ক্রস কারেন্সি পেয়ারের সুবিধা কি?
প্রথমত, আপনি এখন অনেক বেশি কারেন্সি পেয়ার ট্রেড করতে পারছেন। সাতটা ডলার বেইজড পেয়ারের ক্রস কারেন্সি পেয়ার হতে পারে ২১ টি, মানে মোট ২৮ টি। ডলার বেইজড পেয়ার যত বাড়বে, ক্রস কারেন্সি পেয়ারও তত বাড়বে।
দ্বিতীয়ত, কোন কারেন্সিটি বেশি শক্তিশালী তা বের করা। ধরুন, eur/usd এবং gbp/usd, দুটি পেয়ারই বাই সিগন্যাল দেখাচ্ছে। তার মানে, দুটোই বাড়বে। কিন্তু, কোন পেয়ারটি বেশি বাড়তে পারে? তার একটা ধারনা পাওয়া যায় যদি আপনি eur/gbp পেয়ারটির দিকে তাকান। যদি eur/gbp আগের থেকে শক্তিশালী হয় বা বৃদ্ধি পায়, তার মানে, eur, gbp বা পাউন্ড থেকে শক্তিশালী এই মুহূর্তে। তাই, eur/usd , gbp/usd থেকে বেশি বাড়তে পারে।
তৃতীয়ত, ধরুন, আপনি মনে করছেন আজকে ইউরো দুর্বল হবে কেননা ইউরো জোন থেকে একের পর এক দুঃসংবাদ আসছে। অপরদিকে, যুক্তরাজ্য সুদের হার মাত্র বৃদ্ধি করল, মানে নিঃসন্দেহেই শক্তিশালী হবে পাউন্ড। সেক্ষেত্রে, eur/usd অথবা gbp/usd ট্রেড করা থেকে কিন্তু সরাসরি eur/gbp সেল দেয়াই ভালো। কারন, ডলার শক্তিশালী নাকি দুর্বল হবে, তা আপনি জানেন না। এক্ষেত্রে, eur/gbp ট্রেড করলে, ডলারের মুল্য পরিবর্তন আপনার ট্রেডকে তেমন একটা প্রভাবিত করবে না।