PDA

View Full Version : পোস্টিং এ বানান ভুল



uzzalbd
2015-12-30, 09:13 AM
আমি আপনাদের কাছে জানতে চাছি যে ফোরাম পোস্টিং এ দু-একটা বানান ভুল হলে কি কোন সমস্যা হবে।

HKProduction
2015-12-30, 09:21 AM
মানুষ মাত্রই ভুল করে। দুই একটি কোন সমস্যা নয়। খারাপ লাগে যে দুই লাইনের পোস্টে যদি দুটি বানান ভুল হয় , তাহলে আপনার অফিসের বস যদি আপনাকে দশ লাইনের একটি চিঠি লিখতে দেয় তাহলে সেখানে দশটি বানান ভুল হবে। এতে বস আর এমন কি ভাববে ? বুঝে নেবেন।

maziz6989
2015-12-30, 09:33 AM
আসলে বানান ভুল কোন বিষয় নয়। কিন্তু তখনই মেজাজ খারাপ লাগে যখন দেখি কপি পেস্ট করছে বা আজাইরা কিছু লিখেছে যা সে নিজেই জানে না। তাই লেখার সময় সতর্কতা অবলম্বন করাটাই উচিত হবে কেননা এখানে শুধু মাই বোনাসের জন্য না লিখে নিজে কিছু শেখানোর জন্য বা শিখার জন্য লিখুন। আপনারও ভাল লাগবে যাকে শেখাবেন তারও ভাল লাগবে।

AbuRaihan
2015-12-31, 11:49 PM
ফরেক্স বাংলাদেশ ফোরাম আমাদের জন্য অনেক বড় একটা সুযোগ নিয়ে এসেছে ট্রেডিং করার জন্য এবং শিখার জন্য এই পোস্টিং মানির মাধ্যমে ৤ তাই আমাদেরকে পোস্টগুলো দিতে হবে অনেক বেশি সতর্কতার সহিত এবং প্রাসঙ্গিকভাবে ৤ আসলে বানান ভুল হতেই পারে তবে প্রতিটা পোস্টে বানান ভুল হওয়াটা অস্বাভাবিক এবং এটা আমাদের বোনাস প্রাপ্তি ও মডারেটরের দৃষ্টিতে মার্ক হয়ে যেতে পারে ৤ কেননা এই বিষয় নিয়ে ফোরাম রুলসে স্পষ্ট করে বলে দেওয়া আছে ৤

MdRazu128890
2016-01-01, 12:03 AM
ফোরামে প্রায়শ আমরা এমন কিছু পোস্ট দেখতে পাই যার বানানে রয়েছে অনেক ভূল আর ঐ সকল ভূলের কারনে সঠিক ভাবে পোস্টের অর্থ বোঝা যায় না সেই কারনে আমাদের প্রত্যেক ফোরাম মেম্বারদের আমি মনে করি এ দিকে বিশেষ ভাবে লক্ষ রাখা উচিত এতে করে ফোরামের মান অনেক ভাল থাকে।

HKProduction
2016-01-01, 08:26 AM
পৃথিবীতে যতজন বাংগালী পোস্টিং করে তারা সবাই আপনার পোস্টটি পড়বে। আমাদের দেশের মাতৃভাষা আন্তর্জাতিকভাবে পৃথিবীতে পরিচিত। একটি ভুল ও আমাদের লজ্জার কারন। তবে অনেক সময় টাইপ করতে গিয়ে ভুল হয়ে যায় সেটি আলাদা একটি বিষয়। আপনার পােস্টটি ভুল হলে এডিট অপশন থেকে ঠিক করে নিতে পারেন।

basaki
2016-01-01, 08:43 AM
আসলে ভুল হয়াটাই মানুষের ধর্ম।আর মানুষেইতো ভুল করবে। ফোরামে ভুল করেলে আপনাকে হয়ত ফোরাম কর্তৃপক্ষ আপনাকে নোটিস দিতে পারে। তবে আপনি যদি একটি পোস্টিং এ যদি দুই একটি বানান ভুল করেন তাহলে হয়তো কিছু বলবে না। তবে সব সময় চেস্টা করবে যেন বানান ভুল না হয়।

