরিমাণ কম এবং লাভের পরিমাণ একটু বেশি হয়।

zakia
2020-06-07, 06:08 PM
ওভার ট্রেডিং এর পরিনাম কখনই ভাল হয় না। হতে পারে আপনি ওভার ট্রেডিং এর মাধ্যমে সফলভাবে মুনাফা উপার্জন করতে পারবেন কিন্তু বেশিরভাগ সময় আপনি অনেক বিপদে পড়ে যাবেন। কারণ ওভার ট্রেডিং করলে মানি ম্যানেজমেন্ট সঠিকভাবে অনুসরণ করা হয় না। এছাড়া ফরেক্স এ ওভার ট্রেডিং করলে লসের সম্ভাবনা থাকে অনেক । কারণ একটি ট্রেড লস হওয়ার পর আবেগের বশে যখন আমরা আবার ট্রেড করি তখন আসলে এনালাইসিস খুব কম সংখ্যক ট্রেডাররাই করে থাকে । এই সময়ে আমাদের মেন্টাল সাইকোলজি এমন হয় যে লস পূরণ করার জন্য আমরা আবার ট্রেড করি অথবা মনে হয় এ রকম যে মার্কেট যেহেতু আমার সিদ্ধান্তের বিপরীতমুখী তাহলে বিপরীতমুখী ট্রেড করলে ভাল হবে কিন্তু দেখা যায় যে মার্কেট আবার ওই ট্রেডের বিপরীতে মুভ করছে । ফলে আবার লস হয় ।

rakib.r
2020-06-07, 07:08 PM
অভার ট্রেডের পরিনাম কখনোই ভালো হয় না। সব সময় লিমিটেড সংখ্যক ট্রেড ওপেন করতে হয় আর সেটা অবশ্যই এনালাইজ করেই করতে হয়। এনালাইজ ছাড়া যদি আমি স্টপ লস খাইলাম আএ সেখান থেকে আরো একটা ট্রেড বসায়া দিলাম তাইলে হবে না। মার্কেট অনেক সময় আমাদের ফলস মুভমেন্ট ও দেখায় যার জন্য আমাদের স্টপ লসে ট্রেড ক্লোজ হয়ে যায়। তাই আমাদের বুঝে শুনে ট্রেড নিতে হবে

DEARMUM100
2020-06-24, 07:23 PM
ওভার ট্রেডিং এর পরিনাম মারাত্মক। যা ধ্বংসের দিকেনিয়ে যায়
আমরা ফরেক্স মার্কেটে ট্রেড এন্ট্রি নেওয়ার পর যখন লস করি তখন মনে হয় যে আমি যদি আবার ট্রেড এন্ট্রি নিয়ে থাকি তাহলে আমার লস রিকভার হয়ে যাবে তার জন্য কিছু সময় অর্থাৎ কিছু পিপস পর পর ট্রেড এন্ট্রি নিয়ে থাকে কিন্তু একটা সময় আমাদের লস বাড়তে থাকে এবং ভলিউম বাড়তে থাকে যার কারনে মানিম্যানেজমেন্ট ঠিক থাকেনা।একটা সময় অনেক লস হয় তখন ট্রেড গুলো ক্লোজ করতে ইচ্ছে করেনা মনে হয় মার্কেট যদি আবার উঠে তাহলে আমার লস হবে ভেবে।ওভার ট্রেডিং করার ফলে একাউন্ট জিরোও হয়ে যেতে পারে।তাই ওভার ট্রেডিং থেকে বিরত থাকা উওমবলে আমি মনে করি

milu
2020-06-24, 09:42 PM
আমাদের একটি ট্রেড এ লস করার পর সাথে সাথে আর একটি ট্রেড ওপেন করা উচিত নয়.কারণ আমরা ঐসময় লস উত্তোলন এর মনোভাবে থাকি যা আমাদের উপর এক প্রকার চাপ এর সৃষ্টি করে যে আমাদের লস উত্তোলন করতেই হবে।তাই কখনই ওভারট্রেডিং করা উচিত নয়। আমার এই বিষয়ে অনেক অভিজ্ঞতা রয়েছে যার ফলে আমি বর্তমানে অন্যকে এটি ত্যাগ করার জন্য আহবান করে থাকি।

konok
2020-06-29, 08:18 PM
ফরেক্স মার্কেটে আমরা ট্রেডিং করে প্রফিট করি কিন্তু আমরা অনেক সময় আমাদের টার্গেট পুর্ন হবার পরে অনেক সময় ঝুকি নিয়ে অভার ট্রেড করে থাকি,কিন্তু এই অভার ট্রেডিং করি মুলত লোভের বসবতি হয়ে,তাই ফরেক্স মার্কেট এ ব্যাবসা করতে হলে অভার ট্রেডিং পরিহার করে ট্রেড করা।

Starship
2020-06-29, 08:27 PM
যারা ফরেক্স ট্রেডিং এ অভিজ্ঞ তারা প্রতিটা ট্রেড করার পেছনে অনেক সময় দেয়। মার্কেট সম্পর্কে অনেক এনালাইসিস করে তারপর ট্রেড করে থাকেন। এটা নতুন ট্রেডার কমন একটি ভুল। যার ফলে লস হওয়ার সম্ভাবণা বেশী। এই ধরনের ভুল হতে দূরে থাকতে হবে। এখানে লাভের মুখ দেখতে হলে অতিরিক্ত ট্রেড করা থেকে দূরে থাকতে হবে।

muslima
2020-06-30, 12:21 AM
যে মার্কেটটা প্রচুর ভলেটাইল আপনি যদি এখানে বাই ট্রেড অথবা সেল যাই দেননা কেন আপনি ধরা খাবেন ঐ পজিশনগুলোতে মোটেই ট্রেডে যাওয়া উচিত না। এখানে আপনাকে অনেক ঠান্ডা মাথায় ট্রেড করতে হবে। আমাদের মেন্টাল সাইকোলজি এমন হয় যে লস পূরণ করার জন্য আমরা আবার ট্রেড করি অথবা মনে হয় এ রকম যে মার্কেট যেহেতু আমার সিদ্ধান্তের বিপরীতমুখী তাহলে বিপরীতমুখী ট্রেড করলে ভাল হবে কিন্তু দেখা যায় যে মার্কেট আবার ওই ট্রেডের বিপরীতে মুভ করছে ।

