PDA

View Full Version : নতুন বছরে নতুন কিছু ভাবি



zobairi007bd
2016-01-01, 11:48 AM
নতুন বছরে নতুন কিছু ভাবি। ভুলে যায় পুরাতন লসের খাতা, শিক্ষা নেয় আমার লস যাওয়ার কারণ কি? শুদ্ধিয়ে নেই ভুল গুলো এ বছরের লাভের আশায়। প্রতিজ্ঞা করি পুরাতন লস এ বছর পুসিয়ে নেব। মনে মনে ভাবি একদিনেই সাফল্য আসে না। যারা সাফল্য লাভ করেছে তারাও একদিন অনেক অনেক লস খেয়েছে। স চেয়ে বড় নিজেকে অনেক অনেক ধৈয্যশিল হয়। আমরা যেন একে অপরের জন্য দোয়া করি।
1987

HKProduction
2016-01-01, 12:27 PM
নতুন বছরে জেগে উঠুক নতুন স্বপ্ন। শুধু ফরেক্সকে ঘিরে আমার সকল চাওয়া ও পাওয়া। যদি আল্লাহ তা আলা আমাদের সুস্থ ও সবল রাখেন তাহলে আমরা তাঁর কাছে রহমত চাইছি যাতে এ বছরেই আমরা সাফল্যের দুয়ারে পৌঁছতে পারি। আর কারও মুখাপেক্ষি হয়ে যেন থাকতে না হয়।

basaki
2016-01-01, 01:05 PM
মানুষে কথায় কথায় বলে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। তাই বছরের শুরুতেই যদি ভেবে শুনে আগানো যায় তাহলে আমার মনে হয় কোন কিছুই খারাপ হবে না। ফরেক্স মার্কেটে আমি বছরের প্রথম দিনের কার্যদিবস থেকে আশা করছি রিয়াল ট্রেড দিয়ে ফরেক্স ট্রেড শুরু করব।অনেক ভেবে চিন্তেই সিদ্ধান্ত নিয়েছি।

MotinFX
2016-01-01, 06:39 PM
আমরা ভাবি নতুন বছরের ফরেক্স নিয়ে নতুন কিছু চিন্তা করতে হবে। আমরা এইখানে অনেক লস করছি আশা করি এই বছর সেই লস পুষিয়ে নিতে পারব। আমাদের কে নতুন বছর আগের ভুল থেকে শিক্ষা নিয়ে সেই ভুল আর করা যাবেনা। আপনাদের চিন্তার কথা বলেন

nur751
2016-01-01, 07:51 PM
নতুন বছর বয়ে অানুক সবার জন্য একটি সাফল্য।
আমি দোয়া রাখি ফরেক্স নিয়ে আনুক সবার জন্য একটা
সাফল্যের ব্যাবসা।

maziz6989
2016-01-01, 08:38 PM
আসলে নতুন বছরে আমাদের নতুন কিছু সিদ্ধান্ত নিতে হবে। আমি আমার গোল সেট করেছি। চেষ্টা করব একাউন্ট ব্যালান্স ৪০% গ্রোথ এর ঘরে রাখার। যদি গত দুই মাসে অবস্থা একেবারে কেরোসিন। দেখা যাক আগামী মাস থেকে পারি কিনা্। সবাই আমার জন্য দোয়া করবেন। সবার প্রতি শুভকামনা রইল যেন নতুন বছরে নতুন কিছু করতে পারেন।

Marufa
2016-01-01, 10:10 PM
আমি নতুন বছরে চেষ্টা করব নিজের ভুলগুলো আর না করতে । নতুন ভাবে ট্রেডিং শুরু করব । এ জন্য ইতিমধ্যে একটি ভাল পরিকল্পনা তৈরি করে ফেলেছি এবার পরিকল্পনা বাস্তবায়ন করার পালা । সবাই দোয়া করবেন ।

Ekram
2016-01-01, 11:02 PM
নতুন বছরে নতুন কিছু ভাবি। ভুলে যায় পুরাতন লসের খাতা, শিক্ষা নেয় আমার লস যাওয়ার কারণ কি? শুদ্ধিয়ে নেই ভুল গুলো এ বছরের লাভের আশায়। প্রতিজ্ঞা করি পুরাতন লস এ বছর পুসিয়ে নেব। মনে মনে ভাবি একদিনেই সাফল্য আসে না। যারা সাফল্য লাভ করেছে তারাও একদিন অনেক অনেক লস খেয়েছে। স চেয়ে বড় নিজেকে অনেক অনেক ধৈয্যশিল হয়। আমরা যেন একে অপরের জন্য দোয়া করি।
1987