Marufa
2016-01-06, 12:45 AM
আমার জানা মতে সমস্যা হওয়ার কথা । আপনি যদি নিয়মিতভাবে বানান ভুল করতে থাকেন তাহলে সমস্যা হতে পারে। তবে মাঝে মধ্যে দুই একটি বানান ভুল হলেও সমস্যা নেই । যতাটা পারা যায় বানাম সঠিক রাখার চেষ্টা করতে হবে ।

RUBEL MIAH
2016-02-27, 03:08 PM
পোষ্টিং -এ বানান ভুল করলে সে পোষ্টিং মন্জুর হয় না । সুতরাং আমরা সব সময় এই ব্যবসা করার জন্য পোষ্টিং দিতে হবে এবং ভুল করা যাবে না । সুতরাং আমরা সব সময় এই খেয়াল রাখব যে পোষ্টিং - এ যেন বানান ভুল না হয় ।

Fxaziz
2016-02-27, 04:48 PM
মানুষ মানেই ভুল।তাই মানুষ ভুল না করলে কে ভুল করবে।তবে কিছু জাগাই ভুল করলে আমাদের সমস্যা হয়।আমরা যদি ফোরাম এ পোস্টিং করতে গিয়ে বানানে ভুল করি তাহলে আমরা ফোরাম থেকে বোনাস পাবনা।আমরা ফোরামে পোস্টিং করি ফোরাম এর কিছু আইন মেনে।যেমন-বানান ভুল হতে পারবেনা,কোন কিছুর প্রচার করা যাবেনা,খারাফ মন্তব্য করা জাবেনা।আমরা যদি এই বিষয় গুলো না মেনে ফোরাম এ পোস্টিং করি তাহলে আমরা ফোরাম থেকে বোনাস পাবনা।তাই বানানে যত্ন নিন।

nitta
2016-02-27, 04:51 PM
আসলে আমি পোস্ট করার সময় অনেক সময় দেখা যায় অনেক বানান ভুল হয়ে যায় । আমাদের জন্য ফরেক্স মার্কেটে যে নিয়ম গুলা আছে তার ভিতরে দেওয়া আছে পোস্টিং করার সময় যেন বানান ভুল না হয় । তার পরেও আমরা অনেক সময় পোস্ট কারর সময় বানান ভুল করে ফেলি আসলে বানান ভুল করে পোস্ট করা ঠিক না ।

nitta
2016-02-27, 04:54 PM
ফরেক্স ফোরামে পোস্ট করার সময় আপনাকে আগে থেকেই ভাল করে দেখতে হবে পোস্ট কারর সময় যেন আপনার বানান ভুল না হয় । আপনি পোস্ট করার সময় বানান ভুল করলে আপনাকে অনেক কিছু খেল করতে হবে । আপনাকে সব সময় খেল রাখতে হবে যে বানান ভুল না হয় । বানান ভুল করে পোস্ট করতে হলে আপনি অনেক দিক থেকে লসে পরতে পারেন ।

Vision
2016-02-27, 05:21 PM
আসলে বাংলাদেশ ফরেক্স ফোরাম এই বিষয়ে ইতিমধ্য তাদের নিয়ম কানুনের মধ্যই স্পষ্ট করে বলে দিয়েছে । তবে বানান ভুল হলে কি হতে পারে তা আমি জানি না । কিন্ত না হওয়ার দিকেই আমাদের লক্ষ্য রাখা উচিত । আমি আপনি কেউই ভুলের বাইরে নয় । তবে আমি মনে করি যে কয়েকটা বানান ভুল হয়েই গিলে সেটা অবশ্যই সম্মনিত মডারেটরগণ ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন । তবে আমাদের উচিত হল ফোরামের সমস্ত নিয়ম কানুন মেনে চলা । আর এতেই প্রকৃত পক্ষে আমাদের প্রিয় ফোরামের পরিবেশ সুন্দর থাকবে ।

tarek
2016-02-27, 05:39 PM
আমি এই ফরামের নতুন মেম্বার। আমার মনে হয় আমাদের লেখার সময়ে সতর্কতা অবলম্বন করা উচিত।কারন যদি এমন ভুল হয় তাহলে আমাদের মত নতুন যারা তারা কিছুই শিখতে পারবো না।আর মানুষ মাত্রই ভুল তবে সেই ভুলটা যাতে চরম পর্যায় ধারন না করে। তাহলে পোস্ট এর সুন্দর্যটাই নষ্ট হয়ে যাবে।