milu
2020-06-30, 12:47 AM
আমাদের একটি ট্রেড এ লস করার পর সাথে সাথে আর একটি ট্রেড ওপেন করা উচিত নয়.কারণ আমরা ঐসময় লস উত্তোলন এর মনোভাবে থাকি যা আমাদের উপর এক প্রকার চাপ এর সৃষ্টি করে যে আমাদের লস উত্তোলন করতেই হবে।আরও মনে হয় নতুনদের জন্য ওভার ট্রেড করা ভাল না কারন ফরেক্স মার্কেট এ অনেক কিছু বুঝতে অনেক সময় লাগে তাই লস হতে পারে।

Soh1952
2020-08-19, 03:06 PM
লোভে পাপ, আর পাপে মৃত্যু। তেমনি ফরেক্স অভার ট্রেডিং হলা লোভে লস আর লসে ফকির। ভাই আমার পরামর্শ অতিরিক্ত কোন কিছুই ভালো না। সেটা ট্রেডিং হোক বা টেন্ডার হোক অল্পকেতে যারা খুশি থাকে। তারই অনেক ভালো থাকে। তাই আমরা সব সময় এই ব্যবসা করার জন্য ধৈর্য্য ধারণ করার চেষ্টা করব তাহলে সফলকাম হতে পারব তাই আমি বলবো ওভার ট্রেডিং থেকে আমাদের দুরে থাকতে হবে ।

Md.shohag
2020-08-19, 04:13 PM
ফরেক্স মার্কেট ওভার ট্রেডিং লস এর একটি বিশেষ কারন । ওভার ট্রেডিং করার ফলে ফরেক্স আমরা অনেক লস এর সম্মুখীন হয় । আমরা একটি ট্রেড এ লস করলে সাথে সাথে কোন এনালাইসিস ছাড়া অনেক ট্রেড ওপেন করি এটি আমাদের একটি বড় ভুল । তাই ফরেক্স ট্রেডিং এ আবেগ ত্যাগ করতে হবে । আপনি আবেগ ত্যাগ করতে না পারলে আপনার ওভার ট্রেডিং হবেই তাই আবেগকে ত্যাগ করি এবং ওভার ট্রেডিং না করি ।

Sid
2020-08-19, 07:45 PM
ওভার ট্রেডিং একটি মারাত্মক ভুল । আমি অনেক বড় বড় ট্রেডারকে দেখেছি ওভার ট্রেডিং করতে । ওভার ট্রেডিং এর ফলাফল কখনওই ভাল হয় না । তাই যতটা পারা যায় কম ট্রেড করতে হবে । আমি খুবই কম ট্রেড করি ।

Akib
2020-08-29, 01:41 PM
আপনি যা করেছেন তাকে ওভার ট্রেড বলে না। এটা আপনার একটি ইচ্ছাকৃত ট্রেড যার অর্থ আপনি নিজেও জানেন না। একে সহজ ভাষায় বলে না বুঝে ট্রেড করা। আপনার সেল এবং বাই দুটোই যদি স্টপ লস হিট করে তাহলে আপনার মার্কেট রেঞ্জ কোথায় ? সাপোর্ট কোথায়, রেসিস্টেন্স কোথায় ? এবার হয়তো বলবেন কপালের দোষ, নয়তো ফরেক্সের চৌদ্দ গোষ্ঠীর শ্রাদ্ধ করবেন। এটাই কি ট্রেডের নিয়ম ?
ফরেক্স মার্কেট ওভার ট্রেডিং লস এর একটি বিশেষ কারন । ওভার ট্রেডিং করার ফলে ফরেক্স আমরা অনেক লস এর সম্মুখীন হয় । আমরা একটি ট্রেড এ লস করলে সাথে সাথে কোন এনালাইসিস ছাড়া অনেক ট্রেড ওপেন করি এটি আমাদের একটি বড় ভুল । তাই ফরেক্স ট্রেডিং এ আবেগ ত্যাগ করতে হবে । আপনি আবেগ ত্যাগ করতে না পারলে আপনার ওভার ট্রেডিং হবেই তাই আবেগকে ত্যাগ করি এবং ওভার ট্রেডিং না করি।

muslima
2020-08-30, 03:39 AM
ফরেক্স অভার ট্রেডিং হলা লোভে লস আর লসে ফকির। ভাই আমার পরামর্শ অতিরিক্ত কোন কিছুই ভালো না। সেটা ট্রেডিং হোক বা টেন্ডার হোক অল্পকেতে যারা খুশি থাকে। তারই অনেক ভালো থাকে। তাই আমি মনে করি অবার ট্রেডিং না করাই ভালো । আপনি যদি একটা ট্রেড লস করার পর আবার সেই জায়গাতে বা সেই পজিশনেই অপোজিট ট্রেডের এন্ট্রি দেন তাহলে সেটা হবে আপনার নিজের ভুল। কারন ওভার ট্রেডিং হলো একটা সিস্টেম ধরে একের পর এক একসাথে ১০ থেকে ১৫ টা ট্রেড ওপেন করা বা প্রয়োজনে এর চেয়েও বেশি হতে পারে।

IFXmehedi
2020-08-30, 04:12 AM
আপনি যা করেছেন তাকে ওভার ট্রেড বলে না। এটা আপনার একটি ইচ্ছাকৃত ট্রেড যার অর্থ আপনি নিজেও জানেন না। একে সহজ ভাষায় বলে না বুঝে ট্রেড করা। আপনার সেল এবং বাই দুটোই যদি স্টপ লস হিট করে তাহলে আপনার মার্কেট রেঞ্জ কোথায় ? সাপোর্ট কোথায়, রেসিস্টেন্স কোথায় ? এবার হয়তো বলবেন কপালের দোষ, নয়তো ফরেক্সের চৌদ্দ গোষ্ঠীর শ্রাদ্ধ করবেন। এটাই কি ট্রেডের নিয়ম ?

