PDA

View Full Version : ২০১৬ সালে ফরেক্স নিয়ে আমর পরিকল্পনা



Md Akter Hossain
2016-01-16, 11:30 AM
ফরেক্স নিয়ে এরই মধ্যে আমি আমার পরিকল্পনা করা শুরু করে দিয়েছি । আপনি শুরু করেছেনতো ? আমার এক ফরেক্স এর বড়ভাই বললো যে কোন কিছুতেই নাকি পরিকল্পনা করা ছাড়া সফল হওয়া পসিভল না । ফরেক্স এ ও না । তাই ভাবলাম আর দেরি কেনো , শুরু করে দেই । অাপনারা কি পরিকল্পনা করেছেন জানাবেন ।

basaki
2016-01-16, 02:43 PM
আগামি ১৬ সালে আমি আশা করি ভাল কিছু করতে চাই।কারন আমি ফরেক্স মার্কেটে গত ছয় মাস যাবৎ ফরেক্স মার্কেটে ট্রেড করে আসছি। কিন্তু ২০১৫ সাল্টা আমার খুব একটা ভাল যায় নাই।তবে আশা করছি যে আমি আগামি ১৬ সালে ফরেক্স মার্কেট থেকে অনেক ইনকাম করব।

MotinFX
2016-01-16, 04:10 PM
পরিকল্পনা কাজের অর্ধেক বলা হয় আমি ২০১৬ সাল কে নিয়ে একটা পরিকল্পনা হতে নিয়েছে। আমাকে ফরেক্স নিয়ে বেশি করে কাজ করতে হবে এবং মাস শেষে আমার জন্য একটা আয় করতে পারি সেই বিষয়ে একটা পরিকল্প না করেছি এবং ২০১৫ সালে যে ভুলটা করেছি সেটা যেন ২০১৬ সালে করবনা। আপনারা কে কি পরিকল্পনা হাতে নিয়েছেন সেই সম্পর্কে আমাদের সাথে শেয়ার করবেন।

Md Akter Hossain
2016-01-16, 04:12 PM
আগামি ১৬ সালে আমি আশা করি ভাল কিছু করতে চাই।কারন আমি ফরেক্স মার্কেটে গত ছয় মাস যাবৎ ফরেক্স মার্কেটে ট্রেড করে আসছি। কিন্তু ২০১৫ সাল্টা আমার খুব একটা ভাল যায় নাই।তবে আশা করছি যে আমি আগামি ১৬ সালে ফরেক্স মার্কেট থেকে অনেক ইনকাম করব।



আমিতো তার থেকেও আগে থেকেই ট্রেড করে আসতেছি । ভাই আমিতো আমার প্রথম ১ বছর শুধু লসই করে গেলাম । লস করতে করতে এক সময় ধৈর্য হারিয়ে ফেলছিলাম । পরে আবার নতুন করে মোটিভেশন নিয়ে শুধু করলাম । আল্লাহর রহমতে এবার প্রফিট করা শুরু করছি । নতুন বছর তাই ভাবনাটাও নতুন করে সাজিয়ে ফেললাম ।

Md Akter Hossain
2016-01-16, 04:16 PM
পরিকল্পনা কাজের অর্ধেক বলা হয় আমি ২০১৬ সাল কে নিয়ে একটা পরিকল্পনা হতে নিয়েছে। আমাকে ফরেক্স নিয়ে বেশি করে কাজ করতে হবে এবং মাস শেষে আমার জন্য একটা আয় করতে পারি সেই বিষয়ে একটা পরিকল্প না করেছি এবং ২০১৫ সালে যে ভুলটা করেছি সেটা যেন ২০১৬ সালে করবনা। আপনারা কে কি পরিকল্পনা হাতে নিয়েছেন সেই সম্পর্কে আমাদের সাথে শেয়ার করবেন।

