ইন্ডিকেটরের জন্য একটি Short Information
এটি একটি ইনফরমেশনাল ইন্ডিকেটর। কেনো স্ট্র্যাটেজিক ইন্ডিকেটর নয়। ক্যান্ডেল ক্লোজ টাইম, ভলিউয়ুম, লোকাল টাইম, ব্রোকার টাইম এবং ০৮টি গুরুত্বপূর্ণ পেয়ারের Daily Range প্রদর্শন করবে। আমরা সাধারণতঃ ট্রেড করার সময় রিসেন্ট ক্যান্ডেল এর ভলিয়ুমের প্রতি কোনো লক্ষ্য করি না। কারণ ভলিয়ুম হিডেন থাকে। কিন্তু অনেক বড় বড় ট্রেডার শর্ট টাইমফ্রেমে এন্ট্রি নেয়ার ক্ষেত্রে ভলিয়ূমের প্রতি বিশেষ লক্ষ্য রাখে। এই ক্যান্ডেল এর মাধ্যমে আপনি সার্বক্ষণিক রিয়েল টাইম ভলিয়ুমের প্রতি লক্ষ্য রাখতে পারবেন।