যথার্থই বলেছেন। আমাদেরকে নতুন বছরে নতুন কিছু ভাবতে হবে । অতিতের ভুল গুলুকে শুধরিয়ে নতুন ভাবে সবকিছু শুরু করতে হবে। পুরাতন ভুল গুলু যেন নতুন ভাবে আবার না হয় সেই দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। নব উদ্দমে আমাদেরকে ফরেক্সে ট্রেড শুরু করতে হআঃ। আশা করি আমরা ক্রমশ অতিতের ভুল থেকে শিক্ষা গ্রহন করে সামনের দিকে এগিয়ে যাবো । আর ফরেক্স যেন হয়ে উঠে আমাদের স্বপ্ন পুরনের জায়গা । একদিন আশা করি আমরা আমাদের স্বপ্ন পুরন করব এই জায়গা থেকেই ।

kawsar302
2016-01-02, 12:25 AM
হ্যাঁ,,,, আমাদের নতুন বছরে নতুন কিছু করার চিন্তাভাবনা করতে হবে কারন আমাদের নতুন বছরটাকে আমরা কি করে সাজাব আমরা আগে থেকেই ঠিক করে রাখব যাকে বলে ভবিষ্যৎ পরিকল্পনা যা করার মাধ্যমে আমরা আমাদের সফলতাকে কাজে লাগাতেপারি। তাই নতুন বছরকে আমরা নতুন করেই দেখব।

Realifat
2016-04-27, 08:40 AM
আমি আপনার সাথে পুরোপুরি একমত।নতুন বছরে সবসময়ই নতুন করে ভাবা ভালো।পুরোনো লসকে ভুলে লস থেকে শিক্ষা নিয়ে নতুন বছরেবছরেভালো করার উদ্দেশ্য নিয়ে নতুনভাবে ট্রেড করার চেষ্টা করতে হবে।এতে করে ভালো কিছু হওয়ার সম্ভবনা বেড়ে যেতে পারে।তাই সবসময়ই নতুন বছরকে নতুনভাবে সাজানোর চেষ্টা কররুন।

RUBEL MIAH
2016-04-29, 03:32 PM
নতুন বছরেতো সব সময় নতুন কিছু ভাবতে হয় । যে ট্রেডার যত বেশী দক্ষতাবান সে তত বেশী আশাবাদি । সুতরাং আমরা সব সময় নতুন কিছু ভাবার চেষ্টা করি । আমার ভাবনা হল আমি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে চাই । এই জন্য আমি ফোরামে পোষ্ট দিতেছি ।

basaki
2016-05-24, 04:51 PM
ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না কথাটাই আমাদের ফরেক্স মার্কেটের জন্য খুব প্রজজ্য বলে আমি মনে করি লারন ফরেক্স মার্কেটে আপনি যদি কোন কিছু না বেবে কাজ করতে জান তবে ফরেক্স মার্কেটে আপনি খুব বেশি লাভবান হতে পারবেন বলে মনে করি না। তাই ভাল করে ফরেক্স ট্রেড করতে হবে।

mithunsarkar
2016-08-27, 10:04 PM
আপনি থিক বলেছেন আমি আপনার সাথে একমত আপনি বলেছেন্*, নতুন বছরে নতুন কিছু ভাবি। ভুলে যায় পুরাতন লসের খাতা, শিক্ষা নেয় আমার লস যাওয়ার কারণ কি? শুদ্ধিয়ে নেই ভুল গুলো এ বছরের লাভের আশায়। প্রতিজ্ঞা করি পুরাতন লস এ বছর পুসিয়ে নেব। মনে মনে ভাবি একদিনেই সাফল্য আসে না। যারা সাফল্য লাভ করেছে তারাও একদিন অনেক অনেক লস খেয়েছে। স চেয়ে বড় নিজেকে অনেক অনেক ধৈয্যশিল হয়।

