আমি এ পর্যন্ত ইনস্টাফরেক্সের রিয়াল একাউন্টে ৪ বার ডিপোজিট করেছি।আর এইমাস থেকে ফোরামে কাজ করা শুরু করেছি যদিও আমি জানি ফোরামের একাউন্ট থেকে বোনাস উঠানো যায় না তবে প্রাপ্ত লাভ উঠানো যায়।কিন্তু আমি চাচ্ছি আগামী মাস থেকে এখানেই ডিপোজিট করবো সেক্ষেত্রে কী আমার একাউন্ট ঝুকিপূর্ন কারন ফোরামের একাউন্ট তো ব্যান্ড হয়েও যেতে পারে সেক্ষেত্রে আমার ডিপোজিটকৃত অর্থের কী হবে?আপনাদের পরামর্শ আশা করছি।