Originally Posted by
Mamun13
ব্রোকার মূলত দুই প্রকার-স্ট্রং রেগুলেটেড এবং উইক রেগুলেটেড৷তাদের ভিতরে বিভক্ত করা ব্রোকারের কয়েক প্রকার সিস্টেম আছে,যেমন-ডিলিং ডেস্ক সিস্টেম ,নন ডিলিং ডেস্ক সিস্টেম ,s.t.p সিস্টেম,e.c.n সিস্টেম ,mm সিস্টেম ইত্যাদি৷D.D বা ডিলিং ডেস্ক ব্রোকার হলো যাদের সাথে লাইভ সাপোর্ট,স্প্রেড বেশি,বিভিন্ন শাখা অফিস আছে,ডেমো/রিয়েল অনেক সার্ভার আছে,বিভিন্ন প্রমোশনাল অফার থাকে,রেফারেল সুবিধা থাকে,অনেক ধরনের একাউন্ট থাকে, প্রতিযোগিতা-প্রাইজমানি আছে,ফরেক্স ভিডিও টিওটোরায়াল আছে, এনালাইটিক সেক্শন আছে,মাল্টি ট্রেডিং টার্মিনাল থাকে,এক কথায় তাদের কার্যক্রম বিশাল-ব্যাপক৷আর N.D.D বা নন ডিলিং ডেস্ক ব্রোকারে ঐ রকম ব্যাপক কোনো ডেস্কই নাই অর্থাৎ সেখানে এতো ব্যাপকতা ও সুবিধা থাকেনা,খুবই শর্টকার্ট তাদের কার্যক্রম৷