PDA

View Full Version : ফোরাম বোনাস আসে নি?



uzzalbd
2016-01-06, 12:59 PM
আমি এখানে বলতে চাছি যে, প্রথমে আমি পাকিস্তান ফোরাম এ পোস্ট করতাম। ডিসেম্বর মাসে এর প্রথমে দিকে আমি পোস্ট শুরু করি। কিছুদিন পর আমি বাংলা ফোরাম পোস্ট এর সন্ধান পাই। তারপর বাংলা ফোরাম পোস্ট শুরু করে দেই। আমি পাকিস্তান ফোরামে ৮০ ডলার পেয়েছি। এটা এ মাসের তিন তারিখে এসেছে। আমি বাংলা ফোরামে ৫৫ ডলার করেছি। কিন্তু বাংলা ফোরাম এর ডলার আসেনি। ইংরেজিতে ফোরাম পোস্ট করতে সমস্যা হয়। তাই আমি এখন বাংলা ফোরাম পোস্ট করতে চাছি। কিন্তু আমি কিভাবে আমার ডলার পেতে পারি। যা আমি গত মাসে পোস্ট করেছি। আর আমি এখন নিয়মিত পোস্ট করব। কেউ যদি এ বিষয়ে কিছু জানেন দয়া করে আমাকে রিপ্লে করবেন।

basaki
2016-01-07, 11:07 AM
আসলে আমার মনে হয় আপনি যে আইপি নাম্বার দিয়ে ইন্সটা ফরেক্স এ পাকিস্তান ফোরাম করেছেন এবং বাংলা ফরেক্স ফোরাম সেই আইপি নাম্বারেই করেছিলেন যার কারনে আপনার বেলেন্স আসে নি। তবে ইন্সটা ফরেক্স এর বাংলা ফোরামের বোনাস আমার একাউন্টে আই মাসে এসেছে।

Marufa
2016-02-16, 06:02 PM
আপনার সমস্যা ফোরামে অনেক এডমিন রয়েছি তাদেরকে জানাতে পারেন । আমার মনে হয় বোনাস না পাওয়ার কোন কারন নেই । আপনি এক একাউন্ট একাধিক ফোরামে ব্যবহার করবেন না । তাহলে আপনার একা্উন্ট ব্যান্ড হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে । আপনি দরকার হলে নতুন একাউন্ট করে ফোরামে সংযুক্ত করতে পারেন । তাহলে কোন সমস্যা হবে না ।

raju0000
2016-02-20, 12:30 AM
নিয়ম অনুযায়ী বাংলা ফোরাম এ সারা মাস বাপী করা পোস্ট মাসের প্রথম তারিখ এ আপনার ফোরাম একাউন্ট থেকে চলে যাবে এবং ওই মাসের ১-৭ তারিক এর মধ্যে আপনার অ্যাটাচ করা ট্রেডিং একাউন্ট এ যুক্ত হয়ে যাবে.কিন্তু যেহেতু আপনার ডলার যুক্ত হচ্ছেনা হতে পারে আপনি কোনো নিয়ম ভঙ্গ করেছেন যার ফলে আপনার ডলার গুলো যুক্ত হচ্ছেনা.

MotinFX
2016-02-20, 08:51 AM
আপনার একাদিক ফোরাম একাউন্ট ছিল কিনা সেটা দেখার বিষয় এবং ফরেক্স মার্কেটে বাংলা ফোরাম আছে একমাত্র ইনস্টা ফরেক্স। ইনস্টা ফরেক্স আগে করলে আপনি আর ইনস্টা ফরেক্স বোকারে একাউন্ট করতে পারবেন না। পাকিস্তান ফোরামে আপনি ইনস্টা ব্রোকারে করলে হবেনা। সিনিয়র কারো সাথে যোগাযোগ করতে পারেন।

