PDA

View Full Version : অ্যাকাউন্ট মুছে ফেলা/বিচ্ছিন্ন করা



FxShuvo
2016-01-19, 11:50 AM
যদি আপনি এই ফোরামের আপনার প্রফাইল থেকে বর্তমান ট্রেডিং একাউন্ট বিচ্ছিন্ন করে ইন্সটাফরেক্সের নতুন ট্রেডিং অ্যাকাউন্ট থেকে বোনাস গ্রহন করতে চান তাহলে, নিচের এই নির্দেশনাটি অনুসরণ করুনঃ

১। ফোরামে লগইন করে আপনার প্রোফাইলে যান
২। নিচের ছবির মত "Bonus for post" এই ট্যাবে ক্লিক করুন

2010

৩। আপনার সংযুক্ত অ্যাকাউন্ট নিচে + চিহ্নটি ক্লিক করুন ( নিচের ছবিতে)

2011

৪। তারপর আপনি আপনার নতুন যে অ্যাকাউন্টটি যুক্ত করতে চান তার ট্রেডিং অ্যাকাউন্ট নাম্বার এবং পাসওয়ার্ড দিন ( নিচের ছবিতে)

2012

৫। আপনার প্রোফাইলে নতুন অ্যাকাউন্টটি সংযুক্ত হলে এই ধরনের মেসেজ পাবেন ( নিচের ছবিতে)

2013

উপরের নির্দেশনাটির সকল ধাপ সঠিক ভাবে করতে পারলে আপনার আগের ট্রেডিং অ্যাকাউন্টটি মুছে যাবে এবং তার পরিবর্তে নতুন অ্যাকাউন্টটি প্রোফাইলে সংযুক্ত হয়ে যাবে এবং এই অ্যাকাউন্ট আপনি রীতিমত বোনাস গ্রহন করতে সক্ষম হবেন।
বিঃদ্রঃ ফোরামে যুক্ত ট্রেডিং অ্যাকাউন্টি কমপক্ষে ২ মাস রাখতে হবে। প্রতি ২ মাস অন্তর অ্যাকাউন্ট নাম্বার পরিবর্তন করতে পারবেন। এর আগে আপনি নতুন কোন অ্যাকাউন্ট যুক্ত করতে পারবেন না।

nestbdit
2016-07-12, 06:46 PM
আমি অন্য একটা ফোরামে পোষ্ট করতাম কিন্তু এখন বাংলাদেশ ফরেক্স ফোরামে পোষ্ট করছি। আমার পুরাতন ইনেক্সতা ফরেক্স একাউন্ট বাংলাদেশ ফরেক্স ফোরামে যুক্ত করলে বোনাস পাবো কি?