য়ামি মার্কেটে নতুন তাই অভিজ্ঞদের কাছে জানতে চাইছি ফিবনোসি এনালাইসিস কি।এটা মার্কেটের জন্য কেমন সুবিধা দিতে পারে?
Printable View
য়ামি মার্কেটে নতুন তাই অভিজ্ঞদের কাছে জানতে চাইছি ফিবনোসি এনালাইসিস কি।এটা মার্কেটের জন্য কেমন সুবিধা দিতে পারে?
কোন মাকেট সম্পরকে জেনে বুজে ট্রেড করাই আমি মনে করি এনালাইসিস | এনালাইসিস এর মাধ্যমে আপনি ফরেক্স মাকেটে থেকে আয় করতে পারবেন | আর যদি এনালাইসিস না করেন তবে আপনার জন্য আয় করা কথিন হবে আমি মনে করি |
এ্যানালাইসিস সর্ম্পকে আমরা সব সময় মাথায় রাখব । যে যত বেশী এ্যানালাইসিস করবে সে তত বেশী এ্যানালাইসিস করবে সে তত বেশী লাভবান হতে পারবে । আমরা সব সময় এ্যানালাইসিস বেশী বেশী করে করব তাহলেই আমরা লাভবান হতে পারব । সুতরাং আমরা সব সময় দক্ষতা অর্জন রকার চেষ্টা করব তারপর এই ব্যবসা করব তাহলেই লাভবান হতে পারব ।
ফরেক্স মার্কেটে আমরা তিন ভাবে এনালাইসিস করে থাকি তার মধ্যে একটি হল টেকনিক্যাল এনালাইসিস দুই ফান্ডামেন্টাল এনালাইসিস তিন সেন্টিমেন্টাল এনালাইসিস।যারা এই প্রকার এনালাইসিস সঠিক ভাবে করতে পারে তারা ফরেক্স মার্কেটে আজীবন ট্রেড করতে পারবে। তবে আমাদের কে অনেক কিছু চিন্তা করে ট্রেড করতে হবে।
আমি মনে করি ফরেক্স মাকেট থেকে লাভ করতে হলে মাকেট এনালাইসিস করতে হবে আপনি মাকেট এনালাইসিস না করলে আপনি ফরেক্স মাকেটে লস করতে পারেন আপনার লাভ হবার সম্ভবনা অনেক কম | ফরেক্স মাকেট এনালাইসিস ছাড়া আয় করা যায় না |
ফরেক্স মার্কেটে ট্রেড করার আগে একজন ট্রেড়ারে জন্য যে বিষটি গুরুত্ব পূর্ণ তা হল মার্কেটে এনালাইসিস করা ।আপনি যদি এনালাইসিস করে মার্কেটে ওপেন করেন তাহলে আপনার লসের সম্ভাবনা খুবই কম । আর যদি এনালাইসিস না করে মার্কেটে ওপেন করেন তাহলে আপনার লসের সম্ভাবনা খুবই বেশী এমনকি ব্যালেন্স জিরো হওয়ার সম্ভাবনা রাখে । তাই যখনই মার্কেট ওপেন করতে যাবেন তখন নিউজ ও মার্কেটে এনালাইসিস করবেন ।
যদিও ফরেক্স মার্কেটের সাথে দীর্ঘদিন ধরে আছি কিন্তু তথাপি আমি এই ফিবনোসি এ্যানালাইসিস সম্পর্কে তেমন কিছুই জানি না। এই প্রথম শুনলান এই ধরনের এ্যানালাইসিস সম্পর্কে। গুগলে সার্চ দিয়েও ফিবনোসি এ্যানালাইসিস সম্পর্কে ধারনা পেতে চাইলাম। কিন্তু কিছুই পেলাম না। আসলেই কি এ ধরনের কোন এ্যানালাইসিস আছে? আপনি কোথা হতে এই ফিবনোসি এনালাইসিস সম্পর্কে জানতে পারলেন। যদি বলেন উপকৃত হতাম।
ফিবনাচি কি এবং ফিবনাচি লেভেল এর ব্যবহার সম্পর্কে বিস্তারিত জানতে এই লিঙ্কটি ভিজিট করুন ধন্যবাদ
https://www.instaforex.com/bd/fibonacc_levels_dinapoli
আমি মনে করি মার্কেট অ্যানালাইসের জন্য প্রথমে নিউজগুলো ভালভাবে দেখা দরকার।তারপর আমরা আমাদের টেকনিকেল ইন্ডিকেটরের সিগনালগুলো নিউজ ও এক্সপার্টদের সিগনালের সাথে মিলিয়ে ভাল অ্যানালাইসিস করতে পারি।
আসলে ফরেক্সে ভালো করতে গেলে ভালো এনালাইসিস করা জানতে হবে। কারণ, ভালো এনালাইসিস না করতে জানলে ফরেক্সে টিকে থাকাটা দুষ্কর হয়ে পড়ে। টেকনিক্যাল এনালাইসিস, ফান্ডামেন্টাল এনালাইসিস, সেন্টিমেন্টাল এনালাইসিস, মানি ম্যানেজমেন্ট, নিউজ এনালাইসিস এইগুলো ভালোভাবে ফলো করলে ফরেক্সে টিকে থাকা অনেক সহজ হয়ে যায়।