Md Akter Hossain
2016-02-20, 10:33 AM
সরি ভাই আপনাকে কোনো ধরনের তথ্য দিয়ে সহযোগিতা করতে পারলাম না বলে । তবে একটা রাস্তা বলে দিতে পারি যার মাধ্যমে আপনি আপনার প্রবলেম খুব দ্রুত সমাধান করতে পারবেন । আপনি এই ফোরামের অ্যাডমিন limafx কে পারসোনাম মেসেজ করতে পারেন । তিনি চেক করে আপনাকে তার সমাধান দিয়ে দিবেন এক মুহূর্তে ।

fatemaakhter
2016-02-20, 12:39 PM
আমরা যখন ফরামের জন্য ইন্সতাফরেক্সে একাউন্ত করি তখন সেখানে এক জায়গায় পোর্টাল ফোরাম লিখতে হয় ।এটা না লিখলে ফরামের বোনাস আপনার একাউন্তে যোগ হবে না ।আপনি কি এই শব্দ টি লিখেছিলেন । এছাড়া মাসের ৩০ তারিখের আগেই ফরামের সাথে যোগ করতে হবে ইন্সতাফরেক্স ।

Sahed
2016-02-20, 02:09 PM
বাংলা ফোরাম থেকে বোনাস না পাওয়ার কোন কথা নয় । আমার মনে হয় আপনি একই এ্যকাউন্ট দিয়ে দুইটি ফোরামের বোনাস নেওয়ার চেষ্টা করছেন॥ আর তাই যদি করে থাকেন তাহলে আপনার বোনাস পাওয়ার কোন সম্ভাবনা নেই বরং আপনার এ্যকাউন্ট ব্যান্ড হওয়ার সম্ভাবনা বেশি । তারপরও আপনি ফোরামের এডমিনের সাথে কথা বলে দেখতে পারেন ।

Vision
2016-02-20, 02:21 PM
বাংলা ফোরামে আমি কাজ করছি প্রায় দুই মাস হল । প্রথম মাসে কোন সমস্য ছাড়াই বোনাস পেয়েছি । অার এই বোনাস অনেক বেশি কাজে দিচ্ছে আমার ট্রেডিং শিখার ক্ষেত্রে । তবে আমার জানা মতে বাংলা ফোরামে বোনাস না পাওয়ার কথা নয় । কারণ ফরেক্স মার্কেটে আমাদের বাংলাদেশিদের জন্য বাংলাদেশ ফরেক্স ফোরাম অনেক অবদান রাখছে । এখান থেকে বের হচ্ছে বিশ্ব সেরা ফরেক্স ট্রেডাররা । তাই আমি মনে করি যে ফোরামের কোন সমস্য হলে সম্মানিত মডারেটরের সাথে কথা বলতে পারেন ।

sharifulbaf
2016-03-28, 02:46 PM
বাংলাদেশ ফরেক্স ফোরামের বোনাস না আসলে আমরা মোডারেট এর সাথে যোগাযোগ করলে বোনাস যত পাবেন তা দিয়ে দিবে,তাই আমি।দেখে আসছি,বোনাস দিয়ে ট্রেডিং করে যদি আমরা প্রফিট করতে পারি তাহলে সেই প্রফিট উঠাতে পারি,ফোরামের যে কোন সমস্যাদি মোডারেট এর সাথে কন্টাক্ট করতে পারেন।

golam0000
2016-03-28, 07:45 PM
প্রথমতে মাসের ১০ তারিখ পর্যন্ত পুরোপুরি অপেক্ষা করে দেখুন আসলেও আসছে নাকি আসছে না.তারপর যদি না আসে থাকে তবে ফোরাম কর্তিপেক্খের সাথে এই বেপারে আলাপ করুন.তাদের ইমেইল পাঠিয়ে এই বেপারটি জানান তাহলে আপনার এই প্রবলেমটি নিয়ে যথাযত স্টেপ নিবে এবং কেন এমন হলো টা সম্পর্কেও জানতে পারবেন যা আপনার সামনে কাজে দিবে.