Ritu
2016-08-28, 10:25 AM
আমাদের নতুন বছরে নতুন কিছু ভাবা উচিত । কারন ফরেক্স সারা জীবন নতুনের মতই । কারন একদিন ফরেক্স শিখে রেখে দিলে ফরেক্স থেকে প্রফি করা সম্ভব না । তাই নতুন বছরে নতুন কিছু ভাবতে হবে ও অনেক বড় এমাউন্ট ইনভেস্ট করে অনেক টাকা আয় করতে হবে ফরেক্স থাকে ।

uzzal05
2016-08-28, 10:30 AM
অব্যশই লস ভুলে যেয়ে লাভের চিন্তা করতে হবে। কারন লস নিয়ে পরে থাকলে লাভের চিন্তা কে করবে। নিজের ট্রেড ডেভেলপমেন্ট করতে হবে। আর লসের ট্রেড গুলোর কারন বের করে সেটি যাতে পরে না হয় সে দিকে লক্ষ্য রাখতে হবে।

sheam
2016-08-28, 11:07 AM
সত্য কথা। নতুন বছর মানে নতুন কিছু। তাই আগের লাভ লস সব কিছু ভুলে গিয়ে নতুন বছরে সব কিছু নতুন ভাবে ভেবে পুরাতন গুলো ভুলে যাওয়া উচিৎ।

siyambd
2016-08-28, 11:44 AM
আমাদেরকে নতুন বছরের জন্য নতুন কিছু কাজ নিয়ে ভাবতে হবে। তাই আমরা নতুন বছরে যে কাজটি করবো সেটা হলো ফরেক্স ট্রেড করে আমরা আমাদের পূর্ব দিনগুলো ভুলে নতুন করে বাচার জন্য ট্রেড মার্কেটে জনেয় করে টাকা আয় করার একটা রাস্তা তৈরী করা। আমরা যেন প্রতিদিন ফরেক্স মার্কেট থেকে টাকা আয় করতে পারি তার জন্য ফরেক্স শিক্ষা গ্রহন করে সামনের দিকে অগ্রসর হওয়া।

sujon30
2016-08-28, 11:57 AM
আমাদের সবারই এই চিন্তাটা আছে যে নতুন বছরে নতুন কিছু পরিল্পনা করে থাকি। ঠিক আমরা ফরেক্স এর ক্ষেত্রে্ও করে থাকব । আমরা যদি ফরেক্স এ যে পুরনো লস গুলো আছে তা বাদ দিয়ে আমরা নতুন করে ফরেক্স এ কাজ করলে আমাদের অনেকটা ভাল হবে । এতে আবার নতুন করে ফরেক্স লাভ করতে পারব ।

shati9059
2016-08-28, 01:39 PM
আমরা অতিত থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাব । আতিতে অনেক লস হয়েছে বলে সামনে যে অনেক লাভ হবে না এমন তো কোন কথা নাই। আমরা অন্নেকে ফরেক্স এ না জেনে ট্রেড করে লস করে ফেলি তারপর মনবল হারিয়ে ট্রেড করা বন্ধ করে দেয় । এতা করা যাবে না এ বছর লস হইসে তো কি হইছে সাম্নের বছরে ফরেক্স বুজ্রসুনে ট্রেড করলে লাভ অবশ্যই হবে। আমি প্রথম বছর লস করছিলাম কিন্তু আমি মনবল হারাইনি ধোয্য ধরে পরের বছর ফরেক্স বুজে ট্রেড করে আমি এখন লাভ করছি।

oviice
2016-08-28, 02:31 PM
আসলে নতুন বছরে আমাদের নতুন কিছু সিদ্ধান্ত নিতে হবে। আমি আমার গোল সেট করেছি। চেষ্টা করব একাউন্ট ব্যালান্স ৪০% গ্রোথ এর ঘরে রাখার। যদি গত দুই মাসে অবস্থা একেবারে কেরোসিন। দেখা যাক আগামী মাস থেকে পারি কিনা্। সবাই আমার জন্য দোয়া করবেন। সবার প্রতি শুভকামনা রইল যেন নতুন বছরে নতুন কিছু করতে পারেন।

mithunsarkar
2016-11-30, 11:45 PM
আপনি যদি আপনার মেন্টাল কন্ট্রোল নিয়ে থাকেন তাহলে এই মার্কেটে আপনার যথেষ্ট উন্নতি হয়েছে। এখানে শেখার কোন শেষ নেই আর কেউ কাউকে উপদেশ দিয়ে লাভ করিয়ে দিতে পারে না। তাই যে এনালাইসিস করে আপনি এগিয়ে আছেন তাই শক্ত করে ধরে রাখুন। এখানে লাভের জন্য একটি সূত্রই যথেষ্ট। অযথা সময় আর অর্থ নষ্ট করে কোন লাভ নেই।

