-
ট্রেন্ড লাইন
টেকনিক্যাল অ্যানালাইসিসের সবচেয়ে প্রচলিত এবং জনপ্রিয় একটি টুলস হল ট্রেন্ড লাইন। ট্রেন্ড লাইন সহজেই বোঝা যায়। ট্রেন্ড লাইন যদি সঠিকভাবে আকা যায় তবে তা অন্য যেকোনো মেথড থেকে ভাল ফলাফল দেয়। কিন্তু অধিকাংশ ট্রেডার সঠিকভাবে ট্রেন্ড লাইন আঁকতে পারে না এবং জোর করে ট্রেন্ড লাইন আকে জার ফলে তা কার্যকর হয় না।
ট্রেন্ড লাইন আঁকার জন্য মেটা ট্রেডার এর টুলস থেকে ট্রেন্ড লাইন টুল দিয়ে লাইন টানতে হয়।
লো পয়েন্টগুলো একটি ট্রেন্ড লাইনের মাধ্যমে কানেক্ট করতে হয় এবং হাই পয়েন্টগুলো একটি ট্রেন্ড লাইনের মাধ্যমে কানেক্ট করতে হয়।
যদি কোন ক্যানডেল ট্রেন্ড লাইন ক্রস করে ওপরে বা নিচে চলে যায়, তখন বুঝতে হবে ট্রেন্ড লাইন ব্রেক হয়েছে।
-
ট্রেন্ড ৩ রকমঃ
আপট্রেন্ড (higher lows)
ডাউনট্রেন্ড (lower high)
সাইডওয়ে ট্রেন্ড (ranging)
আপট্রেন্ডে মার্কেট ঊর্ধ্বমুখী থাকে। তাই আপনি বাই করতে পারবেন। ডাউনট্রেন্ডে মার্কেট নিম্নমুখী থাকে। তাই আপনি সেল করতে পারবেন। সাইডওয়ে ট্রেন্ডে মার্কেট একটি নির্দিষ্ট রেঞ্জের মধ্যে ঘুরতে থাকে। তাই সাইডওয়ে ট্রেন্ডে ট্রেড না করাই ভাল।
-
ট্রেন্ড লাইন সম্পর্কে কিছু জরুরি তথ্যঃ
অন্তত ২টি টপ (top) অথবা বটম (bottom) পয়েন্ট সংযুক্ত করে ট্রেন্ড লাইন আঁকতে হয়। তবে ৩টি পয়েন্ট হলে ট্রেন্ড লাইন কনফার্ম হয়।
সাপোর্ট এবং রেসিসট্যান্স লাইনের মত যতই প্রাইস ট্রেন্ড লাইনগুলোকে টেস্ট করবে, ট্রেন্ড লাইনগুলো তত শক্তিশালী হবে।
জোর করে ট্রেন্ড লাইন আঁকার চেষ্টা করবেন না যদি। সেক্ষেত্রে তা ভ্যালিড ট্রেন্ড লাইন হবে না।
-
ট্রেড করার সময় অত্যন্ত কার্যকরী একটি টুল হল ট্রেন্ডলাইন। এটার সাহায্যে আমরা সঠিকভাবে ট্রেডে এন্ট্রি নিতে পারি। তবে এর সঠিক ব্যবহার জানতে হবে, তা না হলে ভাল ফলাফল আশা করা যাবে না। সাপোর্ট লাইন ও রেসিসটেন্স লাইন এন্ট্রি ও এক্সিট এর কাজ করে। ট্রেন্ডলাইন বিষয়ে গুগলে সার্চ দিলে অনেকস তথ্য পাওয়া যাবে।
-
ট্রেন্ড লাইন গুরুত্ব পূর্ণ এবং সর্বাধিক ব্যাবহৃত একটি টেকনিক্যাল টুলস৷এই ট্রেন্ড লাইন দিয়ে আমরা সবসময়ই ট্রেডিং চার্টের ক্লোজড ক্যান্ডেলের টেইলগুলিতে বসিয়ে দিয়ে একটা সাপোর্ট/রেসিসট্যান্স লেভেল চিহ্নিত করে থাকি৷এই ট্রেন্ড লাইন একেঁই আমরা এনালাইসিস করে নিশ্চিত হতে পারি মার্কেট বুলিশ না বিয়ারিশ সেন্টিমেন্টে আছে৷
-
সাধারণত আমরা ফরেক্স মার্কেটে ট্রেন্ড লাইন এর তিনটি জিনিস লক্ষ্য করে থাকি তা হচ্ছে আপট্রেন্ড, ডাউন ট্রেন্ড, সাইডওয়ে ট্রেন্ড। আর বিশেষ দুইটি ট্রেন্ড মধ্যেয় একটা ট্রেন্ড লাইন আকা হয়ে থাকে সেটা হচ্চে আপট্রেন্ড আর ডাউনট্রেন্ড। এই দুটো বাটনের উপর নির্ভর করে ফরেক্স মার্কেটে ট্রেন্ড লাইন আকা হয়ে থাকে। মার্কেট যখন উর্ধ্বমুখী হয় তখন আপনি ঐ পেয়ারটি বাই দিতে পারেন আর যখন মার্কেট নিম্নগামী হয় তখন আপনি সেল দিতে পারেন। আর যখন মার্কেট সাইডওয়ে থাকে তখন সাধারণত মার্কেট একটা নির্দিষ্ট স্থানের মধ্যে থাকে বলে বাই অথবা সেল কোনটাই দেওয়া উচিত বলে আমি মনে করি না। কেননা ঐ সময় ট্রেড কখনও ফলদায় হবে বলে মনে হয় না।
