ট্রেডার হতে গেলে যে বিষয় গুলো খেয়াল রাখতে
প্রতি ট্রেড এ আপনার ট্রেডিং পরিকল্পনার প্রতি নজর দিন। তার মানে আপনি কোথায় ট্রেড শুরু করবেন কোথায় গিয়ে ট্রেড টি ক্লোজ করবেন।
দীর্ঘ সময়ের জন্য ট্রেড করার প্রস্তুতি নিন (যদি ইনভেস্টমেন্ট বড় হয়)।
আপনার Performance গুলো যাচাই করে দেখুন।কত প্রফিট করতে পারছেন না কি সব লস এ যাচ্ছে।
আপনার Performance ভালো না হলে Trading পদ্ধতিতে পরিবর্তন করুন। নতুন কিছু চেষ্টা করুন।
সবসময় Positive চিন্তা করুন। যদি প্রফিট কম আসে তবে মনবল হারাবেন না লক্ষ্যে স্থির থাকুন আপনি সফল হবেন ইনশাল্লাহ। “Failure Is The Pillar Of Success.”
আত্মবিশ্বাস এর সাথে ট্রেড করুন Negative কোন চিন্তা থাকলে তা ঝেড়ে ফেলুন।
আর সবশেষে অন্যদের কে ট্রেড সম্পর্কে ধারনা দিন এতে আপনি নিজের ট্রেডিং গুলো আরও নিখুত ভাবে করতে পারবেন। মনে রাখবেন জ্ঞান এমন একটা জিনিস যা বন্টন করলে কোনদিনও কমে না বরং আরও দীর্ঘস্থায়ী হয়।