আপনি হয়তো শুনে থাকবেন, অথবা আগে শুনে না থাকলে শুনে রাখুন ফরেক্সে ৯৫% ট্রেডার লস খায়। পরিসংখ্যানটি হয়তো পুরোপুরি সত্য নয়। আসলে ৯৫% ট্রেডার নয়, ৯৫% বিগেনার ট্রেডাররা লস করে। কিন্তু কেন?
Printable View
আপনি হয়তো শুনে থাকবেন, অথবা আগে শুনে না থাকলে শুনে রাখুন ফরেক্সে ৯৫% ট্রেডার লস খায়। পরিসংখ্যানটি হয়তো পুরোপুরি সত্য নয়। আসলে ৯৫% ট্রেডার নয়, ৯৫% বিগেনার ট্রেডাররা লস করে। কিন্তু কেন?
ফরেক্সে ৯০-৯৫% ওই সব ট্রেডাররা টিকে থাকতে পারে না তারা হল সম্পুর্ণ নতুন অথবা সম্পূর্ণ অদক্ষ ট্রেডার । আমরা যারা ট্রেডিং করি তারা জানি যে ফরেক্সে ট্রেডিং করে সফলতা লাভ করতে চাইলে আমাদের অনেক বেশি পরিমাণে ফরেক্সে সাথে সম্পৃক্ততা বৃদ্ধি করতে হবে । ফরেক্সের জ্ঞানে নিজেকে জ্ঞানী করতে হবে এবং সাথে সাথে নিজের দক্ষতাকে প্রচুর পরিমাণে বৃদ্ধি করতে হবে ।
লোভের কারণে এই ৯০ থেকে ৯৫ ভাগ ট্রেডারই ফরেক্স মার্কেটে টিকে থাকতে পারে না । এই জন্য আমাদরে দক্ষতা অর্জন করতে হবে । যে যত বেশী দক্ষতা অর্জন করতে পারবে সে তত বেশী লাভবান হতে পারবে । সুতরাং আমরা সব সময় এই ব্যবসা করার জন্য দক্ষতা বেশী বেশী করে অর্জন করার চেষ্টা করব তাহলেই আমরা সকলেই লাভবান হতে পারব ।
হে ভাই ফরেক্স মার্কেটে ৯৫% বিগেনার লস করে এটা চিরন্তন সত্য আমরা বেলিভে করি আর না করি তাই ররেক্স মার্কেটে আসার আগে ১০ বার ভাবুন আপনি ফরেক্স মার্কেটে আসার যোগ্য কি না কারন ফরেক্স মার্কেটে সাকসেস হতে হলে আপনাকে ফরেক্স সম্পরকে অনেক পরাশুনা করতে হবে
হ্যাঁ কথাটি সত্যি ফরেক্স এ ৯৫ % বিগেনার ট্রেডার টিকে থাকতে পারে না । আর এই টিকে না থাকার মূল করন হল ফরেক্স সম্পর্কে ভালো ধারনা না থাকা দক্ষতার অভাব । যারা বিগেনার তারা ফরেক্স সম্পকে না বুঝে ট্রেড করে । তারা মনে করে ফরেক্স ত বাই আর সেল নিচে গেলে সেল আর উপরে গেলে সেল এত আবার বুঝার কী আছে । এই ভেবে তারা ডিপোজিট করে আর বাই সেল করতে করতে এক সময় একাউন্টে জিরো । আর এসব বিগেনার এর মধ্যে তারাই টিকে থকে ওই ৫% এর ভিতর যারা তাদের ভূল বুঝতে পেরে ফরেক্স শিখে ।
ফরেক্স মার্কেটে যারা বিগিনার তারা সবাই লুজার আমি মনে করি কারন এরা মার্কেটটাকে অনেক সহজ ভাবে দেখে।মনে করে যে মার্কেট উপরের দিকে গেলে বাই দিতে হবে আর মার্কেট নিচের দিকে গেলে সেল দিতে হবে।এ আর এমন কঠিন কি।প্রথমে হয়ত দু একবার লাভ করতে পারে কিন্তু এক সময় লস করার পর ভুল বুঝতে পারে যে সে মার্কেট সম্পর্কে কতটা অজ্ঞ।তাই আমাদের ফরেক্স মার্কেটে ব্যবসা করতে হলে দক্ষ ট্রেডার হতে হবে।
ফরেক্স এ নতুন ট্রেডাররা যতটা সহজ ভাবে আসলে ততটা সহজ নয়। ফরেক্স এ প্রায় ৯০% ট্রেডার লস করে তাদের নিজেদের ভুল এর কারনে। সঠিকভাবে ট্রেড করতে না পারলে সে অব্যশোই লস করবে। ফরেক্স এ লস করার জন্য প্রত্যক ট্রেডার নিজেররাই দায়ী।
ফরেক্স মার্কেটে নতুন শিক্ষানবীশ ট্রেডারদের মধ্যে 95% ঝরে যায়৷কারন হলো এখানে ট্রেড করার জন্য অনেকে আসলেও তারা সবাই এই মার্কেটে ট্রেড করার জন্য যথেষ্ট যোগ্যতা অর্জন করতে ব্যার্থ হয়৷এখানে কিছু কৌশলাদি ও ডিসিপ্লিন আছে যেগুলো মেনে চলা সবার জন্য সম্ভব হয় না৷সবাই সব কাজ পারে না ও পারবেও না-এটাই বিধি বিধান৷তাই এখানে মাত্র 5% ট্রেডার টিকে থাকে৷
হ্যা ভাই এটা সত্য কথা। এখানে ৯০ থেকে ৯৫% ট্রেডার টিকে থাকতে পারেনা। এরা কারা, এরা হল একেবারে যারা নতুন ট্রেডার, যারা মনে করেন এক দুই বৎ*সরও হয়নি ফরেক্স মার্কেটে। তারাই মনে করেন যে এখানে টিকে থাকতে পারছেনা। এর মূলত অনেকগুলো কারন রয়েছে, যেমন কারো অভিজ্ঞতা কম, কেউবা ডিসিপ্লিন মেন্টেন করেনা আবার কেউবা একটু বেশি ইমোশোনাল তারাই এখানে লুজার হন, তারাই মনে করেন যে এখানে বেশিদিন অবস্থান করে টিকে থাকতে পারেন না।
আসলে ফরেক্স মার্কেটে যারা নতুন আসেন তারা একটা বড় আশা নিয়ে আসেন। এবং শুধু এই কারনে নবাগত ট্রেডার ৯০-৯৫% টিকতে পারেন না, শিক্ষানবীশ অবস্থায়ই ঝড়ে পড়েন। নতুন অবস্থায় ট্রেডিং এর স্ট্রেটেজি ঠিক থাকে না মার্কেট এর ব্যপারে কোন জ্ঞান থাকে না অভিজ্ঞতা তো অনেক দুরের কথা। অল্প দিনে অনেক টাকা আয় করবেন এই স্বপ্ন নিয়ে আসেন যা কিনা ভয়াবহ আকার ধারণ করে। এবং যে কারনে শুধু লস করেন। এবং লস দিতে দিতে এক সময় মার্কেট থেকে বিদায় নেন।