আমি ফরেক্স এ নতুন । কী ভাবে আমি ফরেক্স এ ভাল করে শিখতে পারব।
প্লিজ সবাই আমাকে একটু জানাবেন? :woo:
Printable View
আমি ফরেক্স এ নতুন । কী ভাবে আমি ফরেক্স এ ভাল করে শিখতে পারব।
প্লিজ সবাই আমাকে একটু জানাবেন? :woo:
ফরেক্স ব্যবাস যে ট্রেডার যত বেশী এ্যানালঅইসিস করবে সে তত বেশী শিখতে পারবে । এ্যানালাইসিস ছাড়া জীবনে কেহই এই ব্যবসা দিয়ে সফলকাম হতে পারবে না । সুতরাং আমরা আগে ভালোভাবে এই ব্যবসা শেখার চেষ্টা করব তারপর করব তাহলেই অামরা লাভবান হতে পারব । আর আপনারাও আগে অভিজ্ঞতা অর্জন করুন তারপর করুন তাহলেই জীবনে উন্নতি করতে পারবেন ।
আমি মনে করি ফরেক্স শেখার সচেয়ে ভাল মাধ্যম হল ফোরাম পোস্ট করা। আপনি এখানে পোস্ট করে বোনাস পাবেন এবং ফরেক্স শিখতে পারবেন। এখানে প্রতিদিন হাজার হাজার পোস্ট করা হয় ফরেক্স সম্পর্কে আপনি চাইলে এখান থেকে ফরেক্স শিখতে পারেন। এখানে অনেক দক্ষ ট্রেডাররা পোস্ট করে থাকেন যারা আপনার অনেক প্রশ্নর উত্তর দিয়ে দিবে।
আপনি যদি ফরেক্স এ নতুন হয়ে থাকেন তাহলে বেশি বেশি ডেমো ট্রেড করতে থাকুন। আপনি হয়ত প্রথমে লস করে থাকবেন। তখন গুগলে গিয়ে সার্চ দিন ''ফরেক্স এ লসের কারন'' লিখে। বিভিন্ন পোষ্ট পেয়ে যাবেন লসের কারন সম্পর্কিত। এখন আপনি মিলিয়ে দেখুন তার কোন কারনে আপনার লস হয়েছে। পরবর্তীতে ট্রেডের সময় সেই কারন এড়িয়ে চলুন। ফান্ডামেন্টাল, টেকনিক্যাল এ্যানালাইসিস ইত্যাদি সম্পর্কে জানার চেষ্টা করুন। অবসর সময়ে ফরেক্স লিখে গুগলে সার্চ দিন। বেশি বেশি ফরেক্স সম্পর্কে জানার চেষ্টা করুন।
এ্যানালাইসিস ছাড়া জীবনে কেহই এই ব্যবসা দিয়ে সফলকাম হতে পারবে না । ফান্ডামেন্টাল, টেকনিক্যাল এ্যানালাইসিস ইত্যাদি সম্পর্কে জানার চেষ্টা করুন । অামরা অবশ্যই ফরেক্স ব্যবসা ধৈর্য্যের সহিত করার চেষ্টা করব তাহলেই অামরা লাভবান হতে পারব । অামরা বেশী করে এ্যানালাইসিস করার চেষ্টা করব ।
ফরেক্স ভালো শিখার জন্য নিজের চেষ্টা ও আগ্রহ যথেষ্ট উন্নতিতে সহায়ক । ফরেক্সে আমরা যারা ট্রেডিং করি তারা জানি যে এই মার্কেটে ট্রেডিং করে টিকে থাকতে হলে ফরেক্স দক্ষতা অর্জন করার কোন বিকল্প নেই । ফরেক্সে তারাই খুব ভালো করতে পারে যারা চেষ্টা আর আগ্রহ সর্বোচ্চ বেশি পরিমাণে এগিয়ে যেতে পারে । ভালো শিখার জন্য ফরেক্সে আপনার খুব গুরুত্বাপূর্ণ হলো নিজের আগ্রহ আর প্রচেষ্টা । যে যত বেশি চেষ্টা করবে সে তত এগিয়ে যাবে ।
আপনি ফরেক্স যদি শিখতে চান তাহলে প্রথমেই ভালো করে চিন্তা করে নিন যে-#এখানে কয়েক বছর নিয়মিত করে কিছু সময় ব্যায় করতে পারবেন কী না ? #আপনি ধৈর্য্যশীল ব্যাক্তি কী না ? #এখানে নগদ ডলারের লোভ সামলাতে পারবেন কী না ? #ট্রেডিং সংশ্লিষ্ট কিছু সাধারণ নিয়ম কঠোর ভাবে মেনে চলতে পারবেন কী না ? ###সবগুলোই যদি পারেন তাহলে আজ থেকেই আমাদের ফোরামের সকল পোষ্ট সহ আমার ধারাবাহিক পর্বাকারের লেসন গুলো পড়তে শুরু করে দিন৷শুরু করলেই একসময় শেষ করতে পারবেন৷
আমার মনে হয় বর্তমানে ফরেক্স শিখা খুবই সহজ ব্যপার। আপনি যদি ইন্টারনেটে অনুসন্ধান করেন তাহলে এই বিষয় নিয়ে অনেক টিউটোরিয়াল পাবেন যা আপনাকে জ্ঞান অর্জনে সহায়তা করবে। আমার মনে হয় বর্তমানে মোটামোটি প্রায় সবাই ইন্টারনেট অনুসন্ধান করে শিখে। কারণ হাতের কাছে ভাল শিক্ষক পাওয়া খুবই দুশ্কর। আমিও ইন্টারনেট থেকে যতটুকু পারতাছি শিখতাছি আর তার পাশাপাশি ডেমোতে অনুশীলন করতাছি।
ভাই ফরেক্স ব্যবসা ভালভাবে শিখতে হলে আপনাকে প্রথমত কয়েকটি জিনিস যত্নসহকারে মেনে চলতে হবে। প্রথমত প্রচুর ধৈর্য নিয়ে এখানকার যাবতীয় জ্ঞানসমূহ অর্জন করতে হবে। এরপর আপনাকে একটা ভাল স্ট্রাটিজি তৈরি করতে হবে, আর এ সবকিছুর মূলই হলো একজন ট্রেডারের ট্রেডিং দক্ষতা। তাই প্রকৃত জ্ঞানার্জনের মাধ্যমে অভিজ্ঞতা অর্জন করুন এবং পরিশেষে বলব ফোরামের শিক্ষাটাকে আঁকড়ে ধরুন তাহলেই আপনি ফরেক্সকে ভাল ভাবে শিখতে পারবেন।
আসলে মানসিকভাবে আপনি কতটা স্ট্রং তার উপর আপনার সফলতা নির্ভর করবে। কারন এখানে নগদ ডলারের ব্যাপার। আপনার পকেট থেকে যতটুকু টাকা হারিয়ে গেলে আপনার গায়ে লাগবেনা সেরকম এমাউন্ট ডিপোজিট করে ট্রেড শুরু করতে পারেন। আর এমন লট অপেন করবেন যেটা ওপেন করে আপনি শান্তিতে ঘুমাতে পারবেন। প্রপার মানি ম্যানেজমেন্ট সম্পর্কেও আপনার ধারনা থাকতে হবে। সর্বোপরি নিজেকে সময় দিন, ভালো করে প্রস্তুত হয়ে তারপর মার্কেটে আসুন।