PDA

View Full Version : আমার লাইভ অ্যকাউন্ট থেককে কিভাবে স্ক্রিল



Talha
2016-01-04, 11:10 AM
আমর লাইভ অ্যাকাউন্ট থেকে কি ভাবে ডলার স্ক্রিলে ট্রান্সফার করব জানি না বা ডলার কি ভাবে উইথড্র দিব জানি না কোন সিনিয়র ভাই ডিটেলস্ একটা পোষ্টিং করেন জানতে পারব

Marufa
2016-01-04, 01:08 PM
ইন্সটাফরেক্স এর ক্লাইন্ট কেবিনেটে লগিন করুন আপনার একাউন্ট নম্বর এবং পাসওর্য়াড দিয়ে । ক্লাইন্ট কেবিনেটের বা পাশে Financial Operations > Money Withdrawal অপশনে ক্লিক করুন। স্ক্রল করে নিচে আসলে দেখবেন skrill ট্যাব রয়েছে সেখানে ক্লিক করুন । Amount এর ঘরে কত ডলার উইথড্র করতে চান লিখুন । continue বাটনে চাপুন । তারপর আপনার স্ক্রিল এর ইমেল আইডি দিয়েন ওকে করুন । তারপর আপনার একাউন্টের পিনকোড চাইবে । পিনকোড দিয়ে ওকে করুন । সাধারনত দুই থেকে চার দিন পযর্ন্ত সময় লাগতে পারে । ধৈর্য ধরে অপেক্ষা করুন ।

Sahed
2016-03-25, 10:02 AM
আপনি যদি এই ফোরামের বোনাস দিয়ে ট্রেড করে আয়কৃত ডলার উইথড্র করতে চান তাহলে প্রথমেই যে বিষয়টি বলব সেটি হল আপনি উত্তোলন করার জন্য working day বেছে নিন । দ্বিতীয়ত আপনি যখন প্রথম উত্তোলন করবেন তখন আপনি ট্রেডিং থেকে বিরত তাকুন ততক্ষন পর্যন্ত যতক্ষন না আপনার স্ক্রিল একাউন্টে ডলার না পৌছায় । আর কিভাবে ডলার উত্তোলন করতে হবে তা মারুফা বিস্তারিত বলে দিয়েছে । আশা করি আপনার কোন সমস্যা হওয়ার কথা না । ধন্যবাদ ।

Sahed Srabon
2016-06-15, 12:33 PM
প্রথমে আপনি ইন্সটা ফরেক্স এর ক্লাইন্ট কেবিনেটে লগইন করুন।তারপর ক্লাইন্ট কেবিনেটের বাম পাশে Financial Operations থেকে Money Withdrawal অপশনে ক্লিক করুন।এখানে আপনি বিভিন্ন পেমেন্ট প্রসেসরের নাম দেখতে পাবেন । সেখান থেকে আপনি স্ক্রিল সিলেক্ট করুন । Amount এর ঘরে কত ডলার উইথড্র করতে চান তা লিখুন । continue বাটনে চাপুন । তারপর আপনার স্ক্রিল এর ইমেল আইডি দিয়ে ওকে করুন । তারপর আপনার একাউন্টের পিনকোড চাইবে । পিনকোড দিয়ে ওকে করুন ।

Rahat015
2016-06-17, 10:20 AM
আমর লাইভ অ্যাকাউন্ট থেকে কি ভাবে ডলার স্ক্রিলে ট্রান্সফার করব জানি না বা ডলার কি ভাবে উইথড্র দিব জানি না কোন সিনিয়র ভাই ডিটেলস্ একটা পোষ্টিং করেন জানতে পারব
আমাদের সম্মানিত মেম্বার আপনার প্রশ্নের উত্তর সুন্দর করে দিয়ে দিয়েছেন এবং বিস্তারিত বলেছেন। আশা করি আর কোন সমস্যা থাকার কথা না। তাই আমি আর কিছু বলি নাই। এরপর ও যদি সমস্যা থাকে ফোরামে পোস্ট করে জেনে নেবেন। ধন্যবাদ।

dwipFX
2016-08-02, 03:54 PM
আমি রিয়াল একাউন্ট থেকে কিভাবে ডলার উঠাতে হয় সেটা সম্পর্কে আমার কোন ধারনা ছিলনা ফোরামে কাজ করে সেটা জানতে পারলাম। আমার কাছে মনে ফরেক্স মার্কেটে কাজ করে আমাদের দেশে অনেক বেকার ছেলে অথনৈতিক লাহবান হবে।

