PDA

View Full Version : একই পর্দায় মেটা ৪ ও মেটা ৫ এর ব্যবহার।



HKProduction
2016-01-01, 08:10 PM
আমি মেটা ৪ এ ট্রেড করি। ফোরামে এসে মেটা ৫ এর সুবিধাগুলো পড়ে খুব লোভ হচ্ছে মেটা ৫ ব্যবহার করার জন্য। আমি অভিজ্ঞদের কাছে জানতে চাই আমার একই কম্পিউটারে মেটা ৪ ও মেটা ৫ দুটি টার্মিনাল ডাউনলোড করতে পারব কিনা ? পার্থক্য বোঝার জন্য মেটা ৪ ও মেটা ৫ এ ফোরামের ট্রেডিং একাউন্ট লগ ইন হবে কিনা ? অর্থাৎ এখন যেমন মেটা ৪ এ লগ ইন দিচ্ছি ঠিক এটা রেখে মেটা ৫ এ লগ ইন হবে কিনা। ফোরামের জন্য এতে মেটা ৫ এর ব্যাপারে কোন শর্ত আছে কিনা ?

Marufa
2016-01-01, 10:19 PM
আমি এখনও মেটা ট্রেডার ৫ ব্যবহার করিনি । আপনার কাছ থেকে আইডিয়া পেলাম । আমি চেষ্টা করে দেখি । সফল হলে আপনাকে জানাব । প্রতিদিন নতুন নতুন জিনিস জানা এবং নতুন স্ট্রাটিজি টেস্ট করা আমার অভ্যাস ।

HKProduction
2016-01-03, 08:55 PM
আমি বিষয়টি নিয়ে খুবই চিন্তিত আছি। ফরেক্সের প্রফেশনাল ও অভিজ্ঞ ভাইয়েরা যদি বিষয়টি সম্পর্কে সমাধান দেন তাহলে আমরা সবাই উপকৃত হব এবং একই কম্পিউটারে মেটা চার ও মেটা পাঁচ এ ট্রেড করে উভয় টার্মিনালের মেরিট ও ডিমেরিটস বের করতে পারব।

habib_64
2016-01-21, 02:16 PM
আপনি একই সাথে মেটা ট্রেডার ৪ এবং মেটা ট্রেডার ৫ ব্যবহার করতে পারবেন না। আপনি এক কাজ করেন ভারচুয়াল বক্স ইউজ করে দুইটা ব্যবহার করে দেখতে পারেন। এটি খুবই কনফিউজড একটি ব্যপার।

Md Akter Hossain
2016-01-21, 03:55 PM
এই ব্যাপারটা আমার জানা নাই ভাই । তাই আপনাকে সহযোগিতা করতে পারলাম না । তবে আমার মনে আছে আমি একবার আমার মেটা ৪ অ্যাকাউন্টটা মেটা ৫ প্লাটফ্রমে লগিইন করতে চেয়েছিলাম । পারিনি । পরে লাইভ চার্টে কথা বলে জানতে পারলাম যে মেটা ৪ অ্যাকাউন্টট মেটা ৪ প্লাটফ্রমে লগিইন করতে পারা যায় না । মেটা ৫ এর জন্য আলাদা অ্যাকাউন্ট রয়েছে ।

riponinsta
2017-02-05, 03:36 PM
আপনি একি কম্পিউটার এ মেটাট্রেডার ৪ ও মেটাট্রেডার ৫ ব্যবহার করতে পারবেন আমি অনেক আগে আমার কম্পিউটার এ মেটাট্রেডার ৫ ডাউনলোড করেছিলাম তখন কিছু দিন মেটাট্রেডার ৫ ব্যবহার করার পর আমি আবার মেটাট্রেডার ৪ ব্যবহার করি আমি খুব আল্প ট্রেডার কে দেখছি তারা মেটাট্রেডার ৫ ব্যবহার করে বেশির ভাল ট্রেডার মেটাট্রেডার ৪ ব্যবহার করে ফরেক্স মার্কেট এ আমার মতে মেটাট্রেডার ৪ ও মেটাট্রেডার ৫ দুইটাই ভাল

siddiquecec
2017-02-07, 03:34 PM
একই কম্পিটারে mt4 and Mt5 Terminal install করা যায়। এবং কাজও করা যায়। আমি নিজে করেছি কোন সমস্যা হয় না। তবে আমার কাছে মেটাট্রেডার 4 টারমিনাল ভাল লেগেছে বাদবাকী আপনার উপর নির্ভর করে।

shohanjacksion
2017-02-07, 07:02 PM
মেটা ট্রেডার ৪ এবং মেটা ট্রেডার ৫ দুইটা আলাদা টার্মিনাল। দুইটাই ইনষ্টল করে একই সাথে ব্যবহার করা যাবে। এইজন্য মেটা ট্রেডার 4 এর জন্য ট্রেডিং একাউনআট এবং মেটা ট্রেডার ৫ এর জন্য ট্রেডিং একাউন্ট ব্যতিক্রম হতে হবে। ভাল মন্দ নির্ভর করে ব্যবহারকারীর উপর।