RUBEL MIAH
2016-06-17, 10:52 PM
আমরা যে ব্যবসায়ী করি না কেন কম বেশী লাভ হবেই । আর ফরেক্সে সন্দেহের কোন কারণ নেই আগে দক্ষতা অর্জন করুন তারপর এই ব্যবসা করুণ অবশ্যই সফলকাম হতে পারবে । আর বোনাসের ডলার অবশ্যই আসবে কিন্তু সিরিয়ালের একটা ব্যাপার রয়েছে । যেমন : অনেকজন ট্রেডাররাই এই ফোরামে পোষ্ট দিয়েছে তাই তাদের সিরিয়ালের জন্য একটু সময় লাগতে পারে ।

Moon
2016-06-17, 10:55 PM
ফোরামের বোনাসের ব্যাপারে আপনি চাইলে সম্মানিত মডারেটরদের সাথে কথা বলতে পারেন । আর আমি মনে করি না যে কোন সমস্য হওয়ার কথা । কেননা আল্লা্হর রহমতে আমি যে তিন মাস ফোরামে পোস্টিং করছি সে তিন মাসই ঠিকভাবে পেয়েছি । তাই আমি আপানাকে পরামর্শ দেব যে এ ব্যাপারে ফোরাম কর্তৃপক্ষের সাথে কথা বলতে পারেন ।

MD ALAMIN ARIF
2016-06-18, 04:35 PM
আমার মনে হয় বোনাস না পাওয়ার কোন কারন নেই । আপনি এক একাউন্ট একাধিক ফোরামে ব্যবহার করবেন না । তাহলে আপনার একা্উন্ট ব্যান্ড হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে । আপনি দরকার হলে নতুন একাউন্ট করে ফোরামে সংযুক্ত করতে পারেন । তাহলে কোন সমস্যা হবে না ।

S M Murshedul Akhter
2016-06-18, 04:47 PM
ফরেক্স বাংলা ফোরামে আপনাকে স্বাগতম ঃ-
# বড় বড় লটে ট্রেড করবেন না ।
# নিউজ টাইমে ট্রেড না করাই ভাল ।
# একাধিক একাউন্ট থেকে বোনাস নিবেন
না ।
#পারলে কিছু ডিপোজিট করবেন ।
#অল্প অল্প করে উইথড্র করবেন ।
#একসাথে অনেক লাভ করার চিন্তা করবেন
না ।
একটা কথা মনে রাখবেন ব্রোকার সব সময়ই
চায় আপনি মার্কেটে টিকে থাকেন । কারন
আপনি টিকে না থাকলে তারা ব্যবসায় করবে
কাকে দিয়ে । অতএব সবাই নিশ্চিন্তে
পোষ্টিং করে যান । ধণ্যবাদ।

Mamun13
2017-06-27, 04:21 PM
আপনাদের কারোর যদি একাউন্টে পোষ্টিং বাবদ বোনাস ডলার জমা না হয় তাহলে অবশ্যই শ্রদ্ধ্যেয় মডারেটরদের শরণাপন্ন হবেন৷অবশ্যই তারা সঠিক বিষয়টা জানেন যে কেন আপনার বোনাস জমা হচ্ছেনা৷কয়েকটা সুনির্দিষ্ট কারন থাকে৷পোষ্টিং লেখার কিছু নিয়ম আছে যেগুলো আপনাদের ভালো করে দেখে-বুঝে নেওয়া উচিৎ৷

new man
2017-07-09, 05:04 PM
অনেকে এই কথা বলে যে ফোরাম বোনাস আসে না বা ফোরাম বোনাস আসে নি । কিন্তু আমি জানি প্রতি মাসের ২ তারিখে ফোরাম বোনাস চলে আসে । কিন্তু গত মাসের ফোরাম বোনাস আসে নি সকলেরই । কারন কিছু সমস্যার কারনে ফোরাম বোনাস আসে নি । কিন্তু আমি ফোরামে কাজ করা থেকে থেমে থাকেনি ।

01797733223
2018-01-10, 08:57 PM
অপেক্ষা করতে হবে ভাই। তবে আশা করছি অচিরেই আমাদের সকলের একাউন্টে ফোরাম প্রদত্ত বোনাস চলে আসবে। এই মনে করেন যে ১২ তারিখ কিংবা ১৩ তারিখ। আপনার মত আমারও সেই একই হাল যে বোনাসের টাকাটা কবে নাগাত একাউন্টে এসে পৌঁছালেইতো মজা হবে, বড় বড় লর্টে ট্রেড নেওয়া যাবে। সুতরাং অধীর আগ্রহে অপেক্ষায় থাকলাম তাড়াতাড়ি ফোরামের বোনাস পাওয়ার আশায়।

Fahad Hossain
2018-01-10, 10:18 PM
আমিও আমার নির্ধারিত বোনাস পেলাম না একাউন্ট এ আসেনি, এ ক্ষেত্রে আমি কি করে এ ধরনের সমস্যা সমাধান করবো, কেউ যদি বলতেন উপক্রিত হোতাম। ধন্যবাদ!!