সত্যি বলতে কি সঠিক পরিকল্পনা ছাড়া কোন কাজেই সফলতা অসে না । তাই আপনি যদি সফল হতে চান তাহলে অবশ্যই আপনাকে আপনার কাজের পরিকল্পনা করতে হবে । শুণে ভালো লাগল যে ২০১৫ সালে যে ভুলটা করেছিলেন সেটা ২০১৬ সালে করবে না । দোয়া করি এই বছরটা আমারেদর সবার জন্য সফলতা বয়ে আনুক । আমিন ।

fatemaakhter
2016-01-16, 04:20 PM
আমি ফরেক্সে নতুন বিধায় ২০১৫ সালে ডেমো ট্রেড করে ফরেক্সের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে জ্ঞান লাভ করলাম । এখন ২০১৬ সালে আমার পরিকল্পনা হল এ বছর আমি যেন নিজেকে ফরেক্সে প্রতিষ্ঠিত করতে পারি আর এ ধারাবাহিকতায় আমাকে কাজ চালিয়ে যেতে হবে ।

Md Akter Hossain
2016-01-16, 04:53 PM
আমি ফরেক্সে নতুন বিধায় ২০১৫ সালে ডেমো ট্রেড করে ফরেক্সের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে জ্ঞান লাভ করলাম । এখন ২০১৬ সালে আমার পরিকল্পনা হল এ বছর আমি যেন নিজেকে ফরেক্সে প্রতিষ্ঠিত করতে পারি আর এ ধারাবাহিকতায় আমাকে কাজ চালিয়ে যেতে হবে ।

ফাতেমা আপনার পরিকল্পনা অত্যান্ত সুন্দর ও গুঠালো বলে আমার কাছে মণে হচ্ছে । যেটা সফলতার জন্র একটি গুরুত্বপূর্ণ ব্যাপার । আশা করি আপনি আপনার পরিকল্পনাগুলোর সঠিক ব্যবহার করতে পারবেন ২০১৬ তে । আর আমিও যাতে ভালো করতে পারি সেজন্যে দোয়া করবেন ।

RUBEL MIAH
2016-01-16, 05:01 PM
২০১৬ সালে ফরেক্স নিয়ে আমি যে পরিকল্পনা করেছি সেটা হল , আগের তুলনায় ফরেক্স মার্কেটের অবস্থান খুব ভালো যাবে । কেননা ডেমো এ্যাকাউন্ট দিয়ে যে অবস্থান মার্কেটের দেখতে পেলাম তাতে বোঝা যায় ফরেক্স মার্কেট ২০১৬ সালে খুব ভালো যাবে । আমরা সকলে ফরেক্স মার্কেটে ট্রেড ধৈর্য্যের সহিত করব অবশ্যই সফলতা হবে ইনশাল্লাহ ।

maziz6989
2016-01-16, 05:03 PM
আপনার পরিকল্পনার বিষয়টা একটু পরিস্কার করে লিখলে আমার মত নতুনদের পরিকল্পনা করতে সুবিধা হত। তবে আপনার প্রতি শুভকামনা রইল যেন আপনি আপনর লক্ষ্যে পৌছাতে পারেন। আমি কি পরিকল্পনা করব বুঝতে পারতেছি না। তবে পরিকল্পনা ছাড়া মার্কেট এ ঠিকে থাকা সম্ভব না।

Md Akter Hossain
2016-01-16, 05:15 PM
২০১৬ সালে ফরেক্স নিয়ে আমি যে পরিকল্পনা করেছি সেটা হল , আগের তুলনায় ফরেক্স মার্কেটের অবস্থান খুব ভালো যাবে । কেননা ডেমো এ্যাকাউন্ট দিয়ে যে অবস্থান মার্কেটের দেখতে পেলাম তাতে বোঝা যায় ফরেক্স মার্কেট ২০১৬ সালে খুব ভালো যাবে । আমরা সকলে ফরেক্স মার্কেটে ট্রেড ধৈর্য্যের সহিত করব অবশ্যই সফলতা হবে ইনশাল্লাহ ।