ভাই ওভার ট্রেডিং এর পরিণাম খুবই ভয়াবহ । আমি মনে করি ফরেক্স মার্কেটে আমরা ওভার ট্রেডিং করে ফেলি আমরা আমাদের আবেগকে নিয়ন্ত্রণ না করতে পেরে । আমরা যদি আমাদের আবেগকে নিয়ন্ত্রণ করে ট্রেডিং করতে পারতাম তাহলে ফরেক্স মার্কেটে আমরা নিজেদেরকে অভার্ট্রেডিং থেকে বিরত রাখতে পারতাম । আসলে আমরা সবাই জানি ওভার ট্রেডিং খুবই ক্ষতিকারক । কিন্তু যখন ট্রেডিং করে তখন আর কোন কিছুই খেয়াল থাকে না । তবে আমাদের চেষ্টা করতে হবে যেন আমরা ওভার ট্রেডিং না করি ।

jimislam
2020-08-30, 12:16 PM
ওভার ট্রেডিং এর পরিনাম কখনই ভাল হয় না। হতে পারে আপনি ওভার ট্রেডিং এর মাধ্যমে সফলভাবে মুনাফা উপার্জন করতে পারবেন কিন্তু বেশিরভাগ সময় আপনি অনেক বিপদে পড়ে যাবেন। মার্কেট যেহেতু আমার সিদ্ধান্তের বিপরীতমুখী তাহলে বিপরীতমুখী ট্রেড করলে ভাল হবে কিন্তু দেখা যায় যে মার্কেট আবার ওই ট্রেডের বিপরীতে মুভ করছে । ফলে আবার লস হয় ।।।

zakia
2020-08-30, 03:35 PM
ফরেক্স মার্কেটে থেকে আপনার একাউন্ট যদি জিরু হয় তবে আম মনে করি সেটার একটি মাত্র কারন বেশি থাকে সেটা হচ্ছে ফরেক্স মার্কেটে অভার ট্রেড কারন আপনি যখনেই অভার ট্রেড করতে জাবেন আর তখনেই আপনার লোভের করনে আপনার একাউন্ট জিরু হয়ে যাবে কখন আপনি নিজেই বুঝবেন না। তাই ভাল ভাবে এনলাইসিস করে সঠিক সিগন্যাল এর সাথে দুএকটি ট্রেড নিবেন লং টাইমের জন্য দেখবেন লাভের মুখ দেখতে পাবেন। আর কিছু লাভ না করতে পারলে ট্রেডার হিসাবে টিকতেও পারবেন না।

sss21
2020-09-14, 08:39 PM
আমার মতে যখন একটা ট্রেডে লস হয় সাথে সাথে আবার ট্রেড করা উচিত নয়। কারন আমি কিছুদিন আগে usd/cad পেয়ার একটা সেল দেই। দেখলাম আমার স্টপ্ লস টা নিয়ে নিলো। তাই আবার একটা বাই দিলাম। দেখলাম সেটিও স্টপ লস নিল। তার মানে আমার ওভার ট্রডে আমি বেশি লস খেলাম।

FRK75
2020-09-14, 10:11 PM
ওভার ট্রেডিং এর পরিনাম কখনই ভাল হয় না। হতে পারে আপনি ওভার ট্রেডিং এর মাধ্যমে সফলভাবে মুনাফা উপার্জন করতে পারবেন কিন্তু বেশিরভাগ সময় আপনি অনেক বিপদে পড়ে যাবেন। কারণ ওভার ট্রেডিং করলে মানি ম্যানেজমেন্ট সঠিকভাবে অনুসরণ করা হয় না। যার ফলে আপনার লট সাইজ বেড়ে যায় এবং এর প্রেক্ষিতে যখন মার্কেট আপনার প্রতিকুলে চলে যায় তখন আপনি খুব সহজেই মার্জিন কল পেয়ে যাবেন। তাই কখনই ওভারট্রেডিং করা উচিত নয়।

tutul07
2020-09-14, 10:23 PM
আমাদের একটি ট্রেড এ লস করার পর সাথে সাথে আর একটি ট্রেড ওপেন করা উচিত নয়.কারণ আমরা ঐসময় লস উত্তোলন এর মনোভাবে থাকি যা আমাদের উপর এক প্রকার চাপ এর সৃষ্টি করে যে আমাদের লস উত্তোলন করতেই হবে ! ফরেক্স ট্রেডিং করার ক্ষেত্রে ওভার ট্রেডিং করা মুলত আপনার ফান্ডামেন্টাল যে ট্রেডিং নীতি তার সম্পুন্ন পরিপন্থি কারন আপনি তখন ওভার ট্রেড করেন যখন আপনার কোন ট্রেড লসে চলে যেছে তা রিকোভারের জন্য আবারও উপযুক্ত ট্রেডিং প্যাটার্ন ছাড়া ট্রেড ওপেন করা।

ABDUSSALAM2020
2020-09-14, 10:47 PM
ফরেক্সে ওভার ট্রেনিং এর পরিনাম হলো আপনি একজন ফরেক্স ট্রেডার আপনি ফরেক্স মার্কেট থেকে অনেক অর্থ উপার্জন করেছেন এবং আপনার মার্কেট কখন ডাউন তাই আপনাকে ওভার করে রাখতে হবে যখন মার্কেটের চাহিদা বৃদ্ধি হবে এবং মার্কেটে মুদ্রার দাম বৃদ্ধি হবে তখন আপনি আপনার ওভার মুদ্রাগুলো সেগুলো সেল করবেন এবং তা থেকে আপনি ভালো তো অনেকদিন অ্যামাউন্ট পাবেন যার মাধ্যমে আপনি আপনার নেটের মাল স্টক করে রাখেন পরবর্তীতে সেন্ড করলে আপনি পাবেন এবং ওভার হিসেবে আপনি বিক্রয় করতে পারবেন এটাই হলো ফরেক্স ব্রোকার ট্রেডিং এর মাধ্যমে।

