সবাই বলে ফরেক্স এর অভিজ্ঞা নিয়ে ফরেক্স করেতে, কিন্তু অভিজ্ঞা অরজন করতে হলে ট্টেনার এর দরকান, এটা ছাড়া অন্ন কন উপাই আছে।
Printable View
সবাই বলে ফরেক্স এর অভিজ্ঞা নিয়ে ফরেক্স করেতে, কিন্তু অভিজ্ঞা অরজন করতে হলে ট্টেনার এর দরকান, এটা ছাড়া অন্ন কন উপাই আছে।
অভিজ্ঞতা অনেকভাবে সৃষ্টি হতে পারে । আসলে মানুষের অভিজ্ঞতা তার অর্জিত জ্ঞানের চেয়ে বেশি কার্যকরী । ফরেক্সে আমরা যারা ট্রেডিং করি তারা জানি যে এই মার্কেটে ট্রেডিং করার মাধ্যমে আমরা অনেক বেশি পরিমাণে ফরেক্স অভিজ্ঞ হতে পারি । তবে সেটা রিয়েল ট্রেডিং এ নয় বরং এই অভিজ্ঞতাটা অর্জন করতে হবে ডেমো ট্রেডিং করার মাধ্যমে । যে যত বেশি ডেমো ট্রেডিং করবে প্রাথমিক অবস্থায় সে তত বেশি ফরেক্স এর উপর বাস্তবিক ধারণা লাভ করবে ।
আমরা ফরেক্স মার্কেটে ধৈর্য্যের সহিত কাজ করার চেষ্টা করব । রিয়েল ট্রেডিং এ নয় বরং এই অভিজ্ঞতাটা অর্জন করতে হবে ডেমো ট্রেডিং করার মাধ্যমে । আমরা বেশী করে এ্যানালাইসিস করার চেষ্টা করব । আমরা ডেমো ট্রেড বেশী করে করার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব ।
যারা শেয়ার ব্যবসা করেন তারা জানেন যে ফরেক্স বং শেয়ার ব্যবসা প্রায় একই। শেয়ার মার্কেট দাম বাড়লে আমর কিনি। কিন্তু ফরেক্স এ এর বেশি সুবিধা রয়েছে। ফরেক্স আমরা কারন্সি বাই এবং সেল দুইটাই করতে পারি। এ জন্য ফরেক্স এ সবাই ট্রেড করতে আগ্রহ হয়।
ফরেক্স ট্রেডে সঠিক ও ধারাবাহিক ভাবে সফলতা পেতে চাইলে একজন বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ট্রেইনারের খুব জরুরী প্রয়োজন হয়৷অথচ দুঃখের বিষয় এই ট্রেইনারের অভাবেই আমরা অনেকেই সঠিক ভাবে ট্রেডিং কৌশলগুলো শিখতে পারি না৷তাই একা একা অনেক খড়কুঁটো কুঁড়িয়ে কষ্ট করে ফরেক্স শিখতে হয়৷তবে বিকল্প ভাবে আমাদের এই ফোরামে লেখাপড়া করে শিখতে পারবেন বলে আশা রাখি৷
ভাই ফরেক্স হলো কারেন্সি বিনিময়ের মার্কেট। তবে এই মার্কেট থেকে কিছু পেতে হলে আপনাকে প্রচুর অভিজ্ঞতা অর্জন করতে হবে, কেননা এটা ছাড়া এখানে আর বিকল্প কোন ব্যবস্থা নেই বলা যায়। তাই আপনাকে আগে বুঝতে হবে যে এই মার্কেটে আসলে কি হচ্ছে, কিভাবে হচ্ছে, কেন হচ্ছে এবং কিভাবে কি করলে সফলতা অর্জন হবে, আপনাকে এরকম একটা চিন্তা-চেতনা নিয়ে কাজ করতে হবে।
