-
লট বা ভলিউম কি?
লট ব্যাপারটি অনেক সহজ। কিন্তু আপনি যখন ইউনিটের হিসাবে যাবেন, তখন তা আপনার কাছে জটিল মনে হবে। তাই আমরা এখানে ইউনিটের হিসাবে যাব না বরং সহজ ভাবে বোঝানোর চেষ্টা করবো।
ফরেক্স মার্কেটে আমরা প্রতি পিপস মুভমেন্টে লাভ করতে পারি। অর্থাৎ প্রাইস ১.১৭১০ থেকে ১.১৭২০ এ গেলে আমাদের ১০ পিপস লাভ বা লস হবে। লট/ভলিউমের মাধ্যমে আমরা নির্ধারণ করে দিবো যে প্রতি পিপস আমাদের অনুকূলে বা প্রতিকূলে গেলে আমাদের কি পরিমান লাভ বা লস হবে।
ফরেক্স ব্রোকারদের আমরা সুবিধার জন্য ৩ ভাগে ভাগ করছি।
স্ট্যান্ডার্ড লট ব্রোকার
মিনি লট ব্রোকার
মাইক্রো লট ব্রোকার
-
ট্রেড করার সময় আমাদের লট বা ভলিউম সাইজ নির্ধারন করে দিতে হয়। কারন এটা দিকে আমাদের লাভ বা লস কম না বেশী হবে তা দারা আমরা বুঝতে পারব। আমাদের পিপ ভ্যলু লট দারা নির্ধারন করে দিলে যে প্অরিমান পিপ আমাদের লসে যাবে লট অনুযায়ী সেটা পরিবর্তন হয়।
-
লট বা ভলিউম হল এর মাধ্যমে আমরা নির্ধারণ করে দিবো যে প্রতি পিপস আমাদের অনুকূলে বা প্রতিকূলে গেলে আমাদের কি পরিমান লাভ বা লস হবে। আমরা যত কম ভলিউমে ট্রেড করব তত কম লাভ বা লস হবে । আর যদি বেশী ভলিউমে ট্রেড করি আমাদের তত বেশী লাভ বা লস হবে । ভলিউম .01, .02 , .03, .5, 1 ,2 ,5 এভাবে হয়ে থাকে ।
-
ফরেক্স মার্কেট এ আমরা যখন কোন ট্রেড করি তখন ব্রোখার আমাদের থেকে আমাদের কমিশন কাটে তাকে আমরা ফরেক্স এর ভাষাই ব্রোখার কমিশন বলি। আমরা যদি কোন ট্রেড ১স্টেন্ডারড এ ট্রেড করি তাহলে ব্রোকার আমার থেকে ১০ পিপ্স কেটে নিবে।আম্রা যদি ১স্টেন্ডারড এ একটি ট্রেড করি তাহলে ১স্টেন্ডারড=১০ গুন ১০ ==১০০ প্রপিট লস হলেও ১০০ ডলার হবে।আমাদের বলিউম এর উপর নিরবর করে ব্রোকার এর কমিশন।
-
লট বা সাইজ হলো মানি ম্যানেজম্যান্টের এক্িট অংশ। ফরেক্স মার্কেটে লট বা সাইজকে নিয়ন্ত্রন করতে হবে খুব হিসেব করে। মূলধন রক্ষা করার জন্য লট বা সাইজ নির্ধারন খুবই গুরুত্বপূর্ণ। ধরুন আপনার মূলধন ১০০ ডলার এখন আপনি ০.১০ লটে একটি ট্রেড ওপেন করলে আপনার ব্যাকআপ পিপস থাকবে ১০০০ পিপস। আর ১.০০ লটে একটি ট্রেড ওপেন করলে আপনার ব্যাকআপ পিপস থাকবে ১০০ পিপস। অর্থাৎ আপনার প্রতিকূলে ১০০ পিপস মুভ করলে আপনার একাউন্ট জিরো হয়ে যাবে।
-
আমরা ফরেক্স মার্কেটে লট বা ভলিউম বেশী ধরব না । কারণ বেশী লট ধরলে আমরা লসে পড়ে যাবো । সুতরাং লোভ থেকে আমাদেরকে দূরে সরে থাকতে হবে । অতএব ধৈর্য্য ধারন করে এই ফরেক্স ব্যবসা করতে হবে তাহলেই আমরা লাভবান হতে পারব । অতএব আপনারাও ফলেক্স ব্যবসা ধৈর্য্যের সহিত লট বা ভলিউম কম দিয়ে করার চেষ্টা করেন তাহলেই লাভবান হতে পারবেন ।
-
লট বা ভলিয়ুম হল আপনআর ট্রেড করার ক্ষমতা যে আপনি মকি পরিমান ঝুকি নিয়ে ট্রেড ওপেন করতে চান।আপনি যদি বেশি লটে ট্রেড ওপেন করেন তাহলে লাভ হলে বেশি লাভ হবে আর লস হলে বেশি পরিমান লস হবে।
-
ট্রেডারগণ যেই পরিমান ডলার বা সেন্ট নিয়ে মার্কেটে ক্রয়/বিক্রয় শুরু করতে চান ঐ পরিমান কে ভলিউম বা লট সাইজ বলে৷আপনার ট্রেডিং একাউন্টের ব্যালেন্স অনুযায়ী লট বা ভলিউম সঠিক ভাবে সিলেক্ট করে ট্রেডে এন্ট্রী করতে হবে৷কত পিপস টেকপ্রফিট দিবেন আর কত পিপস স্টপলস রাখবেন তার সাথে সাথে ট্রেডিং ভলিউম বা লট সাইজ অবশ্যই হিসাব করে নেওয়া জরুরী৷তবে লট সাইজ কম করে নেওয়াই উত্তম৷
-
আপনি অনেক ভাল পোস্ট করছেন নতুনদের অনেক কাজে লাগবে ফরেক্স মার্কেট এ যারা নতুন ট্রেডার আছে তারা লট কি বা অ্যাকাউন্ট কি তা বুঝে না তার কারন এ তারা ভুল অ্যাকাউন্ট করে লস করে তাই আমার মতে আপনি যদি সঠিক অ্যাকাউন্ট করেন তাহলে আপনি ফরেক্স মার্কেট থেকে অনেক বেশি ডলার লাভ করতে পারবেন আর লেগে থাকলে লাভ হবেই
-
লট বা ভলিউম দিয়ে আসলে আপনার লাভ বা ক্ষতির একক টা বুঝানো হয়ে থাকে । মার্কেটে এক পিপ মুভের জন্য আপনার কি পরিমান লাভ বা ক্ষতি আপনি চান সেই জিনিস টাই মূলত লট বা ভলিউম।