Mahidul84
2018-01-12, 06:26 PM
ভাই আপনি যদি ফোরামের বোনাস না পেয়ে থাকেন তাহলে আপনার এ্যাকাউন্ট নম্বর টি পুনরায় দেখুন এবং সঠিকভাবে বাংলা ফোরামের সাথে সংযুক্ত করুন। যদি আপনার সব বিষয়গুলো ঠিক থাকে তাহলে আপনি সরাসরি ফোরাম মডারেটর ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনার ফোরাম বোনাসের কথাটি উল্লেখ্য করতে পারেন। তবে বর্তমানে ফোরাম বোনাস প্রদান করা হচ্ছে মাসের ১-১৫ তারিখের মধ্যে। আপনি ধৈর্য্যসহকারে ১৫ তারিখ পর্যন্ত অপেক্ষা করুন। আশা করি আপনি খুব দ্রুত ফোরামের বোনাস পেয়ে যাবেন।

iloveyou
2018-07-22, 06:33 PM
ভাইয়া অপেক্ষা করেন সময়মত পেযে যাবেন। কারন সবুরে মেওয়া ফলে। আর এই ব্যবসাতে টিকে থাকার একটা নীতি হলো এখানে আপনাকে প্রচুর ধৈর্যশীলতার পরিচয় দিতে হবে। তাই একটু ধৈর্য ধরুন মাসের শুরুতে বোনাস না পেলে মাসের ১৫ তারিখের মধ্যেই পেয়ে যাবে। হয়তোবা কোন কারনে এটা দিতে বিলম্ব হচ্ছে কর্তৃপক্ষের।

KANIZFATEMA1997
2019-09-25, 05:31 PM
ফোরামে পোষ্ট করে আমরা বোনাস পাই। তবে এখন বোনাস দেওয়ার পদ্ধতি টা একটু পরির্বতন হয়েছে।ফোরামের অন্যসদস্যদের লাইকের ওপর ভিত্তি করে আপনার বোনাস আসবে।তাই হয়তো একটু সময় লাগছে।তাছাড়া প্রতিমাসের১-৭/১৫তারিখের মধ্যে বোনাস আসে। তাই চিন্তা করার কোনও কারণ নাই। একটু দেরী হবে হয়তো তবে বোনাস আসবে।এটা নিয়ে চিন্তা করেননা

fxjaman
2019-09-25, 05:42 PM
ভাই বোনাস নিয়ে একদম চিন্তা করবেন না। সময় হলে সেটা পেয়ে যাবেন, আর তাতেও যদি কোন প্রকার সমস্যা মনে হয় আপনার তাহলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে হয়তোবা আপনি সহজেই এর সমাধান পাবেন। যাই হোক আমি এই মাসের বোনাস যথাসময়ে পেয়েছি।

nurulazim
2019-09-25, 10:15 PM
আসলে আমার মনে হয় আপনি যে আইপি নাম্বার দিয়ে ইন্সটা ফরেক্স এ পাকিস্তান ফোরাম করেছেন এবং বাংলা ফরেক্স ফোরাম সেই আইপি নাম্বারেই করেছিলেন যার কারনে আপনার বেলেন্স আসে নি। তবে ইন্সটা ফরেক্স এর বাংলা ফোরামের বোনাস আমার একাউন্টে আই মাসে এসেছে।

