PDA

View Full Version : ৫ পোস্ট ইন ১০ মিনিট



uzzalbd
2015-12-29, 07:50 AM
আমি একটা জিনিস লক্ষ্য করলাম যেটা অনেক সময় একটা পোস্ট করার পর আরেক্টী পোস্ট করলেই এই লেখা দেখায়। আপনাদের ও কি লেখা মাঝে মাঝে আসে।

HKProduction
2015-12-29, 08:16 AM
প্রায় সময় দ্বিতীয় পোস্ট করার পর এই লেখাটি আসে। তখন কিছু সময় পোস্ট করা থেকে বিরক্ত ( বিরত ) থেকে আবার পোস্ট শুরু করি। কি আর করা , জিন্দা থেকে মরা। করেই যাই যেভাবেই নসিবে আসুক না কেন। আমাদেরকে তো লোভ করা যাবে না। বিরক্ত হলে চলবে না। আমরা হচ্ছি ফরেক্স সৈনিক।

sharifulbaf
2015-12-29, 08:41 AM
বাংলাদেশ ফরেক্স ফোরামের নিয়ম অনুসারে ১০ মিনিটে ৫ টি পোস্টের বেশি দেওয়া যাবেনা,তাই আমার মনে হয় আপনি বেশি পোস্ট করে ফেলেন,কি জন্য করে তা আপনাকে বলছি, কিছু লোক আছে যারা স্কেম করে তাদের স্কেম যাতে না করতে পারে সে জন্য এই কাজ করে নাঝে মাঝে

basaki
2015-12-29, 09:13 AM
আপনি যা দেখেছেন মাঝে মাঝে আমাদেরো এটা হয়ে থাকে।কিন্তু ফরেক্স ফরামটা ত একটি সপ্ট্যায়ার দিয়ে পরিচালিত হয় যার জন্য এরকম মাঝে মাঝে হয়াটা আমার কাছে মনে হয় অনেক সাবাবিক। যখন এরকম হবে একটু রেস্ট নিন পরে আবার পুস্ট শুরু করুন।

Realifat
2016-03-26, 01:52 PM
আপনি যেটার সমস্যার কথা বলছেন এমন সমস্যায় আমরাও পরেছি।আমাদের পোস্টিং করার সময়ও মাঝে মাঝে এমন লেখা আসে। আসলে এমন আসার কারন হচ্ছে আমরা ১০ সিনিটের মধ্যে পাচটা পোস্টি দিতে পারবো তার কমও দিতে পারবো না বা বেষিও পারবো না। বিশেষ করে প্রথম দশ মিনিটে পাচটা পোস্ট দিতে ব্যর্থ হলেই পরে পোস্ট করতে গেলেই এমন লেখা দেখাবে।

Tazul Islam
2016-03-26, 02:49 PM
এটা ফোরামের নিয়ম। ১০ মিনিটে ৫ টার বেশি পোস্ট করতে পারবেন না। এটা ফোরাম কর্তপক্ষ হিসাব করে বের করেছে যে ৫ পোস্ট এর উত্তর দিতে মিনিমাম ১০ মিনিট লাগবে। আপনি যখন একটা পোস্ট করে আর একটা পোস্ট কোথাও থেকে কপি করে ২/৩ মিনিটের মধ্যে সাবমিট করতে যাবেন তখনেই ঐ মেসেজ টা আসবে। আমারও আসে। আমি একটু আপেক্ষা করে পরে দেই।

raju0000
2016-03-30, 02:11 AM
জি আমাদের ক্ষেত্রেও এই লিখাটি উঠে.কারণ আপনি অল্প সময়ে এতগুলো পোস্ট করতে পারবেননা.এত অল্প সময়ে এতগুলো পোস্ট করলে কপি-পেস্ট বলে মনে হয়.তাই অল্প সময়ে অনেক পোস্ট করতে গেলে এই ধরনের লিখা উঠে.আর একদিনে এত পোস্ট করলে একাউন্ট বেন হয়ে যাবার ও সম্ভাবনা থাকে.তাই একটু বিরতি নিয়ে নিয়ে পোস্ট করতে হবে.

abdulguffer
2016-03-30, 04:00 AM
আমি ও এরকম পাই, দুই/তিনটি পোস্ট করার পর আর পোস্ট করা যায় না , এই মেছেজটি চলে আসে । তখন চলতি পেইজটি রিলোড বা রিফ্রেশ করে পোস্ট করলে সব ঠিকঠাক মত পোস্ট হয়। এটা অনেক বিরক্তিকর। এ ব্যাপারে ফোরাম এর দৃষ্টি আকর্ষন করছি।

S M Murshedul Akhter
2016-03-30, 08:41 AM
আমি একটা জিনিস লক্ষ্য করলাম যেটা অনেক সময় একটা পোস্ট করার পর আরেক্টী পোস্ট করলেই এই লেখা দেখায়। আপনাদের ও কি লেখা মাঝে মাঝে আসে।
It is one kind of limitation. we should not write maximum 5 post within 10 minutes. So we have to obey this rule. Otherwise we'll deprived of ours bonus. Thanks a lot.

