PDA

View Full Version : ক্যানডল পরিচিত : Harami ( Bulish )



Md Akter Hossain
2016-01-16, 11:11 AM
যখন কোনো ডাউনটেন্ড মার্কেটে বিয়ারিস ট্রেডের পর বুলিশ ট্রেড হয় এবং এই বুলিশ ট্রেডের বডি র্পূবের বিয়ারিস ট্রেডের বডি রেন্জ এর মধ্যে থাকে তাকে Harami ( Bulish ) বলে । এবং এর ঠিক উল্টুটাই হলো Harami ( Bearish )
নিম্নে সচিত্র উদাহরণ দেয়া হল
2005
এই ক্যানডলগুলো খুব বেশি শক্তিশালি রিভারসাল সিগনাল দেয় না । তবে মার্কেট যে রিভারসাল হতে যাচ্ছে সেটা জানান দেয় ।

Marufa
2016-02-08, 06:53 PM
আমি বেশিরভাগ সময় দেখেছি ক্যান্ডেলিস্টিক প্যার্টান মার্কেটে খুব ভাল কাজ করে । তবে এর সঠিক ব্যবহার সম্পর্কে আপনাকে জানতে হবে । এর সঠিক ব্যবহার সম্পর্কে জানতে না পারলে আপনি ভাল করতে পারবেন না । আর শুধুমাত্র ক্যান্ডেল প্যাটার্ণ এর ওপর নির্ভর করে ট্রেড করাটা ঠিক হবে না । এর সাথে সাথে আর অনেক বিষয় রয়েছে ।

Md Akter Hossain
2016-03-12, 08:52 PM
আমি বেশিরভাগ সময় দেখেছি ক্যান্ডেলিস্টিক প্যার্টান মার্কেটে খুব ভাল কাজ করে । তবে এর সঠিক ব্যবহার সম্পর্কে আপনাকে জানতে হবে । এর সঠিক ব্যবহার সম্পর্কে জানতে না পারলে আপনি ভাল করতে পারবেন না । আর শুধুমাত্র ক্যান্ডেল প্যাটার্ণ এর ওপর নির্ভর করে ট্রেড করাটা ঠিক হবে না । এর সাথে সাথে আর অনেক বিষয় রয়েছে ।

অামিও সেটাই মনে করি । শুধু মা্ত্র ক্যানডল দেখে ট্রেড করলে কখনোই ভাল করা যাবেনা । আমি আমার টেকনিক্যাল অ্যানালাইসিস করে যদি তার অনুকূলে ভাল কোন ক্যানডল পায় যেটা আামাকে ট্রেড ওপেন করার সংকেত দেয় তাহলে আমি টেডে এন্ট্রি নিয়ে থাকি ।

force22
2016-03-16, 12:27 AM
আমার মতে অন্য কোন ইন্ডিকেটর না ব্যবহার করে শুধুমাত্র ক্যান্ডস্টিক প্যাটারন দেখেই ভালো এন্ট্রি দেয়া যায়।ক্যান্ডলস্টিক প্যাটার্ন গুলার মদ্ধে বুলেশ হারামি অন্যতম।সাধারণত একটি ডাওন ট্রেন্ড শেষ হয়ার পর, মারকেট রিভার্স এর আগে এই ধরনের ক্যন্ডল এর ওতপত্তি ঘটে।

sharifulbaf
2016-03-22, 07:06 AM
ফরেক্স মার্কেটে আমরা যে চার্ট নিয়ে আলোচনা করে থাকি তা হল ক্যান্ডেল স্টিক চার্ট, এই চার্ট এর মাধ্যমে আমরা ফরেক্স মার্কেটের গতিবিধি লক্ষ করতে পারি,ফরেক্স মার্কেটের ট্রেডিং করে বেশি ভাল করার জন্য আমাদের ভাল করতে হবে,মার্কেটের মুভমেন্ট দিয়ে ট্রেডিং করে অনেক ভাল হবে।