raju0000
2016-02-27, 09:23 PM
পোস্টিং এ বানান ভুল সমস্যা হতে পারে.কারণ আপনার করা পোস্ট ওই ফোরাম কমিউনিটি এর সদস্য দের জন্য হতে পারে উপকারী কিন্তু সে ক্ষেত্রে যদি আপনার পোস্ট এর বানান ভুল হয় তবে তারা আপনি কি বলতে চেয়েছেন টা না ও বুঝতে পারে.তাই চেষ্টা করুন যতটা পারেন পোস্ট এ সঠিকভাবে শুদ্ধ বানান রেখে পোস্ট করতে .

fatemaakhter
2016-02-27, 09:32 PM
আমি সব সময় চেষ্টা করি যাতে বানান না ভুল হয় ।তারপরও মাঝে মাঝে ভুল হয় ।বানান ভুল আমার নিজের কাছেই লজ্জাকর ।কেন না বাংলা আমাদের মাতৃ ভাষা তাই আমাদের উচিত একটু সতর্ক হয়ে পোস্ট করা ।

hkabirshas
2016-02-27, 09:33 PM
ভুল করাটা মানুষের স্বভাব সুলভ ধারা। মাঝে মধ্যে দুএকটা ভুল এটা মার্জনীয় বিষয়। তবে আমাদের চেষ্টা করা উচিত যাতে ভুলের পরিমাণ খুব কমিয়ে আনা যায়। ভুল না করাই উত্তম। এজন্য সকলকে একটা পরামর্শ তা হলো- আপনারা যে লিখাটা লিখবেন, লিখাটা শেষ হলে তা প্রথম থেকে শেষ পর্যন্ত পুণরায় পড়বেন এবং কোন ভুল থাকলে সংশোধন করে পোষ্ট করবেন। তাহলে পোস্টকৃত তথ্যে ভুল থাকবে না এমনটা আশা করা যায়।

sharifulbaf
2016-03-25, 11:33 PM
আমরা বাংলাদেশ ফরেক্স ফোরামে পোস্ট করে বোনাস পায়, তাই আমাদের ফোরামের প্রতি গুরুত্ব দিতে হবে,কারন আমরা ফোরামে পোষ্ট করার সময় যা লেখি সে সময় আমাদের লক্ষ রাখতে হবে যাতে আমরা ফোরামে বানান ভুল না করে শুদ্ধ করতে পারি,অনেক সময় আমাদের অনেক বানান ভুল হয়ে যায় তা আমরা বুঝতে পারিনা।

golam0000
2016-03-26, 05:38 AM
পোস্টিং এ বানান ভুল হলে প্রবলেম হতে পারে.কারণ ফোরাম পোস্টিং বানান ভুল একটি শব্দের অন্য অর্থ প্রকাশ করতে পারে.তাই ফোরাম পোস্টিং এর ক্ষেত্রে মনোযোগী হতে হবে.আর এই বানান ভুল অন্য ত্রাদের দের একটি বিষয় সম্পর্কে ভুল ধারণা ও দিতে পারে.তাই পোস্টিং এর ক্ষেত্রে বানান ভুল করা যাবেনা.এইটার জন্য সতর্কতা পেতে পারেন এবং বেশি হলে প্রবলেম এও পড়তে পারেন.

Realifat
2016-03-26, 07:05 AM
ফোরামে পোস্টিং করার সময় দুএকটা বানান ভুল করলে কোনো সমস্যা হবার কথা নয়।কেননা মানুষ মাত্র ভুল করে। দুএকটা ভুল করাটা এতো বেশি জটিল কোনো বিষয় না।তবে তাই বলে পোস্টিং করার সময় ইচ্ছা করে প্রতিটি পোস্টে বানান ভুল করবেন না। যদি প্রতিটি পোস্টে বানান ভুল করে দুএকটা করে তবে সমস্যা হতে পারে। এমনকি পোস্ট বাতিল করে দিতেও পারে।

