একটা বিষয় জানার খুব ইচ্ছা।আমি গত মাসে ৮৯ ডলার লস করেছি।আর এই মাসে আমি যদি বাংলা ফোরামে বোনাস নিয় ৮৮ ডলার তাহলে যখন ট্রেড করব আগের মাসের লস ৮৯ ডলার কভার করে কি আমি যা লাভ করব তাই আমিপাব নাকি আমি এই মাসে ৮৮ ডলার নিয়ে ট্রেড করেছি এর থেকে যা লাভ করব তাই তুলতে পারব।