আপনার পরিকল্পনা যেনো কাজে আসে সে দোয়া করি । আপনি বলেছেন যে আগের তুলনায় ফরেক্স মার্কেটের অবস্থান খুব ভালো যাবে । এটা আপনি কি করে বুঝলেন সেটা বুছিয়ে বললে সবার উপকার হতো বলে মনে হয় । আশা করি আপনি আবার নিচে কমেন্ট করে বিস্তারিত জানাবেন ।

afsanakhan9900
2016-01-16, 05:15 PM
ফরেক্স নিয়ে আমার ২০১৬ সালে অনেক পরিকল্পনা আছে ।সেই পরিকল্পনার অংশ হিসেবে আমি ইনভেস্টের পরিমান বাড়াবো ।কারন আমি একটা জিনিস খেয়াল করলাম ইনভেস্টের পরিমান বেশি হলে লাভের পরিমানও বেশি হয়।এছাড়া আমি ফরেক্স নিয়ে গবেষনা চালিয়ে যাচ্ছি এবং নতুন নতুন জিনিস সম্পর্কে জ্ঞান লাভ করছি যা আমাকে ট্রেড করতে খুবই সাহায্য করছে।

Md Akter Hossain
2016-01-16, 05:18 PM
আপনার পরিকল্পনার বিষয়টা একটু পরিস্কার করে লিখলে আমার মত নতুনদের পরিকল্পনা করতে সুবিধা হত। তবে আপনার প্রতি শুভকামনা রইল যেন আপনি আপনর লক্ষ্যে পৌছাতে পারেন। আমি কি পরিকল্পনা করব বুঝতে পারতেছি না। তবে পরিকল্পনা ছাড়া মার্কেট এ ঠিকে থাকা সম্ভব না।
মাজিজ ভাই পরিকল্পনার বিষয়টা হল
1. মানি ম্যানাজমেন্টকে নতুন করে সাজাবা
2. পুরাতন ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে নতুন করে শুরু করা
3. কোন কোর পেয়ারে ট্রেড করবো
4. কখন ট্রেড করা থেকে বিরত থাকতে হবে ইত্যাদি ইত্যাদি ।

Md Akter Hossain
2016-01-16, 05:22 PM
ফরেক্স নিয়ে আমার ২০১৬ সালে অনেক পরিকল্পনা আছে ।সেই পরিকল্পনার অংশ হিসেবে আমি ইনভেস্টের পরিমান বাড়াবো ।কারন আমি একটা জিনিস খেয়াল করলাম ইনভেস্টের পরিমান বেশি হলে লাভের পরিমানও বেশি হয়।এছাড়া আমি ফরেক্স নিয়ে গবেষনা চালিয়ে যাচ্ছি এবং নতুন নতুন জিনিস সম্পর্কে জ্ঞান লাভ করছি যা আমাকে ট্রেড করতে খুবই সাহায্য করছে।

আপনি ফরেক্স নিয়ে গবেষনা চালিয়ে যাচ্ছেন এই ব্যাপার যদি আমাদের বিস্তারিত জানাতেন তাহলে সবার উপকার হতো । আশা করি আপনার গবেষনা থেকে ভালো আউটপুট গুলো অাপনি আমাদের নতুনদের সাথে শেয়ার করবেন যাতে আমরাও উপকৃত হতে পারি । আপনার ট্রেডিং সুন্দর হোক ।

Realifat
2016-01-16, 07:16 PM
প্রচন্ড শীত নিয়ে নতুন বছর শুরু হয়েছে। এই শীতকে হিট করে ২০১৫ সালের সকল ভুল সংশোধন করে ২০১৬ সালে অনেক ভালো ট্রেড করতে চাই। আমি আপাতত প্লান করেছি যে ২০১৫ তে যেই ধরনের ভুল করেছি সেই ধরনের ভুল আর করবনা। সর্বোপরি খারাপটা ত্যাগ করে ভালোর সঙ্গী করে ২০১৬ সালে সাফল্য বয়ে আনতে চাই।