Md Akter Hossain
2016-03-30, 12:22 PM
ফরেক্স বাংলা ফোরামের নিয়ম অনুযায়ি আপনি প্রদি দশ মিনিটে ৫ টা পোষ্ট করতে পারবেন । আপনি যখনই তার বেশি করতে যাবেন আপনাকে মেসেজ দেখাবে । তবে দশ মিনিট হয়ে গেলে আর কোন সমস্যা হবে না । এটা করার একমাত্র কারণ হলো বোনাস শিকারীদের হাত থেকে এই ফোরামকে রক্ষা করা ।

MOHAMMAD SHADAT HOSSEN
2016-03-31, 01:30 PM
হ্যাঁ আমার ও এই এসএমএস আসে, ১০ মিনিতে ৫ টির বেশি ফোরাম এ পোস্ট করলে আমনটি হয়।

yasir arafat
2016-04-05, 06:49 PM
আপনি ৩০ সেকেন্ডের ভেতর যদি দুটো পোস্ট করেন বা ১০ মিনিটের মধ্যে একাধিক পোস্ট দেন তাহলে এ ধরণের মেসেজ দেখাবে।সুতরাং টাইম মেইন টেইন করে ফোরাম পোস্ট করুন।আশা করি বুঝতে পেরেছেন।

askam
2016-04-05, 10:21 PM
আমার খেত্রেও মাঝে মাঝে এটি ঘটে । আসলে আমরা সবাই জানি যে ফরেক্স এর ট্রেডিং বলি বা ফোরাম পস্টিং এর কথা বলি এখানে কিছু নিয়ম কানুন আছে । পোস্টিঙের ব্যাপারে কিছু নিতীমালা আছে আপনি চাইলেও প্রতি ১০ মিনিতে ৫ টির বেশি পোস্ট করতে পারবেন না । কারন এটি করলে ফরেক্স মনে করে এটি স্প্যাম হওয়ার সম্ভবনা থাকে । তাই যখন আমরা এই নিয়মের বাইরে যায় ফরেক্স আমাদের সতর্ক করে দেয় ।

MD. Chand Ali
2016-04-05, 11:11 PM
আমিও এ সমস্যায় পড়ি মাঝে মাঝে।কারন বাংলা ফরেক্স এর নিয়ম মতে প্রতি ১০মিনিটে ৫টা পোষ্ট করা।এর বেশি হলে এ মেসেজ আসে।তবে ১০মিনিট পর পোষ্ট করতে পারবেন কোনো সমস্যা হবে না।

Moon
2016-06-18, 12:14 AM
আমিও একই সমস্যই আছি । হতে পারে আমাদেরকে সতর্ক করে দিয়েই এ বার্তা দেওয়া হয় । কেননা আমি মনে করি যে ফোরামে আমরা যারা পোস্টিং করি তারা জানি যে এখানে কিছু নিয়ম কানুন আছে যেগুলোর প্রতি অব্যশই আমাদেরকে শ্রদ্ধাশীল হতে হবে । কেননা এগুলোর প্রতি যদি আমরা শ্রদ্ধাশীল না হই তবে তা আমাদের জন্যই মুলত অকল্যাণকর হবে ।

MD ALAMIN ARIF
2016-06-18, 04:03 PM
বাংলাদেশ ফরেক্স ফোরামের নিয়ম অনুসারে ১০ মিনিটে ৫ টি পোস্টের বেশি দেওয়া যাবেনা,তাই আমার মনে হয় আপনি বেশি পোস্ট করে ফেলেন,কি জন্য করে তা আপনাকে বলছি, কিছু লোক আছে যারা স্কেম করে তাদের স্কেম যাতে না করতে পারে । তবে দশ মিনিট হয়ে গেলে আর কোন সমস্যা হবে না । এটা করার একমাত্র কারণ হলো বোনাস শিকারীদের হাত থেকে এই ফোরামকে রক্ষা করা ।

Md. Tariqul Islam
2016-06-18, 04:31 PM
আপনি যেটার সমস্যার কথা বলছেন এমন সমস্যায় আমরাও পরেছি।আমাদের পোস্টিং করার সময়ও মাঝে মাঝে এমন লেখা আসে। আসলে এমন আসার কারন হচ্ছে আমরা ১০ সিনিটের মধ্যে পাচটা পোস্টি দিতে পারবো তার কমও দিতে পারবো না বা বেষিও পারবো না। আপনি যখন একটা পোস্ট করে আর একটা পোস্ট কোথাও থেকে কপি করে ২/৩ মিনিটের মধ্যে সাবমিট করতে যাবেন তখনেই ঐ মেসেজ টা আসবে। এত অল্প সময়ে এতগুলো পোস্ট করলে কপি-পেস্ট বলে মনে হয়.তাই অল্প সময়ে অনেক পোস্ট করতে গেলে এই ধরনের লিখা উঠে.আর একদিনে এত পোস্ট করলে একাউন্ট বেন হয়ে যাবার ও সম্ভাবনা থাকে.তাই একটু বিরতি নিয়ে নিয়ে পোস্ট করতে হবে.