ONLINE IT
2016-12-01, 06:50 PM
আসলে ফরেক্স মার্কেট এ নিত্য নতুন করে ভাবার কোন বিষয় নেই। আপনার পুরনো বিষয়কেই জ্বালাই করে নিতে হবে। আগের সিদ্ধান্তেই স্থির থাকুন। ট্রেডে নিয়মিত লাভ না হলে আপনার কৌশলের পরিবর্তন আনুন। যা হারিয়ে ফেলেছেন বা লস করেছেন তা ভেবে মন খারাপ করবেন না। তা থেকে শিক্ষা নিয়ে নতুন করে আবার ট্রেডে মনোযোগী হতে হবে।

kumarkhali
2016-12-01, 06:59 PM
অবশই নতুন বছরে নতুন কিছু ভাবতে হবে, যেহেতু ফরেক্স মার্কেট ক্ষণে ক্ষণে পরিবর্তন হয় তাই আমরাও ফরেক্স এর সাথে সাথে পরিবর্তন হব, তা নাহলে তো ফরেক্স এর সাথে আমাদের নতুন কিছু মিল্বে না,ফরেক্স মার্কেটে এনালাইস করার কোন শেষ নাই তাই যত টা পারি ততো টা ফরেক্স সম্পর্কে জানতে চেষ্টা করবো সব সময়।

uzzal05
2016-12-02, 08:26 AM
অব্যশই নতুন বছরে নতুন প্লান নিয়ে আগাতে হবে। তা না হলে ভালো কিছু করা যাবে না। আসচ্ছে নতুন বচ্ছরে যাতে আমরা ভুল ত্রুটি কম করি সেটা লক্ষ্য রাখতে হবে। নতুন ভাবনা নিয়ে কাজ করতে হবে। আর লসের খাতা মনে না রেখে যাতে আর লস না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।

RUBEL MIAH
2016-12-02, 02:13 PM
নতুন বছরে আমরা চিন্তা করব যে নতুন কিছু সফলতা । যে ট্রেডার দক্ষতা অনুসারে ট্রডে করবে সে অবশ্যই লাভবান হতে পারবে । ফরেক্স মার্কেটে প্রয়োজন দক্ষতা । যে ট্রেডার বেশী বেশী করে ডেমো ট্রেড করব সে বেশী বেশী করে মার্কেট সর্ম্পকে বুঝতে পারবে । অতএব আমরা সব সময় ধৈর্য্য ধারণ করে ফরেক্স ব্যবসা করার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব ।

Competitor
2016-12-02, 02:46 PM
ফরেক্স মার্কেটে বেশি পরিমাণে ডিটারমাইনেড থাকার কোন বিকল্প নেই । আমরা যারা ফরেক্সে ট্রেড করি তারা জানি যে এই মার্কেটে ট্রেড করার মাধ্যমে আমরা অনেক বেশি পরিমাণে লাভবান হতে পারি । তবে আমাদেরকে প্রতিনিয়ত আপডেট থাকতে হবে । যত বেমি সম্ভব ফরেক্স নিয়ে গবেষণা করতে হবে । যে যত বেশি এগিয়ে যেতে চাইবে তত বেশি পরিশ্রমকে আপন করতে হবে ।

sujon30
2017-01-07, 08:48 PM
আমি গত 2016 বছরে লাভ লস দুটোই করেছি। তাই আমার ইচ্ছা যে আমি নতুন বছরের মধ্যে ভাল করে ফরেক্স এর যে কাজ গুলো আছে তা আর ভাল করে শিখে ফরেক্স এর দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করব। 2017 সালে আমি ফরেক্স থেকে ভাল কিছু পাওয়ার জন্য ফরেক্স এ ভাবছি।

md noor hasan
2017-01-11, 11:13 AM
হ্যা আমার কাছে নতুন বছরে সবসময়ই নতুন করে ভাবতে ভালো লাগে।পুরোনো লসকে ভুলে লস থেকে শিক্ষা নিয়ে নতুন বছরেবছরেভালো করার উদ্দেশ্য নিয়ে নতুনভাবে ট্রেড করার চেষ্টা করতে হবে।এতে করে ভালো কিছু হওয়ার সম্ভবনা বেড়ে যেতে পারে।তাই সবসময়ই নতুন বছরকে নতুনভাবে সাজানোর চেষ্টা কররুন।

janasa
2017-01-11, 03:18 PM
ভাবনার কোন শেষ নেই যে যেমন পারে তেমন করে নতুন নতুন কিছু ভাবে । তাই নতুন বছরে আমাদের ও অনেক অন্তুন নতুন ভাবনা থাকে , কি করে বছরটা ভাল করে কাটানো যায় । ফরেক্সে ভাল করে কাজ করে ফরেক্সের মাধ্যমে ভাল কিছু করা যায় এই সব । ফরেক্স থেকে ভাল কিছু করতে হলে ফরেক্সের সম্পর্কে অনেক ভাল জ্ঞান ধারনা থাকতে হয় । তাই ফরেক্সে যেন ভাল কিছু করতে পারি এটাই নতুন বছরের নতুন ভাবনা ।

