PDA

View Full Version : 502 bed getway কি



basaki
2015-12-28, 11:31 AM
502 bed getway মানে কি কেউ জাণেণ?:

Marufa
2015-12-28, 06:46 PM
চিন্তার কোন কারন নেই । ওয়েব সার্ভার বেশি পরিমানে ব্যাস্ত থাকলে এই মেসেজটি শো করে । এরকম শো করলে কিছুক্ষন পর আবার চেষ্টা করলে ঠিক হয়ে যাবে । এটি একটি সাময়িক অসুবিধা । তবে এর জন্য একাউন্টের কোন ক্ষতি হবে না ।

AbuRaihan
2015-12-28, 06:54 PM
অাসলে অামি এরকম মেসেজ অনেক সময় পেয়ে থাকি ৤ অামি বিভিন্ন সময়ে এটা নিয়ে অনেক সমস্যয় পড়ি ৤ বেশিরভাগ ক্ষেত্রে যখন অনেক সময় ধরে ফোরামে থাকি তখন এই মেসেজটা শো করে ৤ আমি এক বড় ভাই থেকে জানতে পারি যে এটা হচ্ছে ওয়েব সার্ভার থেকে আসা একটা মেসেজ ৤ যখন সার্ভার অনেক বেশি ব্যাস্ত থাকে তখন এর উপরে একটা লোড পড়ে যার কারণে এই মেসেজ শো করে ৤ এছাড়া ওয়েব সার্ভারে বিভিন্ন রকম কাজ চলতে পারে ৤

sharifulbaf
2016-01-17, 07:39 AM
বাংলাদেশ ফরেক্স ফোরামে আমরা পোস্ট করার সময় অনেক সময় দেখি ৫০২ব্যাড গেটওয়ে তা দেওয়ার কারন হল,ফরেক্স ফোরামের সার্ভারে অনেক প্রবলেম আছে,তাই আমাদের লগ আউট হয়ে পুনরায় যদি লগ ইন করি তার পরে আমরা আর ব্যাড গেটওয়ে দেখতে পারিনা তাই আমাদের ভাল করতে হবে।

Realifat
2016-01-17, 07:52 AM
502 bed getway সম্পর্কে আমি নিজেও স্পস্ট করে কিছুই জানিনা। এ ব্যাপারে আমিও অন্যদের মতামত জানতে আগ্রহী। তবে আমি যতটুকু জানি ততটুকু শেয়ার করবো। ৫০২ ব্যাড গেটওয়ে হচ্ছে ফোরামের সার্ভারের সমস্যা। মাঝে মাঝে ফোরামের সার্ভারের সমস্যা হলেই আমরা ৫০২ ব্যাড গেটওয়ে দেখতে পাই। আমিও এমন সমস্যার মুখোমুখি হয়েছি।

yasir arafat
2016-04-02, 04:39 PM
এটা হচ্ছে একটা ওয়েব সার্ভার থেকে আসা মেসেজ।যেখানে সাভার্রে যখন বেশি লোড পড়ে বা আপনার ব্রাউজকৃত পেজ বেশি লোড নেয় তখন প্রাইভেসির জন্য এরকম মেসেজ আসে।আর অনেক সময় হয়তো ওয়েব সার্ভারে বিভিন্ন রকম কাজ চলতে পারে।তবে কিছুক্ষণ পর তা ঠিক হয়ে যায়।

abdulguffer
2016-04-02, 10:00 PM
আমিও প্রায়ই এই সমস্যার সম্মুখীন হই। এটি আসলে ওয়েব সার্ভার থেকে আসা একটি মেসেজ। সার্ভার অনেক বেশি ব্যস্ত থাকলে এই মেছেজটি চলে আসে । এটা অনেক বিরক্তিকর । এর কারনে অনেক সময় পোস্ট এর জন্য লেখা কমেন্ট মুছে যায় , ফলে আবার নতুন করে শুরু করতে হয়। তবে এই সমস্যার জন্য ফোরাম একাউন্ট এর কোন ক্ষতি হয় না ।

Mamun13
2017-06-13, 09:47 AM
এ ধরনের সমস্যা আমরা প্রায়ই দেখতে পাই যখন কোনো ওয়েব পেইজে আমরা কাজ করি৷এটা আসলে একধরনের সার্ভারজনিত সমস্যা৷পরে আবার ঠিক হয়ে যায়৷নেট কানেকশান না থাকলে বা দুর্বল নেট থাকলে বা সার্ভার অতিরিক্ত চাপে থাকলে এরকম হতেই পারে৷

uzzal05
2017-06-13, 11:24 PM
এই মেসেজ গুলো আসলে ভয় পাওয়ার কিছু নেই। কারন সার্ভার যদি ব্যবহার করতে হয় তাহলে সামান্য সমস্যা হতে পারে। এই ধরনের মেসেজ যদি আমার কখনো আসে তাহলে আমি কিছুক্ষন অপেক্ষা করে থাকি। হয়ত মার্কেট কিছুক্ষন পর আবার ঠিক হয় যায়।

samun
2021-07-18, 09:14 PM
ফরেক্স মার্কেটে আমি নতুন তাই এ বিষয়ে সম্পর্কে আমার কোন ধারণা অভিজ্ঞতা নেই এবং যদি সম্পর্কে আরো ব্যাপকভাবে বিস্তৃত হবে কেউ পোস্ট করে তাহলে হয়তো ভালোভাবে জানতে পারবো

