PDA

View Full Version : Gbp/usd



maziz6989
2016-01-15, 10:04 PM
এই পেয়ার মাসিক চার্টে ট্রেন্ড চেন্জ এর সিগন্যাল দেখাচ্ছে। তবে যতদূর আমার এনালাইসিস বলে এই পেয়ার পুলব্যাক করতে পারে ১.৪২১৮ লেভেল থেকে। কেননা এটা হল খুবই স্ট্রং একটা মাসিক সাপোর্ট। তাই আমি প্রিফার ৪২১৮ লেভেল পর্যন্ত সেল এবং যদি আমরা এই লেভেল এ কোন স্ট্রং রির্ভাসাল সিগন্যাল পাই সেক্ষেত্রে আমরা বাই এর ব্যপারটা দেখতে পারি। তবে যেহেতু এই এনালাইসিস করা হচ্ছে মাসিক চার্টের উপর এবং শুধুমাত্র টেকনিক্যাল ইনডিকেটর ফলো করে তাই সব দিক বিবেচনা করে ট্রেড করতে হবে।

Md Akter Hossain
2016-01-15, 11:52 PM
এই পেয়ার মাসিক চার্টে ট্রেন্ড চেন্জ এর সিগন্যাল দেখাচ্ছে। তবে যতদূর আমার এনালাইসিস বলে এই পেয়ার পুলব্যাক করতে পারে ১.৪২১৮ লেভেল থেকে। কেননা এটা হল খুবই স্ট্রং একটা মাসিক সাপোর্ট। তাই আমি প্রিফার ৪২১৮ লেভেল পর্যন্ত সেল এবং যদি আমরা এই লেভেল এ কোন স্ট্রং রির্ভাসাল সিগন্যাল পাই সেক্ষেত্রে আমরা বাই এর ব্যপারটা দেখতে পারি। তবে যেহেতু এই এনালাইসিস করা হচ্ছে মাসিক চার্টের উপর এবং শুধুমাত্র টেকনিক্যাল ইনডিকেটর ফলো করে তাই সব দিক বিবেচনা করে ট্রেড করতে হবে।


আপনার এনালাইসিস আমার কাছে বরাবরের মতই বিশেষ কিছু । ধন্যবাদ দিয়ে আপনাকে ছোট করতে চাইনা । তবে আমার মতে মার্কেট সোমবার বাই হতে পারে । আবার তারপর দিনই নেমে যাবে । 1.4000 নামবে বলে মনে হচ্ছে । এখন দেখা যাক কি হয় । আসলে এই মার্কেটটা এখন এমন এক পর্যায়ে আছে যে অনেক কিছুই হতে পারে । তবে এই রকম সিটুয়েশনে আমরা রেনজিং মার্কেট দেখি থাকি ।

maziz6989
2016-01-16, 04:56 PM
আপনার এনালাইসিস আমার কাছে বরাবরের মতই বিশেষ কিছু । ধন্যবাদ দিয়ে আপনাকে ছোট করতে চাইনা । তবে আমার মতে মার্কেট সোমবার বাই হতে পারে । আবার তারপর দিনই নেমে যাবে । 1.4000 নামবে বলে মনে হচ্ছে । এখন দেখা যাক কি হয় । আসলে এই মার্কেটটা এখন এমন এক পর্যায়ে আছে যে অনেক কিছুই হতে পারে । তবে এই রকম সিটুয়েশনে আমরা রেনজিং মার্কেট দেখি থাকি ।

আসলে এই মার্কেট এ নিশ্চিত করে কিছু বলা যায় না কিন্তু আমার কাছে মনে হয় পাউন্ড কে ৪০০০ লেভেল পর্যন্ত নিয়ে যাবার মত শক্তিশালি কোন নিউজ আগামী এনএফপির আগে কিছু আছে বলে আমার মনে হয় না। আর স্মার্ট মনিরা যেহেতু মাসের চার্টের উপর নির্ভর করে ট্রেড করে থাকে তাই আমার কাছে ৮০% মনে হয় মার্কেট ৪২১৮ লেভেল থেকে পুলব্যাক করবে।

