PDA

View Full Version : ইনট্রা ডে সিগন্যাল



maziz6989
2016-01-13, 09:35 AM
কিছুক্ষণ আগে নিউজল্যান্ড ডলারের চার্টটা দেখলাম। ডেইলি চার্টে সর্ট টার্ম একটা বাই ট্রেড নেওয়া যেতে পারে তবে যেহেতু এই পেয়ারটা এখনও সেল প্রেসারে আছে এবং এমএসিডি ট্রেন্ড চেন্জ এর সিগন্যাল দিচ্ছে অর্থাৎ আরও সেল এর ইঙ্গিত দিচ্ছে তাই কেউ চাইলে শর্ট টার্ম বাই করতে পারেন সিএমপি থেকে। টার্গেট ৬৭০০ এবং স্টপ ল হবে ৬৫৩০ । রিক্সি ট্রেড এবং আমাদের লং টার্ম প্রেডিকশান হল সেল তাই সেদিকে থাকার চেষ্টা করুন।
সতর্ককতাঃ কেউ ট্রেড করলে নিজ দায়িত্বে করবেন।

Md Akter Hossain
2016-01-13, 10:31 AM
আমার মতে বাই করা সেইফ হবে না । কারণ মার্কেট যেকোনো সময় বড় রকমের সেল হতে পারে । তাই যতদূর সম্ভব উপর থেকে সেল করাই নিরাপদ । তবে যখন সেল নিবেন তখন অব্যশই মার্কেটের সেটআপ দেখে নিবেন । 90% সেল সেটআপ পেলেই কেবল সেল নেয়া যেতে পারে ।

maziz6989
2016-01-13, 12:18 PM
আমার মতে বাই করা সেইফ হবে না । কারণ মার্কেট যেকোনো সময় বড় রকমের সেল হতে পারে । তাই যতদূর সম্ভব উপর থেকে সেল করাই নিরাপদ । তবে যখন সেল নিবেন তখন অব্যশই মার্কেটের সেটআপ দেখে নিবেন । 90% সেল সেটআপ পেলেই কেবল সেল নেয়া যেতে পারে ।

কিছু মনে করবেন না , ৯০% সেল সেট আপ বলতে আপনি আসলে ঠিক কি বুঝিয়েছেন। কোন ট্রেড সেটআপ ৬০-৮০% হয় আমার জানা ছিল না। তবে যেহেতু বললেন তার মানে আপনি সেই সেট আপের সাথে পরিচিত। আমি একজন নতুন ট্রেডার এমন কোন সেট আপ পরিচিত করলে উপকৃত হতাম।

Md Akter Hossain
2016-01-13, 04:52 PM
খুব সম্ভবত আমি গুছিয়ে লেখতে পারিনি । আসলে ৯০ % সেল সেট আপ মানে ৯০ % সেল ট্রেন্ড করফারমেশন । এখন যদি বলেন ৯০ % সেল ট্রেন্ড করফারমেশন এইটা সম্পর্কে আপনি জানেন না তবে এই বিষয়ে অব্যশই একটা পোষ্ট লিখবো ।
আসলে আমি মার্কেটের সাথে জড়িত অনেক দিন থেকে হলেও ফোরামে বা কোন ব্লগে লেখা হয় না । তাই হয়তো যেটা লেখতে চাই সেটা গুছিয়ে লেখতে পারিনা । আশা করি এই বিষয়টা খুব শ্রীঘই সমাধান করতে পারবো । তবে হা, অব্যশই আপনাদের সহযোগিতা লাগবে ।

lotifahelen
2016-02-06, 04:17 PM
খুব সম্ভবত আমি গুছিয়ে লেখতে পারিনি । আসলে ৯০ % সেল সেট আপ মানে ৯০ % সেল ট্রেন্ড করফারমেশন । এখন যদি বলেন ৯০ % সেল ট্রেন্ড করফারমেশন এইটা সম্পর্কে আপনি জানেন না তবে এই বিষয়ে অব্যশই একটা পোষ্ট লিখবো

MotinFX
2016-02-07, 11:57 AM
আগামি কাল মার্কেটে খোলার সাথে সাথে usd/cad এর একটা বাই এন্ট্রি দেওয়া যায়।আমার মনে হচ্ছে সেই কারেন্সি ট্রেডটি আপ ট্রেন্ড যাবে। তারপরও আপনাদের একটি ট্রেড নেওয়ার আগে এনালাইসিস করা শিখতে হবে।