PDA

View Full Version : এক পোস্ট দুই বার



uzzalbd
2015-12-31, 08:04 AM
আমি একটি পোস্ট করেছি। কিন্তু আমার খেয়াল ছিল না যে আমি পোস্ট করে দিয়েছি। ভুলে সে পোস্ট আবার পোস্ট হয়ে গেছে। অভিজ্ঞদের মতামত চাছি যে আমার কি কোন সমস্যা হবে কি?

basaki
2015-12-31, 08:09 AM
অনাকাংখিত বভুলের জন্য শুনেছি আল্লাহ কমা করে দেন আপনি যেহেতু না জেনে ভুল্টা করে ফেলেছেন আসা করে কর্তৃপক্ষ আপনার ভুল্টি ক্ষমার দৃস্টিতে দেখবে। তবে খেয়াল রাখবেন যে এই রকম ভুল সচরাচর যেন না হয়।

maziz6989
2015-12-31, 08:41 AM
আমি একটি পোস্ট করেছি। কিন্তু আমার খেয়াল ছিল না যে আমি পোস্ট করে দিয়েছি। ভুলে সে পোস্ট আবার পোস্ট হয়ে গেছে। অভিজ্ঞদের মতামত চাছি যে আমার কি কোন সমস্যা হবে কি?

আসলে যদি আপনাকে কোন ব্যপারে সতর্কবার্তা না দেওয়া হয় তবে কোন সমস্যা নেই। তবে চেষ্টা করবেন একই ভূল যেন বার বার না হয়। আপনি ফোরামের নিয়মগুলো একটু ভাল ভাবে পড়ে নিবেন। আশা করি তখন আর কোন সমস্যা হবে না।

sharifulbaf
2015-12-31, 10:37 AM
বাংলাদেশ ফরেক্স ফোরামে এ আমরা ফোরাম পোষ্ট করার সময় ভুলে একটা দুই বার পোস্ট হয়ে যায়,তাহলে কোন সমস্যা হবে না কিন্তু পোষ্ট একটা কাউন্ট করা হবে,,তাই এ ফোরাম মোডারেট রা করে থাকে,আমি এক বার দুই পোস্ট করে ফেলি দেখি একটা কাউন্ট করছে।

golam0000
2015-12-31, 10:50 AM
আপনার পোস্ট পরে বুঝতে পারছি যে আপনি ফোরাম রুল সম্পর্কে অবগত নয়.তাই সর্ব প্রথম বলবো রুলগুলো জেনে নিন.এই পোস্ট দুইবার করাটা বেআইনি তা সম্পর্কে কোনো সন্দেহ নেই. তবে এই ভুলের জন করতি পক্ষ কি শাস্তি দেই তা সম্পর্কে আমার নির্দিষ্ট ধারণা নেই.তবে আমি যতটুকু জানতাম যে বারটি করা পোস্ট তা বাতিল বলে গণ্য করা হয়.তবে একজন এর দ্বারা এইধরনের বহুল বেশি হলে একাউন্ট নিষিদ্ধ করে দিতে পারে.

raju0000
2015-12-31, 12:57 PM
জি আসলে আমি যতটুকু জানি যে এই ফোরাম এ স্প্যাম ধরার বেশ ভালো একটা অপসন আছে, আপনি যদি একই পোস্ট একাধারে দুবার পোস্ট করতে চান, তাহলে সেটা সম্ভব না, আপনি একটা মেসেজ পাবেন সাথে সাথে যে "কিছুক্ষণ পূর্বে এই একটি একই পোস্ট করা হয়েছে". তবে আপনি যদি মেসেজ তা না দেখে থাকেন, সমসা নাই ১ / ২ বার ভুল করলে ও কোনো ভুল নেই, আপনার একাউন্ট বান হবে না.

