-
মুভিং এভারেজ কি?
মুভিং এভারেজ হচ্ছে ফরেক্স ট্রেডারদের জন্য সবচেয়ে গুরুত্বপুর্ন ইন্ডিকেটর । একটি নির্দিষ্ট সময়ের মধ্যে মার্কেটের এভারেজ প্রাইজ ভ্যালু কেমন ছিল তা বোঝার জন্য মুভিং এভারেজ ব্যবহার করা হয়। মুভিং এভারেজ সম্পর্কে ভাল ধারনা আছে এমন যেকোনো ট্রেডার মুভিং এভারেজ এর সাহায্যে খুব সহজেই মার্কেটের ভবিষ্যৎ অবস্থান সম্পর্কে ধারনা করতে পারে। মুভিং এভারেজ ইনডিকেটরটি মেটাট্রেডার ইন্ডিকেটর লিস্টে ডিফল্ট হিসেবে দেয়া আছে।
-
ফরেক্স মার্কেটে ভাল করে কাজ করতে হলে আমাদের কে সব বিষয়ে অভিজ্ঞাতা অর্জন করতে হবে কারন রিয়াল মার্কেটে টিকে থাকতে হলে কোনটা কোন কাজে লাগে বলা যায়না তাই আমাদের গুরুত্বপুর্ন ইনডিকেটর সম্পর্কে জানা থাকতে হবে।
-
ফরেক্স মার্কেট এ মুভিং এভারেজ মানে হল ফরেক্স মার্কেট এর ক্যান্ডেললিস্ট গুলো বায় এবং সেল এ ক্রস করে থাকে তাকে মুবিং এভারেজ বলে। এই ফরেক্স মার্কেট এ মুভিং এভারেজ দ্বারা ফরেক্স মার্কেট এর অনেকটা ভাল করে সুবিধা মত বুঝা যায় যে মার্কেট কোন দিকে যেতে পারে।
-
ফরেক্স মার্কেটে মুুভিং এভারেজ আমরা আমরা অবশ্যই ব্যবহার করব । ক্যান্ডেললিস্ট গুলো বাই ও সেল করার জন্য মুভিং এভারেজ ব্যবহার করা দরকার । মুভিং এভারেজ ইনডিকেটরটি মেটাট্রেডার ইন্ডিকেটর লিস্টে ডিফল্ট হিসেবে দেয়া আছে । আমরা অবশ্যই মুুভিং এভারেজ ব্যবহার করার চেষ্টা করব ।
-
মুভিং এভারেজ হলো ফরেক্স ট্রেডারদের সবচেয়ে বেশি পছন্দনীয় একটি শক্তিশালী ইন্ডিকেটর। মুভিং এভারেজ দেখে ট্রেডে সহজভাবে এন্ট্রি নেয়া যায়। মুভিং এভারেজের হলো গড় প্রাইস। যেমন :- ডেইলি চার্ট ওপেন করে ১০০ মুভিং এভারেজ সেট করি, এর অর্থ হলো গত ১০০ দিনের ক্যান্ডলস্টিক চার্ট প্যাটার্নের গড় প্রাইস। দুটি মুভিং এভারেজের সমন্বয়ে ক্রসিং মুভিং এভারেজ ইন্ডিকেটর বানিয়ে ট্রেড করতে পারেন।আমি ব্যবহার করি ৫০/১৪।
-
মুভিং এভারেজ দিয়ে আমরা খুব সহজে ট্রেড করতে পারি। মুভিং এভারেজের হলো গড় প্রাইস। আপনি ইনডিকেটর সব এম টি ফর এ পাবেন। এখানে আপনি ভালু দিবেন। ১০০ ২০০ বা ১২০ এইগুলা বেসি ইউজ হয়। প্রাইস এই গুলার নিচে থাকলে আপনি বাই দিবেন না সব সময় সেল এর দিকে খুজবেন। আবার প্রাইস এই গুলার উপরে থাকলে আপনি সেল দিবেন না সব সময় বাই এর দিকে খুজবেন। সামনে এ নিয়ে আর কিছু লিখব।
-
আসলে মুভিং এভারেজ হল সব থেকে বেশি পরিমাণে ব্যবহৃত এনালাইসিস টুল। এটা মুলত দুই প্রকারের হয়ে থাকে। সাধারণ এবং ব্যতিক্রম। এটাকে আপনার চাহিদা অনুযায়ী ঘন্টা হিসেবে সেট করে নিতে পারেন। এর সব থেকে জনপ্রিয় ব্যবহার হল ক্রস মেথড। এর জন্য এক সাথে দুই বা তিনটা মুভিং এভারেজ ব্যবহার করা হয়ে থাকে ক্রস ওভারের জন্য। তবে বস্তুটা অনেক বেশি স্লো হওয়াতে *সিগ্নাল পেতে দেরি হয়ে যাবার সম্ভাবনা থেকেই যাচ্ছে।
-
মুভিং এভারেজ হচ্ছে ফরেক্স ট্রেডারদের জন্য সবচেয়ে গুরুত্বপুর্ন ইন্ডিকেটর । আমি মনে করি মুভিং এভারেজ ছারা কোন ট্রেডারদের রিয়েল ট্রেড করা ঠিক না । আসলে মুভিং এভারেজ হল সব থেকে বেশি পরিমাণে ব্যবহৃত এনালাইসিস টুল। আমি সব সময় মুভিং এভারেজ ফলো করে ট্রেড করে থাকি আর প্রফিট ও করে থাকি ।
-
মুভিং এভারেজ ফরেক্স মার্কেট এর জনপিয় ইনডিকেটর গুলোর মধ্য একটা আপনি যদি ফরেক্স মার্কেট এ এই একটা ইনডিকেটর দিয়ে সফল হতে পারবেন ফরেক্স মার্কেট এ অনেক বড় বড় ট্রেডার এই ইনডিকেটর দিয়ে ট্রেড করে তাই আপনি ফরেক্স মার্কেট এ এটা ব্যবহার করতে পারেন আমি নিজে ও এই ইনডিকেটর ব্যবহার করে ট্রেড করছি অনেক দিন ফরেক্স মার্কেট এ
-
মুভিং এভারেজ ফরেক্স মার্কেটে জনপ্রিয় একটি অন্যতম ইন্ডিকেটরগুলোর মধ্যে একটি। আপনি যদি সঠিকভাবে ফরেক্স মার্কেটে মুভিং এভারেজ সম্পর্কে জ্ঞান অর্জনে দক্ষ ও অভিজ্ঞ হয়ে উঠতে পারেন তাহলে অবশ্যই ফরেক্স মার্কেট একজন সফল ট্রেডার হয়ে উঠতে পারবেন। এছাড়া আমার জানা মতে ফরেক্স মার্কেটে অনেক বড় বড় দক্ষ ও অভিজ্ঞ ট্রেডাররা এধরনের ইন্ডিকেটর ব্যবহার করে এই মার্কেটে সফলতা অর্জন করতে পেরেছে। এজন্য আমি মনে করি মুভিং এভারেজ একজন ট্রেডারের কাছে সব চাইতে গুরুত্বপূর্ণ ইন্ডিকেটর হতে পারে।