Hredy
2020-02-23, 04:11 PM
বাংলা ফোরামে আমি কাজ করছি প্রায় দুই মাস হল । প্রথম মাসে কোন সমস্য ছাড়াই বোনাস পেয়েছি । অার এই বোনাস অনেক বেশি কাজে দিচ্ছে আমার ট্রেডিং শিখার ক্ষেত্রে । তবে আমার জানা মতে বাংলা ফোরামে বোনাস না পাওয়ার কথা নয় । কারণ ফরেক্স মার্কেটে আমাদের বাংলাদেশিদের জন্য বাংলাদেশ ফরেক্স ফোরাম অনেক অবদান রাখছে । এখান থেকে বের হচ্ছে বিশ্ব সেরা ফরেক্স ট্রেডাররা । তাই আমি মনে করি যে ফোরামের কোন সমস্য হলে সম্মানিত মডারেটরের সাথে কথা বলতে পারেন ।

saraa
2020-02-24, 01:00 PM
এখানে ফরেক্স ট্রেডিং এবং অন্যান্য ব্যবসায়ের মধ্যে অনেক পার্থক্য রয়েছে তবে মূলত এটি এমন একটি ব্যবসায় যেখানে আপনি নির্ধারণ করতে পারবেন যে আপনার লাভ এবং ক্ষতির পরিমাণ প্রতিটি প্রতিদানের ক্ষেত্রে কী হওয়া উচিত এটি এমন এক যেখানে আপনি কোনও চাপ বা প্রয়োজনীয়তা ছাড়াই নিজের সুবিধামত বাণিজ্য করতে পারবেন আপনার ট্রেডিং সম্পর্কে জ্ঞানবান হওয়া বাদে

FRK75
2021-04-08, 06:55 PM
ফোরাম থেকে বোনাস না পাওয়ার কোন কথা নয় । আমার মনে হয় আপনি একই এ্যকাউন্ট দিয়ে দুইটি ফোরামের বোনাস নেওয়ার চেষ্টা করছেন॥ আর তাই যদি করে থাকেন তাহলে আপনার বোনাস পাওয়ার কোন সম্ভাবনা নেই বরং আপনার এ্যকাউন্ট ব্যান্ড হওয়ার সম্ভাবনা বেশি । বোনাস দিয়ে ট্রেডিং করে যদি আমরা প্রফিট করতে পারি তাহলে সেই প্রফিট উঠাতে পারি,ফোরামের যে কোন সমস্যাদি মোডারেট এর সাথে কন্টাক্ট করতে পারেন।

Mas26
2021-04-08, 09:13 PM
বাংলা ফোরাম থেকে বোনাস না পাওয়ার কোন কথা নয় । আমার মনে হয় আপনি একই এ্যকাউন্ট দিয়ে একাধিক ফোরামের বোনাস নেওয়ার চেষ্টা করছেন। আপনি যদি forex-bangla ফরমে কাজ করে থাকেন তাহলে আপনার পোষ্টের জন্য প্রতিমাসে 7 থেকে 15 তারিখের ভিতরে বোনাস দিয়ে দিয়েন থাকেন ফরেক্স ফ্রম। সেক্ষেত্রে আপনার যদি অনেক সময় লেট হয় তাহলে 21 তারিখের মধ্যে দিয়ে দেয়। এবং অনেক সময় একসাথে দুই মাসের বোনাস দিয়ে থাকে ইদানিং এই সমস্যা গুলা হচ্ছে কিন্তু আগে এ ধরনের কোন সমস্যা হতো না কারণ আগের প্রতি মাসের 7-15 তারিখের ভিতরে বোনাস দিয়ে দিত।

samun
2021-05-27, 12:11 PM
বর্তমান ইনস্টা ফরেক্স ব্রোকার হাউজ বোনাস যেমন অধিকতর সময় অতিক্রম করে দিচ্ছে ঠিক তেমনি বোনাসের পরিমাণ তুলনামূলক অনেক কম এছাড়াও লাইক এর বোনাস এর ক্ষেত্রে বর্তমানে এটি সম্পুর্ন উঠিয়ে দিয়েছে যার কারণে অনেক ট্রেডার বোনাস এর অভাবে রিড করতে পারছে না আবার অনেকেই সম্পূর্ণরূপে ফরেক্স ট্রেডিং বন্ধ করে দিয়েছে এমন একটি সমস্যা থেকে উত্তরণের লক্ষ্যে কর্তৃপক্ষের নিকট অনুরোধ করছি এই সকল ধরনের সমস্যা সমাধান করার জন্য দ্রুত একটি পদক্ষেপ গ্রহণ করা খুব জরুরি

