PDA

View Full Version : স্লিপেজ কি?



maziz6989
2016-01-15, 10:27 PM
অনেক সিনিয়র ট্রেডারদের আলোচনায় প্রায়সই শুন অমুক ব্রোকার স্লিপেজ দেয়। আসলে আমার জানতে ইচ্ছা করছে এই স্লিপেজ জিনিসটা কি? কারো জানা থাকলে বিস্তারিত লিখলে উপকৃত হতাম। এটা আমাদের জন্য উপকারী কিনা বা ক্ষতিকর কিনা। সিনিয়র ট্রেডারদের মতামত আশা করছি।

Marufa
2016-02-11, 06:47 PM
মার্কেট যখন খুব দ্রুত মুভমেন্ট করে তখন অর্ডার ওপেন করলে দেখা যায় আমাদের কাঙ্খিত মূল্যের চেয়ে কয়েকপিপস্ উপরে বা নীচে অর্ডার ওপেন হয়েছে । এটাকেই স্লিপেজ বলে । এর পজিটিভ বা নেগেটিভ দুটো দিক ই রয়েছে । সাধারনত ইনস্টাতে এরকম সময় অর্ডার রিকোট হয় । স্ক্যাল্পারদের জন্য যা হুমকি সরূপ ।

sharifulbaf
2016-03-30, 08:28 PM
ফরেক্স মার্কেটের মুভমেন্ট যখন অনেক বেশি থাকে সেই সময় ট্রেড অপেনিং করতে হলে আমাদের অনেক কিছু জেনে অপেনিং করতে হয় ট্রেড অপেনিং।করার সময় কিছু পিপস নিচে অপেনিং হয়ে থাকে তাকে আমরা স্লিপেজ বলে থাকি এটি ব্যাবহার করে যারা তারা ফরেক্স মার্কেটে স্কেল্পিং করে থাকে।

Mamun13
2017-06-10, 08:41 PM
স্লিপেজ হলো সঠিক সময়ে সঠিক প্রাইসে লটে এন্ট্রী না হয়ে একটু কম/বেশি পিপসে এন্ট্রী হওয়া৷অর্থাৎ এন্ট্রীতে স্লিপ করা বুঝায়৷ঐ সময়ে মার্কেটে খুব দ্রুত গতি থাকে বলে এ রকমটা হয়ে থাকে৷এই সময়ে ট্রেডে এন্ট্রী না করাই ভালো৷অনেক ব্রোকারে এই স্লিপেজ সি্ষ্টেম টা চালু থাকেনা৷

uzzal05
2017-06-11, 01:35 PM
আমরা ট্রেড করতে যেয়ে অনেক সময় ট্রেড ওপেন করতে পারি না। আবার ট্রেড করতে গেলে রিকৌটো করে। আসলে তখন ট্রেড অপ্নে হতে হতে দেখা যায় কয়েক পিপ ব্যবধানে ট্রেডটি ওপেন হয়েছে। আসলে ফরেক্স এর ভাষায় এটিকে স্লিপিজ বলা হয়।

RUBEL MIAH
2017-06-14, 02:44 PM
আমাদের অনেক কিছু জেনে অপেনিং করতে হয় ট্রেড ওপেনিং। করার সময় কিছু পিপস নিচে অপেনিং হয়ে থাকে তাকে আমরা স্লিপেজ বলে থাকি এটি ব্যবহার করে যারা তারা ফরেক্স মার্কেটে স্কেল্পিং করে থাকে । আসলে তখন ট্রেড অপ্নে হতে হতে দেখা যায় কয়েক পিপস ব্যবধানে ট্রেডটি ওপেন হয়েছে ।