Fahmida1
2020-09-15, 11:46 PM
ফরেক্সে আমি এখনো ট্রেড করিনি। তবে আমার জানামতে ওভারট্রেডিং করা যাবে না। ওভারট্রেডিং করলে সব সময় লসে পড়তে হবে। ওভারট্রেডিং যাতে না হয় সেদিকে নজর রাখতে হবে। লস করার পর তখনই আবার ট্রেড না করাই ভালো। তবে লাভবান হতে হলে ধৈর্য্য ধরতে হয়।

Smd
2020-11-25, 01:45 PM
আমরা একটি ট্রেড এ লস করলে সাথে সাথে কোন এনালাইসিস ছাড়া অনেক ট্রেড ওপেন করি এটি আমাদের একটি বড় ভুল । তাই ফরেক্স ট্রেডিং এ আবেগ ত্যাগ করতে হবে । শুধু ভাবে এখান থেকেই মার্কেট ঘুরে যাবে বা পড়ে যাবে। ফলাফল একাউন্ট জিরো। তাই আমার মনে হয় যারা নতুন ট্রেডার তারা এই বিশেষ সমস্যা ।

OLIYOURRAHMAN2021
2020-11-25, 02:27 PM
ফরেক্স মার্কেটের ট্রেডিং ছাড়া আয় করা সম্ভব না কিন্তু ফরেক্স মার্কেটে আবার যদি কেউ ওভার ট্রেডিং করে তাহলে ফরেক্স মার্কেটে অনেক লস হওয়ার সম্ভাবনা থাকে। ট্রেডিং যেরকম ভালো ঠিক তেমন ওভার ট্রেডিং খুবই খারাপ। ফরেক্স মার্কেট একটি আন্তর্জাতিক বিজনেস এই মার্কেটে বিলিয়ন বিলিয়ন ডলার দৈনিক লেনদেন হয়। তাই এ মার্কেটে কাজ করতে হলে খুব বুঝেশুনে কাজ করতে হয় আর না হয় অনেক লসে সম্ভাবনা থাকে।

EmonFX
2020-11-25, 02:58 PM
ফরেক্স মার্কেটে ওভার ট্রেডিং এর পরিণাম ভয়াবহ। ফরেক্সে ওভার ট্রেডিং কোন ভাবেই কাম্য নয়। অভার ট্রেডিং করলে যে কোন সময়ে লস করে একাউন্ট জিরো হয়ে যেতে পারে।আপনি যদি কম মূলধন নিয়ে ওভারড্রিং করেন তবে আপনাকে বড় ধরনের ক্ষতির মধ্যে পড়তে হতে পারে। ওভারটেডিং এর অর্থ হ'ল আপনি আপনার মূলধনের বিপরীতে যে পরিমান ট্রেড নিতে পারেন তার থেকে বেশি পরিমানে ট্রেড নেয়া। আপনার অ্যাকাউন্টটি বিপদে পড়তে পারে এমন কোন ট্রেডিং থেকে বিরত থেকে অর্থ পরিচালনা করা উচিত। এবং যখনই ট্রেডিং করা উচিত আপনার ফ্রি মার্জিন দেখে নেয়া উচিত। কারন এটি আপনার কোন লোকসান হতে রক্ষা করে আপনার ব্যালেন্স হওয়ার হাত থেকে বাঁচাতে পারে এবং আপনার অ্যাকাউন্টটি সুরক্ষিত রাখবে। আমরা আমাদের একাউন্ট সুরক্ষার স্বার্থে ওভার ট্রেডিংকে পরিহার করা উচিত।

Mahidul84
2020-11-27, 11:06 AM
অধিকাংশ ট্রেডার ফরেক্স মার্কেটে এসে নিজের লোভকে নিয়ন্ত্রণ করতে পারে না। কারণ এই মার্কেটে লাভের পরিমাণটা দেখলে তাদের লোভ আর সামলাতে পারে না আর সে জন্যই বেশির ভাগ ট্রেডার এই মার্কেটে লসে পরিণত হয়। আর কিছু ট্রেডার আছে কোন কিছু না বুঝেই ট্রেডিং কৌশল পরিচালনা করে থাকে যেমন মূলধন মার্জিন কল এবং নিউজ ফলো আপ না করে ট্রেড করার ফলে লস করে থাকে। আর কিছু ট্রেডার আছে অতি লোভ করে ওভার ট্রেড করে অথবা কোন একটা ট্রেডে লস হলে পুনরায় আবার ট্রেড ওপেন করার ফলে কতটা যে ঝুকি হবে সেটা না বিবেচনা করেই ট্রেড করার ফলে লস করে থাকে। তাই আমি বলব আগে ফরেক্স সম্পর্কে বুঝার চেষ্টা করুন ট্রেডিং কৌশল কিভাবে পরিচালনা করতে হবে সে বিষয়গুলো সম্পর্কে জানুন তারপর ট্রেড করুন তাহলে অবশ্যই ফরেক্স মার্কেট হতে ভাল কিছু উপার্জন করতে পারবেন এর আগে নয়।

micky1212
2020-11-27, 01:16 PM
আপনি ওভার এক্সচেঞ্জ যা করেছেন তা কল না করার চেষ্টা করুন। এটি আপনার একটি সচেতন বিনিময় যা বোঝায় যে আপনার নিজের সাথে কোনও পরিচিতি নেই। সোজা ভাষায় না বুঝে বিনিময় করা। আপনার ডিল এবং ক্রয় দুটি হিট দুর্ভাগ্য যদি আপনার বাজার পরিসীমা কোথায়? বাধা কোথায়? এবার আপনি বলতে পারেন এটি আপনার ঘাটতি, অথবা আপনি ফরেক্সের চৌদ্দ জনসমাবেশকে শোক করবেন। এই কি বিনিময় মান?