Smd
2021-09-10, 09:57 PM
আমার মনে হয় বোনাস না পাওয়ার কোন কারন নেই । আপনি এক একাউন্ট একাধিক ফোরামে ব্যবহার করবেন না । তাহলে আপনার একা্উন্ট ব্যান্ড হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে । আপনি দরকার হলে নতুন একাউন্ট করে ফোরামে সংযুক্ত করতে পারেন ।এই বোনাস অনেক বেশি কাজে দিচ্ছে আমার ট্রেডিং শিখার ক্ষেত্রে । তবে আমার জানা মতে বাংলা ফোরামে বোনাস না পাওয়ার কথা নয় । কারণ ফরেক্স মার্কেটে আমাদের বাংলাদেশিদের জন্য বাংলাদেশ ফরেক্স ফোরাম অনেক অবদান রাখছে । এখান থেকে বের হচ্ছে বিশ্ব সেরা ফরেক্স ট্রেডাররা ।

Mas26
2021-09-10, 11:13 PM
এবং ফরেক্স মার্কেটে বাংলা ফোরাম আছে একমাত্র ইনস্টা ফরেক্স। ইনস্টা ফরেক্স আগে করলে আপনি আর ইনস্টা ফরেক্স বোকারে একাউন্ট করতে পারবেন না। পাকিস্তান ফোরামে আপনি ইনস্টা ব্রোকারে করলে হবেনা। সিনিয়র কারো সাথে যোগাযোগ করতে পারেন।আপনি এই ফোরামের অ্যাডমিন limafx কে পারসোনাম মেসেজ করতে পারেন। তিনি চেক করে আপনাকে তার সমাধান দিয়ে দিবেন এক মুহূর্তে।

EmonFX
2021-09-11, 01:13 PM
আমি এখানে বলতে চাছি যে, প্রথমে আমি পাকিস্তান ফোরাম এ পোস্ট করতাম। ডিসেম্বর মাসে এর প্রথমে দিকে আমি পোস্ট শুরু করি। কিছুদিন পর আমি বাংলা ফোরাম পোস্ট এর সন্ধান পাই। তারপর বাংলা ফোরাম পোস্ট শুরু করে দেই। আমি পাকিস্তান ফোরামে ৮০ ডলার পেয়েছি। এটা এ মাসের তিন তারিখে এসেছে। আমি বাংলা ফোরামে ৫৫ ডলার করেছি। কিন্তু বাংলা ফোরাম এর ডলার আসেনি। ইংরেজিতে ফোরাম পোস্ট করতে সমস্যা হয়। তাই আমি এখন বাংলা ফোরাম পোস্ট করতে চাছি। কিন্তু আমি কিভাবে আমার ডলার পেতে পারি। যা আমি গত মাসে পোস্ট করেছি। আর আমি এখন নিয়মিত পোস্ট করব। কেউ যদি এ বিষয়ে কিছু জানেন দয়া করে আমাকে রিপ্লে করবেন।

আপনার ফোরাম বোনাস ট্রেডিং একাউন্টে না আসার যথেষ্ট কারণ রয়েছে। আপনার বক্তব্য থেকে বুঝতে পারলাম আপনি একই সাথে একাধিক ফোরাম একাউন্টের সাথে সম্পৃক্ত আছেন। ফোরাম রুলস অনুযায়ী একজন ব্যক্তি শুধুমাত্র একটি ফোরামের সাথে সম্পৃক্ত থাকতে পারবেন। একই সাথে একাধিক ফোরাম একাউন্টের সাথে সম্পৃক্ত থাকলে এবং সেটা যদি কর্তৃপক্ষের নলেজে আসে তাহলে অথরিটি আপনার সকল একাউন্ট ব্যান করে দিতে পারে। মনে রাখবেন ইন্সটাফরেক্স ফোরাম প্ল্যাটফর্ম তৈরি করছেন বোনাস ডলার প্রদান করার মাধ্যমে আমাদেরকে দক্ষ ট্রেডার হিসেবে তৈরি করার জন্য। তাই এখানে লোভের বশবর্তী হয়ে একাধিক ফোরাম একাউন্টে সম্পৃক্ত হওয়ার কোনো সুযোগ নেই।

