গোল্ড ফরেক্স মার্কেটে অনেক ঝুকিপুর্ন ট্রেড।আমি প্রায় ৪ মাস হল গোল্ড এর উপর ট্রেড করছি কিন্তু কোন সুফল পাচ্ছি না।কোন এক্সপার্ট ভাই যদি একটু সাজেশন দিতেন তাহলে খুব উপকার হত।
Printable View
গোল্ড ফরেক্স মার্কেটে অনেক ঝুকিপুর্ন ট্রেড।আমি প্রায় ৪ মাস হল গোল্ড এর উপর ট্রেড করছি কিন্তু কোন সুফল পাচ্ছি না।কোন এক্সপার্ট ভাই যদি একটু সাজেশন দিতেন তাহলে খুব উপকার হত।
গোল্ডে ট্রেড করতে হলে আপনাকে কম ভলিউমে ট্রেড করতে হবে তাহলে লাভ লস সীমার মধ্যে থাকবে তাই আমাদের কে একটা ট্রেড দেওয়ার আগে অনেক বেশি করে এনালাইসিস করতে হবে।
গোর্ড মেটাল থেকে সহজেই অায় করা সম্ভব যদি মার্কেট সর্ম্পকে দক্ষতাবান হতে পারে । দক্ষতা অর্জন করতে হবে যেমন মার্কেটের নিউজ অবলম্বন করতে হবে । কোন সময়ে গোল্ড ওঠা নামা করে সেটাও ভালোভাবে দেথতে হবে । তারপর দেখতে হবে আমাদের মার্কেট এ্যানালাইসিসের উপর । আমরা সুন্দররূপে মার্কেট এ্যানালাইসিস করব তাহলেই আমরা লাভবান হতে পারব ।
গোল্ড মেটাল থেকে সহজেই অায় করা সম্ভব যদি মার্কেট সর্ম্পকে দক্ষতাবান হতে পারেন । দক্ষতা অর্জন করতে হবে যেমন মার্কেটের প্রাইস এ্যাকশন দির্ঘ্য দিন দেখতে হবে। তারপর সঠিক সময়ে এন্ট্রি নিতে হবে। কোন সময়ে গোল্ড ওঠা নামা করে সেটাও ভালোভাবে দেথতে হবে । তাহলে আপনি সফলকাম হতে পারেন।
গোল্ড এ ট্রেড করতে হলে আপনার অনেক দক্ষতা অর্জন করতে হবে মার্কেট থেকে ।আর আপনার ইনভেস্ট অনেক বেশি হতে হবে নয়ত মার্কেটে টিকে থাকা কস্টকর হয়ে যাবে।গোল্ডের প্রাইস একশন মুভমেন্ট অনেক বেশি করে তাই সতর্কতার সাথে ট্রেড ওপেন করতে হবে।
আমি যতবারই গোল্ড বা মেটাল ট্রেড করতে গিয়েছি, ততবারই আমি আমার এ্যাকাউন্ট জিরো করে ফেলেছি। তাই এখন আর সেভাবে এ গুলোকে পর্যবেক্ষন করি না। আমি সাধারন পেয়ারেই খুশি। তাই গোল্ড বা মেটাল নিয়ে এ্যানালাইসিস করি না। আমার কাছে এগুলোর হিসেব মিলানো অনেক কঠিন ব্যাপার বলে মনে হয়।
আসলে যাদের ব্যালেন্স অনেক বেশি তারা গোল্ড এ ট্রেদ করতে পারেন। আমরা ছোট ট্রেডাররা গোল্ড এর দিকে চোখ দেওয়াটাই ভুল। কারন গোল্ড পেয়ার এত মুভ করে আপনার একাউন্ট একদিন সময় ও লাগবে না ব্যালেন্স শুন্য করতে। শুধু আপান্র ট্রেডটা যদি বিপরীত দিকে যায়।
যেহেতু আমরা সবাই জানি গোল্ড সত্যিই এক দারুন ঝুঁকিপূর্ণ ট্রেড৷তাই নতুন অনভিজ্ঞ ট্রেডারদের এই গোল্ড মেটাল থেকে ১০০ হাত দূরে থাকা উচিৎ৷আমরা মাত্র ৪ মাসেই গোল্ডের ট্রেড করতে চাই এবং প্রফিট সহ ? বিষয়টা লজ্জাকর এই জন্য যে আমরা কত দ্রূত প্রফিট করে ধনী হতে চাই...যা ফরেক্স মার্কেটে কখোনোই সম্ভব নয়৷নূন্যতম ৩ বছরের বাস্তব ট্রেডিং অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন হওয়ার পরে এই গোল্ড নিয়ে ট্রেড করা উচিৎ৷নইলে এই স্বাধের গোল্ডই আপনার পুঁজিকে বারবার গিলে ফেলবে৷
আমার মনে হয় না যে আপনি খুব সহজেই গোল্ড থেকে সফলতা পাবেন, তাছাড়া এখানে ট্রেড করার জন্য আপনার অনেক জ্ঞান যেমন দরকার তেমনি অনেক মুলধনও দরকার। কারণ গোল্ড দিনে ১০০০ পিপস এর অধিক নড়াচড়া করে। আমি প্রাথমিকভাবে গোল্ড এ ট্রেড করতে গিয়েছিলাম কিন্তু এর নড়াচড়া দেখে আমি সরে আসি কারণ আমার মুলধন অনেক কম। যেদিন আমি আমার মুলধন বাড়াতে পারবো সেদিন আমি আবার গোল্ড এ চেষ্টা করবো।
ফরেক্স মার্কেট এ গোল্ড এ ট্রেড করতে আমার অনেক ভাল লাগে কারন গোল্ড অনেক ভাল মুভ করে তার কারন এ ফরেক্স মার্কেট এ অনেক বেশি লাভ করা যায় ফরেক্স মার্কেট এ এমন অনেক ট্রেডার আছে যারা শুধু গোল্ড এ ট্রেড করে এই গোল্ড এ ট্রেড করে তারা অনেক অনেক ডলার লাভ করে আপনি চাইলে ফরেক্স মার্কেট এ গোল্ড এ ট্রেড করতে পারেন