এটা চিন্তা করবেন, ফরেক্স ট্রেডিং সম্পর্কে বিস্তারিত জেনে বিশ্বের অসংখ্য মানুষ এই ট্রেড সফলভাবে করছেন।ফরেক্স ট্রেডিংটাকে জাটিলভাবে গ্রহণ করলে আপনার ট্রেডিংটাও জটিল হতে থাকবে। ট্রেডিংটা সহজ করতে চাইলে নিজেকে সহজ করুন এবং যা শিখবেন খুব সহজ-সরলভাবে গ্রহণ করবেন। জটিলভাবে বা কঠিন কিছু ভেবে শিখতে যাবেন না। কোন কিছু নিয়ে জটিলভাবে ভাবনা চিন্তা করলে তার ফলাফল জটিল হতে বাধ্য। ফরেক্স ট্রেডিং এ অনেক জটিল বিষয় আছে, এটা সফল ট্রেডারগণ জানেন এবং মানেন; তাই বলে জটিল বিষয়গুলোকে ভয় পেয়ে আরো জটিল করে ফেলবেন না।
এই মার্কেটে লিকুইড মানি বা চলমান তরল মুদ্রা দিয়ে ট্রেড করা হয়৷তাই অত্যন্ত ঝুকিঁ থাকে৷এই ঝুকিঁ এড়ানোর জন্যই অনেক কৌশল শিখতে হয়৷বিশ্বের সকল বড় বড় প্রধান কমর্সিয়াল ও সেন্ট্রাল ব্যাংকগুলো এক দেশের মুদ্রার বিনিময়ে অন্য দেশের মুদ্রা পাইকারী দরে ক্রয় বিক্রয় করছে৷অনলাইনের সুবাদে আমরা সাধারণ মানুষও তাদের সাথে সাথে অতি খুচরা দরে ক্রয় বিক্রয় করছি মা্ত্র৷যেমন আপনি ঢাকার কাওরান বাজার থেকে ভোর ৫ টায় ১০০ কেজি আলু ১১ টাকা দরে ক্রয় করে নিয়ে রায়ের বাজারে সারাদিন ব্যপী বিক্রী করলেন ১৩ টাকা দরে৷রাত ১১ টায় ২০০ টাকা প্রফিট পকেটে নিয়ে আনন্দে বাড়ী আসলেন৷আমাদের বাংলাদেশ ব্যাংকও বৈদেশিক মুদ্রা এমনি ভাবেই ক্রয় বিক্রয় করছে৷পারলে কোনো ব্যাংকারের সাথে আলোচনা করুন৷ নেগেটিভ কোনো চিন্তাই করবেন ৷আমি যথেষ্ঠ স্টাডি করেই বলছি৷এজন্য অবশ্যই দীর্ঘদিন আন্তরিকতার সাথে প্র্যকটিস করতে হবে৷