Md Akter Hossain
2016-01-16, 07:58 PM
প্রচন্ড শীত নিয়ে নতুন বছর শুরু হয়েছে। এই শীতকে হিট করে ২০১৫ সালের সকল ভুল সংশোধন করে ২০১৬ সালে অনেক ভালো ট্রেড করতে চাই। আমি আপাতত প্লান করেছি যে ২০১৫ তে যেই ধরনের ভুল করেছি সেই ধরনের ভুল আর করবনা। সর্বোপরি খারাপটা ত্যাগ করে ভালোর সঙ্গী করে ২০১৬ সালে সাফল্য বয়ে আনতে চাই।
উপরের লেখাগুলো তো আপনার ইচ্ছা । ইচ্ছা আর পরিকল্পন *জিনিসটাতো আর এক হলনা ।আপনি যদি আপনার পরিকল্পনা গুলো বিস্তারিতভোবে লেখতেন তাহলে আমর পাশাপাশি অন্যরাও জানতে পারতো । এবং আপনার পরিকল্পনা গুলো থেকে আমরাও কিছুটা কপি করতে পারতাম ।

Sahed
2016-01-16, 09:06 PM
হ্যা যে কোন *কাজেই পরিকল্পনা মাফিক আগানো ভাল । কারন পরিকল্পনা অাপনাকে আপনার গন্তব্যে নিয়ে যেতে ব্যাপক ভাবে সহায়তা করে । ২০১৬ সালে আমার পরিকল্পনা হচ্ছে ফরেক্স মার্কেট ভালভাবে আয়ত্বে নিয়ে আসা, মার্কেট এ্যনালাইসিস ভালভাবে শিখা, মানি ম্যানেজমেন্ট ভালভাবে শেখা ইত্যাদি ।

sharifulbaf
2016-01-16, 09:36 PM
ফরেক্স মার্কেট থেকে ইনকাম করতে হবে তার জন্য আমাদের ফরেক্স মার্কেট থেকে ইনকাম করার জন্য আমি অনেক দিন থেকে চেস্টা করে যাচ্ছি,তাই আমি ফরেক্স মার্কেট থেকে বড় ধরনের ইনকাম করতে ফরেক্স মার্কেট নিয়ে এনালাইসিস করতেছি,তাই ফরেক্স মার্কেট থেকে অর্থ ইনকাম করে।

mmlm
2016-01-16, 10:30 PM
২০১৬ সাল এ আমার প*রিকল্পনা হ*লো আরও বে*শি বে*শি ক*রে ফ*রেক্স এর সা*থে থাকব এবং ফ*রেক্স স*ম্প*র্কে ভাল ধারনা নিব এবং সুন্দর ভা*বে কাজ করব। ফ*রেক্স এর বি*ভিন্ন কাজ সম্প*র্কে জানব, আর আমি যা জানব তা সবাই*কে জানব।

oviice
2016-01-16, 11:27 PM
২০১৫ সাল্টা আমার খুব একটা ভাল যায় নাই।তবে আশা করছি যে আমি আগামি ১৬ সালে ফরেক্স মার্কেট থেকে অনেক ইনকাম করব।
১৬ সালে আমি আশা করি ভাল কিছু করতে চাই।কারন আমি ফরেক্স মার্কেটে গত ছয় মাস যাবৎ ফরেক্স মার্কেটে ট্রেড করে আসছি।

Furkan
2016-01-17, 02:00 AM
২০১৬ সালে ফরেক্র মারকেট থেকে ২০০০ ডলার ইনকাম করার আশা রাখি। ফরেক্র মারকেটে যারা অতি লুভ করে থাকে তারা কিছু ডলার লাভ করার পর এক সাথে সব ডলার চলে যায়। আমাদের মধ্যে অনেকে আছে যারা লুভ করে সব ডলার লস করেছেন। ফরেক্র মারকেট সহজ আবার অনেক কঠিন। যারা জানেন তাদর জন্য সহজ। আর যারা যানেন না তাদের জন্য কঠিন।

Md Akter Hossain
2016-01-17, 09:56 AM
২০১৬ সালে ফরেক্র মারকেট থেকে ২০০০ ডলার ইনকাম করার আশা রাখি। ফরেক্র মারকেটে যারা অতি লুভ করে থাকে তারা কিছু ডলার লাভ করার পর এক সাথে সব ডলার চলে যায়। আমাদের মধ্যে অনেকে আছে যারা লুভ করে সব ডলার লস করেছেন। ফরেক্র মারকেট সহজ আবার অনেক কঠিন। যারা জানেন তাদর জন্য সহজ। আর যারা যানেন না তাদের জন্য কঠিন।
আপনার পরিকল্পনাটা আমার কাছে খুবই সাজানো মনে হচ্ছে । আরো বিস্তারিত ভাবে বললে বুঝতে সুবিধা হত । যেমন ধরুন আপনি পতিুদন কয়টা ট্রেড ওপেন করবেন । টেক প্রুফট ও লসের অনুপাত কত নিবেন । প্রতিটা ট্রেডে কত % রিস্ক নিবেন । আশা করি পরের মন্তবে জানাবেন ।