SaifulRahman
2021-01-24, 06:03 PM
আমরা প্রতিদিন যদি বেশী মাত্রায় ট্রেড করি সেটাকে বলে ওভার ট্রেডিং। এখানে কিছু বিষয় জটিল, যেটা আমরা পরে বুঝতে পারি। আমরা অনেকেই আছি যারা বলতে গেলে সারাদিনই ট্রেড করতে থাকি। দেখা যায় অনেকে দুপুর বেলা ট্রেড শুরু করে সন্ধা পর্যন্ত ভালো প্রফিট করলো, তখনই তার থেমে যাওয়া উচিত।কিন্তু সে কিছু সময়ের জন্য বিরতি দিলেও আবার ট্রেড শুরু করে। সাইকোলজি অনুসারে তার পূর্বের করা লাভের জন্য সে নতুন ট্রেডে এন্টি নেয়ার সময় বেশীরভাগ সময়ই আর এনালাইসিস প্রপার ভাবে ফলো করে না। কিন্তু দূভাগ্যজনিত কারনে কোন ট্রেড যখন তার বিপরীতে চলে যায় তখন সে আবার একটা ট্রেড নেয়। সেটাও যদি বিপরীতে নামতে থাকে তখন সে লট সাইজ বাড়িয়ে ট্রেড নেয় কারন মার্কেট তার কথা শুনছে না। একটা সময় তার ট্রেডের প্রতি খুব ক্ষোভ তৈরি হয় আর তখন সে সব ট্রেড ক্লোজ করে দেয় আবার এর মধ্যে অনেকের একাউন্ট জিরো হয়ে যায়। এক কথায় বলতে গেলে Over Trading হলো Revenge Trading এর একটা অন্যতম কারন। তাই সবার প্রতি আমার পরামর্শ থাকবে দয়া করে ওভার ট্রেড করবেন না। যদি ঠিকমত সেটআপ না মিলে তাহলে এন্ট্রি নিবেন না। মনে রাখবেন আপনার একাউন্টে টাকা থাকলে আপনি যেকোন সময় ট্রেড নিতে পারবেন তাই কেউ ভাববেন না যে ইশ এখন ট্রেড না নিলে বুঝি বিশাল লাভ হাতছাড়া হবে। মনে রাখবেন এই মার্কেটে লস না করাটা ও একটা লাভ। প্রফিট কমবেশী সবাই করতে পারে কিন্তু প্রফিট ধরে রাখতে সবাই পারে না। তাই এই মার্কেটে টিকে থাকতে হলে আপনার সবদিক থেকে দক্ষ হতর হবে। কয়েকদিন ডেমো করে ব্যালেন্স কয়েকগুন করা যায় কিন্তু রিয়েল ট্রেড করে প্রফিট করাটা অনেক বড় চ্যালেন্জ তবে অসম্ভব না। আমরা হোচট খেতে খেতেই কিন্তু হাটতে শিখেছি তাই হোচট খেতে হবে। আমি নতুনদের সম্পূর্ণ ডেমো করা থেকে দূরে থাকতে বলি কারন আপনি যদি ২০ বছর ও ডেমো করেন তারপরেও আপনার রিয়েল ট্রেড করে লস হবে। তাই সবাই সঠিক পথে হাটুন, সফলতা আসবেই। কেউ হয়ত আমার মত আপনাকে পথ দেখাবে কিন্তু পরিশ্রম করে আপনারই শিখতে হবে।
13511

alex96
2021-01-24, 06:19 PM
অতিরিক্ত ব্যবসায়ের ক্ষতির একটি বিশেষ কারণ ফরেক্স মার্কেট। অতিরিক্ত ফরেক্স ব্যবসায়ের ফলে আমরা প্রচুর ক্ষতির মুখোমুখি হই। আমরা যখন কোনও বাণিজ্য হারিয়ে ফেলি তখন আমরা তত্ক্ষণাত কোনও পর্যালোচনা ছাড়াই বেশ কয়েকটি বাণিজ্য খুলি। আমাদের জন্য, এটি একটি বড় ভুল। সুতরাং, ফরেক্স ট্রেডিংয়ে আপনাকে আপনার আবেগ ছেড়ে দিতে হবে। আপনি আবেগকে ছেড়ে দিতে না পারলে আপনি ওভার ট্রেডে যাচ্ছেন, তাই আবেগকে ছেড়ে দিন এবং অতিরিক্ত বাণিজ্য করবেন না।

AbdulRazzak
2021-01-24, 07:36 PM
একে ব্যবসায়িক চুক্তি বলবেন না। এটি আপনার লক্ষ্যযুক্ত ব্যবসা, যার অর্থ আপনি নিজেকেও জানেন না। সহজ ভাষা না বুঝেই বাণিজ্য করুন। আপনার বিক্রয় এবং ক্রয় দুটোই যদি কল্পিত ক্ষতি হয় তবে আপনার বাজারের সীমাটি কোথায়? সমর্থন কোথায়, প্রতিরোধ কোথায়? এটি কি আপনার দোষ, বা আপনি চৌদ্দ ফরেক্স গ্রুপগুলিতে শোক প্রকাশ করছেন?

EK092
2021-01-28, 03:46 PM
ফরেক্স মার্কেটে অতিরিক্ত ট্রেডিং একটি খারাপ অভ্যাস। খুব বেশি বিপণন এবং লোভের সংমিশ্রণ ছাড়াই ভাল সময়।

Mas26
2021-03-10, 11:55 PM
ফরেক্স মার্কেটে আমরা ট্রেডিং করে প্রফিট করি কিন্তু আমরা অনেক সময় আমাদের টার্গেট পুর্ন হবার পরে অনেক সময় ঝুকি নিয়ে অভার ট্রেড করে থাকি,কিন্তু এই অভার ট্রেডিং করি মুলত লোভের বসবতি হয়ে,তাই ফরেক্স মার্কেট এ ব্যাবসা করতে হলে অভার ট্রেডিং পরিহার করে ট্রেড করা।