Sakib42
2021-07-18, 10:48 PM
এটি একটি সাধারণ মেসেজ, যা নিয়ে বিভ্রান্তি করার বা ভয় পাবার কোন কারন নেই। অনেক সময় অনিয়ন্ত্রিতভাবে অনেক মেম্বার একসাথে হয়ে যায় তখন ওয়েবসাইট থেকে এরকম একটি মেসেজ দেখানো হয়ে থাকে যে তাদের পক্ষে আপাতত এত মানুষকে একসাথে ওয়েবসাইট সম্পর্কে বিস্তারিত জানানো সম্ভব হচ্ছে না। ছাড়াও অনেক সময় যদি ফোরাম কর্তৃপক্ষ কোনো ডেভলপমেন্ট এর কাজ করে ওয়েবসাইটটির তখনও মাঝেমধ্যে এমন দেখায় তাই এটি নিয়ে কোন রকম চিন্তা করার কোন কিছুই নেই। আমিও প্রথম প্রথম ভয় পেয়ে গিয়েছিলাম কিন্তু পরে দেখতে পেরেছি যে এটি আসলে একটি টেকনিক্যাল সমস্যা সীমিত আকারের জন্য।

FRK75
2022-01-27, 11:25 AM
একটা ওয়েব সার্ভার থেকে আসা মেসেজ।যেখানে সাভার্রে যখন বেশি লোড পড়ে বা আপনার ব্রাউজকৃত পেজ বেশি লোড নেয় তখন প্রাইভেসির জন্য এরকম মেসেজ আসে।আর অনেক সময় হয়তো ওয়েব সার্ভারে বিভিন্ন রকম কাজ চলতে পারে।তবে কিছুক্ষণ পর তা ঠিক হয়ে যায়।

Starship
2022-06-19, 03:06 PM
আমরা কম বেশী সকল ট্রেডার 502 bad getway এই নোটিফিকেশন মেসেজটি পেয়েছি। যখন ফরেক্স ফোরামে লগইন করি তখন লগ ইন না হয়ে এই নোটিফিকেশন লক্ষ্য করা যায়। তবে এটি গুরুত্বপূর্ণ কোনো বিষয় নয় এটা সাধারণত ফোরাম সমস্যা সম্বলিত একটি নোটিফিকেশন, ফোরামে আপডেট চলাকালে এই নোটিফিকেশনটি শো করে। এছাড়াও অনেক সময় নেটওয়ার্ক সমস্যা জনিত কারণে এই নোটিফিকেশন লক্ষ্য করা যায়। প্রথমদিকে আমি নিজেও ঘাবড়ে গিয়েছিলাম, কিন্তু পরবর্তীতে তা খুব সহজেই সমাধান হয়ে গেছে। তাই এই মেসেজ নাটিফিকেশন শো করলে ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই ধৈর্য ধরুন সমাধান হয়ে যাবে।

FRK75
2023-02-08, 10:56 PM
ফরেক্স ফোরামে আমরা পোস্ট করার সময় অনেক সময় দেখি ৫০২ব্যাড গেটওয়ে তা দেওয়ার কারন হল,ফরেক্স ফোরামের সার্ভারে অনেক প্রবলেম আছে,তাই আমাদের লগ আউট হয়ে পুনরায় যদি লগ ইন করি তার পরে আমরা আর ব্যাড গেটওয়ে দেখতে পারিনা তাই আমাদের ভাল করতে হবে।এই মেসেজ গুলো আসলে ভয় পাওয়ার কিছু নেই। কারন সার্ভার যদি ব্যবহার করতে হয় তাহলে সামান্য সমস্যা হতে পারে। এই ধরনের মেসেজ যদি আমার কখনো আসে তাহলে আমি কিছুক্ষন অপেক্ষা করে থাকি। হয়ত মার্কেট কিছুক্ষন পর আবার ঠিক হয় যায়।

Mas26
2023-02-09, 10:53 AM
এ ধরনের সমস্যা আমরা প্রায়ই দেখতে পাই যখন কোনো ওয়েব পেইজে আমরা কাজ করি৷এটা আসলে একধরনের সার্ভারজনিত সমস্যা৷পরে আবার ঠিক হয়ে যায়৷নেট কানেকশান না থাকলে বা দুর্বল নেট থাকলে বা সার্ভার অতিরিক্ত চাপে থাকলে এরকম হতেই পারে৷এই মেসেজ গুলো আসলে ভয় পাওয়ার কিছু নেই। কারন সার্ভার যদি ব্যবহার করতে হয় তাহলে সামান্য সমস্যা হতে পারে। এই ধরনের মেসেজ যদি আমার কখনো আসে তাহলে আমি কিছুক্ষন অপেক্ষা করে থাকি। হয়ত মার্কেট কিছুক্ষন পর আবার ঠিক হয় যায়।