HasanXM
2016-08-25, 09:28 AM
েএর পর আপনি ব্যাংকে পাটাতে হলে প্রথমে মানিবুকারস/স্ক্রিল থেকে ব্যাংকে উইথড্র দেয়ার পূর্বে আপনাকে প্রথমে স্ক্রিলের ওয়েবসাইট থেকে আপনাকে আপনার ব্যাংক অ্যাকাউন্ট যোগ করতে হবে। মনে রাখবেন, যে ব্যাংক অ্যাকাউন্ট যোগ করবেন তা কিন্তু অবশ্যই আপনার নিজের নামে হতে হবে। আরেকজনের নামের ব্যাংক অ্যাকাউন্ট হলে হবে না। প্রথমে আপনার স্ক্রিল অ্যাকাউন্টে লগিন করুন। তারপর মেনু থেকে Cards and Bank Accounts পেইজে যান। সেখান থেকে Add Bank Account এ ক্লিক করুন।

Dilip05
2016-10-01, 07:23 PM
লাইভ একাউন্ট হইতে টাকা তুলতে প্রথমেই আপনাকে যা করতে হবে তা হলো ইন্সটাফরেক্স এর ক্লাইন্ট কেবিনেটে লগিন করুন আপনার একাউন্ট নম্বর এবং পাসওর্য়াড দিয়ে । ক্লাইন্ট কেবিনেটের বা পাশে Financial Operations > Money Withdrawal অপশনে ক্লিক করুন। স্ক্রল করে নিচে আসলে দেখবেন skrill ট্যাব রয়েছে সেখানে ক্লিক করুন । Amount এর ঘরে কত ডলার উইথড্র করতে চান লিখুন । continue বাটনে চাপুন । তারপর আপনার স্ক্রিল এর ইমেল আইডি দিয়েন ওকে করুন । তারপর আপনার একাউন্টের পিনকোড চাইবে । পিনকোড দিয়ে ওকে করুন । সাধারনত দুই সময় লাগতে পারে ।

MoinFX
2016-10-03, 03:03 PM
লাইভ একাউন্ট থেকে কিভাবে অনলাইন ব্যাংক ট্রান্সফার করতে হয় সেটা সম্পর্কে আমার সঠিক ধারনা নেই কারন আমি এখনো কোন ডলার উঠায়নি তবে চেস্টা চালিয়ে যাচ্ছি মার্কেটে সঠিক ভাবে কাজ করার জন্য।

tarekbsl101
2016-10-06, 09:06 PM
আসলে সিসস্টেম টা জানতাম নাহ
উপরের মারুফ ভাই এর পোস্ট টা দেখে বুঝলাম ধন্যবাদ সবাইকে

md mehedi hasan
2016-11-03, 04:11 PM
প্রথমে আপনাকে ইন্সটাফরেক্স এর ক্লাইন্ট কেবিনেটে লগিন করতে হবে।তারপর আপনাকে ফিনেনশিয়াল অপশনে ক্লক করতে হবে এটি ওপেন হলে দেখবেন উইথড্রোলমানি অপশন এই আপশনে ক্লক করলে বিভিন্ন ধরনের মানিমেথডের নাম আসবে এই মথডে স্কিলারের নাম থাকবে আপনি সেখানে ক্লিক করে মানি খুব সহজেই উইথড্রোল করতে পারবেন।

Momen
2017-07-24, 01:32 PM
আপনার ব্রোকার এর মানি উইথড্র অপশন এ গিয়ে আপনাকে উইথড্র করতে হবে। সেখানে আপনি স্ক্রিল সহ আরো অনেক গুলা পেমেন্ট মেথড দেখতে পাবেন। আপনি আপনার পছন্দমতো যেকোন মেথড এ উইথড্র করতে পারবেন। আপনি যদি বিষয়টি না বুঝে থাকেন তাহলে আপনার ব্রোকার এর লাইভ সাপোর্ট এ যোগাযোগ করুন।

mahbubhb
2017-08-19, 12:58 PM
ইনস্টা ফরেক্সের লাইভ একাউন্ট থেকে টাকা উইড্র করা খুবই সহজ। এজন্য আপনাকে প্রথমে ইনস্টা ফরেক্সের ওয়েবসাইট এ প্রবেশ করে উপরে ক্লায়েন্ট ক্যাবিনেটে আপনার একাউন্টে ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে প্রবেশ করলে দেখবেন মানি উইড্র অপশন আছে। এখানে ক্লিক করে দেখবেন কিভাবে টাকা উইড্র করতে চান তা দেওয়া আছে। সেখান থেকে স্ক্রিল সিলেক্ট করে এমাউন্ট বসিয়ে রিকোয়েস্ট দিন। আপনার স্ক্রিলে টাকা জমা হয়ে যাবে।