KAZIMAJHARULISLAM
2021-03-17, 09:33 AM
আমরা মশা সকলেই চিনি।একটা মশা যখন সুযোগ পায়,তখন এত রক্ত খায় যে, পরবর্তীতে আমার আপনার কষ্ট করে ঐটা মারার প্রয়োজন হয় না। এমনিতেই উড়তে না পেরে,একসময় পেট ফেটে মারা যায়। তেমনি ফরেক্স মার্কেটে ওভার ট্রেডিং এর শেষ পরিণতি ও,ঐ মশার মতোই। কেননা ওভার ট্রেডিং এ মার্কেট সামান্য বিপরীতে গেলেই, মার্জিন লেভেল কমে গিয়ে, একাউন্ট জিরো হয়ে যেতে পারে। তাই ফরেক্স থেকে কাঙ্ক্ষিত সফলতা অর্জন করতে, সঠিকভাবে মানি ম্যানেজমেন্ট ও মার্কেট এনালাইসিস করে, সঠিকভাবে ট্রেডে এন্ট্রি নেন। নিজের ও পরিবারের মুখে হাসি ফুটিয়ে তুলুন।

Smd
2021-03-17, 09:58 AM
আমরা যদি একটি ট্রেড এ লস করলে সাথে সাথে কোন এনালাইসিস ছাড়া অনেক ট্রেড ওপেন করি এটি আমাদের একটি বড় ভুল । তাই ফরেক্স ট্রেডিং এ আবেগ ত্যাগ করতে হবে। শুধু ভাবে এখান থেকেই মার্কেট ঘুরে যাবে বা পড়ে যাবে। ফলাফল একাউন্ট জিরো। তাই আমার মনে হয় যারা নতুন ট্রেডার তারা এই বিশেষ সমস্যা খেয়াল রাখতে হবে।

samun
2021-04-27, 06:00 PM
আমরা সবাই জানি অতি লোভে তাঁতি নষ্ট ফরেক্স মার্কেটে আমরা সাধারণত বেশিরভাগ একটি ভুল করে থাকে সেটি হল অধিক লাভের আশায় একাধিক ট্রেড ওপেন করা। ওভার ট্রেডিং বা অতিরিক্ত ট্রেডিং ফরেক্স এর জন্য ভালো নয় । আপনি মার্কেট থেকে জোর করে কখনই ভালো প্রফিট করতে পারবেন না । আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি আমি যখনই ওভার ট্রেডিং করতে গেছি ততবারই লস করতে হয়েছে । তাই এই ধরনের মানসিকতা পরিহার করতে হবে ।

Mas26
2021-04-27, 07:09 PM
আসলে ওভার ট্রেডিং এর ফলে আমরা অতিরিক্ত ট্রেডারি ক্ষতিগ্রস্ত হয়। আসলে আমরা চিন্তা করি যে ওভার ট্রেডিং এর ফলে আমাদের লস রিকভার করা সম্ভব হবে আসলে পুনরাবৃত্তি না ঘটে অন্য কিছু আসলে দেখা যায় যে লাভের পরিবর্তে আমরা লসে পরিণত হয়।আসলে ওভার ট্রেডিং এমন একটা বিষয় যা সাধারণ ট্রেডার বুঝতেও পারে না যে ওভার ট্রেড করছে। শুধু ভাবে এখান থেকেই মার্কেট ঘুরে যাবে বা পড়ে যাবে। ফলাফল একাউন্ট জিরো। তাই আমার মনে হয় যারা নতুন ট্রেডার তারা এই বিশেষ সমস্যা থেকে কম করে হলেও দূরে থাকার চেষ্টা করুন।

memes
2021-04-27, 07:11 PM
ওভার ট্রেডিং করার জন্য ট্রেডিং এর উপর থেকে আপনার মন মানসিকতা উঠে যেতে পারে । কারন আপনি যদি পরপর কয়েকটি ট্রেড এ লস এর সম্মুখীন হন তাহলে আপনার মন মানসিকতা নষ্ট হয়ে যেতে পারে । ওভার ট্রেডিং করার চাইতে আপনার পক্ষে ভালো আপনি সপ্তাহ হিসাবে ট্রেডিং করতে পারেন । আপনি আগাম একটি হিসাব করে রাখবেন আপনি প্রতি সপ্তাহে বা মাসে কতটি করে ট্রেড করবেন ।এই ভাবে ট্রেড করলে আপনি মনযোগ সহকারে ট্রেড করতে পারবেন ।

muslima
2021-04-30, 08:45 AM
ফরেক্স মার্কেটে থেকে আপনার একাউন্ট যদি জিরু হয় তবে আম মনে করি সেটার একটি মাত্র কারন বেশি থাকে সেটা হচ্ছে ফরেক্স মার্কেটে অভার ট্রেড কারন আপনি যখনেই অভার ট্রেড করতে জাবেন আর তখনেই আপনার লোভের করনে আপনার একাউন্ট জিরু হয়ে যাবে কখন আপনি নিজেই বুঝবেন না। ফরেক্স মার্কেটে ওভার ট্রেডিং করা অত্যান্ত খারাপ একটি অভ্যাস।বেশি ভাগ ট্রেডার লস খেলে লস তারাতারি রিকোভার করার জন্য বা অতিরক্ত লাভের আশায় লোভে পরে অভার ট্রেডিং করে থাকে।যার ফলে অতিরক্ত লাভের আশায় লস খেয়ে থাকে।কিন্তু একটা কথা তারা কখোনো ভাবেনা যে ফরেক্স মার্কেটে সুযোগ বারবার আসে।বিধায় অতিরক্ত ওভার ট্রেডিং না করে এবং লোভকে সংযুতো করে ভালো সময়ের জন্য অপেক্ষা করা।

Smd
2021-08-26, 05:07 PM
যদি আপনার এমাউন্ট এর উপর বিবেচনা করে ট্রেড করেন তাহলে আপনি ওভার ট্রেড করা থেকে বিরত থাকবেন। আর ওভার ট্রেড করলে আপনার যে শুধু লস করছেন তা নয় স্প্রেড একটি বিশেষ লস যেটা সব সময় প্রতিটি ট্রেড এর সাথে কেটে নেওয়া। তাই ভাল ভাবে এনলাইসিস করে সঠিক সিগন্যাল এর সাথে দুএকটি ট্রেড নিবেন লং টাইমের জন্য দেখবেন লাভের মুখ দেখতে পাবেন। বাজার হঠাৎ অতিরিক্ত লসে চলে গেল। এতে আপনার ব্যালেন্স শূন্য হয়েও যেতে পারে। যাদের মুলধন কম তাদের এই ঝুঁকিটা সবচেয়ে বেশি থাকে। বিশেষ করে নতুন ফরেক্স ট্রেডাররা না বুঝে অথবা বেশি প্রফিটের আশায় লোভের বশে ওভার ট্রেড করে এভাবে ধরা খায়। তাই সকলেরই উচিৎ ওভার ট্রেড থেকে বিরত থাকা।

