Bolinger Bands এর প্যারামিটার সেটিং এর পিরিয়ড কত দিতে হয়। আমি Bolinger Bands এর প্যারামিটার ডিফল্ট সেটিং ব্যবহার করছি। কেউ্ এ ব্যপারে ভাল জানতে একটু শেয়ার করবেন ।
Printable View
Bolinger Bands এর প্যারামিটার সেটিং এর পিরিয়ড কত দিতে হয়। আমি Bolinger Bands এর প্যারামিটার ডিফল্ট সেটিং ব্যবহার করছি। কেউ্ এ ব্যপারে ভাল জানতে একটু শেয়ার করবেন ।
Bolinger Bands এর প্যারামিটার ডিফল্ট সেটিং ব্যবহার করছি । আমরা বেশী করে মার্কেটে থাকার চেষ্টা করব । যে যত বেশী করে মার্কেটে থাকার চেষ্টা করবে সে তত বেশী সফলকাম হতে পারবে । আমরা অবশ্যই ডেমো ট্রেড করার চেষ্টা করব ।
ইন্ডিকেটর এর প্যারামিটার গুলো আমরা ডিফল্ট ভাবে সেট করতে পারি। আবার আমাদের ইচ্ছামত সেট করে ট্রেড করতে পারি। ফরেক্স এ যেকোন ঈন্ডীকেটর এর প্যারামিটার আমর পরিবর্তন করে ট্রেড করতে পারি। তবে প্যারামিটার চেঞ্জ না করে ডিসল্টভাবে ব্যবহার করাই ভালো।
বলিন্জার ব্যান্ড একটি বহুল ব্যাবহৃত টেকনিক্যাল ইনডিকেটর৷এর বিভিন্ন প্যারামিটার আপনি আপনার সুবিধামতো সেট করে ব্যাবহার করতে পারেন৷প্রত্যেকেই নিজেদের সুবিধার জন্য এই প্যারামিটার বাড়িয়ে কমিয়ে সেট করে ব্যাবহার করে থাকেন৷আর আমি বলিন্জার ব্যান্ডই ব্যাবহার করি না৷
ফরেক্স মার্কেটে আমি একজন নতুন ট্রেডার আসলে সেই হিসেবে আমি পড়েছি মার্কেটে অনেক কিছুই বুঝি না তাই অভিজ্ঞ ভাইদের মতামতের উপর ফোরামে পোস্ট করা হয় সেই পোষ্টটি পড়ে আমি ফরেক্স সম্পর্কে অনেক কিছু জানতে পারি এজন্য অভিজ্ঞ ভাইদের অসংখ্য ধন্যবাদ তাদের অভিজ্ঞতা এবং গুরুত্বপূর্ণ মতামত প্রকাশ করার জন্য
বলিন্জার ব্রান্ড হল একটি জনপ্রিয় টেকনিক্যাল অ্যানালাইসিস যার মাধ্যমে আমরা টেকনিক্যাল এনালাইসিস করার ক্ষেত্রে সুবিধা পেয়ে থাকি। একেক জন একেক ধরনের এনালাইসিস এর মাধ্যমে আমরা টেকনিক্যাল এনালাইসিস করে থাকি। এর সকল এনালাইসিসে ডিফল্ট সেটিং পরেও আমরা কার্য সম্পাদন করতে পারি আমাদের সুবিধামতো। তবে অবশ্যই ইন্ডিকেটর ব্যবহারের পূর্বে সে ইনডিকেটরের সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান বা অভিজ্ঞতা নিয়ে। কেননা এর সাথে ইন্ডিকেটর ব্যবহার করলেই হবে না সে সম্পর্কে জ্ঞান থাকতে হবে।