-
একটি ট্রেন্ড বা প্রবণতা লাইন আঁকতে অন্তত দুটি টপ অথবা বটম পয়েন্টস লাগে কিন্ত ট্রেন্ডটি কনফার্ম করতে তিনটি পয়েন্ট দেখা প্রয়োজন। ঠিকভাবে ট্রেন্ড লাইন আঁকতে আপনাকে যেটা করতে হবে সেটি হল, দুটি মেজর বটম (বা টপ) চিহ্নিত করা ও একটি লাইন দ্বারা যোগ করা। চিত্রটিতে আপট্রেন্ড, ডাউনট্রেন্ড ও সাইডওয়েজ (একেই রেঞ্জ বলে। রেঞ্জিং মানে প্রাইজ উপরে বা নীচে নির্দিষ্ট একটা রেঞ্জের মধ্যে ওঠা-নামা করছে) লক্ষ্য করুন। একটি আপট্রেন্ড লাইন সহজে চিহ্নিতযোগ্য হাইয়ার লো পয়েন্টগুলি বরাবর আঁকা হয়। একটি ডাউনট্রেন্ড লাইন সহজে চিহ্নিতযোগ্য রেজিস্টেন্স এলাকার চূড়া বরাবর আঁকা হয়।
[IMG]https://moneymakingrobots.files.wordpress.com/2013/07/5ba09-trendline.jpg?w=300[/IMG]
ট্রেন্ড লাইন বেশী খাড়া (স্টিপ) হলে খুব সম্ভবত সেটি বেশিক্ষণ টিকবে না। অর্থাৎ সেটি ভেঙ্গে যাওয়ার সম্ভাবনা বেশী। কোন কিছুই দীর্ঘ সময় ধরে স্টিপলি বাড়তে বা কমতে পারেনা।যত বেশী বার ট্রেণ্ড লাইন টেষ্ট হবে অর্থাৎ ছুঁয়ে-ছুঁয়ে যাবে কিন্তু ভাংবে না; ট্রেন্ড লাইনটি তত শক্তিশালী রূপে বিবেচিত হবে। সাপোর্ট ও রেজিস্টেন্সের ক্ষেত্রেও এটি সত্যি।কখনো ফোর্স করে মার্কেটকে ফিট করতে ট্রেন্ড লাইন আঁকা যাবেনা। যে ট্রেন্ড লাইনটি এঁকেছেন, সেটি যদি নিয়ম মেনে আঁকা না হয়ে থাকে তাহলে সেটি ট্রেন্ড লাইনই নয়।
-
ট্রেড লাইন আকাঁর বেশ ভাল একটি মাধ্যম হল মুভিং এ্যাভারেজ আপনি যে কোন পেয়ারে গিয়ে মুভিং এ্যাভারেজ সেট করে সেটির প্রিয়ড একটু কমিয়ে ৫ এ নিয়ে আসেন বা তার কম এ সেট করেন তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন মার্কেট আসলে কোন সেন্টিমেন্টাল এ আছে। ডাউন নাকি আপ নাকি রেঞ্জিং মোডে আছে। এভাবে সহজে প্রতিটি পেয়ারে আপনি ট্রেড লাইন বুঝে ট্রেড করতে পারবেন।
-
ফরেক্স মার্কেটে একজন ট্রেডারের অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে সে যেই কারেন্সিতেই ট্রেড করুন না কেন তাকে অবশ্যই সেই কারেন্সি পেয়ারের সঠিক ট্রেন্ডটি খুঁজে বের করা। এটা হলো তার প্রথম কাজ। এরপর তার সিস্টেমের সাথে মার্কেট তাঁর অনুকূলে না আসা পর্যন্ত অপেক্ষা করা এবং পজিশন হলেই সঠিক সময়ে ট্রেডগুলো ধরা। তাই আপনি যদি আপনার টাইমফ্রেম অনুযায়ী সঠিক ট্রেন্ডটা বের করতে পারেন তাহলে প্রফিট নিতে পারবেন।
-
মার্কেটের চলার পথকে ট্রেন্ড লাইন বলা হয়। ট্রেন্ডলাইন প্রধানত তিন প্রকার। এগুলো হলো আপ ট্রেন্ড, ডাউনট্রেন্ড এবং সাইড ওয়ে ট্রেন্ড। ডাউন ট্রেন্ড বলতে বোঝায় যে ট্রেন্ড উপর থেকে নিচের দিকে গতিশীল এবং যার মূল্য আস্তে আস্তে হ্রাস পেতে থাকে। অপরদিকে আপ ট্রেন্ড বলতে বোঝায় যে ট্রেন্ড নিচ থেকে উপর দিকে গতিশীল এবং যার প্রাইস আস্তে আস্তে বাড়তে থাকে। আর সাইডওয়ে ট্রেন্ড হল সমান্তরালভাবে চলতে থাকা ট্রেন্ড , কখনো উপর দিকে আবার কখনও নিচের দিকে। প্রতিটি ট্রেন্ডলাইন কয়েকটি হাইয়ার হাই ও লোওয়ার লো দ্বারা গঠিত হয়।