Talha
2015-12-31, 01:02 PM
একই পোষ্ট দুই বার পোষ্টিং হয় ডিভাইস গত প্রবলেম এর কারনে দেখা যায় আমি যেই ডিভাইস দিয়ে পোষ্টিং করি সেটার প্রবলেম আবার দেখাযায় ইন্টারনেট কানেকশান প্রবলেম হয় নানা কারন বশত হয়ে যায় কিন্তু আমরা এটকে এড়িয়ে যেতে পারবনা মানুষ মাত্রই ভুল হয় কিন্তু নিজেকে শতভাগ চেষ্টার মধ্যে থাকতেহবে যেন এই রকম ভুল না হয়

HKProduction
2016-01-01, 08:35 AM
আর করবেন না। আপনার পোস্টের পাশে দেখবেন আজ অথবা গতকাল লেখা আছে। সেখানে আপনার নাম থাকলে আর পোস্ট করবেন না। এর অর্থ আপনার পরে আর কেহ পোস্টটিতে পোস্ট দেয়নি। অন্য কেহ পোস্ট দেয়ার পরে আপনি আবার পোস্ট করতে পারবেন।

kawsar302
2016-01-02, 01:14 AM
একই পোষ্ট দুইবার করা ঠিক না কারন এতে আপনাে লোভের ফল প্রকাশ পায়। কারন অনেক সময় দেখা যায় যে কোন ধরনের ভুলেন কারনে ২ বার পোষ্টিং হয়ে যায় তার জন্য আপনাকে অনেক বেশি সাবধান থাকতে হবে যাতে করে এরকম ভুল না হয়।

Marufa
2016-01-02, 09:53 AM
আমার মনে হয় এতে বিশেষ কোন ভুল হবার সম্ভাবনা নেই । এরকম ভুল অনেকেরই হয় । আপনি আপনার প্রোফাইলের ভিজিটর মেসেজ চেক করুন এডমিন থেকে কোন সর্তক বার্তা পাঠান হয়েছে কি না । যদি না হয় তাহলে চিন্তার কিছু নেই ।

yasir arafat
2016-04-03, 08:22 PM
আপনি এডিট অপশনে ক্লিক করুন।তারপর একটা ডিলিট অপশনের বক্স পাবেন।সেখানে টিক দিয়ে ডিলিট পোষ্টে ক্লিক করুন।দেখবেন পোষ্টটা ডিলিট হয়ে যাবে।আর আপনি ডিলিট করতে না পারলেও তেমন কোন সমস্যা হবে না।পরে অ্যাডমিন ডিলিট করে দিবে।

Md Masud
2017-05-26, 02:09 PM
এই পোস্ট দুইবার করাটা বেআইনি তা সম্পর্কে কোনো সন্দেহ নেই. তবে এই ভুলের জন করতি পক্ষ কি শাস্তি দেই তা সম্পর্কে আমার নির্দিষ্ট ধারণা নেই । আপনার প্রোফাইলের ভিজিটর মেসেজ চেক করুন এডমিন থেকে কোন সর্তক বার্তা পাঠান হয়েছে কি না । আমি যেই ডিভাইস দিয়ে পোষ্টিং করি সেটার প্রবলেম আবার দেখা যায় ইন্টারনেট কানেকশান প্রবলেম হয় নানা কারন বশত হয়ে যায় ।

srasel
2017-05-26, 03:28 PM
আসলে এরকম ভুল অনেকেরই হয় । আপনি আপনার প্রোফাইলের ভিজিটর মেসেজ চেক করুন এডমিন থেকে কোন সর্তক বার্তা পাঠান হয়েছে কি না । যদি না হয় তাহলে চিন্তার কিছু নেই তবে এরকম ভুল না করাই ভালো।

Competitor
2017-06-21, 09:11 PM
এক পোস্ট দুইবার করলে ফোরাম কর্তৃপক্ষ আপনাকে বোনাস শিকারী হিসেবে চিহ্নিত করতে পারে এবং আপনাকে ব্যান করতে পারে । তবে এর আগে আপনাকে তারা সতর্ক করে দিবে এবং আপনি যদি ভুলে একই পোস্ট দুই বার করেন তবে সেই বিষয়টার জণ্য আপনাকে বিবেচনা করা হতে পারে । তবে এই বিষয়ে ভুলে পুনরাবৃত্তি না করাটাই হবে উত্তম ।