Moon
2016-03-26, 12:14 PM
আমি একজন নতুন হিসেবে যতটুকু জানি যে উক্ত ফোরামের মধ্য নিদ্দিষ্ট কিছু নিয়ম কানুন আছে । আর সেই নিয়ম কানুনের মধ্য থেকেই আমাদের পোস্ট করতে হবে । তবে আমি মনে করি যে প্রতিটা পোস্টে বানান ভুল হওয়া থেকে আমাদের যতটা সম্ভব বিরত থাকতে হবে । আর এটাও মাথায় রাখতে হবে যেন পোস্টের মান ফোরাম কর্তৃপক্ষের নিদ্দিষ্ট নিয়মের মধ্য থেকে হয় । তবে মানুষ ভুলের উর্ধে্ব নয় আশা করি সম্মনিত মডারেটর এ বিষয়ে সুদৃষ্টি দিবেন ।

Green191
2016-03-26, 03:35 PM
নিজেকে সয়ং স্মপূন্র রূপে গড়ে তুলতে হ্লে পোষ্টিং এ বানান ভুল করা যাবে না ,আপনি যখন কোন পোষ্ট করবেন তখন আপনার বানানের প্রতি খেয়াল রাখতে হবে যাতে বানান ভুল না হয় । যারা ফোরামে নতুন তাদের উচিত বিশেষ করে বানানের প্রতি গুরুতব দেওয়া এবং ফোরামে টপিকস রিলেটেড পোষ্ট করা ।

majidiqbal
2016-03-26, 04:52 PM
ভুল ব্যপারটা আসলে ভাল না । আর মাতৃভাষাই কথা বলা বা লেখা তে ভুল করা তো একেবারেই ভুল কাজ।

MotinFX
2016-03-26, 05:37 PM
ফোরামে পোস্টে করার সময় আমার কঢেকটা ভুল হয় তবে সময় না আমি চেস্টা করছি যাতে বানান ভুল না হয়। ফোরামে লিখতে টাইপ করার সময় ভুল তারপর কিবোর্ড এর কারনে ভুল হয়। আমাকে এই ব্যাপারে একবার সতর্ক করা হয়েছে আমি সেই থেকে চেস্টা চালিয়ে যাচ্ছি যাতে আমার লেখার সময় ভুল না হয়।

Md Akter Hossain
2016-03-26, 09:39 PM
পোস্টিং করা র সময় বানান ভুল হতেই পারে ।অনেকে আবার মোবাইল দিয়ে ফোরামে লেখালেখি করে থাকেন । বিশেষ করে তাদেরই বানান টা ভুল হয় বেশি । অতিরিক্ত বানান ভুল করলে মাডারেটরগণ আপনার অ্যাকাইন্ট ব্যান করে দিতে পারেন । তাই এই বিষয়ে সচেতন হতে হবে ।

Tazul Islam
2016-03-26, 10:03 PM
আসলে আমরা যারা বোনাস এর আসায় পোস্ট করি তারা দ্রুত লিখতে গিয়ে বানান ভুল করি। সে কিন্তু বানান বা উচ্চারন জানে কিন্ত সময়ের সল্পতার কারনে আর কারেকশান করে না । কোন মত দুই লাইনে উত্তর টা দিতে পারলেই .২০ ডলার । এই টেনডেনসি থেকেই বানান ভুল সহ পোস্টিং চলেযায়।

yasir arafat
2016-04-03, 08:18 PM
যেহেতু বাংলা টাইপ সেহেতু ডিভাইস বা নিজের কিছুটা ভুল হয়তো হতেই পারে।তাতে আমার মনে হয় না বড় কোন সমস্যা হবে।কারণ আমরা একে অপরের লেখা অনেক ভাল করে বুঝতেছি।কোন সমস্যা হবে না আশা করি।

ASADUR RAHMAN
2016-04-03, 08:40 PM
ভুল থেকে মানুষ শিক্ষা লাভ করে।যদি কেউ ফরেক্স এ লিখতে গিয়ে বানান ভুল করে তা হলে কোন সমস্যা নেই যদি দুই একটা ভুল থাকে।ভুল করে লিখতে গিয়ে সে একদিন খুভ ভাল করে শিক্ষা নিতে পারে।কেউ বলতে পারবেনা সে ভুল করে নাই সবার ভুর হবেই ।তাই ভুুুল যদি হয় তা হলে নিজেকে সুধরে নেওয়ার চেস্টা করুন আপনি ঠিক পারবেন একদিন।