Starship
2021-09-11, 09:43 PM
আমার জানামতে এমন কোনো মাস বাকি নেই বোনাস পাবার। ইতিপূর্বে প্রতিটি মাসের বোনাস প্রদান করেছেন। অনেক ক্ষেত্রে বিভিন্ন সমস্যার কারণে যদিও দিতে দেরি হয়েছে কিন্তু ঠিকই দিয়েছে। কয়েকমাস পূর্বে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব এর কারনে দুই মাসের বোনাস একসঙ্গে দিয়েছে। এখন আবার সঠিক নিয়মে প্রদান করিতেছে। আপনি হয়তো বা অন্যান্য ফোরামে একাউন্ট থাকার কারণে আপনার আইপি এক হয়েছে যার ফলে হয়তো বা বোনাস পাওয়ার ক্ষেত্রে আপনার সমস্যা হতে পারে। আমাদের উচিত একাধিক ফোরামে একাউন্ট না খোলা।

FRK75
2021-12-20, 05:57 PM
যে ব্যবসায়ী করি না কেন কম বেশী লাভ হবেই । আর ফরেক্সে সন্দেহের কোন কারণ নেই আগে দক্ষতা অর্জন করুন তারপর এই ব্যবসা করুণ অবশ্যই সফলকাম হতে পারবে । আর বোনাসের ডলার অবশ্যই আসবে কিন্তু সিরিয়ালের একটা ব্যাপার রয়েছে । যেমন : অনেকজন ট্রেডাররাই এই ফোরামে পোষ্ট দিয়েছে তাই তাদের সিরিয়ালের জন্য একটু সময় লাগতে পারে ।

Shuvobagol
2021-12-20, 06:26 PM
আমি বাংলা ফরেক্স ফোরাম এর একজন নতুন সদস্য,আমি আমার এক বড় ভাই এর কাছ দিয়ে এই সাইট টা নিয়েছি এবং আজ থেকে কাজ শুরু করেছি,নিয়মিত পোস্ট করবো,আমার যানা মতে তারা মাসের ১৫ তারিখ এর ভিতর ফোরাম এর বোনাস আমাদের ট্রেডিং একাউন্টএ এর্টাচ করে দেয়,আর হয়তো মাঝে মাঝে দেরিও হয়ে থাকে ফোরাম বোনাস ট্রেডিং একাউন্ট এ এড হতে,সবাই সুন্দর পোস্ট প্রদান করতে থাকি,বোনাস দেরি হলেও একাউন্ট এ যুক্ত হবে।

Mas26
2021-12-20, 09:24 PM
বাংলা ফোরাম থেকে বোনাস না পাওয়ার কোন কথা নয় । আমার মনে হয় আপনি একই এ্যকাউন্ট দিয়ে দুইটি ফোরামের বোনাস নেওয়ার চেষ্টা করছেন। আর তাই যদি করে থাকেন তাহলে আপনার বোনাস পাওয়ার কোন সম্ভাবনা নেই বরং আপনার এ্যকাউন্ট ব্যান্ড হওয়ার সম্ভাবনা বেশি । আমরা যখন ফরামের জন্য ইন্সতাফরেক্সে একাউন্ত করি তখন সেখানে এক জায়গায় পোর্টাল ফোরাম লিখতে হয় ।এটা না লিখলে ফরামের বোনাস আপনার একাউন্তে যোগ হবে না ।আপনি কি এই শব্দ টি লিখেছিলেন । এছাড়া মাসের ৩০ তারিখের আগেই ফরামের সাথে যোগ করতে হবে ইন্সতাফরেক্স ।তারপরও আপনি ফোরামের এডমিনের সাথে কথা বলে দেখতে পারেন।

FRK75
2022-02-01, 09:24 AM
যে ব্যবসায়ী করি না কেন কম বেশী লাভ হবেই । আর ফরেক্সে সন্দেহের কোন কারণ নেই আগে দক্ষতা অর্জন করুন তারপর এই ব্যবসা করুণ অবশ্যই সফলকাম হতে পারবে । আর বোনাসের ডলার অবশ্যই আসবে কিন্তু সিরিয়ালের একটা ব্যাপার রয়েছে । যেমন : অনেকজন ট্রেডাররাই এই ফোরামে পোষ্ট দিয়েছে তাই তাদের সিরিয়ালের জন্য একটু সময় লাগতে পারে ।