rahmot255
2016-03-22, 10:03 AM
ধন্যবাদ আপনাকে এবং মন্তব্যকারি সবাইকে। সবার আলোচনায় যা বুঝলাম আমরা যে ক্যান্ডলস্টিক চার্ট দেখে এনালাইসিস করি, হারামি ( বুলিশ) তার মধ্যেই একটি। আমি এর থেকে আর ভালো বলতে পারলাম না। যদি কেউ ভালো জেনে থাকেন দয়া করে অবশ্যই জানাবেন, উপকৃত হব। ধন্যবাদ।

Md Masud
2017-05-26, 04:24 PM
আমি আমার টেকনিক্যাল অ্যানালাইসিস করে যদি তার অনুকূলে ভাল কোন ক্যানডেল পায় যেটা আামাকে ট্রেড ওপেন করার সংকেত দেয় তাহলে আমি টেডে এন্ট্রি নিয়ে থাকি । আমরা ফরেক্স মার্কেটের গতিবিধি লক্ষ করতে পারি , ফরেক্স মার্কেটের ট্রেডিং করে বেশি ভাল করার জন্য আমাদের ভালো করতে হবে , মার্কেটের মুভমেন্ট দিয়ে ট্রেডিং করে অনেক ভাল হবে ।

Mamun13
2017-11-29, 08:36 PM
টেকনিক্যাল এনালাইসিসের জন্য কেন্ডেলস্টীকগুলোর বিভিন্ন প্যাটার্ণ বা ফর্মেশান দেখতে হবে বুঝতে হবে৷এমনি একটা কেন্ডেলের প্যাটার্ণের নাম হলো Harami প্যাটার্ণ৷এই প্যাটার্ণ মাঝে মাঝে রিভার্সাল সিগনাল বা ট্রেডে এন্ট্রী সিগনাল দিয়ে থাকে৷তাই Harami প্যাটার্ণকে লক্ষ্য রাখতে হবে৷

samun
2021-07-25, 11:28 AM
ফরেক্স মার্কেটে আমি নতুন তাছাড়া ফরেক্স মার্কেটে আমার জ্ঞান অভিজ্ঞতা এবং দক্ষতা অনেক কম আর তাই আমি ফোরামের বিভিন্ন প্রশ্নের মাধ্যমে সকল ধরনের জ্ঞানের সমন্বয় নিজেকে দক্ষ করে তোলার চেষ্টা করছে অভিজ্ঞদের মতামত আমাদের জন্য জ্ঞান স্বরূপ আর তাই সকল অভিজ্ঞতা যাদেরকে অসংখ্য ধন্যবাদ যে তারা তাদের অর্জিত দক্ষতা এবং জ্ঞানকে সকলের মাঝে প্রচার করে সকলকে জ্ঞান অর্জন করার সুযোগ করে দিয়েছে

Starship
2021-07-25, 05:09 PM
টেকনিক্যাল এনালাইসিস করার ক্ষেত্রে ক্যান্ডেলস্টিক চরট ফলো করে আমরা এনালাইসিস করে থাকি। ক্যান্ডেলস্টিক চার্ট ফলো করা ব্যতীত আমরা টেকনিক্যাল এনালাইসিস করা অসম্ভব। ফান্ডামেন্টাল এনালাইসিস বা টেকনিক্যাল এনালাইসিস কারণে মার্কেট প্রাইস যখন একাধারে নিম্নমুখী হয় একটা নির্দিষ্ট সময় পর সেটা পুলব্যাক করে ঊর্ধ্বমুখী মুভমেন্টের প্রক্রিয়ায় হইল হারামি বা বুলিশ ট্রেন্ড। তাই যত যতযথ ট্রেন্ডে ট্রেড করার জন্য অবশ্যই আমাদেরকে ক্যান্ডেলস্টিক সম্পর্কে পরিপূর্ণ ধারণা এবং জ্ঞান রাখতে হবে।