এশিয়ায় গবেষণা ও সহযোগিতা বাড়াতে সিঙ্গাপুরে নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) গবেষণাগার স্থাপন করছে গুগল ডিপমাইন্ড। অ্যালফাবেটের মালিকানাধীন এআই বিভাগ জানায়, গত এক বছরে তারা এশিয়ায় কর্মী সংখ্যা দ্বিগুণ করেছে এবং নতুন ল্যাবের জন্য এরই মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। প্রতিষ্ঠানটির প্রধান পরিচালন কর্মকর্তা লিলা ইব্রাহিম বলেন, ‘ল্যাবের গবেষণার মূল অগ্রাধিকার হবে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও বিজ্ঞান।’ কর্মকর্তারা জানান, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোকে বিশ্বের দ্রুততম এআই গ্রহণকারী বাজারগুলোর অন্যতম হিসেবে বিবেচনা করা হচ্ছে।