Tazul Islam
2016-09-25, 06:08 PM
চোখের সামনে বানান ভুল হচ্ছে তারপরেও শুদ্ধ করার চেষ্টা করি না কারন দু একটা বানান ভুল সহ পোষ্ট করলেও ফোরাম আমাদের কে বোনাস দিচ্ছে। কিন্তু কাজ টা ঠিক নয় । নিজের সম্মান তো কমে যায় আর অন্যদিকে খারাপ চর্চা হয় । তাই যতটা পারি আমরা যেন বানান ভুল সহ পোষ্ট না করি।

SHOYEB
2016-09-25, 06:20 PM
পোস্টিং এ বানান ভুল এটা কোন ব্যাপার না আমরা মানুষ ভুল হতেই পারে তাই এটা নিয়ে চিন্তা করার কিছু নেই তবে ব্যাপার হচ্ছে এখানে শিক্ষনীয় কিছু লিখার চেষ্টা করুন তাহরে সবার মঙ্গল হয় । মানুষ তো জেনে শুনে ভুল করেনা না বুঝে ভুল করে ।

lotaus
2016-09-25, 11:00 PM
ভুল করাটা অস্বাভাবিক কিছু নয় ভুল সবারই কমবেশি হতে পারে।তবে আমাদের উচিত ভুলগুলোকে খুজে বের করা ও তা সংশোধন করা।আপনি যদি ভুলগলোকে খুজে বের করে সংশোধন করতে পারেন তাহলে দেখা যাবে একসময় আপনার আর ভুল হচ্ছে না।এজন্য আপনি ফোরামে পোস্ট করার আগে আপনার পোস্টটি আবার ভালোকরে পড়ে দেখুন কোন ভুল আছে কিনা থাকলে তা সংশোধন করুন দেখবেন পরবর্তীতে আর ভুল হচ্ছে না।

Rahat015
2016-09-25, 11:06 PM
বাংলাদেশ ফরেক্স ফোরাম আসলে আমাদের জন্য অনেক বড় একটা সুযোগ করে দিয়েছে ফরেক্স ট্রেডিং সম্পর্কে আরো বিশদ ভাবে জানার জন্য। তাই আমাদের উচিত এর ভাল ব্যবহার করা। আর পোস্টিং এ বানান ভুল হতে পারে এটা খুব সাধারন একটা ব্যাপার। কিন্তু তাই বলে প্রতিটা পোস্ট এ বানান ভুল হওয়া টা মান সম্মত না আরকি। এদিকে খেয়াল রাখতে হবে।

Mohammadriazulislam893
2016-09-26, 12:21 AM
ফোরামের রুলস অনুযায়ী আপনার প্রতিটি পোস্ট অবশ্যই ইউনিক হতে হবে এবং অবশ্যই সেটি নিভূল হওযা উচিত । এখন পোস্ট করতে গেলে মাঝে মধ্যে আমরা বানানে ভূল করে থাকি আর সেই ক্ষেত্রে ঐ পোস্টটি পূনরায় আবারও এডিট এর মাধ্যমে ঠিক করে দেওযা সম্ভাব। আর যদি দুই একটি বোনান কখনও ভূল হয়ে যায় তা হলেও আমার মনে হয় তাতে করে তেমন কোন সমস্যা পরে না বোনাস লাভের ক্ষেত্রে।

Forex Boy
2016-09-26, 12:30 AM
আমারো অন্যদের সাথে মত আছে যে বানান ভুল হোতেই পারে এর জন্য কোন সমস্যা নেই কিন্তু সর্বদা কন্টেন্ট এর ভিতরে থাকবেন। বাইরের কোন টপিব ভিতরে আনবেণ না। আর আপনার পোস্ট অবশ্যই তুলনামুলক ভাবে বিস্তারিত হোতে হবে। অতি সংক্ষিপ্ত অথবা টপিকের বাইরে হোলে আপনাকে ব্যান কোরে দেয়া হবে। তাই সতর্ক থাকবেন এসব ভলি থেকে দুরে থাকবেন।