Md Akter Hossain
2016-01-16, 05:06 PM
আসলে এই মার্কেট এ নিশ্চিত করে কিছু বলা যায় না কিন্তু আমার কাছে মনে হয় পাউন্ড কে ৪০০০ লেভেল পর্যন্ত নিয়ে যাবার মত শক্তিশালি কোন নিউজ আগামী এনএফপির আগে কিছু আছে বলে আমার মনে হয় না। আর স্মার্ট মনিরা যেহেতু মাসের চার্টের উপর নির্ভর করে ট্রেড করে থাকে তাই আমার কাছে ৮০% মনে হয় মার্কেট ৪২১৮ লেভেল থেকে পুলব্যাক করবে।


আসলেই এই মার্কেটটা এতই আনপেডিকট্যাবল যে শত ভাগ নিশ্চি করে কিছুই বলা যায় না । তবে কাছাকাছি রকমের কিছুটা বলা যায় । যাই হোক আশা করছি মার্কেট ওপরের দিকেই যাবে । যদিও আমি এই পেয়ারে হত কয়েকদিন যাবৎ ট্রেড নিচি্ছ না । আমার কাছে Gbp-usd থেকে USDCAD বাই করা অধিক নিরাপদ মনে হয় ।

abdulguffer
2016-02-13, 10:04 PM
এই পেয়ার এ 30 মিনিট টাইম ফেরেম ইউস করলে আপনি সপ্তাহে অন্তত 2 টি বড় সপাইক পাবেন, আর তা যদি ধরতে পারেন তবে শুধু মাত্র এই পেয়ার থেকেই 300 পিপস এর বেশি লাভ হবে, তাছাড়া ছোট ছোট 30/40 পিপস এর অনেক সপাইক তো পাবেন

MotinFX
2016-02-14, 03:32 PM
ফরেক্স মার্কেটে আমরা বিভিন্ন ফেয়ার নিয়ে কাজ করি আমার কাছে gbp/usd তে ট্রেড করতে অনেক ভাল লাগে। এই ফেয়ার টি ব্রেক আউট করেছে এখন আমার একটি অপেন আছে জানিনা কেমন প্রপিট করতে পারি। এই মার্কেটে নিশ্চিত প্রপিট হবে এই কথা কেই বলতে পারেনা তাই আমি এনালাইসিস করে বাই করলাম আপনাদের কাছে জানতে কেমন হবে।

md mehedi hasan
2016-02-14, 10:34 PM
ভাই আপনাদের দুজনের যুক্তি আমার পছন্দ হয়েছে।তবে এই মার্কেটে শতভাগ নিশ্চিত হওয়া ঠিক নয়।তবে ভবিষৎতে আপনাদের দুজনের মধ্যে একজনের মতামত ঠিক হতে পারে।তবে আমি আগামী কাল gbp/usd পিয়ারে পেন্ডিং সেল স্টপ ট্রেড ওপেন করবে।এট প্রাইস হবে ০.৪৪৪০ এবং স্টপ লস দিবো ০.৪২৫০।ট্রেডটি যদি আমার পক্ষে যায়।তাহলে আমি পরবর্তীতে ভালো সিগনালের জন্য অপেক্ষা করবো।

fatemaakhter
2016-02-24, 11:51 PM
আমিও এই পেয়ারে ট্রেড করতে চাই কিন্তু আমি নতুন বিধায় ভাল বুঝতে পারি না ।কোন পেয়ারে ট্রেড করলে ভাল হবে ,জানাবেন ।আমি এখন ইউরো - ইউ এস ডি পেয়ারে ট্রেড করছি ।

basaki
2016-03-04, 01:53 PM
এই পিয়ারটিএ ট্রেড করতে হলে আপনাকে অনেক অবিজ্ঞ ফরেক্স ট্রেডার হতে হবে কারন আমি দেখেছ যখন এই পিয়ারটিতে ট্রেড নিয়েছি তখনেই আমি লসে পরেছি।তাই আপনি যদি এই পিয়ারটিতে ট্রেড করতে চান তবে এর সম্পর্কে ভাল জ্ঞান লাভ করেই তবে ট্রেড করতে পারেন বলে মনে করি।

Tazul Islam
2016-03-26, 09:04 PM
জিবিপি ইউএসডি মাসিক চার্টে দেখা যাচ্ছে কয়েক মাসে ধরে ডাউন ট্রেনড । গত শুক্র বারে আমি এই পেয়ার বাই করেছি। একটা বড় প্রফিট পাবার আসায় । আপনার পোস্ট পড়েও তাই মনে হচ্ছে।