Marufa
2016-02-21, 08:34 AM
আমি ফরেক্স ট্রেডিং এ এসেছি খুব বেশি দিন হয় নি । তাই আমি ২০১৬ সালকে শেখার বছর হিসেবে ঘোষনা করেছি । এই বছর আমার মূল লক্ষ্য থাকবে শেখা এবং নিজেকে একটি ট্রেডিং ডিসিপ্লিন এর মধ্যে নিয়ে আসা । যদি নিজেকে একটি ট্রেডিং ডিসিপ্লিন এর মধ্যে নিয়ে আসতে পারি তবে আগামী বছর আমার টার্গেট থাকবে মুনাফা অর্জন করা ।

udaydebnath
2016-10-04, 01:34 PM
2016 সালে আমার ডেমো করতেই চলে যাবে বলে মনে হয়। সবেমাত্র অক্টোবর মাসে ফোরাম পোষ্টিং শুরু করলাম আরও আগে থেকে শুরু করলে ভাল হত। অনেক দেরি করে ফেলেছি। বছর শুরু থেকে ফোরাম পোষ্টিং করলে এতদিনে আমার অনেক বোনাস জমা হয়ে যেত।

MoinFX
2016-10-04, 02:03 PM
২০১৬ সালে ফরেক্স নিয়ে আমার কোন পরিকল্পনা নেই তবে আমি ফরেক্স মার্কেটে সফল হলে আমার পরিচিত বন্ধুদের ফরেক্স শিখাব।ফরেক্স মার্কেট অনেক রিস্কি মার্কেট এই খানে কাউকে শিখার আগে নিজে ভাল করে জানতে হবে।

shimul77ss
2016-10-09, 08:44 PM
সব কাজই পরিকল্পনা করে করতে হই।কিন্তু আপনি ফরেক্স মার্কেটে কত দিনে দক্ষ হবে তা কি বলা সম্ভব।যখন আপনি দক্ষ হবেন তারপর পরিকল্পনা করে কাজ করতে পারেন।তবে সবসময় মনে রাখা উচিত যে এই মার্কেট থেকে একবারে বড়লোক হতে পারবেন না।মার্কেট সম্পর্কে যখন দক্ষ হবেন তখনই সাফল্য পাবেন।

01797733223
2017-11-05, 06:53 AM
এ বছরে ফরেক্স নিয়ে তেমন কোনো সুষ্ঠ পরিকল্পনা নেই । তাই আজই পরিকল্পনা করবো । এ বছরে হয়তো মোট ব্যালেন্স এর ১২০% উপার্জনের লক্ষ্য নিয়ে ট্রেড শুরু করবো । অর্থ্যাৎ* প্রতি মাসে ১০% প্রফিট । তাবে রিস্ক একটু কম নিবো এই বছরে । আমার রিস্ক টু রিওয়ার্ড হবে ১:৩ । এবং এই বছরে মোট ব্যালেন্স এর ৭০% বিনিয়োগ করবো । এবং ৩০% ব্যাকআপ রাখবো ।

Mahidul84
2017-11-05, 08:59 PM
এই বছর ফরেক্স নিয়ে আমার অনেক বেশি পরিকল্পনা আছে কারণ বর্তমানে ফরেক্স মার্কেট সম্পর্কে অনেক দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করতে পেরেছি এবং সেই অভিজ্ঞতা দিয়ে এই মার্কেট থেকে ইতিমধ্যে ভাল ইনকাম করতেছি। তাই আমি বাকী কাজগুলো ছেড়ে দিয়ে বর্তমানে ফরেক্স এর উপর অধিক নির্ভরশীল হয়েছি কারন আমার চিন্তা ধারা হচ্ছে এই ফরেক্স ব্যবসাটা আমি আমার যদি সঠিকভাবে আয়ত্ব করতে পারি তাহলে আমাকে আর অন্য কোন কাজের সন্ধ্যান করতে হবে না। তাই আমি ফরেক্স এর উপর পুরোপুরি নির্ভরশীল হতে চাই।