shati75
2016-09-27, 12:06 AM
মানুষ মাত্র ভুল করতে পারে এতাই স্বাভাবিক ।তবে ভুলের একটা ধরন থাকে ।ফোরামে ২ লাইনএর পোস্ট এ ভুল একটা হলেও সমস্যা নেই। তবে ভুল টা যত কম করা যায় সেই চেষ্টা করতে হবে । কারন আপনার অনেক গুরুতপুরন মন্তব্য শুধু মাত্র বানান ভুলের জন্য অনেকে টা বুঝতে পারেনা । তাই আমাদের পোস্ট করার সমায় সাবধানে পোস্ট করতে হবে যাতে বানান ভুল না হয়।

kholil
2016-09-27, 12:11 AM
ফরেক্সের ফোরামে কাজ করে বানান ভুল করা হলে কোন সমস্যা নেই । কারন বাংলাই লিখতে গেলে একটু একটু টাইপের ক্ষেত্রে ভুল হতে পারে এটা কোন ভুল না । কিন্তু ফরেক্সে পোষ্ট করে বোনাস ডলার পেয়ে তা ট্রেড করতে না পারলে তখন ফরেক্সে কাজ করাটা ভুল হয়ে যায় । কারন ফরেক্সে কাজ করতে হলে ফরেক্সের ট্রেডিং দক্ষতা ভাল থাকতে হবে । ফরেক্স থেকে টাকা আয় করতে হলে তাই ট্রেডিং দক্ষতা থাকা আবশ্যক ।

mithun30
2016-10-06, 04:16 PM
ডেমো একাউন্ট এর সবচে বড় উপকারিতা হলো ডেমো একাউন্ট এ আমরা যত ইচ্ছা ট্রেড করতে পারি কোনো প্রকার ঝুকি ছাড়া ডেমো একাউন্ট এ আমরা লস করলেও কোনো সমস্সা নেই আবার ডেমো একাউন্ট এ অনেক বেসি টাকা উপার্জন করলেই কোনো সমস্সা নেই । আর ডেমো এমন একটা আকাউন্ট যেটা দিয়ে আপনি আকেবারে রিয়েল আকাউন্টের মত কাজ করে কাজ শিখতে পারবেন । মূলধন বিনিয়োগ না করেই।

tarekbsl101
2016-10-09, 11:33 AM
আনেকেই ভাল ভাবে বাংলা টাইপিং ভাল ভাবে পারে নাহ তাদের একটু ভুল ত হবেই

Md Masud
2017-03-26, 10:52 PM
অামরা যখন ফোরামে পোষ্ট দিব তখন যে বানান ভুল না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে । অামরা পোষ্ট দিব সঠিকভাবে তাহলে অার কোন সমস্যা হবে না । অতএবক যখনই পোষ্ট দিব অভিজ্ঞতা স্বরূপ দেওয়ার চেষ্টা করব । তাহলেই অার কোন সমস্যা হবে না । পোষ্ট যদি ভুল হয় বোনাস পেতেও কষ্ট হয়ে যায় ।

Mamun13
2017-03-26, 11:14 PM
দু-একটা বানান ভূল হলে অবশ্যই আমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবো৷কিন্তু বেশি ভূল লেখা কোনো ভাবেই আশা করা যায়না৷অনেকেই শুধুমাত্র পোষ্টং বোনাস পাওয়ার আশায় খুবই তারাহুড়া করে পোষ্টিং লিখে থাকে৷সেই লেখায় প্রচুর পরিমাণে বানান ভূল থাকে৷এটা কখোনোই কাম্য নয়৷আমরা নতুন ট্রেডারগণ এখানে লেখাপড়া করে শিখতে এসেছি৷যদি পোষ্টিংগুলোতে বানান বেশি ভূল থাকে তাহলে বুঝবোই কী আর শিখবোই কী ?

yasir
2017-03-27, 10:48 AM
ফোরামে আমরা পোস্টিং করি আমাদের মাতৃভাষায় তাই ভুল না হওয়াটাই উচিত।তবে কখনো কখনো আমাদের কিছু ভুল থেকে যায় তবে আমরা চেষ্টা করবো যাতেকরে আমাদের এই ভুলগুলো না হয় এবং আমরা যা পোস্ট করি তা যেন রুচিসম্মত ও গ্রহনযোগ্যতা পায়।