FxShuvo
2017-02-07, 07:16 PM
আমি মেটা ৪ এ ট্রেড করি। ফোরামে এসে মেটা ৫ এর সুবিধাগুলো পড়ে খুব লোভ হচ্ছে মেটা ৫ ব্যবহার করার জন্য। আমি অভিজ্ঞদের কাছে জানতে চাই আমার একই কম্পিউটারে মেটা ৪ ও মেটা ৫ দুটি টার্মিনাল ডাউনলোড করতে পারব কিনা ? পার্থক্য বোঝার জন্য মেটা ৪ ও মেটা ৫ এ ফোরামের ট্রেডিং একাউন্ট লগ ইন হবে কিনা ? অর্থাৎ এখন যেমন মেটা ৪ এ লগ ইন দিচ্ছি ঠিক এটা রেখে মেটা ৫ এ লগ ইন হবে কিনা। ফোরামের জন্য এতে মেটা ৫ এর ব্যাপারে কোন শর্ত আছে কিনা ?

আপনি একই কম্পিউটারে একাধিক এক সাথে mt4 প্ল্যাটফর্ম এবং mt5 প্ল্যাটফর্ম ইন্সটল করে ট্রেড করতে পারবেন। তবে উভয়ের জন্য আলাদা আলাদা ট্রেডিং অ্যাকাউন্ট খুলতে হবে। আপনি mt4 প্ল্যাটফর্ম দিয়ে mt5 এর ট্রেডিং অ্যাকাউন্টে ট্রেড করতে পারবেন না। এছাড়া ফোরাম অ্যাকাউন্ট mt5 প্ল্যাটফর্ম দিয়ে ট্রেড করতে পারবেন না।
ধন্যবাদ

shohanjacksion
2017-03-11, 05:38 PM
অবশ্যই সম্ভব হবে। এতে আপনাকে বাধা দেওয়ার কিছু নেই। তবে তারতম্য বুঝার আসলে কিছু নেই। আমার মনে হয় অবশেষে সবাই মেটাট্রেডার ফোরই ব্যবহার করবেন। ফোর এবং ফাইভ টার্মিনালের জন্য আলাদা ট্রেডিং একাউন্ট করতে হয়। সুতরাং লগইন দুইটা একাউন্ট দুইটি টার্মিনালে থাকায় পার্থক্য তেমন কিছু বুঝা যায়না।

shohanjacksion
2017-03-20, 04:26 PM
একই কম্পিটারে mt4 and Mt5 Terminal install করা যায়। এবং কাজও করা যায়। আমি নিজে করেছি কোন সমস্যা হয় না। তবে আমার কাছে মেটাট্রেডার 4 টারমিনাল ভাল লেগেছে বাদবাকী আপনার উপর নির্ভর করে।
আপনার পোষ্টটি যথাযথ যুক্তিসম্পন্ন। আমি mt4 and Mt5 Terminal আমার একটি কম্পউটারে ব্যবহার করে থাকি। তবে এই দুইটি টার্মিনাল এ্কই পিসিতে ব্যবহার করতে কোন ধরনের অতিরিক্ত কাজ বা কোন ধরনের সমস্যা হওয়ার কোন প্রশ্নই আসেনা। তবে mt4 and Mt5 Terminal দুইটির জন্য দুইটি আলাদা একাউন্ট থাকতে হবে। একই ট্রেডিং একাউন্ট দুইটিতে ব্যবহার হয়না।

Momen
2017-07-22, 11:56 AM
আমি এই বেপার এ তেমন একটা ভাল জানি না। কেননা, আমি নিজেই এখনও মেটা ট্রেডার ৫ ব্যবহার করি নাই। তাছাড়া, আমার মনে হয় এক সাথে দুইটা চলবে না, আপনাকে যেকোন একটি প্লার্টফরমে ট্রেডিং করতে হবে।

abilkis7
2019-11-17, 05:49 PM
একই কম্পিউটারে আপনি ইচ্ছে করলে মেটাট্রেডার-৪ এবং ৫ দুইটাই ব্যবহার করতে পারবেন। তবে মেটাট্রেডার-৪ এর জন্য যেই একাউন্ট রয়েছে তা মেটাট্রেডার-৫ এ কাজ করবে না। মেটাট্রেডার-৫ এর জন্য আপনাকে অবশ্যই নতুন ট্রেডিং একাউন্ট করতে হবে। তাই অনেকেই ঐ জামেলায় না গিয়ে পুরাতন মেটাট্রেডার-৪ এর মধ্যে থাকবে। সুতরাং লগইন দুইটা একাউন্ট দুইটি টার্মিনালে থাকায় পার্থক্য তেমন কিছু বুঝা যায়না।