Mamun13
2018-07-05, 06:45 PM
আমরা এখন 2018 সালে চলে এসেছি,এই 2018 সালে আমরা সবাই কম বেশী কিছু না কিছু পরিকল্পনা মাফিক ট্রেড করা শুরু করে দিয়েছি৷আসলে ফরেক্স ট্রেডারদের জন্য একটি বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ প্রত্যেক বছরই আমরা ফরেক্স মার্কেটে নিজেদেরকে আরো নতুনভাবে অভিজ্ঞ এবং দক্ষ করে গড়ে তোলার জন্য বিশেষ সুযোগ পেয়ে থাকি৷তাই দেখা যায় গত বছরের তুলনায় এ বছর আমরা অনেকেই বেশ ভালো ট্রেড করছি,অনেকের হয়তো গত বছর প্রচুর লস হয়েছে কিন্তু এই বছর তুলনামূলক লস কম হচ্ছে,আবার অনেকেরই গত বছরের তুলনায় এ বছর বেশ ভাল প্রফিট আসছে৷ এভাবেই প্রতি বছরই আমরা ফরেক্স ট্রেডে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার চেষ্টায় রয়েছি৷এই 2018 সালের মধ্যেই নিজেদেরকে একটি পেশাদার trader রূপে দেখতে পারি সেই অনুযায়ী সবাই যেন পরিকল্পনামাফিক সঠিকভাবে analysis করে ট্রেড করতে পারি-সবার জন্যই এই কামনা রইল৷

DEARMUM100
2020-04-07, 11:18 AM
ফরেক্স ট্রেডিং দিনকে দিন বাংলাদেশের মানুষের কাছে আয় এর অন্যতম জনপ্রিয় মাধ্যম হিসেবে অনেক বেশি গ্রহণযোগ্য হয়ে উঠছে যার ফলশ্রুতিতে দিনকে দিন বিপুলসংখ্যক মানুষ ফরেক্স ট্রেডিং এর দিকে আগ্রহী হয়ে পড়ছে।ফরেক্স ট্রেডিং এর মাধ্যমে খুব সহজে বিপুল পরিমাণ অর্থ আয়-এর সুযোগ থাকায় দিনকে দিন মানুষ ফরেক্স ট্রেডিং জ্ঞানে নিজেকে জ্ঞানী করে তুলছে এবং ফরেক্স ট্রেডিংকে নিজের ক্যারিয়ার হিসেবে গ্রহণ করছে।এটা ঠিক যে ফরেক্স ট্রেডিং এ যেমন বিপুল পরিমাণ অর্থ উপার্জনের সুযোগ রয়েছে অর্থাৎ ফরেক্স ট্রেডিং এর মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ উপার্জনের সুযোগ থাকার পাশাপাশি এই মার্কেটে রয়েছে লস এর বড় ধরনের ঝুঁকি তথাপি সঠিকভাবে ফরেক্স ট্রেডিং জ্ঞান দক্ষতা এবং অভিজ্ঞতা রপ্ত করতে পারলে ঝুঁকি অনেকাংশে প্রশমিত করে ভাল প্রফিট লাভের সম্ভাবনাকে খুব সহজে জাগ্রত করা সম্ভব।ফরেক্স ট্রেডিং কে আমি পেশা হিসেবে গ্রহণ করে ভবিষ্যতে সুদূরপ্রসারী প্লানিং এর মাধ্যমে এখান থেকে নিয়মিতভাবে আয় করতে চাই সেজন্য আমি মনে করি এখন ফরেক্স ট্রেডিং বিষয়ে যাবতীয় জ্ঞান এবং দক্ষতা অর্জন করাই হলো সব থেকে বড় কাজ এবং চ্যালেঞ্জ যা ভবিষ্যতে আমাকে একজন দক্ষতা সম্পন্ন ফরেক্স ট্রেডার এ রূপান্তর করতে সহায়তা করবে।