RUBEL MIAH
2016-12-25, 12:28 PM
একজন দক্ষ ট্রেডার ৫ মিনিটে ১০ টি পোষ্টের বেশী দিতে পারে না । কারণ বেশী পোষ্ট দেওয়াটা উদ্দেশ্য নয় । আসল উদ্দেশ্য হল ফোরামে পোষ্টগুলো গুরুত্ব নিজের ভিতরে ফিট করা । সুতরাং আমরা সব সময় ফরেক্স ব্যবসা বোঝার জন্য ফরেক্স ব্যবসা করার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব । কিন্তু ধৈর্য্য ধারণ করে পোষ্ট দিতে হবে ।

Nodi roy
2016-12-25, 05:05 PM
যারা ফোরাম এ কাজ করেন তারা এই লেখাটির সাথে পরিচিত। যখন এই লেখা টি আসবে তখন কিছু সময় পোষ্ট করা থেকে বন্ধ থাকতে হবে তারপর কিছু সময় পর আবার পোষ্ট করা শুরু করেন। আর এই ভাবে পোষ্ট করে আমাদের এগিয়ে যেতে হবে আমাদের নিজ নিজ লক্ষে।

ONLINE IT
2016-12-25, 07:16 PM
আমি একটা জিনিস লক্ষ্য করলাম যেটা অনেক সময় একটা পোস্ট করার পর আরেক্টী পোস্ট করলেই এই লেখা দেখায়। আপনাদের ও কি লেখা মাঝে মাঝে আসে।

না একটি পোষ্ট করার পরে অন্য একটি পোষ্ট করার পরে এ লেখা আসে না। এ লেখা তখনই আসি যদি আপনি 10 মিনিটের ভিতর 5 এর অধিক পোষ্ট করতে যান। অর্থাৎ আপনি 10 মিনিটের ভিতর সর্বোচ্চ 5 টি পোষ্ট করতে পারবেন। যদি এর বেশি পোষ্ট করতে যান তখনই এ লেখা আসবে। তখন আপনাকে পরবর্তী পোষ্ট এর জন্য অপেক্ষা করতে হবে।

md motin
2016-12-25, 07:18 PM
আমার জানামতে বাংলাদেশ ফরেক্স ফোরামের নিয়ম অনুসারে ১০ মিনিটে ৫ টি পোস্টের বেশি দেওয়া যাবেনা,তাই আমার মনে হয় আপনি বেশি পোস্ট করে ফেলেন,কি জন্য করে তা আপনাকে বলছি, কিছু লোক আছে যারা স্কেম করে তাদের স্কেম যাতে না করতে পারে সে জন্য এই কাজ করে মাঝে মাঝে।

nazib72
2016-12-25, 07:31 PM
ফরেক্স ফোরামে অনেকে আছেন শুধু বোনাস বেবার জন্য পোস্ট করেন তারা পোস্ট কপি করে এবং ছোট ছোট পোস্ট করে অল্প সময়ের মধ্যে তাই এসব কিছু প্রতিরোধের জন্য ১০ মিনিটে ৫ টি পোস্ট এর বেশি করা যাবে না আর তাই নটিফিকেশান এ ৫ পোস্ট ইন ১০ মিনিটস আসে।

vampire
2016-12-25, 08:03 PM
১০ মিনিটে আপনি ৫ টার বেশি পোস্ট করতে পারবেন না।তাহলে আপনাকে বোনাস শিকারী মনে করতে পারে।তাই একটু সময় বিরতি নিয়ে আবার ফরেক্স বিষয়ক পোস্ট করতে পারেন।

the viper
2016-12-25, 08:05 PM
পোস্টিং করার সময়ও মাঝে মাঝে এমন লেখা আসে। আসলে এমন আসার কারন হচ্ছে আমরা ১০ সিনিটের মধ্যে পাচটা পোস্টি দিতে পারবো তার কমও দিতে পারবো না বা বেশিও পারবো না।

Mamun13
2017-11-13, 10:47 PM
ফোরামের পোষ্টিং লেখার নিয়মানুসারে প্রতি ১০ মিনিটের মধ্যে সর্বোচ্চ ৫ টি পোষ্ট সাবমিট করতে পারবেন৷আমার এবং সবারই এমনটি হয় ও হবে৷তাই আস্তে ধীরে একটু সময় নিয়ে প্রতিটা থ্রেড প্রথমে ভালো করে পড়ে বুঝে ঠান্ডা মাথায় আপনার নিজের পোষ্টটি গুছিয়ে লিখে তারপরে তা সাবমিট করা বাঞ্ছনীয়৷