alamsat
2019-02-12, 11:23 AM
স্লিপেজ বলতে আমরা যখন কোন ট্রেড শুরু করতে যাই তখন একটি নির্দিষ্ট প্রাইজ এ ট্রেড করে থাকি। কিন্তু বিভিন্ন সমস্যার কারনে যখন ট্রেডটি সেই প্রাইজ এ ওপেন না হয়ে একটু উপরে বা নীচে ওপেন হয় তাকে আমরা স্লিপেজ বলে থাকি। এটা হওয়ার মূল কারন হল আমাদের ইন্টারনেট কানেকশন এর ধীর গতির জন্য হতে পারে বা প্রইজ এর দ্রুত মোভ করার কারনেরও এটা হতে পারে। যারা শর্ট ট্রেড করেন তাদের জন্য এটি খুবই ক্ষতির একটি দিক হতে পারে কারন নির্দিষ্ট প্রাইজ এ ট্রেড টি শুরু না হলে আপনার ট্রেডটি লসের সম্মুখিন হতে পারে কিন্তু লং ট্রেড করার ক্ষেত্রে তেমন সমস্য দেখা দেয় না।

jasminbd
2019-02-12, 05:44 PM
ফরেক্সে স্লিপেজ শব্দটি খুবই প্রচলিত এবং এটি নিয়ে ট্রেডারদের মনে ইতিবাচক এবং নেতিবাচক উভয় দৃষ্টি ভঙ্গি রয়েছে। স্লিপের বাংলা অর্থ হল পিছলান খাওয়া অর্থাৎ পিসলা খেয়ে সামনে এগিয়ে যাওয়া। বৃষ্টির দিনে কাদায় স্লিপ করলে কিছু পথ সামেন এগিয়ে বা পিছিয়ে যায় ফরেক্সে ঠিক এটি একই অর্থে ব্যবহৃত হয় অর্থাৎ যখন মার্কেটে ভোলাটিলিটি খুব বেশি থাকে তখন পেয়ারে প্রাইস এক ফালে বহু পিপ্স বেড়ে যায় আর এটিই হল স্লিপেজ।

উদারহন স্বরূপঃ ধরুন eur/usd পেয়ারে বর্তমান প্রাইস ১.১৩০০ আপনি এখানে একটি বাই ট্রেড নিলেন এবং টেক প্রফিট সেট করলেন ১.১৩৫০ আর স্টপ লস সেট করলেন ১.১২৫০। ট্রেডের এক পর্যায়ে এসে মার্কেটে ভোলাটিলিটির কারনে ১.১৩৫০ না ছুয়ে হুট করে ১.১৩৭০ এ চলে গেল তখন আপনার অর্ডারটি ১.১৩৭০ তে ক্লোজ হবে অর্থাৎ আপনি স্লিপেজ এর কারনে ২০ পিপ্স বেশি প্রফিট করছেন। এমনি হলে এটি হবে পজেটিভ স্লিপেজ। বিপরীত অবস্থা হলে এটি নেগেটিভ স্লিপেজ হবে। আশা করি বুঝতে পেরেছেন।

sumon918
2019-05-26, 08:17 PM
স্লিপেজ সম্পর্কে আমি আমার সিনিয়রের কাছ থেকে যেটা জেনেছি সেটা শেয়ার করতেছি। একদিন আমি ট্রেডে এন্ট্রি নিচ্ছিলাম তখন দেখলাম আমি ট্রেড ওপেন করতে চেয়েছিলাম যে পয়েন্টে তার থেকে চার পিপস পাঁচ পিপস উপরে এন্ট্রি হচ্ছে তখন আমি বড় ভাইকে বিষয়টা জানালাম তখন সে বলল এটা হল স্লিপেজ এটা তখনই হয় যখন মার্কেট খুব দ্রুতগতিতে আপ করে বা ডাউন করে তখন এন্ট্রি নিলে বা ট্রেড ওপেন করতে চাইলে এমনটা হয়।আর এটাকে ফরেক্সের ভাষায় স্লিপেজ বলা হয়।কোন ব্রোকার এটা কিভাবে দেয় সে বিষয় আমি কিছু জানি না....কেউ জানলে জানাবেন।