FRK75
2022-01-21, 03:49 PM
ট্রেডিং এর পরিনাম কখনই ভাল হয় না। হতে পারে আপনি ওভার ট্রেডিং এর মাধ্যমে সফলভাবে মুনাফা উপার্জন করতে পারবেন কিন্তু বেশিরভাগ সময় আপনি অনেক বিপদে পড়ে যাবেন। কারণ ওভার ট্রেডিং করলে মানি ম্যানেজমেন্ট সঠিকভাবে অনুসরণ করা হয় না। যার ফলে আপনার লট সাইজ বেড়ে যায় এবং এর প্রেক্ষিতে যখন মার্কেট আপনার প্রতিকুলে চলে যায় তখন আপনি খুব সহজেই মার্জিন কল পেয়ে যাবেন। তাই কখনই ওভারট্রেডিং করা উচিত নয়। আমার এই বিষয়ে অনেক অভিজ্ঞতা রয়েছে যার ফলে আমি বর্তমানে অন্যকে এটি ত্যাগ করার জন্য আহবান করে থাকি।

FRK75
2022-04-10, 05:28 PM
আপনার মূল সিস্টেমটাই যদি ওভার ট্রেডিং এর হয় তাহলে আপনাকে সেই সিস্টেম ধরেই ট্রেড করতে হবে। কিন্তু আপনি যদি একটা ট্রেড লস করার পর আবার সেই জায়গাতে বা সেই পজিশনেই অপোজিট ট্রেডের এন্ট্রি দেন তাহলে সেটা হবে আপনার নিজের ভুল। কারন ওভার ট্রেডিং হলো একটা সিস্টেম ধরে একের পর এক একসাথে ১০ থেকে ১৫ টা ট্রেড ওপেন করা বা প্রয়োজনে এর চেয়েও বেশি হতে পারে।ফরেক্সে বহুল প্রচলিত লসের কারনের মধ্যে প্রধান একটা কারন হচ্ছে ওভারট্রেডিং।একটা ট্রেডের পরপরই আরেকটি ট্রেড অথবা একসাথে অনেক ট্রেড করাই হচ্ছে ওভারট্রেডিং।এভাব � বেশি বেশি ট্রেড করার কারনে সঠিক অ্যানালাইসিস সম্ভব হয়না বলে স্বাভাবিকভাবেই লস হয়ে থাকে।তাই লস কমিয়ে আনতে হলে ওভারট্রেডিং থেকে বিরত থাকতে হবে।

FRK75
2022-08-23, 12:15 AM
ট্রেডিং এর পরিনাম কখনই ভাল হয় না। হতে পারে আপনি ওভার ট্রেডিং এর মাধ্যমে সফলভাবে মুনাফা উপার্জন করতে পারবেন কিন্তু বেশিরভাগ সময় আপনি অনেক বিপদে পড়ে যাবেন। কারণ ওভার ট্রেডিং করলে মানি ম্যানেজমেন্ট সঠিকভাবে অনুসরণ করা হয় না। এছাড়া ফরেক্স এ ওভার ট্রেডিং করলে লসের সম্ভাবনা থাকে অনেক । কারণ একটি ট্রেড লস হওয়ার পর আবেগের বশে যখন আমরা আবার ট্রেড করি তখন আসলে এনালাইসিস খুব কম সংখ্যক ট্রেডাররাই করে থাকে । এই সময়ে আমাদের মেন্টাল সাইকোলজি এমন হয় যে লস পূরণ করার জন্য আমরা আবার ট্রেড করি অথবা মনে হয় এ রকম যে মার্কেট যেহেতু আমার সিদ্ধান্তের বিপরীতমুখী তাহলে বিপরীতমুখী ট্রেড করলে ভাল হবে কিন্তু দেখা যায় যে মার্কেট আবার ওই ট্রেডের বিপরীতে মুভ করছে । ফলে আবার লস হয় ।ওভার ট্রেডিং লস এর একটি বিশেষ কারন । ওভার ট্রেডিং করার ফলে ফরেক্স আমরা অনেক লস এর সম্মুখীন হয় । আমরা একটি ট্রেড এ লস করলে সাথে সাথে কোন এনালাইসিস ছাড়া অনেক ট্রেড ওপেন করি এটি আমাদের একটি বড় ভুল । তাই ফরেক্স ট্রেডিং এ আবেগ ত্যাগ করতে হবে । আপনি আবেগ ত্যাগ করতে না পারলে আপনার ওভার ট্রেডিং হবেই তাই আবেগকে ত্যাগ করি এবং ওভার ট্রেডিং না করি । ফরেক্স অভার ট্রেডিং হলা লোভে লস আর লসে ফকির। ভাই আমার পরামর্শ অতিরিক্ত কোন কিছুই ভালো না। সেটা ট্রেডিং হোক বা টেন্ডার হোক অল্পকেতে যারা খুশি থাকে। তারই অনেক ভালো থাকে। তাই আমরা সব সময় এই ব্যবসা করার জন্য ধৈর্য্য ধারণ করার চেষ্টা করব তাহলে সফলকাম হতে পারব তাই আমি বলবো ওভার ট্রেডিং থেকে আমাদের দুরে থাকতে হবে ।

Mas26
2022-08-23, 10:01 AM
আপনি যা করেছেন তাকে ওভার ট্রেড বলে না। এটা আপনার একটি ইচ্ছাকৃত ট্রেড যার অর্থ আপনি নিজেও জানেন না। একে সহজ ভাষায় বলে না বুঝে ট্রেড করা। আপনার সেল এবং বাই দুটোই যদি স্টপ লস হিট করে তাহলে আপনার মার্কেট রেঞ্জ কোথায় ? সাপোর্ট কোথায়, রেসিস্টেন্স কোথায় ? এবার হয়তো বলবেন কপালের দোষ, নয়তো ফরেক্সের চৌদ্দ গোষ্ঠীর শ্রাদ্ধ করবেন। এটাই কি ট্রেডের নিয়ম ?

