PDA

View Full Version : ইউরোডলার



maziz6989
2016-01-15, 10:15 PM
আমাদের সবার প্রিয় পেয়ার হল ইউরোডলার পেয়ার। মোটমুটি কমবেশি ৬০% ট্রেডার ট্রেড করে থাকে এই পেয়ারে। তাই আমাদের বেস্ট প্রায়োরিটি থাকে এই পেয়ারে। তবে এই পেয়ারের অদূর ভবিষ্যৎ মনে হয়ে কিছুটা হলেও্ উজ্জল। যদি কোন ভাবে এবার একবার ১২০০ লেভেল ব্রেক করতে পারে তবে মনে হয় না এই রেসের ঘোড়া ৩০০০ এর নিচে থামবে। তবে শুধু ১২০০ লেভেল ব্রেক করলেই হবে না প্রাইস এর উপরে ক্লোজ হতে হবে মাসের চার্টে। তবে আমি পজিটিভ ইউরোর ব্যপারে। আপনারা আপনাদের মতামত শেয়ার করতে ভূলবেন না। কেননা আমরা আমরাই তো। সবাই মিলে প্রফিট করি।

Md Akter Hossain
2016-01-15, 11:40 PM
আমার কিন্তু তা মনে হয়না । এখানে অরো অনেক গুলো ব্যাপার জড়িয়ে আছে । আপনি জানেন কিনা ঠিক জানি না । একমাত্র ইউরোডলার ই হলো একটি রাজনৈতিক রিলেটিভ পেয়ার । রাজনৈতিক রিলেটিভ বিষয়গুলো খুব ইফেক্ট করে এই পেয়ারে । আর টেকনিক্যাল যদি বলেন তাহলে আমি 1200 লেভেলটা মনে করিনা 1.1450 এর মতো ইফেক্ট করবে । মার্কেট যদি 1.1445 এর উপর মান্থলি ক্যানডেল শেষ করতে পাারে তাহলে তার পরবর্তী গন্তব্য হলো 1.2300

maziz6989
2016-01-16, 04:53 PM
আমার কিন্তু তা মনে হয়না । এখানে অরো অনেক গুলো ব্যাপার জড়িয়ে আছে । আপনি জানেন কিনা ঠিক জানি না । একমাত্র ইউরোডলার ই হলো একটি রাজনৈতিক রিলেটিভ পেয়ার । রাজনৈতিক রিলেটিভ বিষয়গুলো খুব ইফেক্ট করে এই পেয়ারে । আর টেকনিক্যাল যদি বলেন তাহলে আমি 1200 লেভেলটা মনে করিনা 1.1450 এর মতো ইফেক্ট করবে । মার্কেট যদি 1.1445 এর উপর মান্থলি ক্যানডেল শেষ করতে পাারে তাহলে তার পরবর্তী গন্তব্য হলো 1.2300

ভাল লাগল আপনার এনালাইসিস কিন্তু যেহেতু ১২০০ লেভেল হল মান্থলি রেজিস্টেন্স লেভেল তবে কিভাবে ১৪০০ লেভেল হয়। তার পর রাজনৈতিক যে ব্যপারটা আপনি উল্লেখ করেছেন তা একটু বিশদ ভাবে ব্যাখ্যা করলে আমার নতুন ট্রেডারদের উপকার হত। তবে আপনাকে ধন্যবাদ মন্তব্য করার জন্য।