PDA

View Full Version : এন/ইউ



maziz6989
2015-12-29, 01:04 PM
এই পেয়ারটা মনে হচ্ছে আবারও পড়ে যাওয়ার সময় হয়ে এসেছে। সবাই চোখ রাখবেন একদিনের চার্টে। মনে হয় বড় কোন পুলব্যাক পেতে পারি আমরা কেননা বেশ কিছুদিন ধরে এটা বাই সাইডে রয়েছে। তাই আমি প্রিফার করছি আগামী শুক্রবারে এটা বেশ বড় রকমে পড়তে পারে।

maziz6989
2015-12-30, 09:22 AM
বৈদেশিক মুদ্রার কোন নির্দষ্ট অবস্থানে হয় না। - মেজর ট্রেডিং সেন্টার নিউ ইয়র্ক, টোকিও, লন্ডন, হংকং, সিঙ্গাপুর, প্যারিস, এবং ফ্রাংকফুর্ট মধ্যে থেকে হয়।সব ট্রেডিং এবং ফরেক্সে কার্যকলাপ অধিকাংশ পেয়ারে ছোট লাভ দেয়।সুতরাং ট্রেডারদের এন/ইউ এ পেয়ারে সতর্ক থাকা উচিত।

ভাই সাহেব কি শুধু বোনাসের জন্য লিখেন? যদি না হয় তবে নেক্সট টাইম আপনাকে রিপোর্ট করা হবে। যে থ্রেড করা হয়েছে সে সম্পর্কে ধারণা না থাকলে এড়িয়ে যান। অযথা নিজের পান্ডিত্য জাহির করতে যান কেন। দয়া করে ভবিষ্যতে এরকম করবেন না।

yasir arafat
2016-04-02, 05:29 PM
বৈদেশিক মুদ্রার কোন নির্দষ্ট অবস্থানে হয় না। - মেজর ট্রেডিং সেন্টার নিউ ইয়র্ক, টোকিও, লন্ডন, হংকং, সিঙ্গাপুর, প্যারিস, এবং ফ্রাংকফুর্ট মধ্যে থেকে হয়।সব ট্রেডিং এবং ফরেক্সে কার্যকলাপ অধিকাংশ পেয়ারে ছোট লাভ দেয়।সুতরাং ট্রেডারদের এন/ইউ এ পেয়ারে সতর্ক থাকা উচিত।