riponhosen
2017-01-11, 03:25 PM
নতুন বছরে নতুন কিছু ভাবাই জ্ঞানির কাজ ।আমি মনে করি পুরাতন কে মনে করে কি হবে যা চলে গেছে তা কি আর ফেরানো সম্ভব ।তাই নতুন বছরে নতুন করে শুরু করি নতুনের মত করে যা ভুল ছিলো তা ভূলের মধ্যেই থাক নতুন বছরে আর ভুল নয় ।তাই নতুন বছরে সঠিক কাজ করি ভাল ফল আশা করি ।

riponinsta
2017-01-11, 03:25 PM
আসলেই তাই নতুন বছরে নতুন করে টেড করা শুরু করা উচিত । আপনার টেড ইং সিস্টেম এ যদি কম সমস্যা থাকে তা হলে আপনি তা ঠিক করে আবার টেড করা শুরু করুন । গত বছর যে যে কারন এ আপনি লস করছেন সেই সব ভুল গুল আর এই নতুন বছর এ করবেন না তা হলে দেখবেন আপনি এই বছর অনেক লাভ করতে পারবেন ।

Ajobja12
2017-01-18, 04:13 PM
হ্যা ভাই আপনি থিক বলেছেন ফরেক্স মাকেটে যা লস হয়েছে তা ভুলে গিয়ে নতুন করে শু রু করতে হবে | ফরেক্স মাকেট থেকে আমি মনে করি যেদিন যাবে তা ভুলে যেতে হবে আপনাকে নতুন করে ভাবতে হবে আবার কি করে আপনি ফরেক্স মাকেটে থেকে আয় করে পারবেন ফরেক্স থেকে আয় করের জন্য আপনাকে ফরেক্স মাকেটে থাকে হবে |

Fxaziz
2017-01-19, 07:41 PM
ভাই আমিও সেটা চিন্তা করছি কি ভাবে নতুন বছর নতুন করে কি ভাবে ট্রেড করা শুরু করতে পারি।আসলে ফরেক্স মার্কেট এ ট্রেড করে লস করতে করতে আমি এখন ফুল ফকির।তাই দেখছি নতুন বছর কীভাবে ফরেক্স মার্কেট এ ট্রেড করা শুরু করতে পারি। আমি ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য নিজেকে নতুন ভাবে জালসিয়ে নিয়েছি। দেখব এবার লস কেন হয়।সবার দুয়া করবেন আমার জন্য জেন নতুন বছর নতুন করে ফরেক্স মার্কেট এ ট্রেড করা শুরু করতে পারি।

Eefatali
2017-01-21, 02:05 PM
নতুন বছরে নতুন করে ভাবাটা সহজ হয়। পুরাতন সবকিছু ভুলে নতুনভাবে বছরটাকে সাজানোর চেষ্টা করাই ভালো। আমি নতুন বছরে ফরেক্স ট্রেডিং শুরু করার জন্য ভালোভাবে ফরেক্স শেখার জেষষ্টা করছি। নিয়ম করে ফোরামে ফরেক্স শেখার এবং পোস্টিং করার চেষ্টা করছি। নিয়মিত ডেমো ট্রেডিং করছি যাতে ফরেক্সের ট্রেড শিখতে পারি। সবাই সবার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ।

shukumar8099
2017-01-28, 04:41 PM
কখনও এভাবে চিন্তা করে দেখিনি। আসলে এই ছবিটা সব সময়ই চোখের সামনে থাকে কিন্তু এমন কোন কিছু আজ পর্যন্ত আসে নি। যাই হোক ভাল একটা জিনিস নজরে এনেছেন এজন্য ধন্যবাদ তবে এত বড় স্বপ্ন এখনও দেখি না দেখতে সাহস হয় না। ইচ্চা আছে কোন রকমে মার্কেট এ ঠিকে থাকার।

Md Masud
2017-04-16, 05:46 PM
নতুন নতুন চিন্তা ধারা সকলেরই মনে বাসা বাধে । অামরা সর্বদা নতুন স্বপ্ন নিয়ে কাজ করার চেষ্টা করব তাহলেই অামরা সফলকাম হতে পারব । অামরা কাজে মনোযোগ দিলেই ভালো ফল পেতে পারি । যে যত বেশী মনোযোগ দিবে সে তত বেশী লাভবান হতে পারবে । অামরা মনোযোগ সহকারেই কাজ করার চেষ্টা করব ।