Rassel Vuiya
2022-11-08, 10:32 AM
আমরা অনেকেই ট্রেডার কিন্তু ছোট একটি শব্দ ওভার ট্রেডিং! সহজ কথায় ওভার ট্রেডিং হচ্ছে ট্রেড এন্ট্রি নেই তবু এন্ট্রি নেওয়া, নিজের ট্রেডিং নিয়মগুলি এর বাহিরে নিয়ে যাওয়া, দ্রুত লাভ করতে ট্রেড করতে হবে তবু এন্ট্রি নেওয়া, দৈনিক ৩-৪ টি এর বেশি এন্ট্রি নেওয়া, ব্যালেন্স এর সাথে লট সাইজ না হওয়া সর্বদাই হারান। 18509

Mas26
2022-11-08, 10:56 PM
আপনি যা করেছেন তাকে ওভার ট্রেড বলে না। এটা আপনার একটি ইচ্ছাকৃত ট্রেড যার অর্থ আপনি নিজেও জানেন না। একে সহজ ভাষায় বলে না বুঝে ট্রেড করা। আপনার সেল এবং বাই দুটোই যদি স্টপ লস হিট করে তাহলে আপনার মার্কেট রেঞ্জ কোথায় সাপোর্ট কোথায়, রেসিস্টেন্স কোথায় এবার হয়তো বলবেন কপালের দোষ, নয়তো ফরেক্সের চৌদ্দ গোষ্ঠীর শ্রাদ্ধ করবেন। এটাই কি ট্রেডের নিয়ম।ফরেক্স মার্কেট ওভার ট্রেডিং লস এর একটি বিশেষ কারন ওভার ট্রেডিং করার ফলে ফরেক্স আমরা অনেক লস এর সম্মুখীন হয়।আমরা একটি ট্রেড এ লস করলে সাথে সাথে কোন এনালাইসিস ছাড়া অনেক ট্রেড ওপেন করি এটি আমাদের একটি বড় ভুল তাই ফরেক্স ট্রেডিং এ আবেগ ত্যাগ করতে হবে আপনি আবেগ ত্যাগ করতে না পারলে আপনার ওভার ট্রেডিং হবেই তাই আবেগকে ত্যাগ করি এবং ওভার ট্রেডিং না করি।

FRK75
2023-11-02, 09:06 AM
ফরেক্স এ ওভার ট্রেডিং করলে লসের সম্ভাবনা থাকে অনেক । কারণ একটি ট্রেড লস হওয়ার পর আবেগের বশে যখন আমরা আবার ট্রেড করি তখন আসলে এনালাইসিস খুব কম সংখ্যক ট্রেডাররাই করে থাকে । এই সময়ে আমাদের মেন্টাল সাইকোলজি এমন হয় যে লস পূরণ করার জন্য আমরা আবার ট্রেড করি অথবা মনে হয় এ রকম যে মার্কেট যেহেতু আমার সিদ্ধান্তের বিপরীতমুখী তাহলে বিপরীতমুখী ট্রেড করলে ভাল হবে কিন্তু দেখা যায় যে মার্কেট আবার ওই ট্রেডের বিপরীতে মুভ করছে । ফলে আবার লস হয় । তাই এই সময়ে ট্রেড না করাই ভাল , লস কে মেনে নিতে পারলে ওভার ট্রেডিঙের প্রবনতা অনেকাংশে কমে যেতে পারে ।ফরেক্স এমন একটি মার্কেট যেখানে ওভার ট্রেডিং করলে লসের সম্ভাবনা থাকে অনেক বেশি । কারণ একটি ট্রেড লস হওয়ার পর ভুলবশত এবং আবেগের বশে যখন আবার ট্রেড করা হয় তখন আসলে মার্কেট এনালাইসিস খুব কম সংখ্যক ট্রেডারই করে থাকে । এই সময়ে মেন্টালিটী এমন হয় যে লস পূরণ করার জন্য আবার ট্রেড করা হয় । ফলে মার্কেট যদি আবারো ট্রেড এর বিপরীত মুখি হয় তখন অনেক পস্তাতে হয়। মনে হয় এ রকম যে মার্কেট যেহেতু আমার সিদ্ধান্তের বিপরীতমুখী তাহলে বিপরীতমুখী ট্রেড করলে ভাল হবে কিন্তু দেখা যায় যে মার্কেট আবার ওই ট্রেডের বিপরীতে মুভ করছে । ফলে আবার লস হয় ।

Mas26
2023-11-02, 09:47 AM
ফরেক্স মার্কেট ওভার ট্রেডিং লস এর একটি বিশেষ কারন।ওভার ট্রেডিং করার ফলে ফরেক্স আমরা অনেক লস এর সম্মুখীন হয়।ফরেক্স মার্কেটে আমরা ট্রেডিং করে প্রফিট করি কিন্তু আমরা অনেক সময় আমাদের টার্গেট পুর্ন হবার পরে অনেক সময় ঝুকি নিয়ে অভার ট্রেড করে থাকি,কিন্তু এই অভার ট্রেডিং করি মুলত লোভের কারনে।আমরা একটি ট্রেড এ লস করলে সাথে সাথে কোন এনালাইসিস ছাড়া অনেক ট্রেড ওপেন করি এটি আমাদের একটি বড় ভুল।তাই ফরেক্স ট্রেডিং এ আবেগ ত্যাগ করতে হবে।আপনি আবেগ ত্যাগ করতে না পারলে আপনার ওভার ট্রেডিং হবেই তাই আবেগকে ত্যাগ করি এবং ওভার ট্রেডিং না করি।