XXXTentacion
2020-04-07, 12:58 PM
এবং আমাদের অবশ্যই বিশ্বাস করতে হবে যে আমরা যদি বিশ্ব অর্থনীতি এবং আর্থিক বাজারগুলির সঠিক জ্ঞান এবং সঠিক বোঝাপড়া নিয়ে বাণিজ্য করতে পারি তবে আমরা ফরেক্স ট্রেডে সাফল্য পেতে পারি। এবং যে কোনও ব্যক্তি ফরেক্স ট্রেডিংকে জীবনের ক্যারিয়ারের ব্যবসায় হিসাবে গড়ে তুলতে পারে। এটি যোগ দেওয়া সহজ তবে ফরেক্স থেকে পাওয়া শক্ত। এটি দ্রুত অর্থোপার্জনের প্রোগ্রাম নয়। একজন সফল ব্যবসায়ী হওয়ার জন্য অনেক সময় এবং প্রচেষ্টা

muslima
2020-08-25, 08:08 PM
আমি ফরেক্স মার্কেটে গত ছয় মাস যাবৎ ফরেক্স মার্কেটে ট্রেড করে আসছি। কিন্তু ২০২০ সাল টা আমার খুব একটা ভাল যায় নাই।তবে আশা করছি যে আমি আগামি ২১ সালে ফরেক্স মার্কেট থেকে অনেক ইনকাম করব। আমি একটা জিনিস খেয়াল করলাম ইনভেস্টের পরিমান বেশি হলে লাভের পরিমানও বেশি হয়।এছাড়া আমি ফরেক্স নিয়ে গবেষনা চালিয়ে যাচ্ছি এবং নতুন নতুন জিনিস সম্পর্কে জ্ঞান লাভ করছি যা আমাকে ট্রেড করতে খুবই সাহায্য করছে।

IFXmehedi
2020-08-26, 01:43 PM
ফরেক্স নিয়ে এরই মধ্যে আমি আমার পরিকল্পনা করা শুরু করে দিয়েছি । আপনি শুরু করেছেনতো ? আমার এক ফরেক্স এর বড়ভাই বললো যে কোন কিছুতেই নাকি পরিকল্পনা করা ছাড়া সফল হওয়া পসিভল না । ফরেক্স এ ও না । তাই ভাবলাম আর দেরি কেনো , শুরু করে দেই । অাপনারা কি পরিকল্পনা করেছেন জানাবেন ।

ভাই বর্তমানে ২০২০ সাল । সেজন্য আপনার কর্মপরিকল্পনা ঠিক করা উচিত হবে ২০২২ সালে আপনি ফরেক্স মার্কেটে ট্রেডিং করে কোথায় যাবেন । ফরেক্স মার্কেট খুবি লাভজনক একটা মার্কেটপ্লেস এখানে আপনি যদি আপনার ট্রেডিং জ্ঞান কাজে লাগাতে পারেন তাহলে আপনি অনায়াসেই মার্কেট থেকে আপনার কাংখিত প্রফিট অর্জন করে নিতে পারবেন । কিন্তু আপনি যদি সেটা না করতে পারেন তাহলে আপনার আর কোন লাভ নেই । তাই আমি মনে করি ভবিষ্যৎ প্লান নিয়ে ফরেক্স ট্রেডিং করতে থাকুন আশা করি আপনি আপনার কাঙ্ক্ষিত সাফল্যে পৌছাতে পারবেন ।

jimislam
2020-09-20, 07:36 PM
২০১৬ সালে ফরেক্র মারকেট থেকে ২০০০ ডলার ইনকাম করার আশা রাখি। ফরেক্র মারকেটে যারা অতি লুভ করে থাকে তারা কিছু ডলার লাভ করার পর এক সাথে সব ডলার চলে যায়। আমাদের মধ্যে অনেকে আছে যারা লুভ করে সব ডলার লস করেছেন।কিন্তু আপনি যদি সেটা না করতে পারেন তাহলে আপনার আর কোন লাভ নেই । তাই আমি মনে করি ভবিষ্যৎ প্লান নিয়ে ফরেক্স ট্রেডিং করতে থাকুন আশা করি আপনি আপনার কাঙ্ক্ষিত সাফল্যে পৌছাতে পারবেন ।

