পর্যটন পরিষেবায় জায়গা করে নিয়েছে ‘রিডিং রিট্রিট’। ইউরোপে এ ধরনের পর্যটন জমজমাট হয়ে উঠেছে, যেখানে পাঠাভ্যাস হয়ে উঠেছে ঘোরাঘুরির উপলক্ষ। প্রকৃতির সংলগ্ন হোটেল, উষ্ণ রোদ ও একটি ভালো বই এখন অনেক ভ্রমণপিপাসুর কাছে আদর্শ ছুটির তিন উপাদান। বিশ্লেষকরা বলছেন, শুধু পছন্দের বইয়ের তালিকা ধরে এগিয়ে যাওয়ার সুযোগই নয়, রিডিং রিট্রিট মানে হলো একই রুচির মানুষের সঙ্গে পরিচয়, নিজের যত্নে সময় দেয়া এবং ডিজিটাল ডিটক্স উপভোগ করা। বিশেষ করে ৩০-৫০ বছর বয়সী নারীদের মধ্যে ‘বুক ব্রেক’ ভীষণ জনপ্রিয় হয়েছে। সাধারণত মাতৃত্ব, সংসার ও চাকরির দায়িত্ব সামলাতে গিয়ে নিজের জন্য নিরিবিলি সময় খুব কমই পান তারা। এ প্রেক্ষাপটে নতুন ধারার ভ্রমণ হয়ে উঠেছে স্বস্তির জায়গা।

যুক্তরাজ্যে ‘বুটিক বুক ব্রেকস’ পরিচালনা করেন এমা ডোনাল্ডসন। শুধু পড়ার জন্য একা থাকতে দেয়ার মতো সপ্তাহান্তের ভ্রমণ চাহিদা দেখে তিনি এ উদ্যোগ শুরু করেন। তিনি বলেন, ‘মানুষ যেন পড়ার জন্য সময় ও জায়গা পায়, আবার খাবার টেবিলে একসঙ্গে বসে তারা কী পড়ছে আর কী উপভোগ করছে সেসব নিয়ে যেন গল্প করার সুযোগ থাকে, সেটাই গুরুত্বপূর্ণ।’

আগামী বসন্তে বুটিক বুক ব্রেকস যাবে ইংল্যান্ডের নিউ ফরেস্টের বার্লি ম্যানরে। সেখানে থাকছে ব্যক্তিগত রিডিং লাউঞ্জ, বড় হরিণের পাল রয়েছে এমন পার্ক এবং আড়ম্বরপূর্ণ নৈশভোজের জন্য একটি অরেঞ্জারি।

‘লেডিস হু লিট’ নামের একটি অনলাইন বুক ক্লাব ও বুক রিট্রিট ব্যবসার প্রতিষ্ঠাতা ৩৪ বছর বয়সী মেগান ক্রিস্টোফার। তার মতে, আধুনিক নারীদের জন্য বন্ধুদের সঙ্গে ছুটির পরিকল্পনা মেলানো কঠিন হয়ে যায়। কারণ সবার জীবনেই অজস্র দায়দায়িত্ব রয়েছে। ‘রিডিং রিট্রিট’ তাদের জন্য দারুণ একটি সুযোগ।

ক্রিস্টোফারের অভিজ্ঞতায়, পরিবেশ বদলালে অতিথিদের ব্যক্তিত্বের নতুন দিক বেরিয়ে আসে। তিনি বলেন, ‘ফ্রান্সে আমরা সিসিলিয়া রাবেসের “এভরিথিংস ফাইন” বইটি নিয়ে আলোচনা করছিলাম। এটি জাতি ও রাজনীতি নিয়ে দারুণ প্রাণবন্ত বিতর্ক তৈরি করেছিল।’

রিডিং রিট্রিট মানে শুধু বই পড়া নয়, নতুন জায়গায় সুসঙ্গে সময় কাটানোও। ‘সাইলেন্ট বুক ক্লাবের’ সহপ্রতিষ্ঠাতা গিনিভিয়ার দে লা মারে জানান, এ ধরনের এক ভ্রমণে কোস্টারিকায় অতিথিরা আগ্নেয়গিরির উষ্ণ প্রস্রবণে গোসল করেছেন, জলপ্রপাতের নিচে সাঁতার কেটেছেন। হাওয়াইয়ে তারা ঐতিহ্যবাহী ফুলের মালা তৈরির কর্মশালায় অংশ নিয়েছিলেন, একটি ভিনটেজ ইয়টে সূর্যাস্তের সময় ককটেল ক্রুজ উপভোগ করেছেন।

আগামী গ্রীষ্মে লেডিস হু লিট যাচ্ছে স্পেনের সেভিলে। জলপাই গাছ ঘেরা পুলের পাশে লাউঞ্জারে শুয়ে বই পড়া এ ভ্রমণের প্রধান আকর্ষণ। পাশাপাশি গ্রিক দ্বীপপুঞ্জে পালতোলা নৌকায় বই পড়ার ভ্রমণও থাকবে। কখনো পালের ছায়ায়, কখনো নিরিবিলি সৈকতে উপভোগ করবে সাহিত্যের রস।