ফরেক্স ট্রেডিং খুব ভালোভাবে আয়ত্ত করতে হলে অবশ্যই একজন বাস্তব অভিজ্ঞ, সৎ,আন্তরিক,দক্ষ ট্রেইনারের খুবই জরুরী প্রয়োজন রয়েছে৷কিন্তু সমস্যা হচ্ছে এই ধরনের ট্রেইনারকে আপনি আপনার আশেপাশে কখনোই খুঁজে পাবেন না৷ভালো দক্ষ ট্রেইনারগণ ইউরোপ,আমেরিকা,অস্ট ্রেলিয়া,কানাডা... এই ধরনের উন্নত দেশগুলোতে বসবাস করেন৷আর আমাদের দেশে কিছু ভালো অভিজ্ঞ ট্রেইনার রয়েছেন কিন্তু তারা মূলত নিজেদের ট্রেডিং নিয়েই ব্যস্ত থাকেন অন্যদেরকে ট্রেইন আপ করার মতো তাদের এত লম্বা সময় বা ধৈর্য নাই বললেই চলে৷তাই আমরা বাধ্য হয়েই ইউটিউব চ্যানেল থেকে অসংখ্য টিউটোরিয়াল স্টাডি করতে পারি,বিভিন্ন বাংলা ইংরেজী ফোরাম থেকে স্টাডি করতে পারি,বিভিন্ন ইবুক ডাউনলোড করে স্টাডি করতে পারি৷তাছাড়া আমাদের এই ফোরামেও স্টাডি করার সুযোগ রয়েছে৷
ফরেক্স হলো একটি আন্তর্জাতিক অনলাইন বিজনেস। এখানে বিশ্বের বিভিন্ন দেশের কারেন্সি ক্রয় বিক্রয় করা হয়। এখানে চাইলে পৃথিবী যে কোন ব্যক্তি কাজ করতে পারে। তবে এখানে কাজ করতে হলে প্রয়োজন দক্ষতার।
ফরেক্স হলো একধরনের ব্যবসা। এই ব্যবসায় আপনি মুদ্রা ক্রয় বিক্রয় করে মুনাফা উপার্জন করতে পারবেন। আর এই মুদ্রা ক্রয় বিক্রয় করার জন্য আপনাকে বাইরে যেতে হবে না। তারমানে আপনি আপনার ঘরে বসে থেকেই এই মুদ্রা ক্রয় বিক্রয় করতে পারবেন। অতীতে কিন্তু এই ব্যবসা করাটা এতটা সহজ ছিল না কিন্তু বর্তমানে এই ব্যবসা করা খুবই সহজ আর এর প্রেক্ষিতে এই ব্যবসা দিন দিন জনপ্রিয়তা লাভ করতাছে। বর্তমানে অনেকে এই ব্যবসা তাদের অন্যান্য ব্যবসা বা চাকুরির পাশাপাশি করে বাড়তি উপার্জন করতাছে।
ফরেক্স শেখার কোন শেষ নেই তবে চেষ্টা চালিয়ে যেতে থাকলে আপনি এমন এক সময় আসবে লাভ এবং লস মিলিয়ে কিছু প্রফিটে থাকতে পারলেই আপনি সফলকাম। আপনি যদি নিয়মিত লাভ করতে থাকেন এবং মনে করেন আমি কিছু দিনের মধ্যে এত এত ডলার লাভ করবোই তাহলে আপনি কখন ও সামনে আগাতে পারবেন না। ফরেক্স সফলতা পেতে হলে ছোট ছোট ধাপে আগাতে হবে, ছোট ছোট লটে ট্রেড করতে হবে। এভাবে আপনি ফরেক্স মার্কেটে টিকে থাকতে পারলেই আপনি ফরেক্স এ সফলকাম হতে পারবেন একটা কথা মাথায় রাখতে হবে ফরেক্স এ ৯৫% মানুষ লস করে থাকে তাহলে কত সতর্কতার সাথে চলতে হবে একবার চিন্তা করে দেখুন।