sss21
2020-09-20, 08:01 PM
সব কাজই পরিকল্পনা করে করতে হই।কিন্তু আপনি ফরেক্স মার্কেটে কত দিনে দক্ষ হবে তা কি বলা সম্ভব।যখন আপনি দক্ষ হবেন তারপর পরিকল্পনা করে কাজ করতে পারেন।তবে সবসময় মনে রাখা উচিত যে এই মার্কেট থেকে একবারে বড়লোক হতে পারবেন না।মার্কেট সম্পর্কে যখন দক্ষ হবেন তখনই সাফল্য পাবেন।

uzzal05
2020-09-28, 08:36 AM
আমি ফরেক্স অনেক ধরে ট্রেড করছি। আসলে কোন পরিকল্পনা ছাড়া কোন কিছুতে সফল হওয়া যায় না। সফল হওয়ার জন্য আমাদের সুনির্দিষ্ট পরিকল্পনা থাকতে হবে। তা নাহলে কখনোই সফলতার মুখ দেখতে পারবনা। প্রত্যেকের একটি পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়া উচিত।

Sid
2020-09-28, 03:49 PM
আমি ফরেক্স মার্কেটে গত ছয় মাস যাবৎ ফরেক্স মার্কেটে ট্রেড করে আসছি। কিন্তু ২০১৫ সাল্টা আমার খুব একটা ভাল যায় নাই।তবে আশা করছি যে আমি আগামি ১৬ সালে ফরেক্স মার্কেট থেকে অনেক ইনকাম করব।

Sun
2020-12-04, 09:51 AM
আমি ফরেক্সে নতুন বিধায় ২০১৫ সালে ডেমো ট্রেড করে ফরেক্সের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে জ্ঞান লাভ করলাম । এখন ২০১৬ সালে আমার পরিকল্পনা হল এ বছর আমি যেন নিজেকে ফরেক্সে প্রতিষ্ঠিত করতে পারি আর এ ধারাবাহিকতায় আমাকে কাজ চালিয়ে যেতে হবে ।

FRK75
2021-03-19, 01:52 PM
যে কোন *কাজেই পরিকল্পনা মাফিক আগানো ভাল । কারন পরিকল্পনা অাপনাকে আপনার গন্তব্যে নিয়ে যেতে ব্যাপক ভাবে সহায়তা করে । ২০১৬ সালে আমার পরিকল্পনা হচ্ছে ফরেক্স মার্কেট ভালভাবে আয়ত্বে নিয়ে আসা, মার্কেট এ্যনালাইসিস ভালভাবে শিখা, মানি ম্যানেজমেন্ট ভালভাবে শেখা ইত্যাদি ।আমাদের মধ্যে অনেকে আছে যারা লুভ করে সব ডলার লস করেছেন। ফরেক্র মারকেট সহজ আবার অনেক কঠিন। যারা জানেন তাদর জন্য সহজ। আর যারা যানেন না তাদের জন্য কঠিন।

ABDUSSALAM2020
2021-03-19, 04:48 PM
ফরেক্স নিয়ে আমার পরিকল্পনা হলো ফরেক্স মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করবো এবং ফরেক্স মাধ্যমে বড় ধরনের আয় করবো তাই ফরেক্স নিয়ে আমার অনেক বড় পরিকল্পনা আছে।

samun
2021-10-31, 11:24 PM
2016 সালে আমি ফর সম্পর্কে কিছু কখনোই জানতাম না এবং তখন আমি নিতান্তই একবারে তেমন অনলাইন আয় সম্পর্কে আমার ধারণা ছিল না আমি 2018 সাল হতে ফর সম্পর্কে জানতে পেরেছি এবং তার পরিপ্রেক্ষিতে জ্ঞান অর্জন করতে করতে আমি 2019 সালে সর্বপ্রথম ফরেক্স মার্কেটে পদার্পণ করি