FOMC নিউজটা সব সময় হাই ইমপ্যাক্ট থাকে । FOMC নিউজে মার্কেট বড় ধরনের মুভমেন্ট করে তাই এই নিউজের সময় অনেক ট্রেডার এর একাউন্ট জিরো 0 হয় আবার কোনো ট্রেডার এর একাউন্টে অনেক বড় ধরনের লাভ হয় অল্প সময় এর ভিতর । FOMC u.s.a এর আমেরিকার বড় ধরনের ইকোনোমিক প্রভাব পরে তাই যেমন এই সপ্তাহের FOMC নিউজ নেগেটিভ খারাপ হওয়ার কারনে EUR/USD অনেক আপে চলে গেছে ডলার এর দাম কমে গেছে তাতে লাভ হয়েছে ইউরোর ।