PDA

View Full Version : গোল্ড ও ক্রুড ওয়েল



maziz6989
2015-12-30, 03:52 PM
বুঝতে পারতেছি না হলুদ মেটাল ও সুইট ক্রুডের ভবিষ্যৎ যে কি। কেননা এই দুটো জিনিস শুধুই ক্রাস করছে। কোন রকমে টেলেটুলে ১০৭০ লেভেল এ গিয়ে আবার বায়ার প্রেসারে ধপাস করে ফল ব্যাক করে। সেইম সিনারিও দেখছি ক্রুড এর ক্ষেত্রে। কোন রকমে ৩৭.৫ ক্রস করতে না করতেই আবার ধপাস। বেশ খারাপ রকম ভাবে ফেসে আছি এই দুটোতেই।

Marufa
2015-12-30, 06:24 PM
গোল্ড সম্পর্কে বলতে পারছি না । তবে ক্রুড ওয়েল এর প্রাইস আরও সেলে যাবে । এর একটি বড় কারন হচ্ছে ওপেক তাদের উৎপাদন কিছুতেই কমাতে চাচ্ছে না । ওপেক এর মূল উদ্দেশ্য মার্কেট থেকে ছোট ছোট উৎপাদনকারী সরিয়ে ফেলবে । যে কারনেই ইচ্ছাকৃতভাবে ক্রুডের দামের ফল করাচ্ছে ।

maziz6989
2015-12-30, 06:56 PM
গোল্ড সম্পর্কে বলতে পারছি না । তবে ক্রুড ওয়েল এর প্রাইস আরও সেলে যাবে । এর একটি বড় কারন হচ্ছে ওপেক তাদের উৎপাদন কিছুতেই কমাতে চাচ্ছে না । ওপেক এর মূল উদ্দেশ্য মার্কেট থেকে ছোট ছোট উৎপাদনকারী সরিয়ে ফেলবে । যে কারনেই ইচ্ছাকৃতভাবে ক্রুডের দামের ফল করাচ্ছে ।

দেখা যাক কি হয়।
তবে আমি এখনও সেল প্রিফার করছি না কেননা ট্রেডার সেন্টিমেন্ট সেল তাই যে কোন সময় বাই মুডে তর তর করে উঠতে শুরু করবে। কারণ প্রাইস ফল করার নিউজ বেশ শক্তিশালী। তাই যেদিকে ট্রেডারের পা্ল্লা ভারী মার্কেট যাবে তার *উল্টা দিকে। সাবধানে ট্রেড করবেন।